এলেবাউ, মাই ব্যাড। আপনিই ঠিক। আমি বরাবরই ওই নামটাই বলে এসেছি, পূর্বস্থলীর সঙ্গে রাইম করে বলে। যাতা ছড়ানো যাকে বলে!
আচ্ছা রঞ্জনবাবুর বিদ্যাসাগরের চতুর্থ পর্বটা দেখতে পাচ্ছি না। অ্যাডমিনরা কেউ লেখাটার আপডেট দিতে পারেন?
রাজবাড়ির মধ্যে ঝাড়গ্রাম আর কুচবিহার বেশ ভালো। কুচবিহারে এখন বোধহয় থাকতে দেয়। ট্রাই করতে পারেন।
রাজবাড়ি হিসেবে ইটাচুনা বেশ খারাপ।অসম্ভব বাড়িয়ে চড়িয়ে হপ্তান্তে বেড়াতে যাবার জায়গা।খাবার দাম অনুযায়ী আহামরি না।ছাদে উঠে চারদিকের শোভা দেখা বুড়োর মানুষদের পক্ষে কষ্টকর।সিঁড়ি বেয়ে খাটে উঠে নেমে টিনটিন দুদিন খুব আনন্দ পেয়েছিলো এটুকুই প্রাপ্তি:-)
বাওয়ালি আমি যাই নি- শুনেছি ভালো।এখানের কেউ সেখানে গিয়ে রাতে থেকেছেন?
কেসিসাহেব, কাষ্ঠস্থলী নাকি কাষ্ঠশালী? দ্বিতীয় নামটাই তো জানি।
ফোজ্জি (যদিও আপনার সঙ্গে আলাপ নেই) ১৫০-৬০০ কাদের? যাই হোক ভালো ছবি ওঠার কথা। আপনারা দুটো বিষয় মাথায় রাখবেন। যে মাঝির নৌকোয় উঠবেন সেখানে দেখে নেবেন বালির বালিশ নৌকোর সঙ্গে বেঁধে রাখা আছে কিনা। তার ওপরে একটা তোয়ালে বা খবরের কাগজ বিছিয়ে নেবেন আর মাঝিকে বলবেন নৌকোর খোল থেকে খান তিনেক পাটাতন সরিয়ে নিতে। ওই বালিশটাই আপনাদের ট্রাইপডের কাজ করবে এবং নৌকের খোলের ফাঁকা জায়গায় বসে লো অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। এমনি ট্রাইপড দরকার পড়ে না। তবে আমি অনুরোধ করব ফেরার সময় অন্তত কালনার প্রতাপেশ্বর মন্দিরে টেরাকোটার কাজ দেখার জন্য। ১০৮ শিবমন্দিরের উল্টোদিকে একটা মন্দির কমপ্লেক্সে এই প্রতাপেশ্বর। এছাড়াও ওই চত্ত্বরে পাবেন ২৫ চূড়ার মন্দির যা বাংলার মন্দির স্থাপত্যে যথেষ্ট দুর্লভ।
ওইতো এলে'র দেওয়া প্রথম লিংটায় যে কটেজগুলো দেখাচ্ছে ওটাই কাষ্ঠস্থলী।
থ্যাংকু এলেবেলে।
ফোজ্জি গেলে বোলো।
কালকে বিদ্যামন্দির থেকে ত্রাণ নিয়ে আমরা পাচ জন আলুমনি আর প্রিন্সিপাল মহারাজ নাদাভাঙা ( নামখানা র কাছে) যাচ্ছি। একটু অন্যরকম অভিজ্ঞতা হবে।
চুপির চরে চুপিচুপি - এটা একটা প্রেমের গল্প হতে পারে।
অভ্যু ১৯:৫৯, দেখলাম।
চুপির চরে যাবার ইচ্ছে আমারও অনেকদিনের। এলেবেলেকে ধন্যবাদ ইনফরমেশন এর জন্য। একটা ১৫০-৬০০ লেন্স আছে। হয়ে যাবে না?
