aka | 2600:1005:b103:2dc3:e5ed:f5f3:3c06:***:*** | ০১ এপ্রিল ২০২১ ২১:৩৭476395আমাদের পরিবারের ওয়ান ড্রাইভ। সবার নিজস্ব ফোল্ডার আছে, সাথে একটা আমার আর বউয়ের অ্যাডাল্ট ফোল্ডার - সেখানে ট্যাক্সো, বিভিন্ন টাকা পয়সার হিসেব থাকে। একটা হল সবাইকার সেখানে ছেলেদের প্রোজেক্ট, পোটেন্শিয়াল বেড়াতে যাবার প্ল্যান ইত্যাদি থাকে। স্ক্যানার ওয়ান ড্রাইভের সাথে কানেক্টেড অতএব ডাইরেক্টলি সেখানে যায়।
যার যার নিজস্ব কম্পিউটার তার ইচ্ছে অনুযায়ী ফোল্ডার ওয়ান ড্রাইভের তার ফোল্ডারের সাথে কানেক্টেড। অটো ব্যাকাপ।
ফোনের ছবি সব অটো কানেক্টেড, হুহা চলে যায়। বছরে $৯৯।
dc | 223.184.***.*** | ০১ এপ্রিল ২০২১ ২১:১৮476394নানা আমি ছবিছাবা ক্লাউডে আপলোড করিনা। সবই আমার কাজের ফাইল, এনক্রিপ্ট করা।
lcm | ০১ এপ্রিল ২০২১ ২১:১৬476393আমি সোশ্যাল মিডিয়া-ও ব্যবহার করি স্টোরেজ হিসেবে। যেমন ধরো, আমার কাছে ৫০০ টা বেড়ানোর ছবি আছে, আমি ফেসবুকে অ্যালবামে রাখলাম। একদম ফ্রি কি? না, এর বদলে আমি আমার তথ্য ফেসবুককে দিলাম, কবে কোথায় গেছি, কোথায় থেকেছি, কি খেয়েছি এসব কিছু তথ্য ফেসবুক কালেক্ট করল। এইসব তথ্যের বিনিময়ে আমি ছবিগুলো রাখলাম। আর ছবিগুলো প্রিয়জনেরা/বন্ধুরা কেউ দেখতে চাইলে তাদের ফেসবুকে দেখে নিতে বললাম। যদি কোনো ছবি লোকজনকে দেখাতে না চাই, শুধু স্টোর করে রাখতে চাই, তাহলে পাবলিক ভিজিবিলিটি অফ করে দিলাম। তাতেও ফেসবুক সেই ছবি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে না এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইউজাররেরা দেখতে পাবে না - তো এই সব নিয়ে আর কি।
মানে, সোশ্যাল মিডিয়াকেও সাম সর্ট অফ স্টোরেজ হিসেবে ব্যবহার করি।
dc | 223.184.***.*** | ০১ এপ্রিল ২০২১ ২১:০৭476392ক্লাউডে থাকলে যেখান সেখান থেকে অ্যাক্সেস করা যায়, এটা একটা মস্ত সুবিধে। নাতো ঘরের মধ্যে ন্যাস বানিয়েও লাভ নেই।
সম্বিৎ | ০১ এপ্রিল ২০২১ ২১:০৪476391এই জন্যে আজকাল আমি ক্লাউডপন্থী।
সম্বিৎ | ০১ এপ্রিল ২০২১ ২১:০১476390আমিও আগে ভাবতাম ক্লাউডের থেকে লোকাল ভাল। কিন্তু একবার ডেটা হারিয়ে ঠেকে শিখেছি। নিজে স্ক্রিপ্ট লিখে আরেকটা স্টোরেজে তারপর ব্যাকাপ করতাম। শেষ দশ বছরে অনেক টুল এসে গেছে। তাছাড়া ক্লাউডে থাকলে যেখান-সেখান থেকে আ্যক্সেস করা যায়। এই জন্যে
dc | 223.184.***.*** | ০১ এপ্রিল ২০২১ ২০:৫৩476389এলসিএমদা, চয়েস তো আপনার (বা আমার), ডেটা ক্লাউডে রাখবো না নিজের হার্ড ড্রাইভে। ক্লাউডে রাখতে গেলে সার্ভিস চার্জ দিতে হবে, তার বদলে আমি একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট পাচ্ছি, ডেটা সুরক্ষিত থাকছে (১০০% না), অয়াক্রস ডিভাইস সিনক হচ্ছে। আমার মনে হয় একেকজনের একেক রকম ইউস কেস।
lcm | ০১ এপ্রিল ২০২১ ২০:৪০476388প্রথমত, আমার ডেটা আমি রাখব, নিজের কম্পুটারে না রেখে অন্য জায়গায় (ক্লাউড স্টোরেজ) রাখব, এবং তার জন্য পয়সা দেব! - ফ্রি হলে ভাল। দ্বিতীয় কথা, ক্লাউডে ডেটা রাখতে গেলে আমার ইন্টারনেট কানেকশন চাই, এবং ডেটা প্লান থেকে ব্যান্ডউইডথ খরচা হবে, সুতরাং ব্যবহার করাটাই খরচের ব্যাপার।
যদি এগুলো সমস্যার না হয়, তাহলে ক্লাউড স্টোরেজ ঠিক আছে।
নইলে, একটা এক্সটার্নাল ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ কিনে তাতে ডেটা রাখুন।
সম্বিৎ | ০১ এপ্রিল ২০২১ ২০:৩৮476387
dc | 223.184.***.*** | ০১ এপ্রিল ২০২১ ২০:২৭476386ওয়ান ড্রাইভের সাথে আপেল বা অ্যানড্রয়েডের সম্পর্ক নেই। আমি ওয়ান ড্রাইভে দুশো জিবি কিনেছি আর গুগল ড্রাইভের অয়াপ ডাউনলোড করে নিয়েছি। সব ডিভাইসেই দিব্যি আপডেট হয়।
kc | 188.7.***.*** | ০১ এপ্রিল ২০২১ ২০:১৫476385আমি তো আপেলেই খেলি। দিব্যি ওয়ান ড্রাইভে থাকি।
aka | 2600:1005:b103:2dc3:e5ed:f5f3:3c06:***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৯:৪৯476384আইটিউন এক্সপেন্সিভ।
aka | 2600:1005:b103:2dc3:e5ed:f5f3:3c06:***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৯:৪৬476383তারা আর কি আদম আর ঈভের মতন জ্বলেপুড়ে মরবে।
দু | 47.184.***.*** | ০১ এপ্রিল ২০২১ ১৯:৪৩476382
মাইক্রসফট প্লাটফর্মে নাড়া চাড়া | 165.225.***.*** | ০১ এপ্রিল ২০২১ ১৯:৩৮476381আপেল যারা নাড়াচাড়া করে তারা কি করবে?
