অপূর্ব ছবি। মুন্ডিতমস্তক লোকটির পাশে একটা কলসী মতন দেখা যাচ্ছে, ওটা কি শরবতের? ঃ-)
বড় শিল্পীদের কাজের এটাই মাহাত্ম্য - বিবিধ অর্থ আবিস্কার হয় :-)
থাম্বস আপ / তর্জনী প্রসঙ্গে
লেজ না মুগুর কেস সত্যি। থাম্বস আপ করলেও তো ওমনিই হবে - বাকি আঙুলগুলো মোড়া থাকবে না?
এ আবার ল্যাজ না মুগুর কেস হয়েছে। আনারও তর্জনীই মনে হচ্ছে। বাঁ হাতের তজ্জনী তুললে বাকীটা অমন গোলমত হবেক।
না ওটা থাম্বস আপই।
ওদিকে মাথায় ফেট্টি বেঁধেছে। তার উপরে কি রুমাল বাঁধা? নাকি ন্যাড়ামুণ্ডি? পাশে কি ঘোলের হাঁড়ি? বাঁশিতে বাঁধা সুতো দুটো পছন্দ হয়েছে।
সম্বিৎ
ইয়ে মানে আমাকে বললেন কি? আমি পুলকিত, চমকিত, কিন্তু কী কেস? ঠিক রিলেট করতে পারছি না।
একবার ভিলাই স্টেশনে কাকিমাকে ট্রেনে তুলে দিয়ে বিছানা পেতে দিয়ে জানলার ধারে বসেছি, দেখি প্ল্যাটফর্ম থেকে আমাদের পাড়ার মলয়কাকু আমার দিকে তাকিয়ে বলছেন-- কফি খাবে?
আমি চমকে গিয়ে বললাম-কফি? হ্যাঁ, খেতে পারি।
উনি আবার বললেন--মামা, কফি খাবে? আমার ঘাড়ের পেছন থেকে এক বৃদ্ধের উত্তর এলো--নিয়ে এস।
মলয়কাকু একটু পরে দু'কাপ কফি এনে একটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি অন্য দিকে তাকিয়ে কোনরকমে খেলাম, আমার কাকিমা হেসে গড়াগড়ি।
তাই আগে একবার নিঃসন্দেহ হতে চাই। কারণ কলেজ ও চাকরি জীবনে 'আমাকে বলা হয়েছে' ধরে নিয়ে অনেক ছড়িয়েছি; এমনকি ভুল করে ভেবেছিলাম অমুক মেয়েটি আমার প্রেমে পড়েছে বা তমুক মাসিমা যে আমার মাকে ওনার মেয়ের জন্যে ভালছেলে দেখে দিতে বললেন-- নিশ্চয়ই আমার কথা ভেবে।
শীঘ্রই ভুল ভাঙিয়া গেল। জানিলাম বিবাহযোগ্যা কন্যাদের মাতাঠাকুরাণীরা আমাকে ভাল ছেলে মনে করেন না। কন্যাদের কথা জিজ্ঞাসা না করাই ভাল।
ছবিটি দিব্য, বলাই বাহুল্য। দূর থেকে থাম্বস আপ নয়, তর্জনী তুলে নির্দেশ করছে - ওদিকে দেখ
তবে আমার এবং আমাদের তরফে হুতোকে টু থাম্বস আপ
হুতোকে সবাই মিলে স্পনসর করা উচিত, যাতে চাগ্রি ছেড়ে শুধু ছবি আঁকতে আর পদ্য লিখতে পারে :-)
পাই,
সাবধানে থেকো। কটা দিন ছুটোছুটি একটু কম করা যায়না?
