এলেবেলে | 2402:3a80:1152:7cb3:6e2b:a838:b956:***:*** | ২২ মে ২০২১ ২১:০৯480696ফেসবুকের ৯৯% মানুষ উত্তরটা জানেন না। গুরুর? সতীদাহ অনেক পরের কথা। খ্যাক খ্যাক।
খিকখিক | 199.167.***.*** | ২২ মে ২০২১ ২১:০১480695এই ত বৃপুসোভা গোষ্ঠীর মোড়ল এলেবেলে এসে গ্যাসেন গিয়া!
হেহে
এলেবেলে | 2402:3a80:1152:7cb3:6e2b:a838:b956:***:*** | ২২ মে ২০২১ ২০:৫২480694আচ্ছা রামমোহনের জন্মবর্ষ ১৭৭২ সালে ঠিক হল কেন? জন্মদিনটা ২২ মে হল কবে? এই দুটো বেসিক প্রশ্নের উত্তর ফেসবুকে ৯৯% মানুষ জানে না। আদিখ্যেতাটা তাদেরই বেশি। স্বাভাবিক। পচা আদা ঝাল বেশি হয়। হুতোমের কথা।
k | 2405:201:800e:501c:2d40:637e:67c5:***:*** | ২২ মে ২০২১ ১৮:০৯480693বিষয় - ঔপনিবেশিকতা, রামমোহন ও তাঁর ভাষা-সংগ্ৰাম'
k | 2405:201:800e:501c:2d40:637e:67c5:***:*** | ২২ মে ২০২১ ১৮:০৭480692রামমোহল লাইব্রেরী ও ফ্রী রিডিং রুম আয়োজন করেছেন অধ্যাপক পবিত্র সরকারের একটি বক্তৃতার। সেটি এখন গুগুল মিটে চলছে। ৬৫+লোক উপস্থিত। ১০০ জনের লিমিট। কেউ চাইলে যোগ দিতে পারেন-
এখানে চলছে-
প্রফেসার দীনেশ মোহনও একই দিনে মারা গেছেন। দিল্লি শহরে বা যে কোন বড় শহরেই পথচারীদের অধিকার, পাবলিক ট্র্যান্সপোর্ট বাড়িয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যায় রাশ টানা ইত্যাদি নিয়ে এই একজনই সম্ভবত বলতেন।
&/ | 151.14.***.*** | ২২ মে ২০২১ ১৪:৫৫480690আজ রামমোহন রায় নিয়ে ফেসবুক ভর্তি অজস্র পোস্ট। সতীদাহ নিবারণের মূল হোতা হিসেবেই সম্মান জানাচ্ছেন বেশিরভাগ পোস্টদাতাই। এই বছর মনে হয় "বৃপুসোভা" গোষ্ঠী একটু কম সক্রিয়, রামমোহনকে বৃটিশ দালাল হিসেবে দেখাবার চেষ্টা কম দেখছি।
&/ | 151.14.***.*** | ২২ মে ২০২১ ১৪:৫১480689ইনি বৃক্ষ বাঁচানোর আন্দোলনের সেই প্রধান মানুষটি? চিপকো আন্দোলনের?
"Sunderlal Bahuguna will be remembered as a man of the earth, who strove all his life to save it."
https://www.bbc.com/news/world-asia-india-57171363
করোনা আরো একজন ভাল মানুষকে কেড়ে নিয়ে গেল।
k | 2405:201:800e:501c:b183:d67d:71f9:***:*** | ২২ মে ২০২১ ০৯:১৬480687পাইদিদি,
সলিলকাকুর কথা আপনার কাছেই প্রথম জানলাম, কল্লোলদার সঙ্গেও এইমাত্র কথা হল।
দুমাস আগে ছবিমাসি চলে যাবার পরেও ফোন করেছিলেন। রোজা লুক্সেমবার্গের শতবর্ষে লেখার জন্য বাবার পুরোনো লেখার কিছু কাগজপত্র চেয়েছিলেন। বলেছিলেন তাড়া নেই, অবস্থা একটু ভাল হলে তোমায় আমি ডেকে নেব....
&/ | 151.14.***.*** | ২২ মে ২০২১ ০৭:৩৭480686হুঁ, আছি। ঃ-)
এই এলাম &/ , আপনি কি আছেন?
&/ | 151.14.***.*** | ২২ মে ২০২১ ০৪:৫৩480684যদুবাবু, আছেন?
সলিল বিশ্বাস, সলিলকাকু চলে গেলেন। কেলোদা ...
হুঁ হয়েছে তো দেখছি।
এলেবেলে | 2402:3a80:115a:9e12:a8ec:fc14:583a:***:*** | ২১ মে ২০২১ ১৫:১৪480681ধন্যবাদ দ-দি। দিয়েছিলাম বলেই মনে হচ্ছে। ঠিক আছে, আরেকবার চেষ্টা করে দেখি।
ল্যাদোষ বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি বললে হবে?
এই ছবিতে গোল করা বাক্সটায় 21110 বসিয়ে জমা করে দিন হয়ে যাবে।

এলেবেলে | 2402:3a80:115a:9e12:a8ec:fc14:583a:***:*** | ২১ মে ২০২১ ১৫:০২480679এলসিএম, গুরুর দেওয়া নির্দেশমাফিক সবকটা বাকসো ভর্তি করা সত্ত্বেও রবি ঠাকুরের লেখাটায় আগের দুটো পর্বের লিংক আসেনি দেখলাম। ভুলটা আমারই হয়েছে। ঠিক কী ভুল করেছি সেটা একটু বলবেন?
কীসব!!
"Breaking :
Bench pronounces the order : Arrested persons can access files, meet officials but only through VC. Whatever work they are doing for public, let it continue. Refuses the request of CBI's plea for stay of the order."
