Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:৩৬482920তরমুজ ছাড়াও বিখ্যাত ছিল চিয়ার লিডারদের ফটো দেওয়া।
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ০১:৩২482919প্পন আর প্পনের তরমুজ।
অপু | 2409:4060:2e8d:e9e4::afc9:***:*** | ২৬ জুন ২০২১ ০১:২৯482918কেকে, কী করবো বস।বেসিক্যালি আমি পেটুক।:)))
ax কে নিয়ে সবাই যা কনফিউসনে প ড়ে আমিও তাই পড়েছিলুম শেষ কালে চক্ষুলজ্জর মাথা খেয়ে লিখে ফেললাম দা না দি। সেই দেখে পুরোনো লোকেদের কী হাসি।
দিল্লী রাজস্হান যেবার প্রথম গেলাম 2009 এ।সিকি হোটেল বুক করে রেখেছিল। রাতে ডিনারেও এসেছিল সাঝ কে নিয়ে। পোটকের সাথে ব্যাঙ্গালোরে থাকার সম য় ভালো যোগাযোগ ছিল। অর্পণের তখন শরীর খারাপ। ওর বাবা এসেছিলেন লুরু তে। আমি এয়ারপোর্ট আনতে গিয়েছিলাম। অনেক পার্টি হতো। আমার বাড়িতে, পোটকের বাড়িতে। বেস্ট ন্যাড়া দর বাড়িতে ভুতোর আইবুড়োভাত। পামিত দি কত কত পদ রেধে ছিল। আমরা সবাই ছাড়া " বিয়ে মানে কি জিন্দিগী শেষ" টই খ্যাত ঐশিক ও ছিল সেখানে।
এই সেদিন ও জুম কলে অভ্যুর পরামর্শ নিলাম PhD সংক্রান্ত ব্যাপারে।
কত স্মৃতি। কত কথা!!
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ০১:২৬482917অভ্যুজি, 'গ্রেট ব্যাঙ্গালুর গ্ৰুপ' ভেঙে গেছে, মাস দুয়েকের মধ্যে ডার্বি লড়বে বলে খবর আছে।
তাল সঙ্গতে একজন ncr আছেন বলে শুনি।
kk | 68.184.***.*** | ২৬ জুন ২০২১ ০১:২২482916তাকে দিলো সাতনহর অথ্চ তোমার বেলায় একছড়া? ;-)
আমার আজকে কেবলই লীলুপিসির কোটেশন মনে আসছে!
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ০১:২২482915মেঘালয়ে মাইন ডিসাস্টার যতই ফলো করছি, ততই .....
"ওঁ তট তট তোতয় তোতয় স্ফট স্ফট স্ফোটয় ..."
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:২০482914ওটা চশ মার ব্যাপার। মাঝে মাঝে গ্যা প পড়ে।
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:১৮482913আমাকে ফচকে বলল অথচ বোজোর উল্লেখ নেই।
kk | 68.184.***.*** | ২৬ জুন ২০২১ ০১:১৭482912ঝগ ড়া, বন্ধু ত্ব, ব ই এরকম গ্যাপ আসছে কেন? কোন ডিভাইস থেকে লিখছো?
অপু | 2409:4060:2e8d:e9e4::afc9:***:*** | ২৬ জুন ২০২১ ০১:১৫482911যা কলা।
শিবাংশু দা,বাইনারী দা অরিজিত, বিবি দা, এসবি, পিএম এরাও সিপিএম!! তব্বে?
এই অসম যুদ্ধে আমার সাথে কেই বা ছিল। দুখে দা, ন্যাড়া দা আর এস এম দা। ব্যাস!
উফফ। তখন অল্প বয়েস ছিল। গুরু তে পাতার পর পাতা সিপিম তিনো ঝগ ড়া করে গেছি।কেসি আমার দারুণ নাম দিয়েছিল "নিরুপায় তিনো" :))))
kk | 68.184.***.*** | ২৬ জুন ২০২১ ০১:১৫482910তবে হ্যাঁ, ডায়েট চার্ট মোটেই ফলো করেনি। কেবল আমাকে দিয়ে লেখা করিয়েছিলো। তারপরেই জিলিপি, শিঙাড়া, "দুধকুলি" ইত্যাদি ভরপুর খেয়েছিলো :-)
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:১৩482909অর্পণ, পোটকে? দ্য গ্রেট ব্যাঙ্গালোর গ্রুপ?
