**কুশলীদেরকে
aranya
আমার উত্তর না পাওয়ার দুঃখে সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ।
এই দেখুন না দিদির অনশন মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি দেখেও গুরুর অধুনা তীব্র বিজেপি-বিরোধী পন্ডিতেরা কেন মৌন ছিলেন সেই উত্তরটা এখনো পাইনি।
খ্যাল করে দেখবেন যে সেই ২০০৬ থেকে পিটিকে যে পরিমাণ গালাগাল করা হয়েছে তার ভ্গ্নাংশও ঐ নরকের দরজা খোলার কৌশলীদেরকে করা হয়নি!!!
আকা, একদম। রবার্ট গলব্রেথ (মানে জে কে রাউলিং ) এর লেখা সিরিজ । ডিটেকটিভের নাম করমোরান স্ট্রাইক।
*পুষ্পের
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পবর্ষণ হাসি'- ভাটের কিছু পোস্ট এবং পোস্টদাতাদের দেখলেই আমার এই লাইনটা মনে পড়ে যায়! :-D
সঙ্গে থাকুন:-)
গুরুতে ফেবুর মত গ্রুপ খোলার ব্যবস্থা করে দিলেই হয়। সব গ্রুপই সবাই পড়তে পারবে কিন্তু শুধু বেছে নেওয়া লোক ছাড়া কেউ লিখতে পারবেনা। গ্রুপের নীতি না মানলে সেই গ্রুপের এডমিন বের করে দেবে। পাশাপাশি নীতিহীন মহাভাট হিসেবে এটা থাকুক।
অভ্যু
আমিও তাই জানতাম। তাই পাবলিক ফোরামে বলি না। দুএকবার শালা বলে ফেলেছি।
কিন্তু ভাটে এর যথেচ্ছ ব্যবহার দেখে ভাবলাম এগুলো এখন স্বীকৃত শব্দ । যতদিন বাঁচি ততদিন শিখি আরকি!
অরণ্যদা, এর মানে তো খুব সহজ। মাতৃভূমি অর্থাৎ পবকে স্বাধীন মানে হিঁদুদের থেকে মুক্ত করবেন আর কী। মানে সব হিঁদুকে ধরে কচুকাটা করবেন। প্রায় দাঙ্গা করার পূর্বঘোষণা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবেন। মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যে চেতাবনিটি দিয়ে থাকেন আর কী।
আগে কোনোদিন আট দফা ভোট দেখেছেন?
কিন্তু জ্যোতিষের ওঁরা তো "বাসনযুক্ত কুদাররত" টাইপের প্রেডিকশন করেন। গোটা রাজ্যের ক্ষেত্রে কি আর সেরকম হবে?
এবংঅথবা ১টা ৫৭-র পোস্টটা যদি জ্যোতিষের টইতে করতেন তবে একটা হহপা মিনিময় পত্তে পেতুম।
ভ্যাক্সিন কলকাতা য় কোথায় দেওয়া হচ্ছে?
চন্দ্রিল একটা ওয়েবসাইট খুলেছে দেখেছেন ? https://daakbangla.com/
আর একটা তো আছেই সকলেই জানেন। "তার পরে কী হইল জানে শ্যামলাল।" :-)
এ সম্পর্কে একটি যুগান্তকারী কোটেশান আছেঃ তার আর পর নেই নেই কোন ঠিকানা
ফ্লাইং ডোনাট ঃ-)
দারুণ স্বপ্ন তো, গল্পের মত
এদিকে কাল রাতে স্বপ্ন দেখলাম বহু অতীতে ফেরৎ গেছি, মায়ের সঙ্গে বাসে করে ফিরছি, সঙ্গে ছোট্টো ভাই ও আছে। বাস চলেছে মাঠ চিরে যে রাস্তা গেছে সেই রাস্তার উপর দিয়ে, চারিদিক ধূ ধূ অন্ধকার, তখন রাত। হঠাৎ বাসভর্তি লোক ভয় পেয়ে চিৎকার করতে শুরু করল, একটা বিরাট ডোনাটের মতন ইউএফো নাকি উপরে ঘুরতে লেগেছে, চক্কর দিচ্ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। সত্যি দেখা গেল। বাসও চলে, ইউএফো ও চক্কর দেয়। তারপরে একসময় চলে গেল একটা পাহাড়ের পেছনে। বাস থামল, আমরা মাত্র চারজনে নামলাম, মা ভাই আমি আর এক অচেনা মহিলা। বাসস্ট্প থেকে বেশ খানিকটা দূরে বাড়িঘর শুরু হচ্ছে, বাসস্ট্পা খোলা মাঠে। ওখান থেকে আমরা চারজনে দৌড়োতে দৌড়োতে একটা গলিতে ঢুকে দেখলাম মাঠে আবার সেই ডোনাট ইউএফো এসে মাটির কাছাকাছি নেমে পড়েছে। ওরে বাবা, আমাদের বুঝি ধরে নিত আরেকটু হলে।
জেগেও স্পষ্ট মনে ছিল বিরাট ডোনাটটাকে, বহু রঙের আলো ছিল ওটায়।
বাপরে, কী স্বপ্ন!!!
আব্বাস ব্রিগেডে বলেছেন, 'রক্ত দিয়ে মাতৃভূমি স্বাধীন করবেন'। এর কি মানে তা আমি ঠিক জানি না। অনেক কোশ্নের-ই সঠিক উত্তর অজানা, এও সত্য বটে, জ্ঞান ও বুদ্ধির অভাব
ত্রিশংকু বিধানসভাই ভবিতব্য মনে লয়, তার পর জানে শ্যামলাল
কারা আসবে বলে মনে হয় অরণ্যদা? তারপরে কী হবে?
আমাকেও জিগাবেন না। জিগালেও তো লাভ নেই। :-)
২০০৬ থেকে কোন প্রশ্নের উত্তর পান নি শুনে সত্যি দুঃখ হল। তবে মদীয় জ্ঞান ও বুদ্ধি এতই কম, পিটি বোধায় আমায় কিছু জিগাবেন না
নিজের সামান্য জ্ঞান বুদ্ধি মত দিই আর কী
অরণ্যদা, আপনি সব প্রশ্নের উত্তর দিয়ে দ্যান? কী সাংঘাতিক!!!!! ঃ-)
পিটি গত ১৫ বছর ধরে কোন কোশ্নের উত্তর পান না, এত বড়ই না-ইনসাফি।
আমায় জিগালেই সব উত্তর দিয়ে দি, কখনো জিগান না :-(
এটা দেখে মজা পেলাম। কাউকে পার্সোনালি কিছু বলা হচ্ছে না।
অভ্যুবাবু আমার রিয়্যাকশনের কারেক্ট প্রেডিকশন করিয়েছেন। দেবব্রতর রেডিও, লাইভ বা প্রাইভেট রেকর্ডিং আমার পছন্দ হয়না এই কারণে যে রবীন্দ্রনাথের কম্পোজিশনের টাইটনেস, ব্রেভিটি এগুলো উনি নষ্ট করে ফেলেন অত্যধিক পুনরাবৃত্তিতে, এলিয়ে গেয়ে। ওনার রেকর্ডের গানে সেসব নেই বলে সেখানে উনি ফাস ক্লাস ফাস।