অরিন | 161.65.***.*** | ২১ মে ২০২১ ১১:৩৯480677@b, খুব ভালভাবে লিখেছে। শেয়ার করার জন্য অজস্র ধন্যবাদ।
শুধু মানুষের শ'দেড়েক বছরের কীর্তিকলাপের জেরে একটি জিওলজিকাল যুগ, বলা ভাল, যুগান্তের ঈঙ্গিত।
আমরা আমাদের উত্তরসূরীদের জন্য কোন পৃথিবী রেখে যাচ্ছি!
জানিনা, এর শেষ কোথায়!
আচ্ছা, কোন্নগর চাকদার যে লোকজনের কথা বলেছিলাম, তা হয়ে গেছে৷ যাঁরা যোগাযোগ করেছেন, অনেক ধন্যবাদ। এবার লাগবে ডাক্তার।
হিন্দ মোটর আর চাকদার দিকের ডাক্তাররা, আগ্রহী হলে ডাঃ পুণ্যব্রত গুনকে 09830922194 হোয়াটাসাপ করুন একটু ।
পুণ্যদা লিখেছেন, Need volunteer doctors for Covid Care Facilities to be set up at
1. Hind Motor
2. Chakdah.
One doctor will have to be formally attached and one or more will have to visit the centres twice a day and be on call.
Local organisations are ready with all other arrangements.
Interested doctors, please send a whatsapp message to me--9830922194. I will call you.
LETS STAND BY THE SUFFERING HUMANITY.
b | 14.139.***.*** | ২১ মে ২০২১ ০৮:৩৯480675অরিনের জন্যে।
https://www.bbc.com/future/article/20210520-could-humans-really-destroy-all-life-on-earth
Abhyu | 47.39.***.*** | ২১ মে ২০২১ ০৮:৩১480674https://epaper.anandabazar.com/imageview_56298_51452838_4_71_21-05-2021_9_i_1_sf.html

s | 100.36.***.*** | ২১ মে ২০২১ ০৭:৪৮480673একই ড্রাগ। আমেরিকায় অ্যাসিটামিনোফেন বলা হয়। ট্রেড নেম হল টাইলিনল, ইন্ডিয়ায় দেখলাম ক্যালপল। আর জেনেরিক নাম প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন।
b | 14.139.***.*** | ২১ মে ২০২১ ০৭:২৫480672*ক্যালপল
b | 14.139.***.*** | ২১ মে ২০২১ ০৭:২৪480671কুআলপল মানে প্যারাসিটামল।
s | 100.36.***.*** | ২১ মে ২০২১ ০৬:৪৩480670বাচ্চাদের জ্বর হলেই কোভিড বলে ধরে নেবেন না। দশ বছরের বাচ্চার সিম্পটোম্যাটিক কোভিড হবার সম্ভাবনা বেশ কম। একমাত্র টেস্ট করিয়ে তবেই সঠিক জানা যাবে।
ক্যালপল মানে কি অ্যাসিটামিনোফেন? ডাক্তারের সাথে পরামর্শ না করে বাচ্চাদের দুমদাম ওষুধ দেবেন না। আপনি নিজে ডাক্তার হলে ধরে নিচ্ছি বিবেচনা করেই দিয়েছেন। দশ বছরের বাচ্চার জন্যে ৫০০ mg অ্যাসিটামিনোফেন বেশ হাই ডোজ। সাধারণত ১০০ পাউন্ড ওজন না হলে ৫০০ মিগ দেয়া হয় না। ওষুদের লেবেলে ডোসেজটা একবার দেখে নেবেন। অ্যাসিটামিনোফেন ভালমত লিভার ড্যামেজ করতে পারে।
আর জ্বর ১০০ না হলে কোনো ওষুধ না দিলেও চলবে। কাশির জন্যে ঘরোয়া যেসব টোটকা পাওয়া যায়, সেসব ই ভাল। যেমন অল্প গরম জলে মধু ইত্যাদি। খেলে সাময়িক আরাম হবে। এই রকম ভাইরাল কাশির সেই অর্থে কোনো ওষুধ নেই, বিশেষ করে ১২ বছরের কম বয়সি বাচ্চার।
যাই করুন, ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন।
% | 223.29.***.*** | ২১ মে ২০২১ ০৫:৩১480669কোভিড কেস এ আর্লি মেডিকেশন কী কী দেওয়া হচ্ছে? ১০ বছরের মেয়ের প্রথম পরশু দিন সন্ধ্যে থেকে ১০০.১, ১০০.২ জ্ব্রর দেখে ক্যালপল ৫০০ দিয়ে পরদিন প্রায় সারাদিন ৯৯.৫, ৯৯.৬ চলল দেখে সন্ধ্যেয় আরেকটা ক্যালপল ৫০০ দিয়ে এখনো অবধি ৯৮.৬ ক্রশ করেনি।। শুকনো কাশি ওই পরের দিন থেকে শুরু, রাত অবধি, এখনো বেশ কাশি চলছে। জিংক আর ভিটামিন সি শুনেছি। আর কোনো আর্লি মেডিসিন শুরু করা যায়, যাতে অ্যাস সাচ ক্ষতি কিছু নেই। আর কোনো লক্ষণ এখনো অবধি নেই।
Abhyu | 47.39.***.*** | ২১ মে ২০২১ ০৫:২৬480668অরণ্যদা, তোমাকে মেল করেছি।
lcm | ২১ মে ২০২১ ০১:৫৯480667ইন্দো,
তুমি ওপরে 'পুরোনো গুরু' বলে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করলে একটা বাক্স এসবে সেখানে লেখো, লিখে 'কপি' বাটন প্রেস করলে টেক্সটা আসল বাক্সে চলে আসবে