দিদি বলছেন যে বিজেপিকে ভোট দেবেন না, কারণ ওদের গুন্ডারা সব বহিরাগত।
এই উক্তিটা আজকের হেডলাইন হওয়া উচিত ছিল। নিজের দলের লোকের ওপরেই আস্থা নেই যার সে বিজেপিকে ঠেকাবে কি করে?
"দুশো আসন পেতেই হবে আমাদের। না হলে গদ্দারদের কিনে নেবে ওরা"!!!!!
https://epaper.anandabazar.com/imageview_55279_71040681_4_71_03-04-2021_1_i_1_sf.html
https://www.guruchandali.com/comment.php?topic=19318&srchtxt=দীপ্তেন
মুক্তিযুদ্ধের পর পর তারিখ দেওয়া ইতিহাস খুব দরকার। কারণ অনেকেই কনফিউজড, স্বাধীনতার ঘোষণা মার্চ মাসে, তার পরে বহু যুদ্ধ নয় মাস ধরে, অবশেষে ডিসেম্বর মাসে সত্যি স্বাধীনতা। ভারতের অংশগ্রহণটা ঠিক কোন পর্যায় থেকে? কোন মাস থেকে? নানারকম ডিপ্লোম্যাটিক ব্যাপারও ছিল, "বড়দা"দেশগুলোর নানা আপত্তি ছিল শোনা যায়, অন্যদেশের অভ্যন্তরীন ব্যাপারে লিপ্ত হওয়া যাবে না এই মর্মে, ভারত সেটা ওভাররাইড করল কীভাবে, বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি তখন কীরকম---এইসব যদি ঘটনা বিন্যাস করে পর পর কেউ লেখেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়। অনেকে, যাঁরা খুঁটিনাটি জানেন না, ভাবছেন স্বাধীনতা ঘোষণার দিনটা যুদ্ধ ইত্যাদির পরে। কিন্তু যুদ্ধ শুরু হলই তো তার পরে।
(এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ে যা যা পড়েছি বা শুনেছি সবই ব্যক্তিগত স্মৃতিচারণ ধরণের অথবা টুকরো টুকরো যুদ্ধ ঘটনা- সামগ্রিক বিবরণ পাইনি। )
যাহ! মোদি তাহলে ঠিকই বলেছে বাংলাদেশ যুদ্ধের সময় জেলে গেছিল। এই নিয়ে লোকজন তো খুব তিরিংবিরিং করল কয়েক দিন। অ্যান্টি-বিজেপি লোকজন নানারকম মিম বের করে ফেলল।
আদর করে ডাকছে তো! আওয়াজ দিয়ে না তো! এই যে আপনি লীবেড়াল , কত আদরের নাম! লীবাঘ হলে কি এমন হত? ঃ-)
অ্যান্ডর,
আচ্ছা লোকজনকে আওয়াজ দেওয়া ছাড়া কি আপ্নার কোনো কাজ নেই, কে কাকে কি নামে আওয়াজ দিয়ে ডাকছে, এসব করে কি হবে। কেজরি দিল্লিতে চিফমিনিস্টারগিরি করছে করুক না, আপনাকে তো আবাজ দেয় নি। কেজরি কাউকেই কিছু বলে নি।
কেজরিবাবুর সঙ্গে আপনার কী কথা হল? উনি কি ওঁর নতুন নামটা বললেন? লোকে ভালোবেসে নাকি নতুন একটা নাম দিয়েছে ওঁকে।
আহারে, আহারে, আহারে।
কেজরিবাবুর সঙ্গে কথা হল। আপনার কথা জিগ্গেস করছিল। জিগ্গেস করল - ওর খবর পান? কি হল ওর? মাসে অন্তত একবার কি আমার খবর জানতে চাইছে?
কেজরিবাবুর সঙ্গে কথা হল। আপনার কথা জিগ্গেস করছিল। জিগ্গেস করল - ওর খবর পান? কি হল ওর? মাসে অন্তত একবার কি আমার খবর জানতে চাইছে?
কেজরিবাবুর কোনো খবর পান? কী হল তাঁর?
Modi participated in Jana Sangha protest in 1971 and was arrested.
মনমোহান সিং এর হেলথ কেয়ার প্লান কি বিলিওনিয়ার রা লাইক করেনি?
