***আচার্য্য
এই একটা গান কিছুতে মনে পড়ছে না - প্রথম লাইনটা কী কেউ বলতে পারেন? শ্রীকান্ত আচার্য রিমেক করার চেষ্টা করেছিলেন গানটা। মাঝের লাইনগুলো এই রকম
হয়তো গো আর আসব না
তাই বলে কি তোমায় ভালো বাসব না
আপনি বললেন বলে সিঁফোঁকে মনে পড়ল। বহুকাল দেখি না তাঁকে। হয়তো আর আসেন না। দরিয়ার গল্পগুলোও শোনা হয় না আমাদের।
সেতো ছিটেফোঁটা বা সিঁফো বা সিনেফটের নামও মূল এবং অ্যাডেন্ডাম কোথাওই দেখেছি বলে মনে পড়ছে না। আরেকজন স্টোয়িক -- এই দুটি নাম বিচিত্রতার কারণে মনে থেকে গেছে। দরিয়ার নামটাও।
বোতিনের পুতুল বসিয়েচে নাকি তুসোর মিউজিয়ামে? এলেবেলেবাউ, আপুনিও একপিস কেষ্টনগরের পুতুল অর্ডার দিয়ে দিন।
ঝক্কাস একটা ছবি দেখলাম ব্রতীনের। তুসোর মিউজিয়ামে, এক্কেবারে ক্লাস টেনের ব্রতীন। ঃ-)
জলের নিচে কজনে থাকতে পারেন? লিস্টের টপে থাকার কথা।
ব্রতীন্দার লিস্টে তো ছিলই না, এমনকি আমার অ্যাডেন্ডামেও মিস হয়ে গেছে। মুখ ঢাকো লজ্জায়।
ব্রতীনের লিস্টে কেলোদার নাম ছিল? থাকা উচিত।
শেরনি দেখছি। জাস্ট অসাম।
এলেবেলে এটা কি ধরনের কথা হল। ভাট টা খবরের চ্যানেল নয় যে সারাক্ষণ গুরুত্বপূর্ণ আর বিশেষ বিষয় ছাড়া অন্য কিছু আলোচনা করা যাবে না। মানুষের কি কোনো নিজস্ব সময় বলে কিছু নেই। কেউ রবীন্দ্র সঙ্গীত শুনছে বা কেউ কোনো খাবার বাড়িতে রান্না করছে। তাহলে কি আপনি তেড়ে গিয়ে বলবেন, লকডাউন চলছে, কোভিড চলছে এসব করা যাবে না।
আপনিও তো বিদ্যাসাগর, রামমোহন, নবদ্বীপ, কোলকাতা, নিননিছাতে মত্ত ছিলেন। সরি, না বলে পারলাম না।
তাহলে কী খাড়াইল? কোভিড আউট, ইউরো ইন? লকডাউন অনির্দিষ্টকাল আর আপনারা খেলাতে মত্ত? দুদিন আগে যেমন নির্বাচনে মত্ত ছিলেন? ভালো। আপনাদের আলোচনা থেকে আপনাদের মানসিকতা মাঝে মাঝে ঠিকরে বেরিয়ে আসে। ইচ্ছায় বা অনিচ্ছায়।
সেটা হয়েছিল 1960 সালে।
আজকের স্পেন ক্রোয়েশিয়ার ম্যাচটা এখনো পর্যন্ত ইউরোর সেরা ম্যাচ ছিল। পরতে পরতে উত্তেজনা। ইউরোর ইতিহাসে সেকেন্ড হায়েস্ট স্কোরিং ম্যাচ। প্রথম টা ছিল ফ্রান্স 5 vs যুগোশ্লাভিয়া 6।
অভ্যু, সেই নানা পশুপাখি নিয়ে চমৎকার রাশিয়ান বইটা (সজারু পিঠের কাঁটায় গেঁথে অনেক আপেল নেয়, সেই বইটা ), সেটা নিয়ে এক ফেবুগ্রুপে খুব মনোহরণ আলোচনা হচ্ছিল, ফেলে আসা সেইসব সোনাঝরা দিনের বইপত্র। ঃ-)
বুথ সায়েব, বাচ্চার কান্না কমলো?
'রে' দেখবো ভেবেছিলাম। যাক। কান ঘেঁষে বেরিয়ে গেছি। ঃ-)
এরমধ্যে কলকাতায় কেউ ফ্লাইটে গেছেন? ওই "সন্ধানে" অ্যাপ কেউ ডাউনলোড করেছেন? দেখতে চায়? এমনিতে কোভিড টেস্টের রেজাল্ট থাকবে।
মনোজদের অদ্ভুত বাড়ি
হ্যারি কেনকে নিয়ে আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু কবেই লিখে গেছেন - এই হারি কেন?
হ্যারি কেন কে আমার প্রচন্ড ওভারহাইপ্ড লাগে। ওর থেকে ওদের টিমের অনেকেই ভালো।
ইংল্যান্ড এখনো হারেনি এটাই আশ্চর্য। একটা লম্বা ঝুঁটি মিডফিল্ডার ছাড়া সব বাজে। আর ফোডেনের একটা শট।এই তো গল্প। এত ওভার হাইপড টিম ভাবা যায়না বছরের পর বছর। ওয়ার্ল্ড কাপে ৮৬-৯০ এই দুটোতে ভালো খেলেছিল একটু।
করবেটপ্রেমীদের জন্য।
http://libgen.rs/book/index.php?md5=C2481822EB02324FC7C981EA1D4A1C45
:)))))
ওরা কোনও সাধারণ কথা বলছে না, ওরা লিস্ট বানাচ্ছে।
ওরা কী কথা বলছে?
জার্মানি কাপ জিতলে অবাক হবনা। আগের ইউরোতে কেউ ভাবেনি পর্তুগাল জিতবে। সেরকম কিছু হতে পারে। তার আগে ইংল্যান্ডকে হারাক।
বেলজিয়ামের দুই হ্যাজার্ডের মধ্যে ছোট টা বেশি এফেকটিভ। কিন্তু আমার বেলজিয়ামের খেলা একঘেয়ে লাগছে, গোল্ডেন জেনারেশন বছরের পর বছর একই রকম স্টাইলে খেলে যাচ্ছে।
ইংল্যান্ড যেন আউট হয়। সহ্য হয় না ।