ঐ'কে, একদমই নয়, এই সিকিকেই একটা ফেবু থ্রেডে অসভ্যতা করায় একদম সেখানে বলেই আনফ্রেন্ড করেছিলাম, সিপিএমের বালের ট্রোল আর্মির পার্টও নই (বালের কথাটা একদম সচেতন ভাবেই করা)। খেউর ভালো লাগেনা। এটুকুই,
উদ্দিষ্ট ব্যক্তিই এককালে সুভাষ বাবু মারা যাওয়ার পরে মসলা ধোসা খাবেন বলে কুরুচির সীমা অতিক্রম করেছিলেন, তার জবাবে ব্যক্তি আক্রমণ? এ বিগ নো।
আর আমার সিপুএম কেন্দ্রিক ঝোঁক, prc'র লাইফ মেম্বার হলে যতটুকু হয় ততটুকুই। PRC কী জিনিস সেটা গুগল করে নেবেন।
না না, নিধুবাবুর টপ্পা গান নয়। কয়েক দশক আগে দেশ পত্রিকায় একটা কলামের মত বেরোত। তার শিরোনাম থাকত টপ্পা, লেখকের নাম লেখা থাকত নিধুবাবু৷ অনেকটা চুটকি টাইপের। অনেকগুলো এরকম চুটকি নিয়ে একটা পাতা বেরোত।
দমদি, এখানে
ওটা নিধুবাবুর টপ্পা ? যদ্দুর মনে হচ্ছে রাজনারায়ণ বসুর বইতে পড়েছিলাম। নিতান্তই গদ্যে।
কোথায় দিয়েছে গো?
দমদি, কেকে একটা লিংক দিয়েছে দেখো। আমি মোটামুটি ওটাই ফলো করি।
কেসি-র খারাপ লাগার কিছু অন্য কারণ থাকতে পারে। ব্যক্তি নিয়ে নয়, কেসির রাজনৈতিক ঝোঁক, আর উদ্দিষ্ট ব্যক্তির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান একই হয়ে পড়েছে। ফলে কেসি বাবু উদ্দিষ্ট সোশাল মিডিয়া ক্যাডারটির কাজ কম্মর চেয়ে তা প্রকাশিত হওয়ার ধরন নিয়ে দুঃখ পাওয়া ঠিক মনে করেছেন। অবশ্য এসব ব্যাখ্যা ঠিক না ও হতে পারে। তবে যদি হয়, কেসি বাবুকে বলার, নতুন গরু খেতে শেখা বাবু নিয়ে দেশে প্রকাশিত নিধুবাবুর টপ্পার গপ্পটা মনে করতে। যার শেষ লাইনে ছিল, ওরে কিছু না পাস গোবর এনে দে। তেমন বাবুদের উপর ভরসা না করাই ভাল মনে হয়।
গুস্তাখি মাফ হজৌর, হজৌরাইন
কেকে, আমাকে রিসোত্তো বানানোর উপায় একদম পুরোটা বলে দেবে? আমি কোনোদিন বানাই নি।
১) ভবম হাজামকে হুতো বলে চিনেই তো পরামর্শ দিলাম। না চিনলে থোড়াই দিতাম।
২) ফেবুর স্ক্রিনশট পুরোটা দেখে ঠিক প্যাঁচাৎ করে গুয়ে পা পড়ে গেলে যেমন লাগে অবিকল সেরকম লাগল।
বডিশেমিং নিয়ে সোচ্চার মহিলা অকাতরে বডিশেমিং করছে এ দেখে অবাক না হলেও ওই প্যাঁচাৎ ইত্যাদি। ভোটের একমাস আগে থেকে ফল বেরোবার পরেও দিন কুড়ি অবধি ফেবুলিস্টের বিভিন্ন ব্যক্তিকে দফায় দফায় স্নুজ করেছিলাম। ভাগ্যিস করেছিলাম!
@অভ্যু দেখলাম কাল খেলা। স্পেন আজকেও হার্ট বিট বাড়িয়ে দিয়েছিল। টাই ব্রেকারে চলে গেল খেলা। সমার বলে ওদের যে গোল কিপার, অসামান্য। ওই সেই রবি ঠাকুরের একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদি গড় !
বেলজিয়াম ইতালি হাফ দেখেছি। সকালে দেখলাম যাক, তেমন কিছু মিস করিনি।
&/ কথা অমৃতসমান আছে আমার কাছে। প্রথম দু তিনখন্ড আছে। অন্য কোনো বই খুুঁজছিলাম।
প্রথম খন্ড গুলো খুব ভালো হচ্ছিল। পরের চতুর্থ আর পঞ্চম খন্ড বেশ পাতলা করেছে। বেশি স্ট্রেচ করে ফেলছে।
Ufo কোথায় যায় সেটা কোন দেশের সিনেমা তার ওপর নির্ভর করে।
পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়
সিপিয়েম চালিয়াৎ বরাভয়
সুয়ারেজ দশ গোল কি যে হয়
দমদম ফোঁৎ ফোঁৎ মহাশয়
কারন ডিপ স্টেট ওখানেই এলিয়েনদের সাথে মিটিং ডাকে।
আচ্ছা "পুত্রাৎ শিষ্যাৎ পরাজয় " এই পুরো শ্লোকটা কারুর কাছে আছে?