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ০১:১২482908আমি আদি সিপিএম, এখন লোকে বলে নাকি আরএসএস।
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:১২482907তাই তো, তাই তো
kk | 68.184.***.*** | ২৬ জুন ২০২১ ০১:০৮482906এই না না, আকার কথা 'আর্য্য' বলে লিখেছে তো। আমার কথাও। ঐ যে 'কেকের মত মানুষের বন্ধুত্ব পেয়েছি'। লিখেছে তো।
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:০৬482905** পড়েছিল
ওদিকে "বহুবার কাবলিদার বাড়ি " বলেও বলা হল
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:০৫482904কেকেও বাদ অথচ ও "জলবত তরলং" করে ডায়েট চার্ট বানিয়ে দিয়েছিল (সেটা হয়তো একটু কঠিন হয়ে পর্ঘেছিল)।
ওদিকে "বহুবার কাবলিদার বাড়ি " বলেও বলা হল
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০১:০৩482903আকাদা বাদ, অক্ষদা বাদ। আমি যে "জলবত তরলং" করে কিছু বুঝিয়েছি কখনো সেকথাও জানা গেলো না। আর অন্যদিকে কিছু কমেন্ট তো ভাটে নয়, পুরো চিরকুটে লেখার মতো!
kk | 68.184.***.*** | ২৬ জুন ২০২১ ০১:০২482902আর নিনাদি, আর কাবলিদা :-)
কিছু মাইন্ড করোনা অপু। এটা আমি শুধু লীলা মজুমদারের 'ময়না-শালিখ' বই থেকে কোটেশন দিলাম। তাতে ময়্না নামের লম্বা এক লিস্টি দিয়েছিলো, তাই শুনে শালিখ বলেছিলো "আর টুনিদি, আর গোঁড়াদা"। সেইটা মনে করে বললাম।
লামাদারও একটা কমেন্ট দেখলাম সেদিন। সুকন্যার লেখায়। ভাটে লেখেননা হয়তো।
অপু | 2409:4060:2e8d:e9e4::afc9:***:*** | ২৬ জুন ২০২১ ০০:৫৭482901শঙ্খ মানে লামা র কথা বলছি। কত দিন পরে জানলাম ওরা দু ভাই গুরুতে লেখে। কিন্ত দুজনেই ছদ্মনামে।কেউ কাউকে চেনে না।:)))
ঈশশ কেসি মাফ করে দাও।
বাইনারী দা, শিবু দা, কুমু দি,ব্যাঙ, রাজদীপ,বুনান, রোবু, আর্য্য, 4Z, সোসেন, ভাগীদার, টিম আর হুচি।
বড় মায়াবী লিখতো সায়ন্তন। মাঝে মাঝে
কথা হয়।
ঈশানের কথা আর কী লিখবো।
IBM e থাকতে মাঝে মাঝে ঠেক হতো । ঈশান, মিঠু এরা আমার বাড়িতেও এসেছে।
না না গুরু ছাড়বো কেন? মনান্তর তো হ য়। তখন সাময়িক বিরতি।
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০০:৪৯482900কেসি সিপিয়েম। বোতিন্দা তৃণমূল (ছিল)। বাদ তো যাবেই।
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ০০:৪৩482899অ্যাজ ইউজুয়াল, লিস্টিতে আবার বাদ গেছি।
kk | 68.184.***.*** | ২৬ জুন ২০২১ ০০:৪২482898শঙ্খ গুরু ছেড়ে যাননি তো। অনেক লেখায় কমেন্ট করেন নিয়মিত।
কমেন্ট টা পড়ে খুব ইমোশনাল লাগল তাই বললাম। অন্য ভাবে নেবেন না।
আপনি কি গুরু ছেড়ে দিচ্ছেন নাকি ? হঠাৎ এভাবে গুছিয়ে ধন্যবাদ জ্ঞাপন কি জন্য ?
