সব পার্টিই নিজেকে পার্টি উইথ এ ডিফারেন্স বলতে পছন্দ করে। সিপিএমের আর দোষ কি? লোকে বুকনিগুলো এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে...
আজকের নানাবিধ সার্কাসের কথা আপনারা অ্যাতক্ষণে নির্ঘাত জেনেই গ্যাচেন।
খিকজ।
তৃণমূল ১৩০, বিজেপি ১২৮, বাম-কং জোট ৩৪
বাম-কং জোটকে মমতা আহবান জানিয়েছেন সরকার গঠনে সাহায্যের জন্য। এদিকে বিজেপি ৮-১০ জন তৃণমূল ভাঙিয়ে নিতে পারে এমন কথা শোনা যাচ্ছে। এমতবস্থায়...
আপনি কী শিপিয়েমের প্রথম প্রজন্ম?
"মেহনতি মানুষের পক্ষে হ্যানোত্যানো বাতেল ঝাড়ে।"
ঐ বাতেলটাই অন্যেরা ঝেড়ে দেখাক, দেখি তাদের দম কত! তারা তো কয়্লা, গরু, কোকেন এমনকি শিশু পাচার নিয়ে ব্যস্ত।
কিন্তু টালির নালা থেকে তোলা জল বামেরাই ত সুপেয় বলে বেচার চেষ্টা করে। মেহনতি মানুষের পক্ষে হ্যানোত্যানো বাতেল ঝাড়ে। নিজেরা টালির নালা সেটা স্বীকার করে নিলেই গোল মিতে যায়।
"আচ্ছা বাম দলগুলিকেই কেবল নৈতিক রাজনীতি করতে হবে, অন্য কারও সেই দায় বা দায়িত্ব নেই, এমনটা কেন?"
এটি একটি আবাপ সৃষ্ট ঢপের চপ। অতি উচ্চ প্রত্যাশা জনমানসে তৈরি করা যেটা ভারতের রাজনীতিতে কাঁঠালের আমসত্ব। এর সঙ্গে জুড়ে দিন কৌশিক সেন জাতীয় লোকেদের ফাঁকা কথা আর অতিবদ অতিবামেদের bookish তাত্বিকতা। সব মিলিয়ে কস্মিন কালেও বামেদের ভোট দেয়না এমন লোকও বামেদের নৈতিকতা নিয়ে টানাটানি করে। অথচ সবাই জানে যে টালির নালার থেকে সুপেয় জল পাওয়া খুবই কঠিন ব্যাপার।
আমার মনে হয় সরকারের উচিত ফাইজার আর জে অ্যান্ড জে কে ভ্যাক্সিন বিক্রি করার অনুমতি দেওয়া। এরা প্রাইভেটে বিক্রি করতে পারবে, সরকার কোন দাম বেঁধে দেবে না। সরকারি অ্যাপে রেজিস্টার করে ভ্যাক্সিন দেওয়া যেমন চলছে চলুক, পাশাপাশি প্রাইভেটেও বিক্রি করতে দেওয়া হোক।
ভারি সুন্দর নাম। আগে জানতাম না, এই গুগুল করে দেখলাম।
আসুন,আমরা ওয়াশিংটন সুন্দরের জন্যে দু ফোঁটা চোখের জল ফেলে আবার মাঠে ফিরে যাই।
শজারুকে নিয়ে ছেলেখ্যালা করা সম্ভব নয়। তবে এককখেলা করা যেতেই পারে।
@দু,
হ্যাঁ, ভ্যাকসিন যেখানেই নিন, সরকারি অ্যাপল রেজিস্টার করতে হবে। কারণ সরকারের ডেটা ব্যাংক ও পরবর্তী ফলো আপ। নতুন অ্যাপ ঠিকমত কাজ করছেনা, পুরনোটায় করুন, আগেই বললাম।
2 প্রথম জ্যাবের পর ওরা একটা রসিদ দেবে। সেটা নিয়়ে 28 দিিন পরে ওই হাসপাতালে গেলেই সেকেন্ড জ্যাব হবে। নো প্রবলেম।
3 হাসপাতালে যাওয়াই ভালো কারণ রিঅ্যাকশন হলে তাড়াতাড়ি বিনামূল্যে ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা।
আমি আজ গুরগাঁও ফর্টিসে জ্যাব নিতে যাচ্ছি।
জয় গুরু! এনজয় গুরু!
