dc | 182.5.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৯:৫০476485সত্যি, এই না হলে প্রোগ্রেস? পুরো মডার্ন টাইমস!
Abhyu | 47.39.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৯:১৭476484আর কদিন গেলে দেখবেন গাড়ি ধোয়া পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়া হবে। জানলা খুলে এক জায়গায় গাড়ি দাঁড় করাবেন, জামার হাতা গুটোবেন, অটোমেটেড বন্দুক থেকে একটা ছোটো গুলি বেরোবে, হাতে এসে লাগবে, খট করে পার্কিংএর কাঠিটা উঠে যাবে, আপনি বেরিয়ে গেলে পরের গাড়ি। গুলির বাইরের অংশটা আপনি পরে ট্রাশে ফেলে দেবেন।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:7960:b859:be91:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১৮:৪৫476483কোভিডের ইনজেকশন লোকে হুলিয়ে নিচ্ছে। কারো কিছু হয়েছে বলে শুনিনি। ওই একটু আধটু ইনজেকশনের ব্যাথা, এই অবধি। এখানে আবার ড্রাইভ থ্রু ভ্যাক্সিনেশন সাইট করেছে। লোকে গাড়ী করে গিয়ে একটা বড় পার্কিং লটে লাইন দিচ্ছে। গাড়ী থেকে নামতেও হচ্ছে না। গাড়ি ঠিক জায়গায় গিয়ে দাঁড়ালে যাঁরা ইনজেকশন দিচ্ছেন তাঁরা এ জানলায়, ও জানলায় দাঁড়িয়ে যাচ্ছেন। গাড়ীর জানলা দিয়ে হাত বের করে দিলে প্যাঁট করে ফুটিয়ে দিয়ে এগিয়ে যেতে বলছেন। শতখানেক ফুট এগিয়ে পনেরো মিনিট মত দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপর গুডবাই, পরের মাসে আবার হবে বলে বাড়ী যেতে বলছে।
Abhyu | 47.39.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৮:৪৩476482আমি বলি কি, যে ভ্যাক্সিনই পাচ্ছেন হাতের কাছে সেটাই নিয়ে নিন, দেরী করবেন না (আর জালিও করবেন না, জালি করলে আমি অনেক আগেই নিতে পারতাম!) আসছে বছর আবার নেবেন :)
Abhyu | 47.39.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৮:৩৪476481আমি গত পরশু দুটোর সময় ফাইজারের টীকা নিয়ে তিনটেয় ল্যাব, পাঁচটায় বাজার ও সান্ধ্যভ্রমণ করেছি। টীকা নেবার দশ মিনিট পরে কড়ে আঙুলটা চুলকোচ্ছিল একটু কিন্তু তাছাড়া গত দুদিনে কোনো সাইড এফেক্ট নেই।
গতকাল যোগীয়া মডার্ণা নিয়েছে, তার একটু সুঁই দেওয়ার জায়গায় ব্যথা আছে কিন্তু আর কিছু না এখনও পর্যন্ত।
দেশে মা বাবা দুজনেই কোভিশিল্ড। বাবার টীকা নেওয়ার একদিন মতো পরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। স্রেফ অ্যাসিটামিনোফেন দিতেই কাজ হয়। দু দিন পরে সব ঠিক। মায়ের ও সব কিছু হয় নি। আমার খুড়তুতো ভাইয়েরও শুনলাম ঐ রকম জ্বর গা ব্যথা হয়েছিল। বাবা আর তুতোভাইয়ের বয়সের ব্যবধান পঞ্চাশ বছর।
এ সবই হল প্রথম ডোজের কথা।
dc | 122.164.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৬:৪৯476480পাই ম্যাডাম, ধন্যবাদ। দেখি কোন একটা নিয়ে ফেলব।
আর হ্যাঁ আমিও বাংলা পানুর নায়কের ভোটের প্রচার শুনে চমকে গেলাম। এ তো জাঙ্গিয়ার বুকপকেটে বিড়ির বান্ডিল!
