এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৪৭484032
  • আমি একটা ছোট্টো ইতিহাস পেলাম একটা সাইটে। আনন্দমেলা বিষয়ে। বেশ চিত্তাকর্ষক। এখানে খানিকটা টুকে দিই?
    ///////ছোটদের জন্য সবচেয়ে জনপ্রিয় বাংলা ম্যাগাজিন আনন্দমেলা। শুধু ছোটরাই নয়, সব বয়সিরাই আনন্দমেলা পড়তে ভালবাসেন। বহু বাঙালির সারা জীবনের সঙ্গীও আনন্দমেলা। বিজ্ঞান থেকে খেলাধুলো, গল্প থেকে কমিক্স, অ্যাডভেঞ্চার থেকে অ্যাস্ট্রোনমি শিশুদের মনের সব কৌতূহলই মেটায় আনন্দমেলা।
    যদিও এই মাসিক পত্রিকার জন্ম ১৯৭৫ সালের এপ্রিলে। তবু এর উৎস খুঁজতে হলে যেতে হবে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে। সেখানে ১৯৪০ সাল থেকেই ছোটদের বিভাগটির নাম ‘আনন্দমেলা’। শারদীয় আনন্দবাজার পত্রিকার সাথে ছোটদের পাতা হিসেবে আলাদা বিভাগ থাকত।
    সেই ‘আনন্দমেলা’র জনপ্রিয়তাই ‘আনন্দমেলা’ পত্রিকা প্রকাশের মূল অনুপ্রেরণা। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিত্‌ রায় সেই আমলের নামকরা গ্রাফিক ডিজাইনারও ছিলেন। তিনি এই পত্রিকার মাস্টহেডের ডিজাইনটা করেছিলেন।
    ১৩৪৭/১৯৪০ সালে প্রথম আনন্দমেলার প্রকাশ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আশীর্বাদ কবিতাটি পুনঃপ্রকাশিত হয় পৃথক ভাবে যখন আনন্দমেলা শারদীয় হিসেবে প্রকাশ পায়, অর্থাৎ ১৩৭৮ বঙ্গাব্দ বা ১৯৭১ সালের শারদীয় সংখ্যায়। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে কখনো মাসিক, কখনো পাক্ষিক বা কখনো সাপ্তাহিক পত্রিকা হিসেবে নিরবিচ্ছিন্ন ভাবে প্রকাশ হয়ে চলেছে। যদিও ১৯৮৪ মে-জুন মাসে কোনো সংখ্যা প্রকাশ হয়নি।
    আনন্দমেলার বিষয়সূচির উপর চোখ বোলালে দেখা যায়, সেখানে উপন্যাস, ছোটগল্প, কবিতা, কমিক্স, খেলাধুলো, বিজ্ঞান, শব্দসন্ধান, ধাঁধা, ভ্রমণ, কী নেই! এই পত্রিকার জন্য কলম ধরেছেন সত্যজিত্‌ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো খ্যাতনামা সাহিত্যিকরা। সত্যজিত্‌ রায়ের কিংবদন্তিসম চরিত্র ‘প্রফেসার শঙ্কু’, প্রেমেন্দ্র মিত্রর ‘ঘনাদা’র মতো চরিত্রদের নিয়ে গল্প, উপন্যাস এই পত্রিকায় প্রকাশিত হওয়ার পরই পাঠক মহলে হইচই পড়ে গিয়েছিল। এ ছাড়াও রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’, সমরেশ বসুর ‘গোগোল’, বিমল করের ‘কিকিরা’, সমরেশ মজুমদারের ‘অর্জুন’, মতি নন্দীর ‘কলাবতী’র মতো চরিত্ররা। আনন্দমেলার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সদাশিবের গল্পগুলো। আর এই পত্রিকায় দীর্ঘদিন ধরে প্রকাশিত ‘রোভার্সের রয়’ কমিক্সটিও রীতিমতো চমকে দিয়েছিল পাঠকদের।

  • lcm | ২০ জুলাই ২০২১ ০৩:৪৬484031
  • সত্যিকারের আর্কাইভ - এসবের জন্য ওমনাথ কে দরকার

  • lcm | ২০ জুলাই ২০২১ ০৩:৪৪484030
  • বোঝো! লিস্ট আমি বানাইনি - ওসবে অনেক ঝামেলা, অনেক পরিশ্রমের কাজ। আমি লিস্ট পেয়েছি। ওটি "আমার লিস্ট" নয়, ভুল বলেছি, ওটা কোথাও থেকে ঝেঁপে দেওয়া লিস্ট - খুব সম্ভবত অবসর-ডট-নেট বা এরকম কোনো সাইট থেকে।

  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৪০484029
  • কী কান্ড!!!! কত্ত লিস্ট আসছে। একেবারে মর্জিনা কেস। "রে রে রে রে চল্লিশ চোর! কোনটা আলিবাবার বাড়ি এইবার খুঁজে বার কর"। ঃ-)
    আহ। কম্বোডিম্ব চাকারুকা কাহিনী ---আহা এটা যদি পেতাম! ঃ-)

  • Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৩০484028
  • রুচিরাদি ওয়াজ অ্যাবসলিউটটি (নট কিছুটা) কারেক্ট।



  • ভয়ংকর সুন্দর | 136.226.***.*** | ২০ জুলাই ২০২১ ০২:৫৭484026
  • ১৯৭১ এ আনন্দমেলার প্রথম পুজো সংখ্যায় বেরিয়েছিল ভয়ংকর সুন্দর। 

  • সে | 2001:171b:c9a7:d3d1:e872:bd94:e4db:***:*** | ২০ জুলাই ২০২১ ০২:৩৭484025
  • হ্যাঁ, ঠিক। ওটিই প্রথম কাকাবাবু।


    কিন্তু পড়ি নি আগে। কিশোর সাহিত্য আমায় কোনওদিনও টানে নি।

  • lcm | ২০ জুলাই ২০২১ ০২:৩৫484024
  • সম্বিৎ,
    হা হা - খুব সাংঘাতিক বিভ্রান্তিকর কিছু নয় - ঐ কয়েক বছর এদিক ওদিক - মহাকালের হিসেবে নাথিং :-)

  • সে | 2001:171b:c9a7:d3d1:e872:bd94:e4db:***:*** | ২০ জুলাই ২০২১ ০২:৩৪484023
  • ন্যাড়াদা,


    আমি নাট্যরূপ দিয়েছি ঠিকই, তবে লেখকের ইন্ট্রো এবং অভিনেতার তালিকা ইত্যাদি আমার লেখা নয়। এমনকি কোথায় কোন মিউজিক হবে সেটাও স্ক্রিপ্টে ছিল। বেসিকালি আমি সবুজ দ্বীপের রাজাও দেখিনি। সন্তু কাকাবাবু সিরিজের একটি গল্পও পড়িনি। এই নাট্যরূপ দিতে গিয়ে প্রথম পড়লাম।

  • lcm | ২০ জুলাই ২০২১ ০২:৩৩484022
  • আমার কাছে ১৯৭৯ এর আনন্দমেলা শারদ সংখ্যার ডিজিট্যাল কপি ছিল বোধহয়, পাচ্ছি না, তবে রুচিরা কিছুটা ঠিক বলেছে, এই হল ১৯৭৮ এর আনন্দমেলার সূচীপত্র, এতে জঙ্গলের মধ্যে গম্বুজ রয়েছে - 


  • সম্বিৎ | ২০ জুলাই ২০২১ ০২:৩৩484021
  • 'ভয়ংকর সুন্দর' খুব সম্ভবতঃ প্রথম কাকাবাবু।

  • সম্বিৎ | ২০ জুলাই ২০২১ ০২:৩০484020
  • লসাগুর লিস্টই তাহলে যুবমানসকে বিভ্রান্ত করছে।

  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০২:২১484019
  • বা, এইটা একটা চমৎকার লিস্ট। তাহলে এই লেখকরা, মানে এই সুনীল শীর্ষেন্দু সত্যজিৎ মতিনন্দী ইত্যাদিরা ১৯৬০ এর দশকের শেষদিক থেকে রে রে করে তেড়ে উঠেছিলেন।  তারপর সত্তর আশি জুড়ে চুটিয়ে দারুণ খেলেছেন  :-)

