মনে হয় না। নাটক আর ডায়লগের জন্য নিচ্ছে। লোক টানার জন্য আর 'বাঙালীবাবু' বিজেপির সাথে আছে সেটা দেখানোর জন্য। শুভেন্দু আর দিলীপ ঘোষ তো হিন্দী ছাড়া কথা বলে না।
না বলে আর গুরুর উপায় কি, বেচারা হোটেল ব্যবসায়ে ভয়ানক চোট খেয়েছে। তবে কিনা এই বৃদ্ধ বয়সে ছোবল দেওয়া কি আর পোষাবে?
কোথাও কিছু নেই, হঠাৎ করে মঞ্চে দাঁড়িয়ে, ছোবল মেরে দেব, আমি কেউটে এইসব বলছে। ল্লেহ।
এই ভাঁড়টাকে কি চাড্ডিরা মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট কচ্চে! হায়! ভোন্দুবাবুর কী হবে তাইলে। দিলু ঘোষই বা কোথায় যাবে।
'দাদা' টীমে এলে মিঠুনদাকে টীমে নিতে হত না।
দুজনেই কিন্তু অন্য দুই দল ঘুরে, তাদের স্নেহ ও ছায়া পেয়ে শেষে বিজেপি। ক্যারিয়ার বলে একটা কথা আছে তো।
মাঝে সিপিএম ফেজটা মিস হয়েছে।
@নক্ষী প্যাঁচা | 2a0f:9100:110:a::2 | ০৭ মার্চ ২০২১ ০৭:৪৯
"ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।"
একদা নোটা ছিল। এখন নকশালদের শেষ আশ্রয় তিনোমুল হয়ে বিজেপি!! মাঝে শুধু সিপিএমের ধুতি ধরে টানাটানি।
দ্বিজেনবাবুর গানটার শেষটায় আমি শুনতাম -
যা দেখি হায় সবই
হয় তো জলছবি
তৃতীয় বান্ধবী
সব নিঝঝুম
থেংকু অভ্যু, থেংকু!
চারিদিক রামনামে মুখরিত।
শাস্ত্রে বলে সত্যমেব জয়তে।
এদিকে রামনাম সত্য হ্যায়।।
কথা চাইলে http://www.gaanerpata.com/gauriprasanna/hoito-kichui-nahi-pabo/
আমার মত বুড়োরা খালি পুরনো ফাটা রেকর্ড বাজাতে চায়।
এটার লিন্ক কেঊ দেবেন, নিদেন পক্ষে কথা, যাতে স্নানঘরে চেঁচিয়ে গাইতে পারি?
"হয়ত কিছুই নাহি পাব,
তবুও তোমায় আমি দূর হতে ভালবেসে যাব।'
হার্ড কপি, তুহিনা প্রকাশনী।
কেসি, যদি পাওয়া যায় তো আমিও লাইন দিলাম।
এক বন্ধু জিজ্ঞেস করল কাকে ভোট দিলে ভাল হবে। আমি বললাম, কেউ ভোট চাইতে এলে জিজ্ঞেস করবি কত টাকা দেবে। সবার টাকা নিয়ে, যে সবচেয়ে বেশী দিয়েছে তাকে ভোট দিবি।
আমারও চাই :-)
অ কেশি, নরম কপি (মানে সি ও পি ওয়াই ) চাই।
কল্লোল | 125.248.76.233 | ২৬ নভেম্বর ২০১৫ ০৯:৫৬665651
ভোটের বাজারে হগলই হৈত্য।
কেউ সিদুকুল্লা তো কেউ ফুরফুরা। হগলেই মাতুয়ায় মাতে, সষ্টাঙ্গে গড়াগড়ি।
কে কম যায়?
PT | 213.110.246.230 | ২৬ নভেম্বর ২০১৫ ১০:২৬665652
কারা যেন সিদ্দিকুল্লার মত লোকদের দিয়ে রটিয়ে দিয়েছিল যে শুধু মুসলমানদের জমি নিয়ে নেওয়া হবে? কোন আমলে যেন ইমামদের ভাতা দেওয়া শুরু হয়েছিল? আর কোন আমলে মাথায় কাপড় চাপা দিয়ে নমাজের আসরে বসার শুরু? বিধায়্ক বানিয়ে মতুয়াদের দুই ভাইয়ের মধ্যে লড়িয়ে দেওয়ার শুরুটাই বা কবে?
স্মৃতি সততই ভুলে যাওয়ার। ইচ্ছে করেই। যাতে এসব ফারাক কারো চোখে না পড়ে!! চোখের মণির মত স্বপ্নের সরকারকে রক্ষা করতে হবে তো!!!
কল্লোল | 125.248.76.233 | ২৬ নভেম্বর ২০১৫ ১০:৩৫665653
কে ভুলছে? ফুরফুরায় ফুরফুরে সিপিএম ন্যাতারা। মাতুয়ামায়ের কোলে সিপিএম ন্যাতারা। কে কম যায়?
