এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 49.37.***.*** | ০৫ মে ২০২১ ০০:১১479644
  • সিপিএমের সমর্থকদের এমন অবস্থা এখানে বলা কথা টুকে এখানেই দিতে হচ্ছে। কত ভালো ভালো স্লোগান লেখা হলো, অন্তত তাদেরও কাউকে ধরতে পারে তো এখানে কী লিখবে সেটা জানার জন্য। হয়ত রাজ্য কমিটি নিদ্র্রা গেছে বলে এখান থেকেই টুকে চালাতে হচ্ছে।

    প্যাঁচানো আর কাঁদুনিটা টোকা হয়েছে। ওটা অবশ্য নাকিকান্না ছিল। এরপর নিশ্চয় হাম্বাগ আর দু' কানকাটা আর পণ্ডিত, এইগুলো টোকা হবে। এতে অবশ্য দোষ দেখিনা, যা আঘাত লেগেছে, নিজেদের কথা আঁটকে গেছে । তবে সামলে টুকবেন , মমতাকে টুকে ফেললে সে এক কেলেঙ্কারি হবে। 

  • অর্জুন | 103.5.***.*** | ০৫ মে ২০২১ ০০:১০479643
  • বিজেপির হারে সিপিএম এত মনমরা কেন!! 


    ' নো ভোট টু বিজেপির হয়ে যখন সক্রিয় ভাবে ক্যাম্পেন করছি তখনও ওদের এই আন্দোলনের ওপর বিরাগের কারণ আশ্চর্য করেছিল। স্লোগানে শুধুই বলা হয়েছিল বিজেপিকে একটিও ভোট নয়। । বিজেপি বাদে অন্য যে কোনো দলকে ভোট দিন। নো এন আর সি মুভমেন্টের এক নেতা গোছের আমাকে স্তম্বিত করে দিয়ে একটা মিটিঙয়ে বলেছিল ' বিজেপি গণতান্ত্রিক ভাবে একটি পার্টি তাই সেই ভোট না দেওয়ার কথা আমরা জনগণকে বলতে পারিনা। ' 


    রামরেড নাকি বিজেবাম সেটিং তো অনেক কালের। 


    এদের এখনো মুখে বুলি ফোটে কি করে কে জানে! 

  • দূ | 47.184.***.*** | ০৫ মে ২০২১ ০০:০৯479642
  • দু হবে। থ‍্যাংকু নিননিছা

  • দু | 47.184.***.*** | ০৫ মে ২০২১ ০০:০৮479641
  • এবং আবার ও মমতা কে নিয়ে আমার নতুন কিছু জানা র বা জানানোর নেই, যে যা লিখবেন সেটা তারই বক্তব্য

  • আচ্ছা | 2a03:e600:100::***:*** | ০৫ মে ২০২১ ০০:০৩479640
  • দ আর দু একই লোক। বেশ তো মজা।

  • | 47.184.***.*** | ০৪ মে ২০২১ ২৩:৫৯479639
  • মিথ্যে টা ও সিমেন্ট হচ্ছে চোখের সামনে - একদল লোককে মেরে তাড়িয়েছিল আরেকদল, প্রথমদল মারপিট করে ঘরে ফেরায় এটা ছিল বুদ্ধবাবুর কমেন্ট।  14 জনে্র মৃত্যু ওনার কথায় হয় নি এবং বিদ্ধস্ত করেছিল। মিথ্যা র সাথে অনন্তকাল কেই বি লড়বে কাজেই এটা থাকছে।

  • @বিজেপিটি | 43.239.***.*** | ০৪ মে ২০২১ ২৩:৫৩479638
  • কে কার সমকক্ষ নয় বিজেপিটিকে দেখলেইবোঝা যায়। কম দিন তো হল না।

  • দু | 47.184.***.*** | ০৪ মে ২০২১ ২৩:৪২479637
  • কাঁদুনি আর প‍্যাচানিতে তৃণদের সমকক্ষ কেউ নেই। অতএব প‍্যাচানো চলুক।