ট | 103.15.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৬:২২476479সেই তো। :)
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১৫:৫৪476478ওরেব্বাস, বাংলা পানু, তার নায়কও আছে, তাকে লোকে চেনে, সে ভোটের প্রচারও করে? লোকে তো সত্যিই বলে তাহলে।
https://m.thewire.in/article/religion/sgpc-resolution-against-rss-hindu-rashtra
T | 103.15.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১৫:৩৫476476এদিকে দুর্গাপুরে বিচিপির হয়ে বাংলা পানু ছবির নায়ক প্রচারে গিয়েছেন। বাংলা সংস্কৃতির এইরূপ ধজিয়া উড়ানোর জন্য স্থানীয় বিচিপির এন্টায়ার মন্ডলাদি ওঁকে শোকজ করেচে যে তোকে কে যেতে বলেছিল ইত্যাদি। যদিও লোকে বলচে বাঙালী পানু নায়ক মানে অচ্ছে দিন এসেই গ্যালো।
বিবেকানন্দ নাকি বলেছিলেন | 2600:1002:b020:60dd:5dc4:1b6e:6e5f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১৫:২৫476475সে তো আমি কবে থেকে বলে আসছি!
S | 2a0b:f4c2:1::***:*** | ০২ এপ্রিল ২০২১ ১৫:০৬476474দিদি বললেন যে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন যে টাকা দিয়ে সব হয়্না।
ডিসি, এ আর কীকরে বলি। তবে আশেপাশে অনেকেই নিয়েছেন ঠিকঠাকও আছেন। সাইড এফেক্ট সেরকম শুনিনি। কাল অবশ্য ব্রাজিলের রিপোর্ট পড়লাম।
আমি নিজে যদি নেব বলে শেষমেশ স্থির করি, আর হাস্পতাল ,বাড়ির লোকজন থাকা এনশিওর করলে কোভ্যাক্সিনই নেব। তবে আরেকবার আই জি জি টেস্ট করাব, এত ঘোরাঘুরি ,ট্রেনে ভিড়ে এত চাপাচাপি গাদাগাদির পরেও তিনি আসেননি ভাবতে একটু অবাকই লাগে। থাকলে এখনি নেবনা।
ধেৎ, অ্যালার্জি।
আর যদ্দুর জানি চয়েস নেই। যেখানে যা পাওয়া যাবে।
এস
ফাইজার নিন। ওরকম একটা দুটো স্যাম্পল দেখে ভয় পাবেন না। ফাইজারে একটু আধটু এনার্জি হচ্ছে সেটা ইউকেতেও দেখা গেছে। কিন্ত সবাই ফাইজার নিচ্ছে।
S | 2405:8100:8000:5ca1::e72:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১২:৪৬476470সেরেছে আমি তো আবার ফাইজারই নেব। এখানে মডার্ণা দেখছি কোথাও নেই। বিল গেটসের কোম্পানি বলে বোধয় আমাদের এদিকে তেমন ইসে পায়নি। ঃ))
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১২:৪৬476469রঞ্জনদা, হ্যাঁ এইবার মনে হচ্ছে না নিয়ে উপায় নেই!
হুতো
"এই বয়সে" মানে কী? আমার থেকে অনেক ছোট, তায় ময়মনসিংহ! সোনামুখ করে নিয়ে নাও। আমার বৃহৎ পরিবার এবং বন্ধুদের ধরলে প্রায় 25 জন কোভিশিল্ড নিয়েছে। দুজনের জ্বর , পাঁচজনের গা ব্যথা আর আমার একটু অসইব্য মত পেট আইঢাই--আর কারও কিছু হয়নি। শুনছি পরের ডোজে হবে।
আমেরিকার আত্মীয়বন্ধুদের মধ্যে অল্প কজন মডার্না নিয়ে দিব্যি আছেন।
এক মহিলা, পেশায় ডাক্তার (ভারতের) ওদেশে ফাইজার নিয়ে ব্যাপক আর্টিকেরিয়া হওয়াায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১২:৩৭476466আরে না না, আমিও ব্যাপারটাকে খুব ঠিক ভাবে বলি না:)
আসলে ছোটবেলার এইসবের জন্যে আমি সারা জীবন প্রচুর সুবিধে পেয়েছি, কেউ সেরকম শাসন তর্জন করেনি, বেঁচেবর্তে আছি তাতেই লোকজন ধন্য হয়ে গেছে, আর আমিও সেই সুযোগে পরিপূর্ন স্বেচ্ছাচার করেছি, তাই আমার কাছে ওগুলো বেশ মজার ব্যাপার!