মমতাতো করবেই। সে তো আবার ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু ছিপিয়েম??
হা মার্ক্স!!! তা লেনিন!!!! হা স্তালিন!!!!!
সবই ছুঁচ আর চালুনির গপ্পো।
cm | 127.247.97.24 | ২৬ নভেম্বর ২০১৫ ১১:২৪665654
ফুরফুরায় বা মতুয়া মায়ের কোলে ঠিক কবার গেছেন সিপিএম নেতারা? ঘোমটা আর টুপি মাথায় কটা পোস্টার নজরে এল? প্রসঙ্গত স্মর্তব্য, কোন কোন উপজাতির গুণতে পারার ক্ষমতা সীমিত তারা গণে, এক, দুই, বহু এই ভাবে।
কল্লোল | 125.248.76.233 | ২৬ নভেম্বর ২০১৫ ১২:০৬665655
সিএম। ঐ যে বল্লুম ছুঁচ বলে, "চালুনী তোর পোঁদে ক্যানো ফুটো?" তাতে চালুনী বল্লে, "অ, তোর পোঁদে উটি কি?" ছুঁচ বল্লে, "আমার তো একটাই - হে হে হে।"
PT | 213.110.242.5 | ২৬ নভেম্বর ২০১৫ ১২:১৪665656
আমার শঙ্কা অন্যত্র। এই মিটিং আরেকদফা অস্ত্র তুলে দিচ্ছে বিজেপির হাতে। ২০১৬-তে আবার তিনো ও বিজেপি পরস্পরকে সাহায্য করবে ভোট আরো পোলারাইস করে।
কেসি দা , এটা পাওয়া যাবে? মনেঐ ভোজন বিচিত্রা।
কেসি, থ্যাঙ্কিউ।
উরিবাবা ইনি দেখছি সিপিএম, সিপিআই, এবং তৃণমূল তো বটেই -- সব দল থেকেই লোক নিয়ে বিজেপিতে গেছেন।
তবে কেন জানিনা হয়তো সোশ্যাল কন্ডিশনিংয়ের জন্যই হবে ধারণা ছিল মুনমুন মেয়েদের নাম।
যাগ্গে।
ন্যাড়াদা, এক বন্ধুর তোলা ছবি টুকে দিলাম।
TOC দে।
ভারত জিতেছে, ফাইনালে গেছে, এইবার খাওন দাওনের একটা ভালো বই চিপকে যাই। এক্কেরে বাঙালি বই, লখনৌ টখনৌ এর ধার না ধারা খাঁটি বাঙালি বই।
এটা কী হলো ?
"আই এম এ ম্যান অফ দা চিফ মিনিস্টার , আই এম দা গভর্নমেন্ট" এর টিকেট নেই |
সোনালির বয়স হয়েছে বলে এখন মমতার কি তরুণতর ছায়াসঙ্গী চাই?
হোয়াটস্যাপে একটা মজার জিনিস পেলাম।
" নেতারা এক ফুল থেকে অন্য ফুল, আর পাবলিক চিরকাল এপ্রিল ফুল।"
dc গুরুদেব লোক। গম্ভীর আলোচনার মাঝে মাঝে এই হিউমারের টাচ জাস্ট হেবি।
একবার ট্রেন থেকে বাচ্চাদের এবিসিডি ওয়ান টু থ্রী ইত্যাদির বই কেনা হয়েছিলো। তাতে বাংলা থেকে ইংরিজি নম্বর শেখানোর জন্যে একটা ছড়া ছিলো। ধারাপাত বইতে সম্ভবতঃ এই প্রথম বা শেষ দেখেছি তাড়ি খাওয়ার প্রেসকৃপশন দিতে।
ওয়ান টু তে এক দুই
গাছে গাছে কত জুঁই
থ্রী ফোর এ তিন চার
ফুলগুলির কি বাহার
ফাইভ সিক্সে পাঁচ ছয়
ফুলে ফুলে মালা হয়
সেভেন এইটে সাত আট
মালা নিয়ে চলো হাট
নাইন টেনে নয় দশ
মালা বেচে খাও তালরস!
,
নানা ধরনের আর নানাবিধ ট্রোলিং এর মাঝে বলার ছিলো যে বামপন্থীরা সত্যিই নীতিতে বিশ্বাস করতেন। এখন করেন কিনা জানিনা, হয়তো করেন, তবে কোন এক সময়ে বামপন্থা মানুষকে সৎ হতে, অন্যের কথা ভাবতে শেখাতো, এতে কোন সন্দেহ নেই। হয়তো কেউ কেউ আছেন যাঁরা এখনো নীতিতে বিশ্বাস করেন, বলা যায় না, অঘটন তো কতোই ঘটে।
(ডিঃ আমি নিজে ক্যাপিটালিস্ট, তাই ওদের দলের কেউ না। যা দেখেছি তাই বললাম।)