b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৬:৩৪478561ডিসি, আস্তে আস্তে পড়ুন। লাইফে এতো তাড়া কিসের?
অরিন
সেটাই দেখলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।
dc | 122.174.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৬:১৬478559বাপরে তাড়াতাড়িতে কি একটা যেন পড়ে ফেললাম।
b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৫:২৭478558তবে এখনো আশা আছে। দদুকবি কয়ে গেছিলেন না, বিশ্বাস হারান পাপ।
অর্জুন | 103.42.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৫:১৪478557@b @ সিংহল k, অনেক ধন্যবাদ। মোবাইল থেকে লিঙ্কে ক্লিক করলে হচ্ছেনা। কোড স্ক্যান করতে বলছে। কিন্তু স্ক্যান হচ্ছেনা। ল্যাপটপ থেকে করব। এক হপ্তা আগে, পরে আমার দুই বয়োজ্যেষ্ঠ আত্মীয় চলে গেলেন। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে। কাল গভীর রাতে যে পিসি চলে গেলেন, তার শবাস কষ্ট শুরু হতে অক্সিজেন সিলিন্ডারের এসে পৌঁছয় ছ ঘণ্টা পরে। সিলিন্ডার আসার কুড়ি মিনিটের মধ্যেই সব শেষ।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৫:১৩478556বিবিসি , ইকোনোমিস্ট উনিজির কড়ি সে কড়ি সমালোচনা করেছে। মানে রিয়ালি ড্যামিং। তবে এগুলো কোনো ব্যাপার না, বিদেশের সামনে আমাদের মাথা উঁচু করেছেন উনিজি , ৭০ বছরে প্রথম। সুনার বাংলা গড়ার পরেই মারা যেতে উনিজিদের ভোট দিন।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৪:৫৩478555অরিন দা, আগের বারের ভাইরাস ছড়ানো আর এবারের ভাইরাস ছড়ানোর অংকের দিক থেকে কি ডিফারেন্স দেখছেন রোগটা ছড়ানোর গাণিতিক চরিত্র কি একেক টা ভাইরাস এর একেক্টা স্ট্রেইনের ক্ষেত্রে আলাদা ?
গত ঢেউতে মানে অক্টোবর পর্যন্ত চেনাশোনা কিছু লোক আক্রান্ত হয়েছে, কিন্তু মারা যায় নি। এবারে যেটা হচ্ছে এই অল্প কদিন মানে ধরুন দিন পনেরোর মধ্যেই মুখচেনা বা আলাপ আছে এরকম মারা যাবার খবর পেলাম। :-((
এদিকে অফিসের কলগুলোতে ইউকের ক্লায়েন সাইডের লোকজন প্রথমেই ব্যস্ত হয়ে জিগ্যেস করে কেমন আছি। বিবিসিতে নাকি ভারতের ভয়াবহ অবস্থা অব্যবস্থা নাম্বার ওয়ান হিসেবে দেখাচ্ছে প্রথমেই। আমাদের শুক্রবার করে গো লাইভ থাকে মেজর বা মাইনর রিলিজের। আজকেও আছে একটা মাইনর রিলিজ। একটা অ্যাপ্লিকেশানের ফার্স্ট , সেকেন্ড থার্ড তিন লেভেলের সাপোর্ট পার্সনই কোভিড আক্রান্ত হয়ে আউট। এর মধ্যে সেকেন্ড লেভেল সাপোর্টের নাকি বেশ সিরিয়াস অবস্থা।
k | 122.163.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৪:০৯478553এরকম চলতে থাকলে খেলা হবে কি, অষ্টম দফায় তো মাঠ পর্যন্তই পৌঁছতে পারব না।। :(
দুয়ারে কোভিড। হোম ডেলিভারী দিচ্ছে ফেকুজীর নেতৃত্বে।
সিংগল k | 122.163.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৩:৫৮478551কয়েকদিন আগে বন্ধুর বাবার দুয়ারেভোট এর মাথাকাটা ছবি পোষ্ট করেছিলাম, মনে আছে?? সেপাই সান্ত্রী ভিডিওগ্রাফার রিটার্নিং অফিসার নিয়ে সেই এলাহী ব্যাপার!!
