আপনাদের লজ্জা,ভয় কিছু নেই, না? মনের মধ্যে এত ঘেন্না রাখেন কী করে? বেনামে/ স্বনামে যে ভাষায় পোস্ট করে যাচ্ছেন তারপর নিজেদের মুখগুলো আয়নায় দেখতে লজ্জা করে না? এত হতাশা কীবোর্ড টিপে বমি না করে বরং পছন্দের কিছু একটা করুন।মন ভালো থাকবে। চারদিকে এত রোগ,শোক, মৃত্যু- ভয় করছে না!!! ছিছি!
ভাবুন একবার৷ আমি নাফ পিটি কোথায় নেমেছে! জঘন্য
কেন্দ্রীয় সরকারের কাজ সুপ্রিম কোর্ট করছে ! গত বছর কত সব কমিটি ইত্যাদি তৈরী হয়েছিল, এখন সব কোথায় ! কোর্টকে অক্সিজেনের জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স করতে হচ্ছে, কেন্দ্রর কিছু করার ক্ষমতা আর রাজ্যগুলোতে নিয়ে চলার ক্ষমতা পুরোই নষ্ট হয়েছে।
কি জঘন্য পরিস্থিতি গুরুতে ..... এই সব বেনামি লোকেদের খিস্তি খেউর শোনার জন্য গুরুতে আসা ?!!!!
ভাটপাতা আজকাল সোনাগাছির অধম
পিটি অক্সিজেন পাবে বলছেন এতে?
সুপ্রিম কোর্ট অক্সিজেন ডিসট্রিবিউশনের টাস্ক ফোর্স তৈরি করলো। এবার হয়তো সমস্যার কিছুটা সুরাহা হবে, দেখা যাক।
ওরে একটা অতিমারী চলছে। এই বাজারে তোকে কে হলদিয়ার পাশে ক্যালিফোর্নিয়া যেতে বলেছে ("আমাকে যা বলা হয়েছে তাই লিখেছি" কিনা) সে নিয়ে বীভৎস মজা পরে করবি, আগে মিসইনফর্মেশন ছড়ানোর জন্য দশ বার কান ধরে উঠবস কর।
মালটা মোদিজি স্টাইলে পৃথিবী ঘুরতে বেরিয়েছে ওরে চুতিয়া আগে কাজ কর তাপ্পর পয়সা পাবি
এই গানটা কোথাও পাওয়া যাবে?
নলিনীকান্ত সরকারের "দাদাঠাকুর" থেকে
"এই সময় স্বরাজ্যদল মুসলমানদের সঙ্গে একটা প্যাক্ট করে। এই হিন্দু মুসলমান প্যাক্টের জন্যে কলকাতায় এক শ্রেণীর হিন্দু স্বরাজ্য দলের প্রতি বিরূপ হন। নির্মলচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ব্যক্তিটি এই সুযোগের সদ্ব্যবহার করলেন একটি অভিনব পন্থায় ............. রাস্তায় শোভাবর্ধন করে চলেছে লরির পরে লরি আর প্রতি লরির উপরে চতুষ্পদে দন্ডায়মানা আসন্ন আশঙ্কাকুলা এক একটি গোমাতা । প্রত্যেকটি গোমাতার কন্ঠদেশে বড় বড় অক্ষরে ছাপা প্রচার পত্র ঝোঝুল্যমান। তাতে লেখা আছে স্বরাজ্যদল মুসলমানের সহিত প্যাক্ট করিয়াছে , উহারা গোহত্যায় বাধা দিবে না , স্বরাজ্যদলকে ভোট না দিয়া আমাকে রক্ষা করুন ইত্যাদি নানা স্লোগান।"
নির্মলবাবুর প্রচারকর্মীরা দাদা ঠাকুরকে ধরে বসলেন এই প্রসেশনের বিরুদ্ধে একটি গান রচনা করে দেবার জন্যে। ........ দাদাঠাকুর শুরু করলেন এক্স্টেমপোর রচনা । কর্মীদের আনন্দ আর ধরে না ।
নির্মলচন্দ্র চন্দ্র অবশ্য এই গানটি ক্যাম্পেনে ব্যবহার করতে দেন নি। কারণ বিপক্ষের দলের লোকও তাঁর আত্মজন।
"গানটি শোভাযাত্রা করে গাওয়া হল না বটে, কিন্তু গানের দু একটি চরণ প্রবাদবাক্যের মত লোকের মুখে মুখে ঘুরতে লাগলো। "
california?
পাশেই হলদিয়া। ঐ যে স্টেশনের কাছেই। সামনেই মা ক্যাম্ন্টিনের কাউন্টার।
Amsterdam?