aka | 2600:1005:b103:2dc3:e5ed:f5f3:3c06:***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৮:৪৭476380তাহলে নার্দা কি?
aka | 2600:1005:b103:2dc3:e5ed:f5f3:3c06:***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৬:৪৩476379পিটি, না না, ওসব এক্স্টার্নাল হার্ড ড্রাইভ পুরনো হয়ে গেছে। মাইক্রসফট ওয়ান ড্রাইভ বা গুগুল ড্রাইভ বা ড্রপ বক্সে রাখুন। পয়সা লাগতে পারে, কিন্তু সেফ, অটোমেটিক ইত্যাদি।
আমি তো মাইক্রসফট প্লাটফর্মে নাড়া চাড়া করি, তাই ওয়ানড্রাইভ - বছরে $৯৯ নেয়। 1 টিবি জায়গা - পাঁচ জনের প্রতিজনের জন্য।
কথায় আছে কর্মা হলো এক সমুদ্র সৈকত, পিসি আজ বুজছে।
কর্মা | 2a0f:9100:110:a::***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৬:২৭476377একসময় যারা সিপিএমের হয়ে ভোট করাত তারা সব একলটে তৃণ হয়ে গেসল। এবার যারা তৃণভোট করাত একলটে পদ্ম হয়ে যাচ্ছে।
এলেবেলে | 2402:3a80:1152:cd97:8ff5:cf32:7129:***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৬:২৭476376স্কুল চলছে পুরোদমে। এখন স্কুলে আছি। তবে কথার নড়চড় হবে না। আজকেই পাবেন।
kc | 188.7.***.*** | ০১ এপ্রিল ২০২১ ১৬:০১476375@AB, জোর করছেনা তো, মিউচুয়াল ফান্ডকে প্রমোট করছে। কেন সেটা সান্যাল সাহেব আর কেয়স থিয়োরি জানে। হামি জানেনা।
Amit | 14.202.***.*** | ০১ এপ্রিল ২০২১ ১৫:৫৯476374২নড মে আসতে আসতে আরো কত দল পাল্টানোর খেলা হয় দেখা যাক এবার . একবার যদি কোনোমতে হাওয়া ওঠে যে নন্দীগ্রাম এ গেম ওভার , বাকি ভোটে কজন সত্যি লড়াই করবে সন্দেহ আছে। সবই তো যাত্রাপালার পার্টি .
S | 2a0b:f4c2:2::***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৫:৪৮476373দিদির হয়ে যারা ভোট করাতো, আজকে তারাই দিদির বিরুদ্ধে। এক অনুব্রত রয়ে গেছে। দেখি সেও কোনদিন দল বদলায়।
বি
না, শুধু নন্দীগ্রাম ।
বয়ালে একটি ভোোট কেন্দ্রে এজেন্ট কে বের করে ছাপপা ভোোটের অভিযোগ শুনে সেেেখানেই দুুঘন্টটা আটকে বর্তমান মুখ্যমন্ত্রী। বাইরে উগ্র ভিড়। বোঝাতে ব্যস্ত পুলিশ। এতক্ষণে বেরোলেন। এই তো হাল ।
শুভেন্দু বলছেন 80% ভোট পড়েছে, আমরা বিজয়ী। খেলা হয়ে গেছে। হয় তো তাই।
S | 2a0b:f4c2:2::***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৫:৩২476371কিন্তু এইটাই প্রেস্টিজ সীট।
AB | 2409:4060:287:9ffc:2f58:300:c730:***:*** | ০১ এপ্রিল ২০২১ ১৫:২৯476370@kc " আসল টার্গেট হল লোকের সঞ্চয়গুলো বিভিন্ন মিউচুয়াল ফান্ড দিয়ে শেয়ার মার্কেটে পাঠানো।" Share market এ টাকা রাখতে যারা উৎসাহী নয় তাদের জোর করে রাখতে বাধ্য করা হচ্ছে কেন? এর আসল উদ্যেশ্য টা কি ?
একটা সিট থেকেই তো লড়ছে শুনলাম
ফোরকাস্ট*
PT | 203.***.*** | ০১ এপ্রিল ২০২১ ১৫:২৩476367যেই জিতুক না কেন, বিপ্লবের পরে নন্দীগ্রামের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ কেমন ছিল তার খানিকটা আন্দাজ পাওয়া যাচ্ছে।
b | 14.139.***.*** | ০১ এপ্রিল ২০২১ ১৫:১৯476366রাণেমা আরেকট সিট থেকে ল্ড়ছেন না? টালিগঞ্জ না কোথায়?