&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪২473754জাপানি একরকম ঝাঁঝ সস আছে, ওয়াসাবি, ওটা অল্প একটু নিয়ে টাইট পোস্তবাটার সঙ্গে মিশিয়ে নিন। তারপরে রুটি দিয়ে খান। জমে যাবে। :-)
:|: | 174.25.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩৭473753আহা ঝোল ঝোল মানে কি আর ট্যালট্যালে? @ ৪টে ১৭।
বীরভূম বদ্দমান বাঁকুড়ার গ্রেভি গ্রেভি আলুপোস্ত খায় দিনের বেলা ভাতের সঙ্গে আর শুকনো যাকে বলছে টাইট পোস্ত সেটা খায় রাতে রুটির সঙ্গে। মানে উত্তর কলকাতা এস্টাইল। সব মিলিয়ে সর্বাঙ্গ সুন্দর ঐক্যবদ্ধ ঘটি সাম্রাজ্য।
&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৪:২৯473752আলুর সঙ্গে বেগুণ, টমেটো, চিচিঙা এইসবও দিয়ে দেবেন কুচি করে কেটে। জমে যাবে আলুপোস্ত। :-)
ঝোল ঝোল আলুপোস্ত | 165.225.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১৭473751ঝোল ঝোল আলুপোস্ত বদ্দোমানের না কি? হলুদমাখা ঝোল যাতে পোস্তদানা খুঁজতে মাইক্রোস্কোপ লাগে - সে তো মেদিনীপুরের।
S | 2405:8100:8000:5ca1::4cc:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১১473750"বিল আনলেই রাজ্যসভায় পাস হবে তার গ্যারান্টি সিবিআই য়ের হাতে"
এই কথাটা দারুন।
:|: | 174.25.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৪:০৫473749ওমা ছেম ছাইড হবে ক্যানো? ওই যে কেসি বাবু বললেন ঘটি দুই প্রকারের হয় কলকাতা আর বদ্দমান বাঁকুড়া বীরভূম। পোস্তর টেক্সারে সেটা অনেকটা বোঝা যায়। তো সেই থিওরিকে খানিকটা সেকেন কল্লাম মাত্র -- ম ৩টে ৫৫
ম | 2607:fb90:e1e1:a10c:f176:6a73:9243:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৫৫473748এহে! ঘটিরা ছেমছাইড করে ফেলছে:-(((
বিবেকানন্দ ঝোল ঝোল আলুপোস্তকে শ্রীবদনে স্হান দিয়েছিলেন!! বদ্ধোমানের বাঙাল:-)))
:|: | 174.25.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৩473747*১২ টা ১৬ গতে
:|: | 174.25.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৩473746দেখুন ১২টা গতে সম্বিৎ বাবু যে স্বামীজিকে উত্তর কলকাতার ঘটি দলে টেনে নিলেন সেটা ঠিক ন্যায়সম্মত হলো না। তিনি আদিতে বদ্দমানের লোক। সেখানকার ঘটিস্য ঘটি। তাই সেশ পজ্জন্ত বহু দিন ধরে বহু ক্রোশ ঘুরে ঝোলঝোল আলুপোস্তকেই শ্রীচরণে (টু বি প্রিসাইজ, শ্রীবদনে) ঠাঁই দেন।
দু | 47.184.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:২৬473745পোস্ত এদেশে ব্লাড টেস্টে আফিং হিসেবেই আসে
&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৯473744হ্যাঁ, হত আফিম, তবে বুঝতাম! ঃ-)
ম | 2607:fb90:e1e1:a10c:f176:6a73:9243:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৭473743ফলের দানাতেই লুটোপুটি করে জীবন কেটে গেল, হায়রে:-(((
ম | 2607:fb90:e1e1:a10c:f176:6a73:9243:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১২473742মাগো পোস্ত নিয়ে গর্ব!! ঐ দিকে রেডারে যে পোস্তর ছাতা পড়ে গেল, আর এক্সপোজার তো দূর, কিছু ধরাই পড়ে না!