    প্রিসাইডিং অফিসারের লাইফ থ্রেট ঝাঁপিয়ে ওনার ওপর বসে তো একথাটা বসবে না কেন

  • সম্বিৎ | ০৪ মে ২০২১ ২৩:৩৪479636
  • ভোটের কদিন আগে, বুদ্ধবাবু মহর্ষি উপাধি পাবার পরে, ফেসবুক ভেসে গেল। সীতারাম ইয়েচুরি নিজের পুত্রশোকে একটি পোস্ট করেছিলেন ডাক্তার-নার্স প্রমুখদের ধন্যবাদ জানিয়ে। পাবলিক ফিগার কিন্তু এক শোকসন্তপ্ত পিতার পাবলিক পোস্ট। সেই পোস্ট নিয়ে সিপিএম সমর্থকদের আদিখ্যেতা দেখলে অন্তঃসারশূন্যতার একটা আন্দাজ পাওয়া যায়।

  • @বিজেপিটি | 43.239.***.*** | ০৪ মে ২০২১ ২৩:২৪479635
  • এই ট্রোলগুলো সিপিএমকে সাধু সাজানোর ভড়ং করেই মানুষের মনে সিপিএমের প্রতি কন্টিনিউয়াস বিদ্বেষ পুষে রাখায় রসদ দিয়ে চলে। সংসদীয় গণতন্ত্রে ভোটের গণতন্ত্রে সকলেই শুয়োর। কে তুলনায় কম ক্ষতিকর সেটা বেছে নেওয়াই মানুষের দায়। এরা যতবার সিপিএম বা কংগ্রেসকে তুলসীপাতা প্রমাণ করার জন্যে অন্যদের ছুঁচের ছ্যঁদা দেখানো শুরু করবে, ততবার এদের চালুনিত্ব প্রমাণ করার জন্য সমস্ত গণস্মৃতি ভীড় করে আসবে। ওরে ইতিহাস না খুঁড়ে বর্তমান আর ভবিষ্যৎ দেখ। মানুষকে বল, আগে যা হয়েছে হয়েছে, দেখুন এখন আমরা এই করছি, আগামীতে আমাদের এই পরিকল্পনা। তবু মানুষ ক্ষমা করে দিতে পারে, আবার ভেবে দেখতে পারে। পিছন হাতড়ে নিজেদের পচা গলা মুখগুলোই ফিরে ফিরে আসবে। পশ্চিমবঙ্গের মানুষ ৩৫ বছর সিপিএম কে দেখেছে। ভালো উপকারী খারাপ নোংরা বিপজ্জনক প্রতিশোধপরায়ণ সব মুখই দেখেছে। একটা ওয়েবসাইটে কন্টিনিউয়াস ডিজঅনেস্ট মোটিফে পোস্ট করে গেলেই ইতিহাস মুছে যায় না। 

  • dc | 65.49.***.*** | ০৪ মে ২০২১ ২৩:০৯479634
  • ওদিকে অযোধ্যায় পঞ্চায়েত ভোটে চল্লিশটা সিটের মধ্যে বিজেপি পেয়েছে ছটা। সপা পেয়েছে ২৪ টা। একা বিজেপিটিদা কদিক সামলাবে? পবতে তো দাঙ্গা হবে বলে খুব আশা করেছিল, সেসব হলোনা, এবার কি অযোধ্যায় দাঙ্গা হওয়ার আশায় বসে থাকবে? এরকম চললে তো আইট সেলের থেকে ভিক্ষান্ন জুটবেই না, উল্টে চড়থাপ্পড় খেতে হবে। ছ্যা ছ্যা!

  • gol | 2a02:c207:2034:5805::***:*** | ০৪ মে ২০২১ ২৩:০১479633
  • সিপিএম যে কি প্রানী তা পশ্চিমবঙ্গের লোকে জানে না নাকি? সবাই জানে কে কোন প্রাণী, কেউ কিচ্ছু ভুলে যায় নি। ভোটের পরে সিপিএমের প্রাণীরা কিরকম মারপিট করত সেগুলো লোকে এত সহজে ভুলে যাবে কি করে।

  • সিএস | 49.37.***.*** | ০৪ মে ২০২১ ২২:৫১479632
  • তাহলে আর কী, মমতা মানুষ নয়, সেটাই সাব্যস্ত হল।

    আর, বিজেমূল শব্দটা এখনও ব্যবহার হচ্ছে ? তা বেশ। রাজ্য কমিটি যদ্দিন না নতুন কিছু নিয়ে আসে, এটাই চলবে নিশ্চয়।

