৩০ শতাংশ মুসলিম ভোট যা বিজেপি ছেড়ে রেখেছে । এই আব্বাস সিদ্দিকী জিততে না পারলেও ওই ৩০ শতাংশ ভোটের কিছুট কমবে। এবং বিজেপির লাভ হবে । সিপিএম চিরকালই এগিয়ে ভাবে
আব্বাস সিদ্দিকী দারুন বলেছেন।
T, পুরোন ছবি দাও কেনে? আজকের ছবি দাও।
পিসি আমাদের ভিত্তি ভাইপো আমাদের ভবিষ্যত - শতরূপ উবাচ
খনুদা হারিয়ে গিশল। খুঁজে পাইনি। :)
দিচ্ছি ছবি
কবি তো কবেই বলে গেছেন - হাট্টিমাটিম টিম ওরা মাঠে পাড়ে ডিম।
লোক কেমন হলো ?
আনন্দবাজার ডিজিটালের পোতিবেদনে ঐ নামপোকাশে অনিচ্ছুক এক তিনোমূল শীর্ষনেতার বক্তব্যটিও অনুধাবনযোগ্য - ডিম একটি আদ্যোপান্ত সাম্যবাদী খাবার, ডিমের কোনো ছোটবড় নেই।
এককথায় রাণীর ঘরে যে ডিম আছে, টুনির ঘরেও সে ডিম আছে। অসঙ্গতিপূর্ণ ডিমের জন্য কত সিবি আই করাবি -- করা!!
ভাল কথা! আধআনি-উইলমারের প্যাকড ভুনিখিচুড়ি খেয়েছেন কখনো?
এত সস্তা আর উপাদেয়, যে খেলে মনে বেশ একটা যোশ আসে, ইচ্ছা করে সিংঘুর ব্যাদড়া চাষাগুলোকে দমদম দাওয়াই দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে।
মেনু যদি একই হবে তবে জোট বাঁধতে পারলিনি?? আরেকদিন নাহয় নবান্নের ফিসফ্রাইই খেতি। তাতে কিছু খেতিবিদ্ধি হত না।
আনন্দবাজার ডিজিটালকেও বলিহারি যাই। নিবি তো নে একেবারে রিগিং দেবের রিয়্যাকশন চেয়ে বসেছিস!! ওরে পাগোল, দেব ফ্যামিলি যে তিন দশমিক এক জেনারেশন ধরে শ্যালদার ডিমপট্টীর ডন রে!! সে কি আর নিজের মুখে বলবে যে ডিমপ্রতি সে বামফন্টের কাছে বা দিদির সরকারের থেকে কত কাঠমনি পায়?? দিয়েছে রুটি সব্জীর রামায়ন শুনিয়ে। আরে পাট্টি আপিসে লেনিন-স্তালিনের ছবিতে সন্দেবেলা একটু ধূপ দেবার লোক পায় না, তো রুটি কে মেখেবেলে দেবে? ভুতের রাজা?? যত্তোসব।।
রবীনবাবুর ভাইপো সুমিতবাবু ইদানীং ডিম্পট্টি কন্ট্রোল করেন শুনতে পাই। তা ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলার জনগণকেই বেছে নিতে হবে - পিসি-ভাইপো, না কাকা-ভাইপো!!
জনগন যেদিকেই যাক ডিম্ভাত এশিওর্ড। ভয় শুধু ভুনি খিচুড়ী না ফাঁকতালে ওয়াকোভার পেয়ে যায়।
বাঃ দারুন লিখেছে
রমিতের জন্য,
টুম্পা সুমন আবার কোনটা ? লিংক পোস্টান
দিদির ক্যান্টিনে যিনি খাচ্ছেন তিনি দিচ্ছেন পাঁচটাকা আর সরকার দিচ্ছে দশ টাকা। ওটা আসলে পনেরোটাকার খাওয়া।
না না! ওটা কার জানতাম, এখন মনে পড়ছে না, নাম সহই দেখেছিলাম প্রথমে।
টুম্পা সুমন প্যারডি কি হুতোশ্রির?
গরীব দরদী
গরীব দরদী
আম্মা ক্যান্টিন ২০১৩ তে সুরে করে জয়ললিতা - উইকিতে দেখলাম। তা পবতে ২০২১ এ ভোটের ঠিক আগেই ... কি আর লিখবো! ব্যাপারটা বুঝতেই গরীব দরজা বাংগালি পার্টির আট বছর লেগে গেলো!
সরকারের কেনা আর আমাদের কোলে মার্কেট গিয়ে পাইকারী দরে কেনায় তফাত থাকার কথা। এটা ওই পাঁচ টাকার হিসেবে মিলবে না।
Earlier this month, the Chief Minister had allotted Rs 100 crore in the budget for the scheme to support subsidised cooked meals for the poor and the destitute.
তাহলেও কিছু ভর্তুকি তো লাগবে। মানে বাল্ক কেনার জন্য ডিম একটু সস্তায় যদি পাওয়া যায় তাহলেও।
ডিম সিঙ্গুল কিনলে ৫ টাকা। প্লেট (৩০ টা) কিনলে ১২০-৩০। আর থোকে কিনলে আরো কম হবার কথা।
তামিল নাড়ুতে আম্মা ক্যান্টিনগুলোতে ব্রেকফাস্ট লান্চ আর ডিনার পাওয়া যায়। ওদের খাবার বেশ ভালো আর ক্যান্টিনগুলো ভালো চলে। অনেকে খায়।