শজারু বলতে কী আপনারা porcupine না hedgehog বোঝেন? প্রথমটার কাঁটা ভয়ানক, দ্বিতীয়টঅ পোষা যেতেই পার।
নাহ, একক কে জানি না তবে শজারু নিয়ে ছেলেখেলা করা সম্ভব নয়। শজারু বেশ খতরনাক টাইপের জন্তু। এই কিছুদিন আগে বাড়ির খুদে সদস্যদের সাথে ওয়াইল্ড ক্রাট দেখছিলাম। এটা বাচ্চাদের জন্যে বেশ মজার একটা প্রোগ্রাম। তাতে দুই ক্রাট ব্রাদার্স নানা রকম জন্তু জানোয়ারের সাথে পরিচয় করান। তাতে এক এপিসোডে দেখলাম এক ক্রাট ভাই আর্মার পরে শজারু ধরতে গিয়ে কাঁটার খোঁচায় নাজেহাল। একক কি বডি আর্মার পরে শজারু ওল্টান?
মোটা কাপড়ের আলখাল্লা পরে নিয়ে তারপরে শজারু কোলে নিয়ে ওল্টান হয়তো। :-)
kk, ০৫ মার্চ ২০২১ ০০:১২ - প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। একই কথা আমারও মনে হয়েছিল, ট্রোলিং এর ভয়ে আর জিজ্ঞেস করে উঠতে পারিনি।
নিজের কোলে রেখে শজারুকে ওল্টান কিনা আমরা জানি না অবশ্য।
যথার্থ কথাটা হল - শজারুকে উল্টে তার তালু দেখেন।
একক শজারু দেখেন না তো! শজারুর তালু দেখেন।
ধন্যবাদ অর্জুন।
ওদিকে তিনো থেকে প্রার্থী হয়েছেন এক লোক। ফেবুতে বন্যা বয়ে যাচ্ছে তিনি যে মলেস্টার সেই মর্মে পোস্ট দেখিয়ে। গ্রুপে গ্রুপে। ওয়ালে ওয়ালে। কেজানে এখানেও হয়তো আসবে কিছুকাল বাদে।
ওদিকে পোস্তো ভাপে কে আমি তাড়াতাড়িতে পড়লাম পোস্তো পেঁপে। ঃ-)
কেকে, শজারু শখ না। শজারু খুব সিরিয়াস জিনিস। ঃ-)
সত্যিই তো ন্যাড়াদা সিপিএমকে মার্ক্সবাদী বলেছে, কেন?
গানটি শুনতে বেশ ভালো লাগল।
রঞ্জন দা থ্যাংকু। ফোরটিসে গেলে ও অ্যপে রেজিস্টার করতেই হবে?
উঃ,আপনাদের এত ক্যালোর-ব্যালোর কেন? আমি মিমাংসা করে দিচ্ছি। এই দুনিয়ায় সবকিছুই শখ। অশখ-বিশখ বলে কিছু নেই। রান্না, বিপ্লব, শজারু, পাসপোর্ট, নাশা, শিলনোড়া সবই আদ্যন্ত শখ। কাজেই সবই যখন এক জিনিষ তখন কোনটা নিয়েই খোঁটা দেওয়া ন্যায্য নয়। অন্যায্য কাজ করবেননা। খোঁটার বদলে খুঁটি দিন। যাঁরা এসব না বুঝে তবু খোঁটা দিয়ে যাবেন, তাঁদের থোঁটা মুখ ভোঁটা করে দিন। ব্যস। এবার যান সবে নিজ নিজ কাজে।
T, এবার কি বোঝা গেল? আমি কি পার্সেল টাং এ অনুবাদ করে দেবো?
@Abhyu বাবু
আমাদের করা উমা বসুর শতবার্ষিকী অনুষ্ঠানের খবর আনন্দবাজার পত্রিকার 'কলকাতার কড়চা' (২৬/০১/২১) বিভাগে প্রকাশিত হয়েছিল।
আমার একটি চিঠিও (৩১/০১/২১)
একক শুধু শজারু পোষেন না, তাকে উল্টে দেখেন।
একক একটি অঘটন। ওঁকে খুঁজতে নাশা চর পাঠিয়েছে।