না না। পিসি বলেছেন তো সব নির্বাচনী সভায় যে মৃত বাঘের থেকে আহত বাঘ নাকি আরো বেশি ভয়ঙ্কর। (পোস্ট প্লাস্টার এন্ড হুইল চেয়ার ড্রামা উবাচ)
যদিও মৃত বাঘ কেন বা কতটা ভয়ঙ্কর সেটা এখনো কেও বুঝতে পারেনি। তাই এক্সাক্ট -% তুলনা করা যাচ্ছেনা।
সিপিএম যে কচি মুখ দাঁড় করিয়েছে, পার্টির ভেতর, পলিসি মেকিঙে এনাদের ভয়েস আছে? স্টেজে তো হেমব্রম ছাড়া সব মৌরসী পাট্টা বসে থাকে। তাও হেমব্রমেরও বয়েস বোধহয় কম নয়। নতুন মুখ কি উইন্ডো ড্রেসিং না সত্যি পরিবর্তন?
এর পরে পদিপিসির কী হবে? বর্মী বাক্সে ভরে রাখা হবে?
আমি মোর্চা ক্ষমতায় এলে সবচেয়ে খুশী হই। তা তো হবার নয়, যত বেশী ভোট পায়, যত বেশী আসন জেতে, সেটাই পাওনা
৫০% খুশি আপনি হচ্ছেনই। আপনার উইন উইন। ঃ-)
সবথেকে মজার অবস্থান আমার, দিদি হারলে ৫০% ভাগ খুশি, বিজেপি হারলেও ৫০% ভাগ খুশি। ১০০% খুশি কেইবা কবে হয়েছে! এইতো জীবন কালিদা। আকবাঁ,
হ্যাঁ বিজেপি যেধরনের টাকা অফার করে, সেটা বাংলার লোকজন দেখেওনি। পলিটিশিয়ানরাও নয়। আগে বাম নেতা মানে একটা বাড়ি আর ছেলে-মেয়ে-বৌএর জন্য একটা চাগরি। তারপরে তিনো নেতারা আরো বেশি করেছে। কয়েক কোটি টাকার জাহাজ বাড়ি, স্করপিও এইসব। এখন বিজেপি যে টাকা অফার করে, তাতে পুরো গ্রামের সবার একটা জাহাজ বাড়ি হয়ে যায়। বিজেপি একজন প্রার্থীকে যে টাকা অফার করে, তাতে আগে পুরো রাজ্যে ইলেকশান হয়ে যেত। আচ্ছে দিন।
নেতা সাম্প্রদায়িক প্রচার করলেই লোকজন সাম্প্রদায়িক হয়ে উঠছে কেন? অ্যাডাল্ট লোকজন ক্লাস ফাইভের বাচ্চার মতো আচরণ করছে! ক্লাস টেন এর ইতিহাস বইতেই তো ছিল ডিভাইড এন্ড রুল পলিসি।
আহা বিজেপি করবে অথচ পাকিস্তানের কথা তুলবে না, মাইনরিটিদের আক্রমণ করবে না, তাও আবার হয় নাকি। ওগুলো ওদের বাজ ওয়ার্ড। এরাই একসময় নন্দীগ্রামের মাইনরিটিদের দুঃখে চোখ খুঁটে জল বের করতো।
তবে নন্দীগ্রামে তো দিদির বেশ চাপ হয়ে গেলো। ফালতু ওখানে দাঁড়াতে গেলেন। আমাদের এদিকে দাঁড়ালে দিব্যি জিতে যেতেন। কি যে করেন। আর পোশান্ত কিসোর এই অ্যাডভাইস দিচ্ছে।
অধিকারী ব্রাদার্স তো একেবারে নোংরা গোত্রের খেউড় করছে। বেগম, পাকিস্তান যা পাচ্চে বলে যাচ্চে। শিশিরবাবু আবার সংগ্রামগরিমা দেখাচ্ছিলেন। ছোঃ, এ তো সব দুপয়সার রাজনীতিক।
আর একমাত্র সিওর এমেলে রত্নার বকেয়া আয়করই 67 লক্ষ :))) হায় হায় বৃথা গেল জীবন।
এদিকে সমীর আইচকে এবিপিতে দেবাংশু বলল 'কপচাবেন না'।
নন্দীগ্রামে কমিউনাল ডিভাইড করতে হলে সাম্প্রদায়িক কথা তো বলতেই হবে। ওর একটা স্পীচে শুনলাম জয় শ্রীরাম, হরেকৃষঁ, পাকিস্তান, বাংলাদেশ সব হাজির
ভোন্দুর এত পারিবারিক প্রতাপ সত্ত্বেও কেন সে এত সাম্প্রদায়িক কথা বলছে?