দমদমের কাছেই। ওখানে অনেক ভ্যাক্সিন আছে। চইলে যে কোন হাসপাতালে গিয়ে দ্বিত্বীয় শট নিয়ে নেওয়া যাবে।
পাঁকবাবু, টিকার এই অবস্থা যে তোমার প্রভুজির কোভিড ম্যানেজমেন্টের পরিণাম সেটা তোমাকে কেউ বলেনি গো? এখানে ঢপবাজি করে কি সেই সত্যিটা পাল্টে দিতে পারবে? পয়সা পাচ্ছ পাও, বাতেলাবাজিটা বুঝেসুঝে কর।
শুয়োরটাকে কেমন তালিম দিয়েছি দেখছ মামারা? এখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে খিল্লি করতে লেগেছে এমন খোলা নর্দমা কি একদিনে তৈরি করা যায়?
জঘন্য
Illinois?
ঐ তো বরানগরের পাশেই। খবর দিলেই অক্সিজেন সিলিন্ডার ঘরে তুলে দেবে।
পৃথিবীতে নেই কোন বিশুদ্ধ চাকুরি। রুটিরুজির জন্য মাস্টারদের সাইডে আরো কি না করতে হয় আজকাল। কষ্ট হয়।
পিটির ছাগলনাচ এখনও চলছে?
কি যে বলো মামা আমরা আইটিসেল আমরা অমানবিকতার জন্য বিখ্যাত আর ম্যস্টরকে আমরা কতোদিন ধরে অমানবিকতার ট্রেনিং দিয়েছি এখন ওর এসব গা সওয়া হয়ে গেছে।
ফেক নিউজ যাঁর ব্রেড অ্যান্ড বাটারের উপায়, তাঁকে মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে বলা অমানবিক। মানবিকতার স্বার্থে এ থেকে বিরত থাকতে অনুরোধ করছি।
ধুর্বাল এইটুস নোংরায় কি হবে রে ভালো করে নোংরা কর। তিরিশ টাকা ভিক্ষে কি মাগনা নাকি সংহতিকে ভালো করে নোংরা লাগা তবে টাকা পাবি
লজিকে বলুন বা পরুষে, পিটির তুলনা কেবল কঙ্গনা রানাওয়াত
বললাম যে আমাকে যা বলা হয়েছিল তাই কিখেছি। তাতে আমাকে মিথ্যেবাদী বলার অধিকার জন্মায় না কারো।
অকারণে কাউকে মিথ্যেবাদী বললে ক্ষমা চাইতে হয়।
অপেক্ষায় আছি।
অ্যাই ম্যাস্টর কোথায় গেলি রে। তোর নর্দমা থেকে অনেকটা নোংরা তুলে এনে এর মুখে মাখিয়ে দে ভালো করে আর ক্ষমা চাওয়াবি কিন্তু। তিরিশ টাকা ভিক্ষে পাবি
অ মা, মিথ্যে কতা না বললি অমিতশা চাগরি খেয়ে দেবেনি?
নির্লজ্জ মিথ্যেবাদিটা ধরা পড়ে গিয়ে এখন গোলপোস্ট কাঁধে করে দৌড় দিয়েছে দ্যাখো
অপেক্ষা তো বহু জায়গাতেই করতেই হচ্ছে। তার মানে কি এই নাকি দুটো এক জায়গায় নিতেই হবে?
আর কত মিথ্যে বলবেন আর তারপর গোলপোস্ট সরাবেন?
আর হ্যাঁ, আপনাদের খড়্গপুরেও অনেক লোকে দুটো ডোজ দুই জায়গায় নিয়েছে। খবর নিলাম। আপনার মিথ্যা তো এখন দুপুর রোদের মত ফটফট করছে!
বিজেপিটি তালবাগিচায় ফার্স্ট ডোজ নিয়ে সেকেন্ডটা বিসিরয়ে নিতে কাউকে দেখেন নি নাকি? চোখ কান ঢেকে আছেন সিপিএমের শোকে?
টিভিতে দেখাচ্ছে যে বরানগরের এক সরকারি হাসপাতালে রাত ২ টো থেকে দ্বিতীয় শটের জন্য লাইন দিয়ে থাকা বয়স্ক মানুষদের জানানো হয়েছে যে ভ্যাকসিন নেই। কেউ কেউ এখনো অপেক্ষায় আছেন!!
কেউ তাঁদের জানিয়ে দেবেন যে অন্য কোথায় গেলে তাঁরা এই শটটা পেতে পারেন?
আমরাও তো আপনার ঘরের মানুষ মনের মানুষ
Washington?
হুঁ, হুঁ, বাওয়া, এক্কেবারে ঘরের মানুষ।