দমদি, তিনমাস আগে ঘুরে এসেই এই, আমার তো শেষ বার ঘুরতে যাওয়া বছর দেড়েক আগে।
অভ্যু, অত কিন্তু-কিন্তু কেন? একটা কেন একশোটা প্রশ্ন করতে পারেন। আমি নিজে কোনও দিনও চুপিতে থাকিনি। নবদ্বীপ থেকে ভোরের ট্রেন ধরে পুর্বস্থলী গেছি। স্টেশন থেকে ্টোটো ধরে চুপি, ফেরার সময়ে নৌকোর মাঝিকে বলেছি নিদয়ার ঘাটে পৌঁছে দিতে। নিদয়ার ঘাট নবদ্বীপের শেষ প্রান্ত। আমাকে সঙ্গে না নিলেও আমার থেকে নিকন ২০০-৫০০ লেন্সটা নিয়ে যেতে পারেন। ওটা ছাড়া চুপি যাওয়া বেকার। আর আপনাদের থাকলে তো কথাই নেই।
থাকার জন্য সরকারি ব্যবস্থাপনাই সেরা। গেরামে যেমন হয় আর কি। এই যে
http://purbasthali.com/purbasthali-accommodation/
এটা কি বেড়াতে যাওয়া না মাইনে পাওয়া, অ্যাঁ?
সে প্রায় তিনমাস হতে চলল। সেইইইই কব্বে এপ্রিলের শুরুতে গেসলাম।
এই না তুমি সিকিম ঘুরে এলে?
এহ কদ্দিন বেড়াতে যাই না।
কাষ্ঠস্থলী?? পাকস্থলীর মতো?
যা হোক, ইয়ার্কি নয়। থ্যাঙ্কু, ওখানে যোগাযোগ কিভাবে করা যায়?
অভ্যু ওখানে 'কাষ্ঠস্থলী' নামে একটা কটেজ আছে। ব্যবস্থা মন্দ নয়।
এলেবেলে - একটা প্রশ্ন করি? আমার চুপির চরে যাবার ইচ্ছে অনেক দিনের। কল্যাণী বা কলকাতা থেকে গাড়ি ভাড়া করে যাবো। ওখানে থাকার ভালো বন্দোবস্ত কোথায় আছে বলতে পারেন? দিন দুয়েকের ট্রিপ। আগাম ধন্যবাদ।
যদ্দূর মনে হয় রানাঘাট o তিব্বতে কিছু দর্শনীয় আছে। তবে ব্যক্তিগত অনভিজ্ঞতার কারনে নিশ্চিত করে বলতে পাল্লুম না (যদিও জনসন বলেছিলেন - It's not certain that everything is uncertain) ।
দ্রষ্টব্য বোলে তো কলকাতাতেই বা কি দ্রষ্টব্য আছে?
বি, জনসন বোলে তো কি ওই লাস্ট রেফিউজ অফ স্কাউন্ড্রেলটা বলতে চাইছেন? ওই স্কাউন্ড্রেল শব্দটা এড়াতে চেয়েছি। তাছাড়া শ-এর বক্তব্যটা মোক্ষম। শ এমনিতেও মোক্ষম। যাকগে যাক।
আইব্বাস! আপনি তো নবদ্বীপের অনেকটাই জানেন দেখছি। তবে বকুলতলা-বিদ্যাসাগরে আমি পড়িনি। বাবা হিন্দুস্কুলের শিক্ষক হওয়ার দৌলতে ওখানেই আর বিদ্যাসাগরে ইংরেজি অনার্স ছিল না। তেঘরিপাড়া-দেয়ারাপাড়া-দণ্ডপাণিতলা-ব্যানার্জিপাড়া নবদ্বীপের টিপিক্যাল ঘটি আস্তানা। খাটা পায়খানা ছাড়া আরও দুটো ট্রেডমার্ক আছে, যদিও বলছি না। কার না কার সেন্টুতে লেগে যায়।
রমিত, সত্যি কথা বলতে নবদ্বীপে দ্রষ্টব্য কিছু নেই। কতগুলো অর্বাচীন স্থাপত্যসৌকর্যহীন মন্দির। আপনি যদি একান্তই চৈতন্যভক্ত না হন তাহলে নবদ্বীপ আপনাকে হতাশ করবেই। তবে একবার রাস উৎসব দেখতে পারেন, ভালো লাগতে পারে। সেভাবে বলতে গেলে মায়াপুরেও কিছু নেই ইস্কনের বৈভব ছাড়া। বরং একদিকে কালনা ও অন্যদিকে পূর্বস্থলীর চুপি অনেক আকর্ষণীয়।
ফোজ্জি দেখেছ তো কেন আমি বোতিন্দাকে এত্তো পছন্দ করি?