অপু | 2409:4060:2e8d:e9e4::afc9:***:*** | ২৬ জুন ২০২১ ০০:২১482895কেকে র সম্বোধন নিয়ে কথা উঠলো আর সেই প্রসঙ্গে সবার লেখা পড়ে খুব ভালো লাগলে।
গুরুর থেকে 2007 লিখছি। তখন হাতে গোণা কজন লোক ভাট করতো। ভাট করতে করতে কখন তারা আপন হয়ে গেছে জানা নেই। তাই ন্যাড়া দা, এলসিএম দা ( মাঝে মাঝে), কল্লোল দা, বোধি দা বা কোয়েলী দি যখন তুই বলে বড় ভালো লাগে।
গুরু থেকে আমার সব থেকে ব ড় প্রাপ্তি যোষিতা দি। আমাকে ভাই এর মতো ভালোবাসে। মাঝে আমি একটু অসুস্থ ছিলাম। সেইসম য় যোষিতা দি কলকাতায় ছিল। সব ফেলে আমাকে দেখতে এসেছিল।
বোধি দার কত বিষয়ে কত গভীর পড়াশুনা। অথচ এই ডাউন টু আর্থ মানুষ টাকে দেখলে বোঝা যাবে না। সেরকম আর দুজন মানুষ হলেন দীপ্তেন দা আর শিবাংশু দা। ভুবনেশ্বর ঘুরে আমি আর মিসেস শিবাংশুর বাড়িতে গেছি।মাংস আর গরম গরম পরোটা ছেড়ে সিপিএম তিনো তরজা করেছি। কিন্তু তাতে আমাদের বন্ধুত্বে কোন ফাটল ধরে নি। এক ই কথা PM বা PT দার সম্পর্কে ও সত্যি।
এলসিএম দা কে চ্যাটে দু তিন বার টেকনোলজি সংক্রান্ত প্রশ্ন করেছি।জলবত তরলং করে বুঝিয়ে দিয়েছে। ন্যাড়া দা আর কল্লোল দার গান শোনার সৌভাগ্য হয়েছে।
মিঠু, বড় ম, বৈজয়ন্ত, অরিজিত, পাই,
আটোজ, পিপি, শঙ্খ, ঝিকি, রাত্রি, ইন্দো দা, রঞ্জন দা মতো মানুষের কেকে র মতো মানুষের বন্ধু ত্ব পেয়েছি।
বড় ম, ঝিকি, রাত্রি,শঙ্খ, বিবি,এস বি,রিমি,গান্ধী এরা গুরু ছেড়ে গেলেও যোগাযোগ আছে ফেসবুক, ফোনে।
কলকাতা বিমানবন্দরে বাস করে প্লেন যাবার সময় পাই বলেছে 4 দিনের ট্যুরে ত্রিপুরায় কোথায় কোথায় যাওয়া যেতে পারে। ঘাটমুড়া পাই এর মুখেই শুনি অসাম লেগেছিল।
ফচকেসম্রাট অভ্যু কেও আবিষ্কার এই গুরু তে।
এদের অনেকর সাথেই বহুবার কাবলিদার বাড়ি বা অন্য কোন জায়গায় বা ব ইমেলায় মিট করেছি। কব্জি ডুবিয়ে খেয়েছি। ভাট মেরেছি। এই করে ভার্চুয়াল বন্ধু ত্ব কখন রিয়েল হ য়ে গেছে জানি না।
তবে গুরুতে আমি সব থেকে ভ য় করি দ কে। কেন জানি না। মন হ য় শরতের মেঘ। বৃষ্টি হতে পারে নাও পারে। দ কিন্তু খুব ভালো। আর মাঝে মাঝে খুব উইটি কমেন্ট করে। দ প্লিজ রেগে যেও না।
লিস্টি করা স্বভাব। তাও অনেকে বাদ চলে গেলেন
Abhyu | 198.137.***.*** | ২৬ জুন ২০২১ ০০:১১482894ব্রতীনদা, এই নাও
স্টেপ ১
স্টেপ ২
স্টেপ ৩

স্টেপ ৪

অপু | 2409:4060:2e8d:e9e4::afc9:***:*** | ২৫ জুন ২০২১ ২৩:৫০482893মিঠু, কী খবর? দিনকাল কেমনে কাটছে?
অপু | 2409:4060:2e8d:e9e4::afc9:***:*** | ২৫ জুন ২০২১ ২৩:৪৯482892অভ্যু, লিঙ্ক ক্যামনে দেয়?
...." এ মন আমার চায় যে দিতেও, শুধুই নিতে ন য়..." :((