@দ এটা কবে থেকে কবে পর্যন্ত ?
হে সখি, আমার কাছে তোমার যে তিনটে মেল আইডি ছিল, সব কটাতেই পাঠিয়েছি। তাও যদি না পাও, তো করজোড়ে মিনতি করি, pi.for.abhyus.emails@gmail.com বলে আরেকটি অ্যাকাউন্ট খুলতে।
এই রে তাড়াতাড়ি টোটাটাটাল ছ ড়িয়ে গেছে। :))))
ইয়ে মানে, পাই এর ঠিক কত গুলো মেল আই ডি, সে ব্যাপারে প্রশ্ন চলবে? :))
এপসঙ্গে জানিয়ে রাখা ভালো পাই, পাই 2, পাই 3 করতে করতে মোট সাতটা ফোন নাম্বার আমার কাছে আছে।
লক পিকিং লয়ার খুব ভালো লাগে। ভি সস, ভি সস 3, ভেরিতাসিয়াম, কারজগজাত আরো কয়েকটা সায়েন্স চ্যানেল ভালো লাগে।
হিস্ট্রি নিয়ে কয়েকটা ভালো চ্যানেল ইউসফুল চার্টস, সুইনি, এটলাস প্র, ওভার সিমপ্লিফায়েড, ওভারলি সারকস্তিক প্রোডাকশন, kraut, এক্সট্রা ক্রেডিটস।
এছাড়া প্যাট্রিক h উইলিয়ামস আর নার্ডরাইটার 1 এর কন্টেন্ট ও খুব ভালো
কুকিং চ্যানেলের মধ্যে কয়েকটা ইতালিয়ান চ্যানেল দেখি, ব্যবিশ দেখি, টেস্টি, ফুড উইশেস আরো কয়েকটা চ্যানেল দেখি
গ্র্যান্ড ইলুশনস বলে একটা দারুন মজার চ্যানেল আছে এক বয়স্ক ভদ্রলোক বসে তার নানা সংগ্রহ দেখান।
@ডিসি ভারতীয় টেক ইউ তুব সম্মন্ধে আমার ও মোটামুটি একই ওপিনিয়ন নিজস্ব ইন্টেগ্রিটি বলে কিছুু নেই। পুরো সেেলআউট। তবে পার্টিিকুলার একটা channel recommend korbo . Geekyranjit . Karnataka ba হায়দ্রাবাদের হবে . Very honest. Sotti valo. Baki besirvag indian youtube er ja obostha bose dekha jy na.
হি হি হ্যাঁ অভ্রু বেশ নাম।
পাইএর যাবতীয় সিস্টেম, ইমেল ইত্যাদিকে দূর থেকে সশ্রদ্ধ নমন।
অভ্রূবাহন তবে কে বা কি?
নাঃ, কেউই আসেনি ঃ(
তবে অভ্রু নামটা হয়তো হুচির মত চালু হয়ে যাবে!
এক দেশ, এক ভ্যাকসিন, নানা দাম
আমি ইউটিউবে ওরকম একটা টেকি কিছু একটা দেখছিলাম, তারপরে যা হয়, ঘুম পেয়ে গেল, নাকও বোধহয় ডাকছিলাম, হঠাৎ ঘুম ভেঙ্গে উঠে থতমত খেয়ে গেলাম, ভাবলাম নির্ঘাত আপিসের জুম কলে ঘুমিয়ে পড়েছি, তারপর দেখলাম না ইউটিউবে টেক প্রোগ্রাম চলছে, কেউ দেখেনি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, নাক ডাকলেও ইউটিউব শুনতে পায় নি।
রামিতবাবু ধন্যাবাদ এনাদের ভিডিও দেখবো। আমি কারুরই টেক ভিডিও রেগুলারলি দেখিনা বা কোন টেক চ্যানেল "ফলো" করিনা, তবে মার্কুয়েজ ব্রাউনলি, লাইনাস টেক টিপ, আরও দুয়েকজনের ভিডিও মাঝেমাঝেই দেখি।
কোন ভারতীয় টেক ভিডিও স্ট্রিক্টলি দেখিনা। এরা হয় ভয়ানক আনপ্রফেশনাল নাতো চূড়ান্ত মিথ্যেবাদী হয়। ভারতীয়দের য়ুটুব চ্যানেল দেখা মানে সময় নষ্ট করা।
রেগুলারলি যে চ্যানেলগুলো দেখি সেগুলো হলো কেসি নাইস্ট্যাট, লস্ট লেব্লংক, টেস্টি, আর একগাদা ট্রাভেল আর স্ট্রিটফুড চ্যানেল (ভারতীয় স্ট্রিটফুড না)।
আর ফলো করি লিয়া টোরান জেনার (সার্কাস আর্টিস্ট), সারা (অনেক ভাষায় জিবেরিশ বলতে ওস্তাদ), লক পিকিং লইয়ার, আর স্যাম চুই। আর কয়েকটা সায়েন্স চ্যানেল :-)
@dc দেখেন যদি তবে আরেকটা রেকমেন্ড করি, (হয়তো এটাও দেখেন) টেক অল্টার আর ওরই সেকেন্ড চ্যানেল ফ্রাইডে চেক আউট। আর মিস্টার হুস দা বস
আপনি ভারতীয় কোনো টেক ইউ তিবারের ভিডিও দেখেন কি ?
বুঝিলাম!!! @ অভ্রু
এত জানাশোনার যধ্যে লোক মারা যাচ্ছে চাপ হয়ে যাচ্ছে মাইরি
মেলটা তোমার আগের দুটো আইডিতেও পাঠিয়ে দিলাম পাই।
না, আসেনি ঃ(
অভ্য, আগে যেগুলোয় করতে।
*মেল করলাম
আমি লআম পুরানো দুটো আইডিতে পাই।
দেখ নতুনে ফরোয়ার্ডেড হল কিনা
ঐ আইডিগুলোতে মানে কোন আইডিগুলোতে পাইজী? আমি কি হাত গুণতে জানি? :)
অতিরিক্ত কৌতুহল ভালো যে নয় একথা পাগলা দাশু বহুদিন আগেই বলে গেছে ব্রতীন্দা :)
আরে থ্যানকু। করলাম। আমার ধারণা ছিল অটোফরোয়ার্ড হতেও মেলবাক্সে জায়গা খালি থাকতে হয়। সেট করতে গিয়ে দেখি আগেই সেট করাও ছিল, কিন্তু অপশন চুজ করা ছিলনা।
ওই আইডিগুলোতে মেল করবে একটু? আমি নিজে করলাম, এল না। ফরোয়ার্ড করা আইডি আর সেন্ডিং আইডি এক বলে হয়তো।
অভ্যু কে দিন 5/6 আগে মেলালুম। জবাব পেলুম না তো।
রমিতবাবু, আমি ওনার ভিডিও মাঝেমাঝেই দেখি :-)
দ্বিধাগ্রস্ত শিং, দুটো কারনে এরকম হতে পারে। এক, ভাইরাসটা মিউটেট করছে আর নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাক্সিন কাজ করছে না। অন্য কারনটা অরিন টইতে আলোচনা করেছেন, বেজ থিওরেম দিয়ে। মানে ধরুন একটা পপুলেশানের ভ্যাক্সিন পাওয়ার চান্স ৬০% আর ভ্যাক্সিনের এফিকেসি ৭৫%, তাহলে 0.6 * 0.25 = 0.15 বা ১5% লোকের ভ্যাক্সিন নিয়েও করোনা হবে।
ধ্যাৎ। কিচ্ছু লাগবে না।
https://www.businessinsider.com/how-to-automatically-forward-emails-in-gmail
অটো ফরোয়ার্ডিং করতে গেলেও খালি করতে হবেনা?
"ভ্যাকসিনেশন পরেই এই সারজ /ওয়েভ কেন?"
এগুলো কোন ভ্যাকসিন? কোভ্যাক্সিন না কোভিশিল্ড?
এতো কাণ্ড না করে আরেকটা অ্যাকাউন্ট খুলে নাও, তারপর একটা অটো ফরওয়ার্ডিং বসিয়ে দাও।
"দুজনেরই ফার্স্ট ডোজ দেওয়া হয়ে গেছিল আর দুজনেরই ২১ দিন হয়ে গেছে। " -- আমার দুই বন্ধুর মা হাসপাতালে | সঙ্কটজনক পরিস্থিতি | দু-এক সপ্তাহ আগে দুজনেই প্রথম ডোস নিয়েছেন | এগুলো ভ্যাকসিন ইনজুরির কেস বলেই মনে হচ্ছে | এক বছর হয়ে গেলো ভাইরাস ঘুরছে আর মিউটেট করছে | ভ্যাকসিনেশন পরেই এই সারজ /ওয়েভ কেন ?
আর একটা কারণ হতে পারে সিলেকশন প্রেসার | পুরনো ভ্যারিয়েন্ট টার্গেট করে বানানো ভ্যাকসিন ইমিউন প্রেসার দিচ্ছে, তাই নতুন ভ্যারিয়েন্ট ডমিনেট করতে শুরু করেছে যার বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকরী নয় | খুব কঠিন পরিস্থিতি |
উত্তর দেছি