বিবৃতি দিতে গিয়ে সেলিম মালটা মিচকি মিচকি হাসছে আর বলছে সবাইকে সমালোচনা করতে হবে। ভামগুলোর কোনো মানবিকতা বোধ নেই।
যে মহিলা বিজেপির সাথে জোট করে পার্লামেন্ট বিধানসভা বটে লড়লো জিতে বিজেপি সরকারের মন্ত্রী হলো তাকে আমাকে বিজেপিr বিরূদ্ধে লড়াইয়ের একমাত্র মুখ বলে মেনে নিতেই হবে ।.না মানলে গালিও খেতে হবে বিজেপিপন্থী বলে। ।পুরো কুমড়োপটাসের দেশ মাইরি
যাদের সময় আছে এখানে নষ্ট না করে যারা আপ্রাণ খাটছে তাদের যা পারেন হেল্প করুন। অনেক হয়েছে।
Hope he is wrong about the election result:
"It was Mamata who started identity politics in a brazen way. Mathua Dalit became a Mathua Dalit and not a refugee or poor because of Mamata's political needs.
Because of Mamata's obsession to play identity politics, all the identities that the CPI-M was using in old times along class lines, they started getting recognised on ethnicity, caste or religion.......
.......One needs to go deeper and find out primarily that they are voting with an anti-TMC sentiment which is responsible for the emergence of the BJP.
And secondly, if the BJP comes to power -- and I am sure they will come to power -- they will apply their politics of Hindutva in a systematic way like they do everywhere. That is their mobilisation strategy.
Secularism and Hindutva will face each other and secularism will recede.
But I am saying that Mamata has already buried secularism in practice because she politicised and started identity politics.
https://www.rediff.com/news/interview/jai-shri-ram-is-an-anti-mamata-slogan/20210312.htm
পল্টি মনে হয় আমি।
আইপি সার্চ করে দেখুন, আইপি টা টর এক্সিট নোড। নিননিছাদের কিছুটা কন্ট্রোল করতে হলে সাইট লগিন বাধ্যতামূলক না করেও টর এক্সিট নোড ব্লক করে দিতে পারে।
"এদের বাড়ির মেয়েদেরও মদীর চামচারা ডাকবে কদিন পরে।"
এরা কোন সংস্কৃতির প্রোডাক্ট? এইসব ভাষা ও বাক্য ব্যবহার করে বিজেপিকে ঠেকানো যাবে?
শাহ্জাদ ফিরদাউসের একটা ছোট্ট উপন্যাস আছে, 'পালট মুদ্রা'। গ্রাম বাংলার রাজনৈতিক অবস্থা এখন প্রায় ওরকমই। আদর্শ ফাদর্শ ওসব কেতাবি কথা, আসল কথা এতদিন কে মেরেছে / মারছে ভার্সেস কারা শেল্টার দিচ্ছে! তার সঙ্গে অল্প করে হিন্দু-মুসলমান। যেখানে সিপিএম শেল্টার দিতে পেরেছে সেখানে তারা টিঁকে আছে, যেখানে পারেনি সেখানে সমর্থকরাই বিজেপিকে নিয়ে এসেছে। ওসব কন্ট্রোল ফন্ট্রোল তর্কের ভাষা, সারবত্তা নাই।
এটাও দেখুন।
অবিজেপি দলগুলো সমস্বরে নিন্দে করলেই বিজেপির অসুবিধে হবে? মনে হয় না। এতটা সহজ হলে বিজেপি এই জায়গায় আসত না। আমার তো মনে হচ্ছে বিজেপি চাইছে এটা খুব প্রচার পাক, নিন্দে করেই হোক বা না করেই হোক। তাহলেই ওদের সুবিধা। না হলে দিলীপ ঘোষ এরকম বুক ফুলিয়ে আরো হবে বলে কেন?
ওভার সিম্পলিফিকেশন হচ্ছে।
হুঁ, বিজেপির কোন কিছুতেই অসুবিধে হবে না। অন্য দলগুলি যতক্ষন কে বেশি বিড়াল সেই নিয়ে আঁচড় কামড় চর্কিবাজি চালাবে ততক্ষন তাদের ল্যাজের ডগাগুলোই থাকবে শুধু। এরকম একটা ঘটনার সমস্বরে নিন্দা পর্যন্ত করতে কুন্ঠা অবিজেপিদের, বিজেপির সুবিধে তো হবেই।
In 2007, the National Sample Survey (NSS) found that nearly 11% of families in Bengal faced starvation during several months of the year, the highest among any state in India. Orissa was a distant second, with less than 5% of families in such dire straits.
The Left destroyed West Bengal in more than three decades. That is the reason they have been decimated and after this election they will be completely out of context. The only way they can come back is by rejuvenating under a new name and new organization.
হুঁ, বিজেপির কোন কিছুতেই অসুবিধে হবে না। অন্য দলগুলি যতক্ষন কে বেশি বিড়াল সেই নিয়ে আঁচড় কামড় চর্কিবাজি চালাবে ততক্ষন তাদের ল্যাজের ডগাগুলোই থাকবে শুধু। এরকম একটা ঘটনার সমস্বরে নিন্দা পর্যন্ত করতে কুন্ঠা অবিজেপিদের, বিজেপির সুবিধে তো হবেই।
"সেন্ট্রাল ফোর্স খুব অন্যায় করেছে বলে নিন্দে করলে বিজেপির কোন অসুবিধা নেই।"
এটা কি রাজনৈতিক প্রজ্ঞা বলে ধরব? নাকি বিজেপি যখন লোক খুন করে, তখন ছিপিয়েমের কেন বিরোধিতা করতে আটকায় তার তত্ত্ব?
পল্টি কে? টি তো অঁ দিঁদিঁ নিয়ে লিখলো কদিন আগে।
সেন্ট্রাল ফোর্স খুব অন্যায় করেছে বলে নিন্দে করলে বিজেপির কোন অসুবিধা নেই। যত চিৎকার হবে তত ওদের সুবিধা। ওদের যেটা ন্যারেটিভ, মুসলমানদের শায়েস্তা করা দরকার ও সেটা ওরাই পারে, সেটাই এস্টাব্লিশড হবে। সিকুলারদের জ্বলছে সেটাও একটা বাড়তি লাভ ও প্রচারের পয়েন্ট।
কি করলে বিজেপির অসুবিধা হয়?
পিটি পল্টি টি এদের কখনো মদীর হিসহিসে গলা করে রাস্তার লুওচ্চাদের মত দিদি বলে টিজ করা নিয়ে কথা বলতে দেখি নি। এরা ওটাকেও সাপোর্ট করছে। এদের বাড়ির মেয়েদেরও মদীর চামচারা ডাকবে কদিন পরে।
সম্পূর্ণই পরিকল্পিত ঘটনা। বন্দুক ছিনিয়ে নিতে গেলো আর গুলি চালিয়ে দিল। তার মানে বন্দুকে গুলি ভরে ঘুরে বেড়াচ্ছিলো? তাও বুথের সামনে, অতগুলো লোকের মধ্যে? ইয়ার্কি হচ্ছে?
উনিজি রাজ্যে গুজরাত মডেল স্থাপন করছেন। যেভাবে রাজ্যে ডেইলি প্যাসেন্জারি করছে, মনে হচ্ছে নিজেই সিএম ক্যান্ডিডেট।
বিজেপিকে একটাও সীট নয়। যেভাবেই হোক আটকাতে হবে।
দ্যাকো কান্ডো। গেস্টাপোরাও হামবাগ টিভির শরণাপন্ন হয়েছে।
ভাইপো বলুন, গেস্টাপো বলছেন কেন? ফুটকির বড়দা বিজেপির সুরে সুর মেলান।
হাম্বাগ টিভির লিংক দিচ্ছেন না যে আজকে? জেনে শান্তি পাবেন ওরাও বিজেপি থুড়ি ছিপিয়েমের উস্কানি তত্ত্বই খাড়া করেছে!!
একজন লিখেছেন,
শীতলকুচির ঘটনার পর একটা গ্রুপে একটা ছেলের সাথে chat করছিলাম | মালদায় বাড়ি | বলল গ্রামের লোক বলছে ভোট বয়কট করবে | আমি জিজ্ঞাসা করলাম কেনো , এতে তো বিজেপির সুবিধা | ছেলেটার বক্তব্য central force ভোট করালে ওরা সাহস পাচ্ছে না | ওর last name আলি আমার রায় | বুঝলাম নতুন ভারতে ওর আর আমার perspective আলাদা | ওকে বোঝাবার আর চেষ্টা করি নি | জানি না ___ আলির গ্রামের লোক শেষ পর্যন্ত কি করবে | কিন্তু একটা জিনিস ভাবুন পঞ্চম দফা থেকে ভোট হবে যে জেলাগুলো তার মধ্যে পরে উত্তর দিনাজপুর , মালদহ , মূর্শিদাবাদ , বীরভূম , নদীয়া , উত্তর চব্বিশ পরগনা ---- যেখানে বিপুল সংখ্যায় বাংলার সংখ্যালঘু মানুষের বাস | যারা কাদের ভোট দেবে এটা সবাই জানে | তাই এটা তাদের একটু ভয় পাইয়ে দেওয়া , ঘরে ঢুকিয়ে দেবার চেষ্টা না তো ? তার সাথে গন্ডগোল বাড়লে মেয়েরাও কম ভোট দিতে পারে | মেয়েরাও কিন্তু খুব সম্ভবত বিজেপির চেয়ে টিএমসি কে বেশী ভোট দিচ্ছে | তাই গোটা ব্যাপারটা সংখ্যালঘু আর মহিলাদের ভয় পাওয়ানোর জন্য পরিকল্পনা করে করা না তো?
কি আর করা যাবে। আপনারা যেভাবে চাল চোর, কয়লা চোর, তের্পল চোরদের করুণা ভিক্ষে করে গেস্টাপোর চাকরী করছেন সেটা আর পেরে ওঠা গেল না।
ইন্টারনেটের কোতায় কোন এক মাতব্বর ছিপিয়েমের পক্ষে ফুট কেটেছে, পিটিবাবু সেইসব জঞ্জাল এনে গুরুতে ফেলবেন। লাল পাট্টির করুনা ভিক্ষা দেখে বলি হোয়ট এ পিটি।
"It is ironical that in many ways, Mamata’s decimation of the Left as a political force has led to the BJP’s rise in the state."
https://www.bloombergquint.com/elections/bengal-bjp-trinamool-modi-mamata-saffronisation-2019-lok-sabha-elections
সিপিএম এর কিছু লোকজন support central force হ্যাশট্যাগে যা সব গল্পগাছা নামিয়ে যাচ্ছেন!
দিলীপ ঘোষের কথাগুলো মুখ ফসকে বলা নয়। বিজেপি বুক বাজিয়ে শীতলকুচির ঘটনা প্রচার করছে ও করবে। বিজেপির বেসের কাছে এটা একটা দারুণ ঘটনা।
ট্রাম্প একবার বলেছিল ও রাস্তার ওপর কাউকে গুলি করে মারলেও ও ঠিকই ভোট পাবে। বিজেপির ব্যাপারটাও তাই। খুন করেছে? বেস বলবে, ওই ওদের সিধে করছে। বিজেপির ভোটের সুবিধা হবে।
এবং তলাতে কমেন্টগুলোও পড়বেন। এই সমাজ থেকেই রাজনৈতিক নেতা তৈরী হয়।
A
হুরিবাবা, হলধরগণ জেগে উঠেছেন। প্রলয় আসন্ন আর কী!