উত্তরাধিকারের সমস্যা
monopoly capital এর সমস্যা
meritocracy বনাম ক্লাস
যতদিন না একটা অল্টারনেট প্রধানমন্ত্রী মুখ উঠে না আসছে বিরোধী দল গুলো থেকে ততদিন এদেরকে জাস্ট সরানো যাবেনা। যতদিন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো ক্যাজুয়াল পার্ট টাইম পলিটিশিয়ান আর যখন ইচ্ছে বিজেপি র সাথে লুকিয়ে হাত মেলানো মমতা , মায়াবতী , পাওয়ার এর মতো বিরোধীরা থাকবে ততদিন মোদীদের বেশি চেষ্টা করারও দরকার নেই। বামেদের ওভারঅল ফুটপ্রিন্ট এতোই কম যে ধরতায় আসেনা এখনো অবধি। স্টেট্ ভোট গুলোতে যাই হোকগে , লোকসভা ভোটে লোকে এদেরকেই জিতিয়ে আনবে। আস্তে আস্তে রাজ্যগুলোর সব ক্ষমতা কমিয়ে ওগুলোকে জাস্ট টোকেন গভট করে দেওয়া হবে। দিল্লিতে ট্রেলার হয়ে গেছে।
হিন্দু রাস্ট্র এসেই গেছে। জাস্ট ছাপ মারার অপেক্ষা।
এদিকে দিদি পা দোলাচ্ছেন কিনা নিয়ে বিজেপি আর তিনোরা লড়ে যাচ্ছে। এবারে বাদামভাজা তো কম পড়ে যাবে।
কালকে পাই জিগাচ্ছিলেন যে পেট্রোলের দাম বাড়াতে কি বিজেপির ভোট কমবে না? একটা ভিডিও দেখেছিলাম। সেখানে অন্য রাজ্যের এক মোদিভক্ত বলছে যে হিন্দু শেরের জন্য একশো কেন দেড়শো টাকা হয়ে গেলেও কিছুই বলার নেই। আমি বোধয় লিন্কও দিয়েছিলাম।
হিন্দু রাষ্ট্র তৈরী হচ্ছে। চুপচাপ ধৈর্য্য ধরে বসুন। অর্থনীতি নিয়ে পরে ভাবা যাবে। বেশি ট্যাঁ ফোঁ করলে পাকিস্তানে চলে যান।
আহা, একটু কী ছাপ্পা পড়বে না আর!
৮৮% ভোট? আঁক!
তার মানে ঠিকই জানতাম। ফেজ থ্রির ডেটা ল্যান্সেটে বেরোয় নি। ওক্কে।
ধুর, adult রা ভয় পায় নাকি, বাচ্চারা ইনজেকশন নিতে ভয় পায় :-)
ল্যান্সেটে ফেজ ওয়ান আর টূ র রেজাল্ট পাব্লিশড , ফেজ থ্রি ট্রায়াল শেষ,এফিকেসি ডাটা ভারত বায়োটেক পাব্লশ করেছে। জার্বালে রিভিউয়ে আছে।
একটু লিংক পাওয়া যাবে? ফেজ ত্রি ট্যায়ালের রিপোর্ট যেটা ল্যান্সেটে বেরিয়েছে? আমি মিস করে গেছি।
সাহস করে নিতে হবে। ভ্যাক্সিন যদি বুঝে ফেলে ভয় পাচ্চেন ব্যাস ঐ জ্বর ফর হবে।
ডিঃ আমি নিই নাই, অজি পাড়ায় মাল নেই ইউরোপের গুদাম থেকে ভাগিয়ে দিয়েছে। বলেছে আপনারা তো ভালৈ সামলে নিয়েছেন অতএব এখন ধৈজ্জো ধরে বসুন
ফাইজার প্রথম ডোজ কোন ব্যাপার না, আমার পরিচিত যারা নিয়েছেন, একই বক্তব্য। দ্বিতীয় ডোজ -এর পর কারও কারও জ্বর, মাথায় যন্ত্রণা ইঃ হয়েছে, তবে ম্যাক্স দু দিন।
ফাইজার প্রথম ডোজ - হাতে ইনজেকশন -এর জায়গায় অল্প ব্যাথা একদিন মত
ফাইজার দ্বিতীয় ডোজ, এই সোমবার - হাতে ইনজেকশন -এর জায়গায় ভাল রকম ব্যাথা দু দিন, দেড় দিন পর রাতে কিঞ্চিত জ্বর ভাব, কাঁপুনি, টাইলানল গ্রহণ। দু দিন পর সব ঠিক ঠাক
পরে জানলাম ইনজেকশন -এর জায়গা টা ম্যাসাজ করতে হয় মাঝেমাঝে, আর হুলিয়ে জল খেতে হয় দিন দুয়েক, এইরম নাকি রেকো।
গুজবে কান দেবেন না। নিশ্চিন্তে নিয়ে নিন।
আটলান্টাতে তো ড্রাইভ থ্রু। সুকন্যা নিয়েছে দুটো ডোজই, দ্বিতীয় দিন একটু হাত ব্যথা আর কিছু হয়নি।