    কাল না কবে যেন বিজেমূলপ্রধান শপথ নেবেন। তারপর তিনি যেন মানুষ হন, সেই আশাই করি।

  • প্রাণী | 2a0b:f4c1:2::***:*** | ০৪ মে ২০২১ ২২:৫১479631
  • নন্দীগ্রামে যখন ১৪টা লাশ পড়েছিল, তখন যারা বলেছিলেন - পেইড ব্যাক ইন সেম কয়েন --- তারা সব মহৎ প্রাণী ছিলেন।

  • দু | 47.184.***.*** | ০৪ মে ২০২১ ২২:৪১479630
  • সকল মানুষ লিখলে কি মাহাত্ম্য বাড়বে? তবে তা ই। যদিও সকল।প্রানীই শোক পালন যে করে সেটা ঘটনা।


    মমতাকে নিয়ে নতুন কিছূই জানার নেই। তথাকথিত মৌলবাাদী মৃৃতদের ধর্্ম্ দেখে নি এটাই বলেছি আনলাইক বিজেমূল। বাাকি প‍্যাচানোো চালূ   থাকুুুক।

  • দু | 47.184.***.*** | ০৪ মে ২০২১ ২২:২৬479629
  • প্রতিকুরকে অনেক আগেই কাটতে এসেছিল, এক ভদ্রমহিলা বাঁচিয়ে ছিলেন‌

  • সিএস | 49.37.***.*** | ০৪ মে ২০২১ ২২:২২479628
  • মৃত্যুতে সকল প্রাণী শোক পালন করে।

    মমতা শোক পালন করেনি।

    অতএব মমতা প্রাণী নয়।

    '৯৯ সাল থেকে মমতা ও সিপিএমের মধ্যে ঠেলাঠেলি হতে হতে শেষ পর্যন্ত এই জানা গেল ?

  • সিএস | 49.37.***.*** | ০৪ মে ২০২১ ২২:১৬479627
  • এখনও জানতে পারলাম না, তিনোরা আর এস এস বীরকুমারের কাছ থেকে কাটমানি চেয়েছিল কিনা ?

  • এলেবেলে | 202.142.***.*** | ০৪ মে ২০২১ ২১:৫৮479626
  • ইসকনের হেড অফিস মায়াপুরে বিজেপির অনুমোদন ছাড়া একজন ঝাড়ুদারও নিযুক্ত করা হয় না।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৪ মে ২০২১ ২১:৫৬479625
  • ক্রনোলজি | 2a0b:f4c2:1::1 | ০৪ মে ২০২১ ১৯:৪০


    শীতলখুচি পর্যন্ত মোর্চার সম্ভাব্য আসন ছিল ১৯। সেখানে সিপিএম ছিল শালবনি, রানিবাঁধ, রায়দিঘী ও যাদবপুর। শীতলখুচির পরে বাকি সম্ভাব্য ৪১টি আসনের মধ্যে সিপিএমের কতগুলো ছিল সেটা বলা যাবে?

  • হিজি-বিজ-বিজ | 2600:1702:4a70:2110:d413:39f9:5bf6:***:*** | ০৪ মে ২০২১ ২১:৫২479624
  • "ইস্কন নিয়ে আমার ঘোর সন্দেহ আছে।" 


    পাই দি , এটা ​​​​​​​বুলবুলভাজা ​​​​​​​তে ​​​​​​​দাও ​​​​​​​না। ​​​​​​​এরকম ​​​​​​​লেখা ​​​​​​​শেয়ার ​​​​​​​হওয়া ​​​​​​​দরকার।  ​​​​​​​

     
  • ML | 2a0b:f4c2::***:*** | ০৪ মে ২০২১ ২১:৩৯479623
  • Aa | 2409:4060:e88:92c2:14e8:d6aa:43f2:***:*** | ০৪ মে ২০২১ ২১:২৭479622
  • Lcm,


    Stream যাই নিক, আর subject যাই নিক, মার্কেটে পেটে ভাতে চাকরির বেশি আর কিছু নেই। ( covid এর নামে ছাঁটাই তো আছেই)। মুদিজি শিক্ষা ব্যবস্থা গুটিয়ে ফেললেই পারেন। 