হুতো,ছবিটা দারুণ!! :-))
π | ০৯ জুলাই ২০২১ ১৮:৩৩
এখানে কমপ্লেন করুন পাই - https://airsewa.gov.in/grievance/grievance-redressal
যাক পাই ম্যাডাম ঠিক আছেন শুনে খুব ভালো লাগলো।
ওহ, বহু দিন লিখেই উঠতে পারিনি। ফ্লাই বিগ পর্ব তো দমদি লিখেই দিয়েছে দেখলাম, এখন ঠিক আছি। তারপর ফিল্ড নিয়ে ছোটাছুটির চোটে আর কিছু আলতুফালতু কাজের ঝামেলায় আর লেখাই হয়নি। ফ্লাইবিগ আর dgca কেও বড় করে মেল করা পেন্ডিং। এখানে তো ম্যালেরিয়া আউটব্রেক, এপিডেমিক পর্যায়ে যেতে পারে৷ কোভিড ও দিব্বি হয়ে চলেছে।
দূরে আবার একজন থাম্বস আপ দেখাচ্ছে!
:)))
:-))))
স্মরগরল খন্ডনং, মমশিরসি মণ্ডনং
প্রবাদপ্রতিম নন একাডেমিক পন্ডিত নির্মল চন্দ্র মৈত্রকে কে যেন জিজ্ঞেস করেছিলো ঃ দেহি পদপল্লবমুদারম মানে কি? তাতে উনি বলেছিলেন, কৃষ্ণ বলছেন হে রাধে, তোমার পদপল্লব দিয়ে আমার মাথায় মারো, কিন্তু খুব জোরেও নয়, খুব আস্তেও নয়, মাঝামাঝি, মুদারা স্কেলে।
ন্যাড়ার ব্যাপারটা তো আমারই ধারনা। কী যেন একটা গরল খন্ডন করার জন্যে মাথা ন্যাড়া করে দাও।
দেহি পদপল্লবমুদারম অবশ্য বোঝা যায়, চমৎকার লাইন।
সংস্কৃতের বাংলা :-)
কে একজন অজ্ঞানতিমিরান্ধস্য-র বাংলা করেছিল অজ্ঞান তিমির চোখে কাঠির খোঁচা দিয়ে অন্ধ করে দিলে অঞ্জনের জ্ঞান হবে।
আর একজন আরো ভালো কায়্দা করেছিল, বলেছিল, আচ্ছা, 'মম শিরসি মন্ডনং' মানে কি 'আমার মাথা ন্যাড়া করে দাও'? :-)
সেই। ওটা যে পেরেছিল সেই তো অনেক। :-)
বিষটা ঠিক ঠিক ধরেছিলো কিন্তু!
এক লোক স্মরগরল কথাটাকে ঠিকমতন না বুঝে স্মৃতির বিষ ধরে নিয়ে গোটাগুটি এক গপ্পো লিখে সে গপ্পো আবার ছাপিয়ে ফেলেছিল। কী সাংঘাতিক! ঃ-)
হয়তো কোনও ভাষায় মানে পাঞ্জাবী নাম হহপা সরজিৎ। ঠিক জানিনা। তবে এই বাংলাটা নিঃসন্দেহে বিকট। গুণ মানেই বেশী। দ্বিগুন বেশী ইত্যাদি। দ্বিগুন কম কেউ বলেনা। বলে অর্ধেক।
ঠিক বাংলা জানলে লিখতো মাত্র একের আট ভাগ কার্যকরী। নয়?
আচ্ছা, টপ হ্যাট খুলে হাতে নিয়ে কেন বাও দিতো? ঃ-)
রঞ্জনদার প্রতি শ্রদ্ধা উত্তরোত্তর বেড়ে চলেছে। রঞ্জনদা, টেক আ বাও।
আচ্ছা, সরজিৎ বলে কি কোনো শব্দ হয়? যদি হয়, তাহলে তার অর্থ কী? নাকি স্মরজিৎ লিখতে গিয়ে টাইপো?
প্রয়াগ যদি সম্পূর্ন হত তবে ওটা রামোজির থেকে আরো বড় ফিল্ম সিটি হত।
খুব খারাপ অবস্থায় পড়ে আছে। ওখানে যা সেট আছে চমকে যাবার মত । অনেক সেট অর্ধেক হয়ে আছে । চারিদিকে জঙ্গল। রাতে শেয়াল ঘুরে বেড়ায়।
একটা হোটেল আছে। রক্ষণাবেক্ষণ নেই। হোটেলে লিফট নেই। চার তলায় সিড়ি ভেঙে উঠতে হত ।