ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৮ মার্চ ২০২১ ০১:০৮474534তখনই জানতাম এসব কূট প্রশ্ন ধেয়ে আসবে। এই যে
Tim | 2603:6011:6506:4600:21c3:364b:5f35:***:*** | ০৮ মার্চ ২০২১ ০১:০৪474533কুমিরের মাংস এখনও খাওয়া হয় নাই। কুমির ভালোবাসিনা। তবে অ্যাকোরিয়ামে জ্যান্ত তেলাপিয়া রেখে বিক্রি করে তো, তাই একটা আইডিয়া পেলাম।
পলিটিশিয়ান | 76.174.***.*** | ০৮ মার্চ ২০২১ ০০:৫৬474532কোনটা ভালোবাসেন? কুমীর, না কুমীরের মাংস?
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:d3af | ০৮ মার্চ ২০২১ ০০:২৫474527আমাদের এখানে কুমিরের মাংস পাওয়া যাচ্ছে। যারা ভালোবাসেন তাদের জন্যে এ সংবাদ রেখে গেলাম:-)
Tim | 2603:6011:6506:4600:21c3:364b:5f35:***:*** | ০৮ মার্চ ২০২১ ০০:৪৮474531আর তাছাড়া মার্কারি থাকলেই খারাপ না। থার্মোমিটারে তো কবে থেকেই আছে। জিনিসটা সিল করা আছে কিনা সেইটেই আসল
পলিটিশিয়ান | 76.174.***.*** | ০৮ মার্চ ২০২১ ০০:৪৩474530করোনা যখন শুরু হয়েছিল তখন আলডি, ক্রোগার এসব জায়গায় জিনিসের দাম খুব বাড়িয়ে দিয়েছিল। কোথায় যেন পড়েছিলাম ভারতীয় গ্ৰোসারির মালিকেরা দুঃখ করছে ইমিগ্রান্ট বলে নাফা করার এই সুযোগ নিতে তাদের সাহস হচ্ছে না।
সেই থেকে আমি সর্বজাতির সমত্বে বিশ্বাস করছি। চীনে দোকানের মাছে মার্কারি থাকলে অন্য দোকানের মাছেও থাকতে পারে।
দু | 47.184.***.*** | ০৮ মার্চ ২০২১ ০০:৩৫474529আমি অলরেডি রেঁধে খেয়েছি। ভালো ই হয়ে ছিল কিন্তু যিনি এনেছিলেন তিনি পরবর্তীতে নার্ভাস হয়ে যাওয়ায় আমাকেই জোটের ধর্ম পালন করতে হল।
Tim | 2603:6011:6506:4600:21c3:364b:5f35:***:*** | ০৮ মার্চ ২০২১ ০০:৩৩474528মিঠুদি কুমির পুষেছো?
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৮ মার্চ ২০২১ ০০:২৫474527আমাদের এখানে কুমিরের মাংস পাওয়া যাচ্ছে। যারা ভালোবাসেন তাদের জন্যে এ সংবাদ রেখে গেলাম:-)
Tim | 2603:6011:6506:4600:21c3:364b:5f35:***:*** | ০৮ মার্চ ২০২১ ০০:১৫474526কেন শহীদ কেন ? কি ভালো ভালো সব খাবারের কথা হচ্ছে।
সম্বিৎ | ০৮ মার্চ ২০২১ ০০:১৩474525টিম হইল শহীদ এইবার।
Tim | 2603:6011:6506:4600:21c3:364b:5f35:***:*** | ০৮ মার্চ ২০২১ ০০:০৯474524একি ভাট তো পুরো ডিডিদার রান্নাঘর হয়ে গেছে। সক্কলে ভালো আছো / আছেন / আছিস তো ? অনেকদিন কাজের চাপে আসা হয় নাই । ডিম প্রসঙ্গেঃ আমাদের এলাকায় আবার বড় বড় হাঁসের ডিম রাখতে শুরু করেছে। কেকে খুব খুশি হবে।
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৮ মার্চ ২০২১ ০০:০৩474523মানিকতলায় দাশের দোকানে একটা গোলাপি রংএর ক্ষীরকদম জাতীয় মিষ্টি পাওয়া যেত। বেশি খাবার সৌভাগ্য হয়নি( জালিম দুনিয়া কবেই বা ছোটদের কথা শুনেছে) তারপর থেকে গোলাপি মিষ্টি নিয়ে আমার মনের মধ্যে উদাসীনতা তৈরি হয়েছে:-(
গোলাপি রং ফুলেই থাক
@
T | 103.151.156.66 | ০৭ মার্চ ২০২১ ২১:১৬474472রঞ্জনদা আপনার একটুও বোর লাগে না ?