  • দু | 47.184.***.*** | ০৪ মে ২০২১ ২১:১৫479621
  • আব্বাসের মাহাত্ম নেই নিচের পোস্টে , মৃত্যু তেে সকল প্রাণীই  শোক পালন করে।

  • a | 2a0b:f4c2::***:*** | ০৪ মে ২০২১ ২১:০০479620
  • পিসি আব্বাসকে চল্লিশটা সিট দিয়ে দিলেই পারত, তাহলে সিপিএমরা অন্তত আব্বাসের মাহাত্ম্যকীর্তন গাওয়ার দায় থেকে মুক্তি পেত।

  • lcm | 99.***.*** | ০৪ মে ২০২১ ২০:৩৯479619
  • CBSE বোর্ডে হায়ার সেকেন্ডারিতে আর্টস/সায়েন্স/কমার্স ভাগ আর থাকছে না, যে কোনো ৫টি বিষয় বেছে নেওয়া যাবে --- 


    • সায়েন্সের বিষয়ের সঙ্গে আর্টস-কমার্সের বিষয় - একাদশে সুযোগ CBSE-র পড়ুয়াদের
      হিন্দুস্তান টাইমস, 04 May 2021
    • সম্প্রতি বিনা পরীক্ষাতেই একাদশে ভরতি শুরু হয়েছে CBSE বোর্ডে। আর এই ভরতি প্রক্রিয়ায় যে কোনও বিষয়ের কম্বিনেশন নিতে পারবে পড়ুয়ারা। আর্টস, সায়েন্স বা কমার্সের যে কোনও বিষয় নিজের ইচ্ছা মতো নির্বাচন করতে পারা যাবে। নয়া নির্দেশিকায় স্ট্রিমিং বলে আর কিছু থাকছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ।

      যদিও এই ঘোষণা নতুন নয়। এর আগেই কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে এ বিষয়ে জানা গিয়েছিল। এবার সেটাই কার্যকর করা হল। নয়া নিয়ম অনুযায়ী আর্টস, সায়েন্স বা কমার্সের কোনও স্ট্রিম থাকবে না। পড়ুয়ারা নিজেদের ইচ্ছা মতো যে কোনও ৫টি বিষয়ের কম্বিনেশন বেছে নিতে পারবে। তার পাশাপাশি একটি ঐচ্ছিক বিষয়ও বেছে নিতে পারবে তারা।

      প্রতিটি বিষয়ে ১০০ নম্বরে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ২০ নম্বর থাকবে বিদ্যালয়ের ইন্টারনাল অ্যাসেসমেন্টে। বাকি ৮০ নম্বর থাকবে পিরিয়ডিক টেস্ট, হাফ ইয়ার্লি বা প্রি বোর্ড পরীক্ষায়।
  • দু | 47.184.***.*** | ০৪ মে ২০২১ ২০:২৬479618
  • শীতলখুচির দিন আব্বাস- আজকের দিনেও ডিজে বক্স লাগিয়ে বাজাচ্ছেন খেলা হবে? 5 জন মারা গেলেন তারপর ও? 


    মমতা ব‍্যানার্জী - বডি গুলো রেখে দে মিছিল হবে।

  • lcm | 99.***.*** | ০৪ মে ২০২১ ২০:২২479617
  • মেক্সিকো সিটি তে মেট্রো ট্রেন লাইন ভেঙ্গে (সাবওয়ে ওভারপাস) রাস্তার ওপর পড়্ছে, ২৩ জন মারা গেছেন।
    ১২নং লাইনের ওলিভস স্টেশনের কাছে হয়েছে, এই লাইন তৈরি হয়েছিল ২০১২ সালে, সাইডের সাপোর্ট বিম ভেঙ্গে পড়েছে বলছে, এত তাড়াতাড়ি ৯ বছরের মধ্যে ভেঙ্গে পড়ল কি করে তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে

  • dc | 122.164.***.*** | ০৪ মে ২০২১ ২০:০৮479616
  • ইন জেনারাল কুরাতুলেন বালোচ এর যেকোন গান সার্চ করে শুনতে পারেন। বিভৎস রকম ভালো গান উনি। 

  • dc | 122.164.***.*** | ০৪ মে ২০২১ ২০:০৫479615
  • আর একটা শুনলে একটা ফ্রি স্কিম যদি চান তো এই নিনঃ 


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত