হোয়াটসঅ্যাপ এর দৌলতে - -
EVM মেশিনে (Electronic Voting Machine এ) তৃণমূলে ভোট দিলে সেটা নাকি বিজেপিতে চলে যাচ্ছে। এর কারণ মেশিনও বুঝতে পেরেছে যে ওই তৃণমূল প্রার্থী নিজেও দু'দিন পর বিজেপিতে চলে যাবে। একেই বলে Machine Learning
সোসেন কে আম্মো মিস করি। ভালো ভালো লেখা পড়তে পাওয়া যেত!
সোসেন কে মিস করি ... কি ভাল লিখতেন . বিবর্তন নিয়ে লেখাটার তো তুলনা নেই ।আশা করি উনি আর ভাগিদার ভাল আছেন
অভ্যুর ধাঁধার স্ট্যান্ডার্ড পড়ে গ্যাসে।
ভাগী পৌঁছে দিতে এসেছিল নিশ্চয়
হ্যাঁ। নিজের বন্ধ ঘড়ি চালু করে গেল। যেতে লাগল x মিনিট, ভাগীর বাড়ি গিয়ে দেখল আসল সময় কটা, ওখানে থাকল এক ঘন্টা, ফিরতে লাগল x মিনিট। যাবার সময় দেখে গিয়েছিল কটা বাজছে, ফিরে এসে দেখল কটা বাজে। এবার বাকিটা যোগ বিয়োগ :)
লিখলাম তো। নিজের বন্ধ ঘড়িটা চালু করে গেছিলো তো।
যাওতায়াসায় কতক্ষণ লেগেছে সেটা কী দিয়ে মাপল? ঘড়ি সাতে নেয় নি মোবাইল ছিল না তবে? আর যাওয়া আসায় যে একদম এক সময় লাগবে তাও ত না হতে পারে।
বড়েস যা বলেছেন আর কি
হিসেব রাখলো যেতে কতক্ষণ লেগেছে। ফিরে এসে ঐ টাইমটা দেখা টাইমের সাথে জুড়ে বন্ধ ঘড়ি চালু করল।
এই নিয়ম অবশ্য সত্যি জীবনে লাগানো মুশকিল।
বুঝেছি। নিজের বন্ধ ঘড়িতে দম দিলো। ধরা যাক তখন সেই ঘড়িতে সময় ৫ টা (ভুল সময়)। তারপর সাইকেলে করে ভাগীর বাড়িতে গেল। সময় লাগলো এক্স। গিয়েই দেখলো তখন ভাগীর ঘড়িতে সময় ৬ টা (এইটা আসল সময়)। তারপর ঘন্টাখানেক থেকে সাতটা নাগাদ ফিরে এলো। এসে দেখলো নিজের ভুল সময় দেওয়া ঘড়িতে সময় হয়েছে সাড়ে ছটা। তার মানে এক্সের পরিমাণ ১৫ মিনিট। তাহলে আসল সময় এখন ৬+১+১৫ মিনিট মানে ৭ টা ১৫ মিনিট।
ছিল উকিল হলো বেড়াল .
নিজের বন্ধ ঘড়িটা নিয়ে গেলো। ভাগীর বাড়িতে ঠিক করে নিলো।
চলমান ঘড়ি হবে না। ভাগীর ঘরে গিয়ে ঘড়ি দেখেছে সে ঠিক, কিন্তু কোনো ঘড়ি সাথে করে নিয়ে যায় নি।
পরে ফেরৎ দিল।
ভাগীর ঘড়ি চুরি করে আনল। ঃ-)
চলমান ঘড়ি একটা নিয়ে এসেছিল। সেটা দেখে নিজের ঘড়িও ঠিক করে নিলো।
অনেকদিন আগের কথা, তখনো দম দেওয়া ঘড়ি। একদিন রাতে সোসেন ঘড়িতে দম দিতে ভুলে গেছে, তাতে ঘড়ি গেছে বন্ধ হয়ে। বোঝাই যাচ্ছে তখন ফোন টোন ছিল না। সোসেন করল কি, সাইকেলে করে ভাগীর বাড়ি গেল, ওখানে খানিকক্ষণ থেকে বাড়ি ফিরে এল। বাড়ি ফিরে এসে ঘড়ির সময় ঠিক করে নিল। কীভাবে সম্ভব এটা?
আর সে দি, তুমি কোথায়? ওখানে কী অবস্থা এখন?
মনে পড়ে গেল, সোসেন আর ভাগীদারও তো বহুদিন আসেন না!
তারপর ঝুড়িটা কী করবো? ঃ-)
Sকে নকুলদানা :)
আতোজকে ঝুড়িসহ লেবু দিন!
হ্যাঁ পাঁচটা লেবু। ওদিকে ভাগীদারও তো পাঁচজন!
মানে পাঁচটা লেবুর আড়ালে আর একটা লেবু আছে।
একজনকে ঝুড়িসহ লেবু দিন।
এই চারটে লেবুর পিছনে আর একটা লেবু আছে, দেখা যাচ্ছে না। ঃ-)
ধাঁধা চাই? এই ঝুড়িতে পাঁচটা লেবু আছে। এই লেবুগুলোকে কিভাবে আতোজ, হুচি, ফোজ্জি, স্যান আর সোসেনের মধ্যে ভাগ করে দেবে যাতে সবাই একটা করে লেবু পায় আবার ঝুড়িতেও একটা লেবু থাকে?
অণির্বানের ভিডিওটি দেখে নিন। ইন্টারভিউটা ভালো লাগল - পরিষ্কার চিন্তাভাবনা।
আজ্ঞে, দমদি উল্লিখিত ওই খালি গায়ের বসটি আমার বস। উনি কীনা আপনভোলা মানুষ। সবাই আঁতকে উঠে হাউমাউ করাতে ভেদিও বন্ধ কল্লেন :)