  • Ruchira | 2600:1700:9c90:79f0:1517:1ba5:f605:***:*** | ২০ জুলাই ২০২১ ০২:২১484018
  • তাছাড়া ভয়ংকর সুন্দর তো সবুজ দ্বীপের রাজার আগে - সবুজ দ্বীপের রাজা ৭৬-এ ধারাবাহিক বেরোতো 

  • Ruchira | 2600:1700:9c90:79f0:1517:1ba5:f605:***:*** | ২০ জুলাই ২০২১ ০২:২০484017
  • আমার মেমরি সম্বিতের সঙ্গে মিলছে  - আমি আনন্দমেলা পড়তে সুরু করি ১৯৭৬-এ ।ভয়ঙ্কর সুন্দর তার আগে বেরিয়েছে ।৭৯ এ  হলদে বাড়ির রহস্য, ডুঙ্গা , জঙ্গলের মধ্যে গম্বুজ এসব বেরোত। ভয়ঙকর সুন্দর আমি বই হিসেবে পড়েছি ,pore.

  • lcm | ২০ জুলাই ২০২১ ০২:১৩484016
  • সম্বিৎ,
    আমার লিস্টে বলছে ১৯৭৯

    সনশারদীয়া পত্রিকালেখকগল্প/উপন্যাস
    ১৯৩৯আনন্দবাজারমানিক বন্দোপাধ্যায়শহরতলী
    ১৯৪১আনন্দবাজাররবীন্দ্রনাথ ঠাকুরপ্রগতিসংহার
    ১৯৫১দেশসুবোধ ঘোষত্রিযামা
    ১৯৫২দেশতারাশংকর বন্দোপাধ্যায়রাধা
    ১৯৫৩আনন্দবাজারতারাশংকর বন্দোপাধ্যায়সঞ্জীবন ফার্মেসি (আরোগ্যনিকেতন)
    ১৯৫৪দেশবিমল করপিঙ্গলার প্রেম
    ১৯৬২দেশশিবরাম চক্রবর্তীস্ত্রী – মানেই ইস্ত্রি?
    ১৯৬৩দেশপ্রবোধকুমার সান্যালকাঁচ কাটা হিরে
    ১৯৬৫দেশসমরেশ বসুবিবর
    ১৯৬৬দেশসুনীল গঙ্গোপাধ্যায়আত্মপ্রকাশ
    ১৯৬৭দেশশীর্ষেন্দু মুখোপাধ্যায়ঘুনপোকা
    ১৯৭০দেশসত্যজিৎ রায়গ্যাংটকে গন্ডগোল
    ১৯৭২আনন্দমেলামতি নন্দীস্ট্রাইকার
    ১৯৭৩আনন্দমেলাসুনীল গঙ্গোপাধ্যায়সত্যি রাজপুত্র
    ১৯৭৩আনন্দমেলামতি নন্দীস্টপার
    ১৯৭৩আনন্দমেলাসত্যজিৎ রায়বারীন ভৌমিকের ব্যারাম
    ১৯৭৩দেশসত্যজিৎ রায়কৈলাসে কেলেংকারি
    ১৯৭৪আনন্দমেলামতি নন্দীকোনি
    ১৯৭৪দেশসত্যজিৎ রায়রয়্যাল বেঙ্গল রহস্য
    ১৯৭৫আনন্দমেলাসত্যজিৎ রায়ফটিকচাঁদ
    ১৯৭৫আনন্দমেলাবুদ্ধদেব গুহঋজুদার সঙ্গে জঙ্গলমহলে
    ১৯৭৫দেশসত্যজিৎ রায়জয় বাবা ফেলুনাথ
    ১৯৭৬দেশসত্যজিৎ রায়বোম্বাইয়ের বোম্বেটে
    ১৯৭৬আনন্দমেলাসত্যজিৎ রায়শঙ্কুর শনির দশা
    ১৯৭৬আনন্দমেলাবিমল করকাপালিকরা এখনও আছে
    ১৯৭৭আনন্দমেলাশীর্ষেন্দু মুখোপাধ্যায়গোসাঁইবাগানের ভূত
    ১৯৭৭দেশসত্যজিৎ রায়গোরস্থানে সাবধান
    ১৯৭৯আনন্দমেলাসুনীল গঙ্গোপাধ্যায়ভয়ংকর সুন্দর
  • সম্বিৎ | ২০ জুলাই ২০২১ ০১:২০484015
  • সে-র নাট্যরূপ শুনতে শুরু করেছিলাম। খটকা লাগল এক জায়গায়। বলা হল 'ভয়ংকর সুন্দর' প্রথম প্রকাশ 1979। আমার কিন্তু পষ্ট মনে আছে আমি 1977 বা 78 সালে বই হিসেবে পড়েছি।