গতকাল (৩১ মার্চ) নতুন কেসে ইন্ডিয়া ইউএসের ওপরে ছিল
আর টাকার টোপ মানে কয়েকশ কোটি, 'absurd' সব ফিগার বাতাসে ঘোরে। ঐ প্রলোভন আটকানো মুশকিল।
নন্দীগ্রামে বেস্ট ক্যান্ডিডেট ছিল মীনাক্ষি
ইয়ে, কোভিডে আজকের নতুন ইনফেকশন প্রায় ৮২০০০।
গাজর ও লাঠি - দলবদলের জন্য বিশাল টাকার টোপ , না করলে সিবিআই লেলিয়ে দেওয়ার হুমকি। এ এক নতুন জমানা বাংলার নির্বাচনে
ওহ, :-)
ভোটের আগে পার্টি বদল ব্যাপারটা ভারতের অন্যান্য অনেক রাজ্যে প্রচলিত থাকলেও, পশ্চিমবঙ্গে আগে তেমন ভাবে হত না। নীচুতলার পার্টিকর্মীরা দুচারজন এক পার্টি থেকে অন্য পার্টিতে যেতেন, কিন্তু নেতৃস্থানীয়রা এইভাবে ভোটের আগে পার্টি বদল করতেন না। মনে পড়ছে না।
হ্যাঁঃ, টি-র প্রিয়পাত্র, তাই আদর করে ভোন্দু নামে ডাকে
ভোন্দু=শুভেন্দু ?
ভোন্দু ই কি তাইলে সেশ হাসি হাসল?
ক্লিয়ারলি, পানুর জন্য ক্লাউড হচ্ছে বেটার অপ্শান, টাকা পয়সার ফিলে সেভ করার জন্য ক্লাউড অতটা গুরুত্বপূর্ণ নয় মনে হচ্ছে।
কোশ্নো হল - পানুর সেভের জন্যে ক্লাউডেরা কি প্রিমিয়াম দর চাইছে! আমার ধারনা, এখনো না চাইলেও শিগ্গিরি চাইবে।
বেশ কয়েকটা ব্যাংকে ট্রানসাকশান দেরী করে হচ্ছে।
b, ধন্যবাদ। তাহলে দেখছি যা গেছে তা ভালোই হয়েছে। ঈশ্বর পরম মঙ্গলময়।
এদিকে এস বি আইয়ের সাইট ডাউন। আপদ কোথাকার।
ডিসি, সামলে।
আমাদের তো অত ডেটাই নেই। গুগলের ফ্রি অ্যাকাউন্টের ইন্ডিভিজুয়াল কোটাই (১৫জিবি) ভর্তি হয় না।
হায় হায় আমার একটা অ্যাডাল্ট ফোল্ডার ছিলো, সেটায় বেশ কিছু ক্লাসিক পানু যোগাড় করেছিলাম। হার্ড ড্রাইভ ক্র্যাশ করে সেটাও গেছে, ব্যাকাপ করা ছিল না :-(
ও এর সাথে অফিস ৩৬৫ আসে, অ্যাজিওর বেসিক আসে। পাঁচজনের জন্য 5 টিবি, ভালই ডিল।