গুরুর বেশীর ভাগ লোকের সাথে মিট করেছি ইন পারসন।
কিন্তু দুজনের সাথে ব্যাটেবলে হবার খুব ইচ্ছা আছে কেসি আর অরণ্য দা। জানি নি কবে হবে?
কাজুর সাথে বহুদিন যোগাযোগ ছিল। ওর বিয়ের সম য় আমি বললাম খবর টা গুরু তে দেবো? বলো না ব্রতীন্দা চেপে যাও।
সদার সাথে অনেকদিন যোগাযোগ নেই।:(((
মাক্সিমিন দির সাথে বহুদিন ফোনে যোগাযোগ ছিল ফোনে। মাঝে ওনার শরীর টা একটু খারাপ ছিল তখন কথা বলতাম মাঝে মাঝে। বহুদিন কথা হয় না। কল করতে হবে।
বেশিরভাগ লোক নবদ্বীপ যায়, ওই মন্দির ফন্দির ঘুরে চলে আসে। আসল নবদ্বীপ ঘোরার লোক কম। ভেতরের নবদ্বীপ কম লোক খোঁজে। তবে এখন খুব ভিড় বাtta হয়ে গেেছে
বোঝো। ওটা অরিজিত। কী কান্ড!! :)))
তেকোনা কী সুন্দর লিখতো। যার নাম ডিডি দিয়েছিল "তেকোনা স্যার"।
তার সাথে যোগোযোগ আছে তো। FB এ। 2019 এর ইমেলা দেখা হল আর ভাট হল। পুরোনো গুরুর অনেক গল্প হল। ওর নতুন বই তে "গয়নার বাক্স" এ সই করে দিল।
নবদ্বীপের সাথে আমাদের বহুদিনের আলাপ। ব্যান্ডেল থেকে ডব্লু জি এঞ্জিনে টানা কাটোয়া লোকাল, ওঠা নামা করা সেমাফোর সিগন্যাল, সিঙ্গল লাইন ক্রসিং, টোকেন বদলানো, খড়ে নদী, বেহুলা নদী, মরিগঙ্গা, সোমরাবাজারের রসগোল্লা, সেটা খাবার পরে মিষ্টিওয়ালার নল লাগানো ডালডার টিন থেকে জল খাওয়া । তেঘরিপাড়ায় পিসির বাড়ি, পিসেমশাই পর্য্যায়ক্রমে নবদ্বীপ আর দাইঁহাটের স্টেশন মাস্টার । পুরোনো, সোঁধা গন্ধ, বাগানের এককোণে খাটা পায়খানা । বিদ্যাসাগর কলেজের অর্থনীতির অধ্যাপক মানিক সেনগুপ্ত। পোড়ামাতলা, বকুলতলা হাইস্কুল। ১৯৮৪ সালে একবার গিয়ে তিন দিনের তুমুল বৃষ্টিতে আটকে পড়া, বাঁশবেড়িয়া থেকে আর ট্রেন যাবে না, হাওড়া ইয়ার্ডে জল ঢুকে সমস্ত স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে।