মানে নেট নেই বলে প্রথমে একটা লম্বা রুলটানা খাতায় চারটে লাইন টেনে নাম, আধার নং, ফোন্নং, প্রথম না দ্বিতীয় সেই সব লিখছিলো। তার পরে সন্ধের দিকে ওগুলো আপলোড করেছে।
আমাদের এখানেও হাতে লিখছিলো। আমি দাঁড়িয়ে দঁড়িয়ে বানাম বলে দিচ্ছিলাম।
এল।
সিংগল k,সঠিক। গুরগাঁও ফোর্টিসে আমার আধার ও মোবাইল চেয়ে নিয়়ে খুুুুটখাট করল, সুুঁচ ফোটাল। মেসেজ এদ।
সিংগল কে দা, ধন্যবাদ। এটা জানতাম না। আসলে ভ্যাক্সিন দেওয়ার আগের দিন আমি গিয়ে জিগ্যেস করেছিলাম যে কোউইন বা অন্য অ্যাপে রেজিস্টার করাতে হবে কিনা, হাসপাতালের রিসেপশানে বলেছিল দরকার নেই, শুধু আধার আর প্যান কার্ড নিয়ে আসবেন। আমি সেই মতো আধার আর প্যান নিয়ে গেছিলাম, সুঁচ ফোটানোর পাঁচ মিনিটের মধ্যে এসেমেস এসে গেছিল। মানে তখনও আমি হাসপাতালেই বসে। স্ত্রীর ক্ষেত্রেও তাই হয়েছিল। এখন আপনার কথায় বুঝতে পারলাম, ওরাই রেজিস্টার করিয়ে দিয়েছে। আর আপনার কথা লজিকালও বটে, কারন ওরা রেজিস্টার না করালে প্রধানসেবকই বা এসেমেস পাঠালো কি করে? এটা আগে একেবারেই খেয়াল করিনি।
ডিসিদা, রেজিস্টার করা বাধ্যতামূলক সর্বত্রই। তামিলনাডু বা ব্যাঙ্গালোরে কি কোন পরিচয় না দিয়ে শুধু টীকা নিয়ে চলে আসতে পারছেন ? পারছেন না, আধার বা ফোন নং দিতেই হচ্ছে। আপনার বিহাফে হাসপাতাল রেজিস্টার করাচ্ছে, তাই দিনশেষে ঐ এসেমেস পাচ্ছেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন।
নিজে রেজিস্টার করলে কোনো ভুল করার স্কোপ থাকে না। অর্জুনবাবুর যেমন মায়ের নাম আধার দেওয়া সত্বেও ব্যাটারা ভুল রেজিস্টার করে দিয়েছে।
আমার মায়ের প্রথম ডোজে আমি নিজে রেজিস্টার করে নিজে ঠিক সময়ে সেই কেন্দ্রে গিয়ে নিয়েছি। এখন আর সেটা সম্ভব হচ্ছে না, অন্তত পশ্চিমবঙ্গের আমার এলাকায়, আমি সেই কথাই লিখেছি।
নিজেরটা নেবার সময় ঠিক আপনার বলা তামিলনাডু ব্যাঙ্গালোর স্টাইলে সোজা সাতচল্লিশের পল্লী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আধারের জেরক্সে ফোননং লিখে জমা করে, টীকা নিয়ে নিয়েছি, রেজিস্টার নিজে করি নি, বেলাশেষে এসেমেস এবং প্রভিশনাল সার্টিফিকেটও চলে এসেছে যেমন সবার আসছে। আমার পিতৃপুরুষের সৌভাগ্য, যে নাম ইত্যাদি ঠিক আছে।
হুম !
তাহলে এ রাজ্যে আট দফার ধ্যাস্টামোর পরে কী বলবে ?
Election Commission responsible for spreading Covid-19, should probably be booked for murder: Madras HC
https://indianexpress.com/article/india/eci-responsible-for-spreading-covid-19-says-madras-hc-7289824/
কর্ণাটকে দু সপ্তাহর জন্য লকডাউন শুরু হবে কাল থেকে। তামিল নাড়ুতেও কি হবে ঠিক নেই। আজ বিকেলে বেরিয়ে গোটা কুড়ি ডিম নিয়ে আসব।
টিকা তৈরী হলে তো। এখন তো কাঁচামাল আসছে।
কিন্তু বিহারিদের খুব খারাপ অবস্থা। বিনি পয়সায় তো তাদেরই পাওয়ার কথা ছিল সবচেয়ে আগে।
দু তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।
যেই জিতুক, কল্পতরু হয়ে বিনামূল্যে টিকা বিতরণ করে নাম কিনবে। ইতিমধ্যের মৃত্যুগুলোকে কোলাট্যারাল ড্যামেজ হিসেবে ধরে রাখুন।
আমাকে জিজ্ঞাসা করেছিল রেজিস্টার করা আছে কিনা, দেখলও সেটা। অ্যাপোটা করতে হয়নি, চলে গেছিলাম হাসপাতালে। কোথাও আবার চলে গিয়ে নাম লেখালেও হচ্ছিল। তবে যা মনে হল, ৪৫-এর নীচে যারা যাবে, তাদের রেজিস্টার করেই যেতে হবে। অবশ্য দু'দিন পরে সে নিয়মও বদলে যাবে।
আম্রিকা থেকে যে ভ্যাক্সিন আসছে সেটা এখানে দিচ্ছে কেন, ওখানে লাগছে না কেন ?
পবতে কি কো উইন সাইটে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করেছে? তামিল নাড়ুতে তো রেজিস্ট্রি না করেই ভ্যাক্সিন দিচ্ছে! আমি আর আমার স্ত্রী দিয়েছি, আমার একগাদা বন্ধুও দিয়েছে। ব্যাঙ্গালোরেও অনেককে জানি যারা রেজিস্ট্রি না করেই ভ্যাক্সিন নিচ্ছে। স্রেফ হাসপাতালে গেলেই দিয়ে দিচ্ছে, কিন্তু দেওয়ার পর এসেমেস আসছে আর কো উইন সাইটে গিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যাচ্ছে। এটা কি একেক রাজ্যে একেক রকম?
কি জানি,বেশী চেপে ধরলে হয়তে বলবে টীকা তো পর্যাপ্তই পাঠিয়েছিলাম, সব টীকা পিসি ভাইপো মিলে নিয়ে নিয়েছে।
আনন্দবাজার লিখছে -
নিজের রেডিয়ো বার্তায় মোদী দাবি করেছেন, প্রতিষেধক নিয়ে নানা গুজব বাতাসে ছড়াচ্ছে। তিনি বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করছি, কোভিড প্রতিষেধক নিয়ে কোনও গুজবে কান দেবেন না। আপনারা সবাই জানেন যে ৪৫ বছরের বেশি বয়স্করা বিনামূল্যে (সরকারি হাসপাতাল থেকে) প্রতিষেধক পাচ্ছেন। এ বার পয়লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সীরা প্রতিষেধক পাবেন। সরকারের এই বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার প্রকল্প যেটা এখন চলছে, সেটা চালু থাকবে। আমি রাজ্যগুলির কাছে আবেদন করছি, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুযোগ গ্রহণ করে, তারা যত বেশি সংখ্যক মানুষকে প্রতিষেধক দিক।”
প্রতিষেধক নিয়ে গুজব কোনটা আর সত্য কোনটা কি করে বুঝব বলুন তো!! মাননীয় মন্ত্রী ড. হর্ষ বর্ধন বলছেন টীকা সব রাজ্যে পর্যাপ্ত পরিমানে পাঠানো হয়েছে কোনো অভাব নেই। এদিকে আমার দ্বিতীয় ডোজ এর উইন্ডো শুরু হচ্ছে ১৫ মে থেকে। কেন্দ্রীয় সরকারেরই কো উইন সাইট এর মাধ্যমে স্লট রিজার্ভ করতে গেলে দেখাচ্ছে -
চেন্নাইতে বেশ কিছু আবাসনে ভ্যাক্সিন ক্যাম্প হচ্ছে তো। প্রথম, দ্বিতীয় দুটো ডোজই দেওয়া হচ্ছে। যদ্দুর জানি কোভিশিল্ড দেওয়া হচ্ছে (একদম শিওর না)।
অরিন বাবু, হ্যাঁ বয়েজ খুব ভায়োলেন্ট। তবে সুপারহিরোর স্পুফ হিসেবে বেশ ভালো (বিশেষ করে মার্ভেল আর ডিসি ইউনিভার্সের স্পুফ)। নতুন সিজন শুট হচ্ছে জানতাম না।
হ্যাঁ, দুয়ারে মানে ৩-৪ টে বাড়ি জুড়ে। পাড়ার দুয়ারে। আবাসনের দুয়ারে। এতে নষট অনেক কম হবে।
@dc কে বলেছে আব্যান্ডন করে দিল, 3rd সিজন শুট হচ্ছে তো। নতুুুন হিরো আসবে সোলজার বয় (ক্যপ্টন আম্রিকা স্পুফ)। হোমল্যনডার আরো ভয়াবহ হয়ে উঠবে এই সিজনে। তবে ব্যক্তিগত ভাাবে বয়েজ টা আমার একটু বেশিই ভায়োলেন্ট লাগে। আগে নেটফ্লিক্স এ যে মার্ভেল সিরিজ গুলো হত বেশ ছিল।
"দুয়ারে ভ্যাকসিন প্রকল্প" ভাল আইডিয়া কিন্তু সম্ভব্তঃ ১০ জন প্রাপক না থাকলে ভ্যাকসিনের বোতলের সিল ভাঙা হয় না। অন্ততঃ আমি যেখানে নিলাম সেখানে মাথাগুণে দশ জনকে জড়ো করে বোতল খোলা হচ্ছিল। নাহলে ভ্যাকসিন নষ্ট হতে পারে।
এখনই প্রচুর নষ্ট হয়েছে। কি কারণে যদিও সেটা পরিষ্কার নয়।
"44 lakh vaccine doses wasted; Tamil Nadu tops list with 12.19%: RTI"
https://www.businesstoday.in/current/economy-politics/44-lakh-vaccine-doses-wasted-tamil-nadu-tops-list-with-1219-rti/story/437088.html
Verified Oxygen Lead ( WB)
1. Team Saath - 9830179101
Saltlake - Oxygen refill.
Proof of advice: mandatory.
2. Oxygen Services - 9831919933
Tollygunge Phari - 6lts. & 12 lts. cans available. Proof of advice: mandatory.
3. Sparsh Healthcare - 9431119656
Dumdum and North Kolkata - refill available. Proof of advice: mandatory.
4. Soumyadip - 7439174645
Dumdum - refill available.
Proof of advice: mandatory.
5. Shibu Bhattacharya - 9433782957 Durganagar, Dumdum - canisters and cylinders for home and hospital use available.
Proof of advice: mandatory.
6. Kuber Singh Rawat - 9830680887
Near Borokachhari Temple, Dumdum - canisters available. Those in need can also avail refill by arriving directly in case they cannot connect over phone.
Proof of advice: mandatory.
7. Riddhi-Siddhi Pharmacy - 9804230307 Dumdum - free refills available. Canisters currently not in stock.
Proof of advice: mandatory.
8. BK Pharma - 8910645508
Barrackpore - refills and cans available.
Proof of advice: mandatory.
9. Pintu Koley - 9331004610
Talpukur, Barrackpore - refills available.
Proof of advice: mandatory.
10. Nahar Medico - 8961186149
Konnagar - refills available.
Proof of advice: mandatory.
11. Medicare - 9903374257/ 9804037559 - Dankuni - refills available.
Proof of advice: mandatory.
12. Niramoy Medicine - 9748428821/ 8420083427
Kundughat, Hooghly - refills available.
Proof of advice: mandatory.
13. PharmaCo - 7947359645
Uttarpara - cans and refills available.
Proof of advice: mandatory.
14. Shome Pharmacy - 9432257213
Sahaganj - refills available.
Proof of advice: mandatory.
15. Agarwal Medical - 9038840685/ 9804006628
Serampore - refills available.
Proof of advice: mandatory.
সাদিক হোসেন সূত্রে।
এরকম ভিডিও বাংলায় পেলে দেবেন ত
এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কাল প্রধানসেবককে চিঠি লিখেছেন, রাজ্য থেকে যেন জবরদস্তি অক্সিজেন না নেওয়া হয়। তামিল নাড়ুতে এখনো কোন অক্সিজেন ক্রাইসিস নেই, তবে কেন্দ্র যদি জোর করে অক্সিজেন নিয়ে যায় তো ক্রাইসিস শুরু হবে।
অরণ্যদা, সেই.
আর যে কতজনকে এরকম ভাবে হারাতে হবে, যে মৃত্যুগুলো সহজেই এড়ানো যেত! এতো পুরো ক্রাইম
রমিতবাবু, ইনভিনসিবল দেখছি তো! অ্যামাজন প্রাইমে আরেকটা সিরিজ দুর্দান্ত রকম ভালো লাগতো, দ্য বয়েজ। কিন্তু ওটা দু সিরিজের পর হঠাত অ্যাবানডন করে দিল। ওটা অসাধারন একটা সিরিজ হচ্ছিল।
রাজন মিশ্রের জন্য ভেন্টিলেটার পাওয়া যায় নি :-(
আম্রিগা ভারত-কে কাঁচা মাল দেবে ভ্যাকসিন তৈরীর জন্য - এক্ষুণি খবরে পড়লাম।
ব্রতীনের অধ্যাপক, আদিত্য চট্টোপাধ্যায়, যিনি সম্প্রতি করোনায় মারা যান, মুমূর্ষু রোগীর জন্য রাখা অক্সিজেন সিলিন্ডার দোকান থেকে নিতে চান নি।
বড় মনের মানুষ ছিলেন
'বাড়িতে বাড়িতে রেশনের তুলনায় বাড়িতে বাড়িতে ভ্যাক্সিন দেওয়া এখন জরুরি। তাহলে ভ্যাক্সিনের লাইনে কোভিড ছড়ানোর সম্ভাবনা কমে'
একেবারে একমত। কেলোদাদার পোস্ট পড়ার পরে আরো।
দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু করা উচিত।
পণ্ডিত রাজন মিশ্র কোভিডে চলে গেলেন।
টেলিমেডিসিন ডাক্তার ।