শুধু ইউএসে নয়তো, শুনিচি জাপানেও যায়। সত্যজিতের লেখানুসারে তো আমাদের বঙ্গ দেশেও এসেচে। ইউএসে হয়তো একটু বেশী আসে। সে তো বেশী ভাগ মানুষই আম্রিগা আসতে চায়। উফো বলে কি মানুষ না?
উফো কেন শুধু ইউ এস এ তে আসে ?
পেন্টাগন অফিসিয়ালি উফো রিপোর্ট বার করেছে, যেখানে স্বীকার করে নিয়েছে যে অন্তত ১৪০ টা ক্ষেত্রে কিছু বোঝা যাচ্ছে না। ওদিকে ব্যাঙ্গালোরেও সোনিক বুম শোনা গেছে। কাজেই রীম্যান হাইপোথিসিস এমনিতেও আর কিছুদিনের মধ্যেই প্রমাণিত হয়ে যাবে। এদ্দিন ডিপ স্টেট প্রমানটা লুকিয়ে রেখেছিল, এবার পাবলিক করে দেবে।
রমিত, এমনকি 'কল্যাণী'র ছবিও শেয়ার করছিল লোকে, পরে কারা যেন প্রমাণ করলেন ওটা অঘোরকামিনীর ছবি। কী অবস্থা!!!! ঃ-)
রমিত, আছেন? নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর "কথা অমৃতসমান" পড়ে দেখতে পারেন। ওতে মহাভারতের সময়কার বিভিন্ন গোষ্ঠী-যাদব, চেদী, পাঞ্চাল, কুরু ইত্যাদিদের নানারকম দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে বেশ সবিস্তারে আছে।
রুচিরা, ধন্যবাদ। যেভাবে খবর শেয়ার হচ্ছিল দেখলাম সোশাল মিডিয়ায়, বাপরে। ঃ-)
&/ - ei threadTa dekhte paren
রীমান হাইপোথিসিস এর সমাধান নিয়ে এক ভারতীয়ের দাবী ---- এই মর্মে বিভিন্ন খবর শেয়ার করছেন বহু লোক সোশাল মিডিয়ায়। এদিকে মেইনস্ট্রিম মিডিয়ায় কিছু দেখছি না। ব্যাপারটা কী?
https://twitter.com/AlexKontorovich/status/1410247023383752706?s=20
মনে হয় ডীপ স্টেট দ্রিকে মঙ্গলে পাঠিয়েছেন। ওখানে উনি কাজ করছেন এখন। পৃথিবীর নেট কানেকশন ওখানে দেওয়া হয় না, কারণ কসমিক কানেক্শনের ট্রাফিক খুব বেশি। সেইসব সামলাতেই ব্যস্ত থাকেন সবাই, পৃথিবীর নেট নিয়ে ভাবারও সময় নেই।
আমার যতদূর মনে পড়ছে S দ্রিকে গাল দেন নি কিছু - দ্রি খুবই ভুলভাল কথা লিখছিলেন - সেই ভুল ধরিয়ে দেওয়া হয়েছিল মাত্র। বক্তব্যের দিক থেকে (আমার যা মনে পড়ছে) আমি S-এর সঙ্গে পুরোই একমত ছিলাম।
দ্রি এখন লিখলে নিশ্চয়ই প্রমাণ করার চেষ্টা করতেন টিকা আসলে ডিপ স্টেট আর ফার্মা কোম্পানীর ষড়যন্ত্র, মাস ভ্যাক্সিনেশন একটা মনুমেন্টাল ব্লান্ডার ইত্যাদি।
আমি তো ভাবতাম ট্রাম্প হেরে যাওয়ার দুঃখে দ্রি আর আসেননা বুঝি।
রীমান হাইপোথিসিস এর সমাধান নিয়ে এক ভারতীয়ের দাবী ---- এই মর্মে বিভিন্ন খবর শেয়ার করছেন বহু লোক সোশাল মিডিয়ায়। এদিকে মেইনস্ট্রিম মিডিয়ায় কিছু দেখছি না। ব্যাপারটা কী? একটু দেখবেন আপনারা? আর সেই সুপারকন্ডাকটিভিটি নিয়ে সেই যে হৈ হৈ হল কয়েক বছর আগে, সেটারই বা কী হল ?
sm, আরে না, আমি কানাডায় থাকি না তো। আপনি অন্য কারুর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। খুব গরম পড়ার কথা অবশ্য খবরে আমিও দেখছি। ভরা গ্রীষ্মকাল, জুলাই সবে শুরু হল, গরম এখন পড়বেই ।
স্পেনিতালি ও বলা যায়
সেকেন্ড খেলাটা ভালো হয়েছে।
ইতালি স্পেন!
মানে... আমার প্রতিবেশি আমার পোষা কুমীরছানা নিয়ে চলে গেল, সেটা আমি লোককে বললাম, সেটা খেউড়?
হবে হয়তো।