&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০৪473741ঘটিবাড়ির আলুপোস্ত খুব শুনেছি, আগে খাইনি। তারপর ঘনিষ্ঠ এক আত্মীয়ের ঘটিবাড়ির মেয়ের সঙ্গে বিয়ে হল। সেখানে নেমন্তে গিয়ে সেই বিখ্যাত আলুপোস্ত খেলাম। তেমন সাংঘাতিক কিছু লাগল না, ভালো। সে তো মথুরার ডুবকি আলুও ভালো। কৃষ্ণ খেতে ভালোবাসতেন বলে একজন একবার রেসিপি দিয়েছিলেন। ঃ-)
হায় | 162.244.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০২473740আপুনারা কতো কম খান। অগ্নিযুগে বাঙালি হাপ্ পাঁঠা এপেটাইজারেই মেরে দিত। বাকি হাপ্ হাঁড়িখানেক ভাত সহযোগে। তাপ্পর রক্ত দিতে বেরোত। গর্গ যেমন কয়েচে।
&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০০473739যাঁরা খুঁতখুঁতে, তারা ফ্রেশ লইট্যামাছ দিয়ে ঝুরা করেও খেতে পারেন। সেও খুব ভালো। প্রচুর ঝাল দিতে হয়।
aranya | 2601:84:4600:5410:bd50:6672:b57f:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:৫৭473738পোস্ত - ও বেশ ভাল , তবে শুটকি এক অন্য ব্যাপার
সম্বিৎ | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৭473737ওই ঘাসের কেকের মত দেখতে আখাম্বা ওই বস্তু দুটি কী?
সম্বিৎ | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৬473736মাইমার দেখি ফাইনার থিংস ইন লাইফ নিয়ে শুধু যে কোন expojar নেই তাইই নয়, expojar-এর ইচ্ছেও নেই। স্যাড।
ম | 2607:fb90:e1e1:a10c:f176:6a73:9243:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৪473735বাঙালবৌ রা ঘটি বরদের পোস্তর বদলে এসব খাওয়ায়:-) 
ম | 2607:fb90:e1e1:a10c:f176:6a73:9243:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৭473734পোস্ত! তার আদিগন্ত টলটলে ঝোল! কে খায়?? ঘটি বাড়িতে নানারকম পোস্ত হয়, টলটলেও:-)
aranya | 2601:84:4600:5410:c0f2:46ed:801c:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:১২473733শুটকি রকস
পোস্ত | 2600:1002:b122:db53:2dba:f705:f1b6:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:০৫473732সাদা পোস্তর সাথে আদিগন্ত টলটলে হলুদ পোস্তর তুলনা হচ্ছে বুজি?
ধ্যাত, কিসে আর ইসে!
aka | 2600:1005:b117:1f60:2c13:d4e4:60e4:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০১:৫৯473731না না পোস্তবাটা সাথে গরম আলুভাজা মেখে খেতে খুব ভালো লাগে।
ম | 2607:fb90:e1e1:a10c:f176:6a73:9243:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৭473730তরকারি হলুদ ছাড়া রান্না করা যায়, এ আমি কেবল জানতাম, খাবার সুযোগ হয়নি। বিয়ের পর লুচির সাথে সাদা আলুর তরকারি দেখে কেমন অস্বস্তি হয়েছিলো মনে আছে।তারপর আবার সাদা পোস্ত, সাদা শুক্তো- তরকারিতে হলুদ না দিলে কেমন তাকিয়ে আছে মনে হয়-এখনো হয়:-))
পোস্ত নিয়ে কেন এত হৈচৈ আজও বুঝি নাই। পোস্তর বড়া, বাটা কোনওটাই না খেলেও কোনও অসুবিধে নেই। গর্বের সঙ্গেই বলি, এ সমাজ আমাকে মেনে না নিলে বসে কসু খাক:-P
Du | 47.184.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৯473729বিল আনলেই রাজ্যসভায় পাস হবে তার গ্যারান্টি সিবিআই য়ের হাতে
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:১২473728হ্যা আমি ছিলাম।
সম্বিৎ | ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৫473727উনিজী হাত দিলেই সোনা। স্টেডিয়ামের নামকরণের পরেই দেড় দিনে টেস্ট ক্রিকেট শেষ। আইসিসি পিচ প্রিজার্ভ করতে বলেছে। লর্ডসের মিউজিয়ামে রেখে উনিজীর নামে উৎসর্গ করবে।
Du | 47.184.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫২473726আহা সিধলবড়া! কবে যে আবার জুটবে?
অনেক বাঙাল ও নাক শিটকাবে যদি ও।
T | 103.15.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫১473725খনুদা তোমাদের ওদিককার বিকেলের মিছিলে ছিলে নাকি!
এদিকে মোদিজী বারায় নমো কত্তে বলেছেন। করুন আর কী।