b | 14.139.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১২:৩১476465ও আচ্ছা, সরি, অচেনা লোকজনের উপরে বাজে রকম জাজমেন্টাল হয়ে পড়েছিলাম। বাঙাল মানুষ তো, চেইত্যা উঠি।
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১২:২৭476464bদা, না আসলে অন্য নানানরকম ব্যাপারে টীকার বয়সে মরণাপন্ন হয়েছিলাম, তাই একটু অন্যরকম হয়েছিল।
কেসিদা, না, সেসব তো কিছু দেখেনি। আমিও একটু চিন্তায় ছিলাম।
kc | 188.236.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১২:২১476463হুতো প্রথমবার অ্যামেরিকা যাওয়ার সময় ভ্যাকসিনের ডিটেইলস আর কিছু নতুন ভ্যাকসিন নিতে হয়নি?
b | 14.139.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১২:২০476462"মানে ছোটবেলায় পোলিও টোলিওও আরো কী সব নিতে হয় সেসবও না।"
এটা কারু সচেতন ডিসিশন ছিলো জানি না, কিন্তু হুতেন্দ্রবাবুর লাইফ শেষ হয়ে যেতে পারতো। সচেতন ডিসিশন হলে ক্রিমিনাল অ্যাক্ট ।
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১২:১০476461:D
তবে করোনা নিয়ে, অন্যত্র জানি না, আমাদের দেশে ফার্মা হাসপাতাল ইনস্যুরেন্স ইত্যাদির, যা শুনি ইন্ডাস্ট্রির লোকেদের কাছে, ভয়াবহ নেক্সাস। টীকা নিয়ে না, চিকিৎসা নিয়ে।
সম্বিৎ | ০২ এপ্রিল ২০২১ ১২:০৩476460হুতেন্দ্রবাবু তো আ্যন্টগভেক্সার হিসেবে ট্রাম্পের দলে এক্সট্রা খাতির পাবেন।
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১১:৫১476459না নিয়ে যখন এত বছর মোটামুটি কেটে গেছে, তাই ভাবি।
আমার মেয়ে আবার আমি ছোটবেলায় টীকা নিইনি শুনে খুব ইমপ্রেসড, কেমনভাবে আধুনিক সভ্যতার হলেও হতে পারে জুজুবাদ উপেক্ষা করেছি, এই মর্মে। তখন টীকা নেওয়া বা না নেওয়াতে আমার কোন হাত ছিল না যদিও, তবে সে অন্য প্রসঙ্গ।
dc | 122.164.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১১:৪১476458নিয়ে নিন। জানেনই তো, বয়স ইজ জাস্ট আ নাম্বার।
র২হ | 2401:4900:2721:a9e8:b905:85ea:e08f:***:*** | ০২ এপ্রিল ২০২১ ১১:৩৯476457আমি কোনদিন কোন টীকা নিইনি। মানে ছোটবেলায় পোলিও টোলিওও আরো কী সব নিতে হয় সেসবও না।
এই বয়সে আর নেবো?
dc | 122.164.***.*** | ০২ এপ্রিল ২০২১ ১১:০০476456পাই ম্যাডাম, ধন্যবাদ। তাহলে কোভ্যাক্সিন নেওয়া ঠিক হবে? সিরিয়াসলি জিগ্যেস করছি, আপনি হ্যাঁ বললে নিয়ে নেবো।