আজ তার পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন কোভিড পজিটিভ এসেছে। এইমাত্র জানলাম।
b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৩:০০478550ফেবু আর হোয়্যা একটু দেকেশুনে বিশ্বাস করবেন। নইলে সবই উটের (মতান্তরে কুমীরের ) পাকস্থলী হয়ে যাবে।
b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১২:৫৮478549ফেক।
রঞ্জনবাবু, আপনি জেনে খুশী হতে পারেন যে আপনাদের এইমসের গাইডলাইন অনুযায়ী বুডেসোনাইড (বুডেকর্ট) নেবার কথা বলা আছে। কাজেই মাভৈ:
b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১২:০০478546বুডেকার্ট তো স্টেরয়েড একরকম।
অমিত
ঠিকই বলেছেন। ডাক্তারের পরামর্শ ছাড়া নেব না। তবে আমি হাঁপানির পুরনো পেশেন্ট। রোজ একবার সেরিফ্লো নিতে হয় প্রিভেন্টিভ হিসেবে। আর বছরে একবার নেবে নেবুলাইজিং ডুয়োলিন, বুডোকর্ট এইসব দিয়ে।
সিংগল k | 110.225.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১১:২৫478544'গোপনে মদ ছাড়ান' এর মত গোপনে টেস্ট করান ও চলছে আমাদের এদিকে। পিপিই না পরে এসে স্যাম্পল নিয়ে যাবে পাড়ার কাকপক্ষীটি টের পাবে না। পজিটিভ হলে কি করবেন সেটা আপনার দায়িত্ব। সরকারী বিধিনিষেধের চেয়েও লোকে পাড়ার লোকের কুসংস্কারকেই ভয় পাচ্ছে বেশী।
সিদ্ধান্ত নিতে কাজে আসতে পারে- 
টেস্ট করানোর মেন প্রবলেম হচ্ছে পজিটিভ এলে রুগি এবং তার বাড়ির বাকিদেরও দিন কুড়ির জন্য ঘরে বন্দি করে দেয়। মানুষের অন্য অনেক কাজকর্ম থাকে, তাই সহজে টেস্ট করাতে চায় না।
Amit | 121.2.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১০:৫৩478541কিন্তু স্টেরোয়েড মেডিকেশন ডাক্তারের পরামর্শ ছাড়া কি নেওয়া উচিত ? এলার্জিক রিঅ্যাকশন হয় অনেকের।
অভ্যু
এগজ্যাক্টলি। অনেক ধন্যবাদ।
Abhyu | 47.39.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১০:৩৬478539রঞ্জনদা, budesonide-এর কথা বলছেন?
কোথায় যেন পড়লাম ল্যান্সেটে একটা স্টাডি রিপোর্ট বেরিয়েছে যাতে কোভিডের মাইল্ড এবং মডারেট স্টেজে একটি স্পেসিফিক স্টেরয়েড-- যা অ্যাজমার পেশেন্টকে দেয়া হয়--- ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। বিশেষ করে অক্সিজেন বা হাসপাতালে যাওয়ার দরকার হয়নি। খবরটিতে ওই স্টেরয়েডের নামও দেয়া ছিল। আমি লিংক রেফারেন্স সব ভুলে গেছি।
কারও চোখে পড়লে জানাবেন প্লীজ। The Wire কি?
আমি ওষুধটা কিনতে চাই।
র২হ | 49.206.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১০:১৭478537আমাদের এক বন্ধু, কলকাতায়, অসুস্থ ছিল, কিন্তু ডাক্তার না দেখিয়ে ঘরেই ছিল। কাল রাতে শ্বাসকষ্ট শুরু হতে সারা রাত ঘুরে কোন হাসপাতাল/ নার্সিংহোমে জায়গা না পেয়ে ভোর রাতে মারা গেছে। ওর গল্প লিখেওছিলাম একবার আমরা।
আতঙ্ক ছড়ানোর ইচ্ছে নেই, কিন্তু লোকজন ডাক্তার দেখাক, টেস্ট করাক সামান্যতম উপসর্গে।




সোরা | 203.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ০৯:৪২478535্মহামারী আইন ড্রাকোনিয়ান, তাতে অনেক কিছু করা যেতে পারে।
PT | 203.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ০৯:৪১478534"Islamic scholar Maulana Wahiduddin Khan passed away on Wednesday at the age of 96. He had recently tested positive for Covid-19."
https://www.indiatoday.in/coronavirus-outbreak/story/padma-awardee-maulana-wahiduddin-khan-dies-of-covid-19-at-96-pm-modi-remembers-islamic-scholar-1793699-2021-04-22
aranya | 2601:84:4600:5410:31ce:d117:33d6:***:*** | ২৩ এপ্রিল ২০২১ ০৯:৩৬478533জানি না, কোর্ট এমন কোন নির্দেশ দিতে পারে কিনা, প্রাইভেট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে
aranya | 2601:84:4600:5410:31ce:d117:33d6:***:*** | ২৩ এপ্রিল ২০২১ ০৯:৩৩478532দেশের সব ইন্ডাস্ট্রির জন্য রাখা অক্সিজেন হাসপাতাল , নার্সিং হোমে পাঠানো দরকার