  • Apu | 2401:4900:3141:9b30:6c60:872f:5ca6:***:*** | ২০ জুলাই ২০২১ ০০:৪৯484014
  • সে দি কেমন আছো? 

  • সে | 2001:171b:c9a7:d3d1:e872:bd94:e4db:***:*** | ২০ জুলাই ২০২১ ০০:০৪484013
  • বিটনুন থাকতে গাঁজা কেন?

  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২১ ২৩:৩৩484012
  • একক, আছেন? আচ্ছা, গাঁজা দিয়ে কি কোনো ফল মাখা যায়? ধরুন গাঁজা দিয়ে কদবেল মাখা হল? বা গাঁজা দিয়ে আনারসের টুকরো বেশ করে মাখা হল?

  • অপু | 2409:4060:314:e226::20d7:***:*** | ১৯ জুলাই ২০২১ ২৩:২১484011
  •  আমাদের বেলুড়ের জেনেরাল হসপিটালে বেশ ভালোভাবেই ভ‍্যাকসিন দেওয়া চলছে। বাবা মা দু ডোজ ওখান থেকেই  নিয়েছেন। 


    বেলুড় BT কলেজে সপ্তাহে  একদিন ভ‍্যাকসিন দিচ্ছে। পিয়ারলেসের সাথে টাই আপ করে। ওরা অবশ‍্য 780 টাকা করে নিচ্ছে। কিন্তু ব‍্যবস্হা খুব সুন্দর। সামাজিক  দূরত্ব বজায় রেখে দ্রুতগতিতে ভ‍্যাকসিনেসন চলছে। আমার স্ত্রী ওখানে নিয়েছেন।


    স্বামী  দিব‍্যানন্দের নেতৃত্বে  বেলুড়মঠ 60 শয‍্যা বিশিষ্ট একটি কোভিড হসপিটাল চালু করেছে বেশ কিছুদিন হল। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা।

  • | ১৯ জুলাই ২০২১ ২১:৩৫484010
  • হ্যাঁ তাই ত। আমাদের কোম্পানির যারা নিজ নিজ হোম টাউন বলয়ে কোন ছোট শহর বা কোন্নগরের মত মফস্বলে গেছে তারা প্রায় কেউ সরকারি ভ্যাক্সিন পায় নি।  কোন্নগরে এখনো ১৯শে জুন নাকি ২৩ শে জুনে যাদের নাম জমা নিয়েছে তাদের ভ্যাক্সিন চলছে। 

  • dc | 122.174.***.*** | ১৯ জুলাই ২০২১ ২১:১৮484009
  • একটা ব্যপার খেয়াল করলামঃ আমার চেনা পরিচিতের মধ্যে সব্বাই অন্তত এক ডোজ ভ্যাক্সিন পেয়ে গেছেন। মানে আমার আত্মীয়, বন্ধু, পাড়াপড়শী, দোকানদার, যাঁরা বিভিন্ন কাজ করেন ইত্যাদি ইত্যাদি। যকেই জিগ্যেস করি, বলেন ভ্যাক্সিন নিয়েছেন। অথচ ভারতে এখনো অবধি মাত্র ২৫% মতো লোক ভ্যাক্সিন পেয়েছেন। তার মানে হলো, এখনও অবধি বেশীর ভাগ ভ্যাক্সিন দেওয়া হয়েছে বা হচ্ছে বড়ো শহরগুলোতে (আমার স্যাম্পেল ডাটা শুধুমাত্র বড়ো শহরগুলোয় সীমিত)।  

