&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০১:২০481238ওদিকে এক গ্রুপে তুমুল কান্ড চলছে টেমস নদী নাকি আসলে তমসা নদী আর রাইন হল রোহিনী নদী। তখন ফস করে পাশ থেকে একজন বললেন টেনিসন আসলে তানসেন। ঃ-)
Abhyu | 47.39.***.*** | ৩১ মে ২০২১ ০১:১৮481237দেশ গোলানোর রোগ বলতে মনে হল - একবার একটা আন্ডারগ্র্যাড মেয়েকে স্পট করেছি - খুব ভালো মেয়ে - তো সে কানাডা গেছে - আমি লিখেছি where in canada আর অটোকারেক্ট সেটাকে where is canada করে দিয়েছে - তো সে মেয়েও উত্তর দিয়েছে - কানাডা হল আমেরিকার উত্তরে একটি দেশ ইত্যাদি!
aranya | 2601:84:4600:5410:7856:5e8:d77b:***:*** | ৩১ মে ২০২১ ০১:১৭481236জাস্ট সংশয়, দ্যাটস অল। আপনি যদি বলেন, যে কোন পরিস্থিতিতেই সত্যের প্রচার করতে হবে, তাও ঠিক আছে
অপু | 157.4.***.*** | ৩১ মে ২০২১ ০১:১৭481235
&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০১:১৬481234এই তো একজন উসাতে ছিল, কনাদে গেল। তারপর সেখান থেকে সোজা উকেতে। ঃ-)
অভ্যু,
আমি তো ভাবছিলাম রণে- বনে- জলে-জঙ্গলে বাবা!
aranya | 2601:84:4600:5410:7856:5e8:d77b:***:*** | ৩১ মে ২০২১ ০১:১৪481232আমি মুসলিম বাঙালীদের মুখেও একই মূল্যায়ন শুনেছি। বস্তুতঃ আজও এক মুসলিম বন্ধু বলছিল যে মুসলিম সমাজে রামমোহন, বিদ্যাসগরের মত সংস্কারক দরকার
মানছি এটা হয়ত পপুলার পারসেপশন। আপনি যেমন বললেন - ঐতিহাসিক সত্য এই পারসেপশনের বিপরীত।
কিন্তু সেই আসল সত্য মানুষ-্কে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে কিনা - এ নিয়ে আমার একটু সংশয় আছে
&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০১:১৪481231কেন, কনাদ বুঝি নাই? ঃ-)
Abhyu | 47.39.***.*** | ৩১ মে ২০২১ ০১:১৩481230সেই আমি একবার বলেছিলাম না "বোধিসত্ব দাশগুপ্ত গুরুলগিন অ্যাপ ফ্রম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স" লগিন হবে!
ও, তালে কি তুই উসাতে? কিন্তু বাবা , এক কালে তো উকেতে ছিলি!
এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৯481228বিদ্যাসাগর, রামমোহন ইঃ
বাঙালী তো এদের লিবারাল, সেকুলার, জনহিতৈষী মানুষ হিসাবে দেখে।
&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৯481227ওহ্হ হ্যাঁ, তাই তো। উনি তো অভ্যুকে রাশিয়ায় না কোথায় যেন নিয়ে ফেলেছিলেন। ঃ-)
4z | 184.145.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৮481226নাহ্, দেশ গোলানোর রোগ
Abhyu | 47.39.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৭481225তবে যাই বলুন ভোটের পরে দিদি কোভিড ইয়াস-দুর্যোগ ভালোই সামলাচ্ছেন, পার্টিকুলারলি কেন্দ্র যখন এতো করছে :)
&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৭481224বিশুদ্ধ লগিন রোগ? ঃ-)
4z | 184.145.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৫481223ইন্দোদাকেও বোধিদার রোগে ধরেছে।
Abhyu | 47.39.***.*** | ৩১ মে ২০২১ ০১:০৫481222
aranya | 2601:84:4600:5410:7856:5e8:d77b:***:*** | ৩১ মে ২০২১ ০১:০৪481221যেমন ধরুন, বিজেপির তুলনায় দিদি নিশ্চিত ভাবেই অনেক লেসার ইভিল, বাট ইভিল, নান দি লেস । অবশ্যই আমার মূল্যায়নে। কিন্তু ওনার সুবিধাবাদী চরিত্র, বিরোধী দের ওপর অত্যাচার, নরম মৌলবাদ - ভোটের আগে এসব বললে বিজেপি-র পালে বাতাস লাগে - এ এক সমস্যা আর কী।
Apu | 2401:4900:314c:d882:f9e8:615d:a547:***:*** | ৩১ মে ২০২১ ০১:০২481220কেকে কেমন আছো হে?