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:৪১474521কী খেলে কী রং হয় যদি বলেন তো গরুকে গোলাপের পাপড়ি খাইয়ে গোলাপী রাবড়ি বানানোই সবথেকে ভালো।
kk | 97.9.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:৩৬474520নীল ডিমের ওপর নীল শিরা শিরা আঁকা? ভালো করে দেখলে দেখবে লেখা আছে "ডীমেড় ঠেলা ঠেলবে জখোন, বূঝবী তখোন বূঝবী"। ওগুলো কাগ নয়ের ডিম। নিয্যস।
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:৩৬474519অথবা ওনার সারল্য আর কচিত্ব দিনকে দিন বেড়েছে এটাও মনে করা যায় :)
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:৩৫474518সেই তো বলছি দুদি, অনেস্ট কচিটি উনি কোনোদিনই ছিলেন না, যখন সিপিয়েমের সঙ্গে ছিলেন তখনও না, পিসির সাথে তো নয়ই আর এখনকার কথা তো বলাই বাহুল্য।
kk | 97.9.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:৩১474517অভ্যু,
না বাছা, অমন মুরগীর ডিম লাগানো জিনিষ আমি খাইনে জানোই তো। জোকস অ্যাপার্ট, পুলেট এগ নিয়ে সত্যি আমার জ্ঞান নাই। এমনিতে তো বলে মুরগী চরেটরে যা খায় তার ওপর ডিপেন্ড করে ডিমের খোসার রং কেমন হবে। তাতে স্বাদের হেরফের খুব বেশি হয় তা নয়। নীল ডিম আমি দেখিনি। সত্যি আজকাল ঐ আইলগুলো তো আর দেখিনা।
PT | 45.64.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:১৬474516"পিটি ঠিক বলেছেন, যারা গোড়ায় নকশাল তাদের ওই গতিই হয়।"
এতটা যখন কষ্ট করলেন তখন তিনোগামীদের সংখ্যায় গুণে দেখুন। সুমন থেকে সুচিত্রা সবাইকে গুণুন। নিজেই লজ্জা পাবেন।
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২৩:১২474515রাজনৈতিক সততা অনেকটা এল ডোরাডোর মতো
Du | 47.184.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:০৫474514অভ্যু সেই , মমতার সততায় কচি না হলে কি বিশ্বাস করে ?
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২৩:০২474513আচ্ছা আমি তো ওয়ালমার্টে সার্চ করে পেলাম উডেন পুলেট এগ :)
যে কোনও ফার্মের ডিম | 165.225.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:৫৫474512এইটে য়্যাক্কেরে খাঁটি কথা
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:৪৫474511যে কোনও ফার্মের ডিম খেতে ভালো, স্হানীয় ডিম হলে আরো ভালো, কারণ তাজা। রং এর সাথে স্বাদের কোনও সম্পর্ক নেই। আমার আবার রঙিন ডিম দেখে প্রথমে কেমন যেন লেগেছিলো।
ওয়ালমার্টের ডিম | 165.225.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:৪৪474510হ্যাঁ এটা আমারো মনে হয়েছে। চারপাশে নানাবিধ খ্যদ্যসামগ্রীস্টোর খুলছে হঠাত, খুঁচিয়ে দেখতে হবে, পাওয়া যাবার সমূহ সম্ভাবনা!
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:৪১474509ওয়ালমার্টের ডিম খাবেন্না প্লিজ। ও কি জিনিস বেচে কে জানে। মানে ডিম ফোটানোর পাত্র কিনিন ঠিক আছে কিন্তু পুলেট এগ কি দেবে কে জানে! এ সব ডেলিকেট জিনিস একটু বেছে কেনাই ভালো নয় কি?
কেকে, আছো? একে তো আমরা রান্না খাওয়া নিয়ে আলোচনা করে মিঠুনদাকে ডুবিয়ে দিচ্ছি, তায় এটা তোমার স্পেশালিটি টপিক!
অন্য রং | 165.225.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:৪০474508ই কি, সব রং কি সমান হল! সাদা ডিম আর বাদামী ডিম - তারা কি সব সমান খেতে? বল্লেই হল? ইল্লি!
হাঁসের বাদামী ডিম এখনো দেখিনি যদিও!
পুলেট এগ | 165.225.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:৩৭474507এইটেও ট্রাই করতে হবে। ওয়ালামার্টও বেচে দেখ্ছি স্বল্প, লার্জ প্যাক যদিও
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:৩৬474506উফ্। অন্যের না, অন্য রং এর।
( মুখ বেঁকানোর ইমো)
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:৩৩474505এটা ভালো আইডিয়া অভ্যু:-)