  • | ১৯ জুলাই ২০২১ ২০:৫৩484008
  • এহ আমার মা'ও মাস্টারনি ছিলেন তো। কিন্তু হায় তাঁর ছাত্রীরা কেউ মুনিসিপালিটিতে যান নি। দাদু হেডমাস্টার ছিলেন। সেই ব্যপারে বড়মামা অল্প সুবিধে পেয়েছিল বটে। 

  • b | 14.139.***.*** | ১৯ জুলাই ২০২১ ২০:৪৫484007
  • হেঁ হেঁ অভ্যু আবার বলছিলো দমদি-র কাজ ঠিক ঠাক হয়ে গেছে। 


    দেখুন, মাস্টারের ছেলে  হওয়ার একটা বড়ো সুবিধা আছে। অমাদের মিউনিসির ভাইস চের্ম্যান বাবার পাসকোর্সের ছাত্র ও তিনবারের চেষ্টায় গ্র‌্যাজুয়েশন করেছিলেন ( ডিপ লার্নিং )। উনি নিজে দাঁড়িয়ে থেকে সার্টিফিকেট বার করিয়ে  দিয়েছিলেন ও আমার গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক সান্ত্বনাও  দিয়েছিলেন। 

  • dc | 122.174.***.*** | ১৯ জুলাই ২০২১ ২০:২৩484006
  • বাপরে দ দির রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে তো! ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য এতোটা হ্যারাসমেন্ট! 

  • এতদিন কী করছিলেন | 136.226.***.*** | ১৯ জুলাই ২০২১ ১৯:৫২484005
  • বনলতা সেনও এরকম কিছু একটা জিগিয়েছিলেন না? 


    কোভিড বলে যে একটা জিনিষে বিশ্বসুদ্দ তছনছ হয়ে গ্যালো, কোশ্চেনগুলো দেখে তো মনেই হচ্ছে না! 

  • | ১৯ জুলাই ২০২১ ১৯:৪২484004
  • ধুত্তেরি! কেমন বিদঘুটে কপি হল! 

  • | ১৯ জুলাই ২০২১ ১৯:৪২484003
  • মায়ের রেশন কার্ড জমা দেবার আপডেট হল শুক্রবারে জিটিরোডের রেশন আপিসে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে খানিক চেঁচামেচির পরে তেনারা কম্পু খুলে আরেকজ্ন ডিলারের নাম ঠিকানা দিলেন, যেখানে আমাদের অঞ্চলের উঠে যাওয়া রেশন দোকানের কাস্টমার বেস ট্র‌্যান্সফার হয়েছে। সেটা একেবারেই আলাদা একটা দোকান। আগে এনারা আরেকটা দোকানের কথা বলেছিলেন যে দোকান ঝেড়ে অস্বীকার করেছিল। কাজেই এইবারে আমি বললাম আপনারা লিখে দিন কাগজে। ওঁরাও দেবেন না আমিও ছাড়ব না। খানিক ক্যাঁচর ক্যাঁচরের পর একজন একটা চিট লিখে দিলেন।
    অতঃপর শনিবার বেরিয়ে সেই ঠিকানায় গিয়ে দেখলাম সেটা একটা হনুমান মন্দির কাম তরকারির দোকান হয়ে গেছে, রেশন দোকান আর নেইকো হোথায়। কাজেই আবার একেতাকে জিগাতে জিগাতে পাড়ার ছেলের ওষুধের দোকানে হাজির হতে সে সঠিক হদিশ দিল। আরো বলল ওদের বাড়িরটাও ঐখানেই গেছে। উরিব্বাবা সে দোকান কত্ত দূউর। সেই প্রায় জোড়া-পুকুরের কাছে গিয়ে দেখা পেলাম রেশন দোকান ও রেশন ডিলার। ডিলার ভদ্রলোক, বয়স হয়েছে সত্তরের উপর। মায়ের কার্ড দেখে টেখে বললেন পুরানোটা তো ২০১৫র আগেই অকেজো হয়ে গেছে। আর নতুন ডিজিটাল যেটা মা মারা যাবার পরে এসেছে সেটা রেশন তোলার কার্ডই নয়। বললেন এরা অহেতুক ঘোরাচ্ছে আপনাকে (সে তো আমিও জানি) । যাই হোক উনি অনেককিছু লিখে টিখে সই ও স্ট্যাম্প মেরে দিয়ে দিলেন। এই অবধি তো সেদিনই বললাম। এইবার তার পরে।
     