Abhyu | 47.39.***.*** | ৩১ মে ২০২১ ০১:০২481219দেখে নিন https://web.eecs.umich.edu/~lahiri/LilaPrasanga/02_21_006.html
&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০১:০২481218ওরে বাবা !!!! ইনি কি সেই মিথিলার জনক?
Abhyu | 47.39.***.*** | ৩১ মে ২০২১ ০১:০০481217এই খবরটা জানতেন আপনারা?
লীলাপ্রসঙ্গঃ "রাজর্ষি জনকের মনে মুক্তিলাভ করিবার পূর্বে লোককল্যাণ সাধন করিবার কামনার উদয় হইয়াছিল এবং সেজন্য তিনি নানকাদি গোবিন্দ পর্যন্ত দশ গুরুরূপে দশবার জন্মগ্রহণ করিয়া শিখজাতির মধ্যে ধর্মসংস্থাপনপূর্বক পরব্রহ্মের সহিত চিরকালের নিমিত্ত মিলিত হইয়াছিলেন..."
বুঝেছেন?
aranya | 2601:84:4600:5410:7856:5e8:d77b:***:*** | ৩১ মে ২০২১ ০০:৫৭481216রবীন্দ্রনাথের চোথা নিয়ে লেখাগুলো পড়েছি তো, ভাল কাজ। মন্তব্য করতে ভুলেছি মনে হয়, দুঃখিত। @এলেবেলে
আপনার পছন্দ মত বিষয় নিয়ে কাজ করুন। এই ব্যাপার-টা, কিসে কার সুবিধা হচ্ছে, সেটা কতটা মাথায় রাখা দরকার , তা আমার কাছেও খুব পরিস্কার নয়
হ্যাঁ, দেখুন দেখি!
এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২১ ০০:৫৩481214ইন্দ্রনীলবাবু আমার এক বাংলাদেশি বন্ধু আছেন। সুফি মতাদর্শে বিশ্বাসী। ইসলামের বিভিন্ন সেক্ট নিয়ে ভদ্রলোকের ব্যাপক পড়াশোনা। সুযোগ পেলে একবার ফোনে আপনার রাখা প্রশ্নটা তাঁর কাছে বলব। দেখা যাক কোনও রেফারেন্স পাওয়া যায় কিনা।
ফোজ্জিমণি ইউ কে তে না ?
4z | 184.145.***.*** | ৩১ মে ২০২১ ০০:৪৯481212@kk, শিখছিল। কিন্তু এখন তো সব বন্ধ।
যখনই তুমি ব্লগে পোস্ট কর, ইমেলে খবর পৌঁছে যায়।
&/ | 151.14.***.*** | ৩১ মে ২০২১ ০০:৪৯481211কিন্তু ওই সাবসেক্টের লোকেরা হয়তো এরকম কিছু বলেন, দেখাই যদি না হয় তাহলে আর দীক্ষা দেবেন কী করে?
kk | 97.9.***.*** | ৩১ মে ২০২১ ০০:৪৬481210আরিয়ান আর ওশিন তাইকোয়ান্ডো শেখে কি না?
আতোজকে বল্লাম।