    এইবার সেইটে নিয়ে আজ আবার গেলাম রেশন আধিকারিকের অফিসে। আজ মোটামুটি নির্ঝঞ্ঝাটে রেশন কার্ড জমা হল। অতঃ সেই জমার স্লিপ নিয়ে গেলাম মিউনিসিপালিটিতে। জন্ম/ মৃত্যু নথিভুক্তিকরণের ঘরে এক মহিলা, বেজ্জায় ক্ষেপে গেলেন ফর্ম দেখে। ব্যপার হল ফর্মের একপিঠে বাংলা আরেক পিঠে ইংরিজি। আমরা যত্ন করে ইংরিজি দিকটা ভরে নিয়ে গেছি। উনি সেদিক দেখতেই রাজী নন, বাংলাতেই ভরে আনতে হবে। আর একটা ফর্মে কি ছাই কোর্ট স্ট্যাম্প নামক একটি বস্তু লাগাতে হবে।
    মহিলা খুব উত্তেজিত,
    ~ ফেব্রুয়ারী মাসে ফর্ম নিয়ে গেছে আর আজ এসেছে জমা দিতে! এতদিন কী করছিলেন?
    ~ দেখুন ওটা ২০২০র ফেব্রুয়ারী, প্রায় দেড় বছর হতে চলল।
    ~ হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছি তো, আমারই হাতের লেখা (প্রচন্ড রেগে গেছেন )
    ~ হ্যাঁ আপনিই ঘুরিয়ে দিয়েছিলেন। তারপর ঐ রেশান কার্ড জমার জন্য চক্কর কাটছিলাম।
    ~ (আরো রেগে গিয়ে) তা এতদিন লাগে রেশন কার্ড জমা করতে!?
    ~ ঐ আমাদের রেশন ডিলার খুঁজে পাওয়া যাচ্ছিল না।
    ~ ঠিক জায়গায় যেতে হবে তো। ঠিক জায়গায় গিয়ে ঠিক ফর্ম দিতে হবে তো। এই ফর্ম ভরে অরিজিনাল ক্রিমেশান সার্টিফিকেট আর অরিজিনাল ডাক্তারের ডেথ সার্টিফিকেট নিয়ে এই ফর্ম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে আনুন। (অরিজিনাল ডাক্তারের ডেথ সার্টিফিকেট! খাইসে :-D )
    ~ জমা নিতে এত্ত হ্যারাসমেন্ট হওয়া উচিৎ নয়। কোনও মানে নেই।
    ~ হ্যারাসমেন্ট আপনারা নিজেদের জন্য হন। এই যে এত দেরী করে এনেছেন ফর্ম তাও ভরে আনেন নি!?
    ~ মানে দেরী হওয়াতে কি মায়ের বেঁচে ফিরে আসার সম্ভাবনা আছে?
    (এইটে বলে বেরিয়ে এসেছি)।
    কাল যাব আবার বাংলাদিকটা ভরে নিয়ে। কিন্তু মজা এখনও শেষ হয় নি। ঘন্টা দুই পরে আমার কাছে মেসেজ এলো 'দুয়ারে সরকার' ক্যাম্পে সামিল হওয়ায় সরকার নাকি আনন্দিত!! মাইরি এয়ার্কির লিমিট নেই! দুয়ারে দুয়ারে ঘুরে হন্যে হয়ে গেলাম আর এইভাবে দুয়ারে ++' কাউন্ট বাড়াচ্ছে!
     
    যাক এখনও পর্যন্ত ঘুষ না দিয়ে এবং কোনও দলীয় লোককে না ধরে এই পর্যন্ত এগোনো গেছে। আয়াম হেপ্পি। 
     
     
     
     
     
    Like
     
     
     
    Comment
     
     
    Share
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত