কিন্তুক অভ্যুবাবু কই? :)
হ্যাঁ, বিশ্বাসযোগ্যই বাংলা। বিশ্বাসনীয় সেই বিমর্শের কেস এর মতন। লোকে জিজ্ঞেস করছে, বিমর্শ!!! বিমর্ষ হবে কি? নাকি পরামর্শ? এর মানে কী? ঃ-)
"বিশ্বাসনীয়" নতুন শব্দ
২৩টা ১৮-র পোস্টে "bishwasanIy" শব্দটি এক্কেবারে নতুন শুনলাম। এদ্দিন শুধু বিশ্বাসযোগ্যই জানা ছিলো।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর জনজাতি সংগঠন ‘বনবাসী কল্যাণ আশ্রম’-এর সক্রিয় কর্মী কমলি।
হানুর থেকে ভিন্নমত পোষণ করছি।
লালকেল্লায় আন্দোলনকারীরা আদৌ জাতীয় পতাকা তোলেনি। তুলেছে একটিই পতাকা।
সেটি আদৌ কৃষক আন্দোলনের পতাকা নয় , ওটি শিখদের ধার্মিক পতাকা -- নিশান-এ-সাহিব! হলুদ পৃষ্ঠভূমিতে গাঢ় নীল দিয়ে কৃপাণ ও বর্শার প্রতীক আঁকা পতাকাটি সমস্ত গুরুদ্বারায় ওড়ে। কোলকাতাতেও। কৃষকদের বড় অংশের পতাকা ও পাগড়ির রঙ সবুজ।
আমার ব্যক্তিগত অভিমত এর ফলে আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে আন্দোলনরত কৃষকদের প্রস্তাবিত সংসদ অভিযান শুধু কঠিন নয় , প্রায় অসম্ভব হয়ে উঠবে।
সংযুক্ত কিসান আন্দোলনের নেতৃবৃন্দ, এমনকি যোগেন্দ্র যাদব, এই ঘটনার সঙ্গে মূল আন্দোলনের সম্পর্ক অস্বীকার করেছেন। এঁরা এসবের মধ্যে আন্দোলনের ক্ষতি করার কিছু বাইরের তত্ত্বের হাত দেখছেন। আমার ধারণা এতে খালিস্তানি তত্ত্বের অনুপ্রবেশ গোছের সরকারি প্রচার জনমানসে বিশ্বাসনীয় হয়ে উঠবে। আমার আশঙ্কা ভুল প্রমাণিত হলে যারপরনাই খুশি হব।
ইংরিজি ঠিক ভালো বুঝি না, একটু বুঝিয়ে বলুন, হাসি মুখ।
আকাবাবু দেখি অরণ্যবাবু হই গ্যাচেন ফলস ডাইকোটমি মারাতে মারাতে।
অভ্যু , আকা তোমাকে ফালতু ইকূইভ্যালেন্সের দিকে ঠেলছে, এসব ফাঁদে পা দিও না।
সাটল ভাবে বলা যেতে পারে তে এরপরে লেপ্ট লিবেরাল আমরা হেডলাইন করব, লাল কেল্লা য় জাতীয় পতাকা তুললেন কৃষকরা আর রাইট উইং রা বলার চেষ্টা করবে খালিস্তানি এলিমেন্ট লাল কেল্লা য় ঢুকেছে। আমি এতেই খুশি প্রজাতন্ত্র দিবসে সরকারের নাক ঘষাটা বিউটি লাগল
আজ অভ্যুবাবু কি বলেন শুনতে চাই।
ভাল লাগল পড়ে।
সাটল ভাবে বলা যেতে পারে তে এরপরে লেপ্ট লিবেরাল আমরা হেডলাইন করব, লাল কেল্লা য় জাতীয় পতাকা তুললেন কৃষকরা আর রাইট উইং রা বলার চেষ্টা করবে খালিস্তানি এলিমেন্ট লাল কেল্লা য় ঢুকেছে। আমি এতেই খুশি প্রজাতন্ত্র দিবসে সরকারের নাক ঘষাটা বিউটি লাগল
নেতাজি বলেছিল দিল্লি চলো । অনেকেই বলেছে লালকেল্লা চলো। কিন্তু পৌঁছে কি হবে কেউ বলেনি। খুব আগ্রহের সংগে অপেক্ষা করছি এরপরে কি হয়।
আপাতত আন্দোলন এর প্রধান নেতৃত্ব এই রেড ফোর্টে যাওয়া টা সমর্থন করছেন না, আগে থেকে ঠিক করা রুটে তাঁরা মিছিল চান।
অত: কিম?
সত্যি সুন্দর।
রেডফোর্টে ট্রাকটর
ধন্যবাদ।
অপু/ব্রতীন ছবিগুলো খুব ভাল হয়েছে। অনেক ধন্যাবাদ, শেয়ার করার জন্য।
ভাইজাগ আগে কবার গেছি। এবারে ভিলাই। ( বন্ধু এক্স এয়ার ফোর্স। বর্তমানে ভিলাই স্টীল প্ল্যান্টে চাকরি করে।)
ওয়াইফ স্কুলে ছুটি পায় না। তাই একাই এসেছি। ভিলাই থেকে জগদলপুর 283 কিমি। ওখান চিত্রকূট জলপ্রপাত দেখলাম।
ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করো, ইউটিউব ক্যাশ আর ব্রাউজার ক্যাশ ক্লিন করো। ব্যস। তাহলে সব রিসেট হয়ে যাবে, তখন স্রেফ জিওলোকেশন বেসড ফিড আসবে।
তাহলে আর উপায় কি? পিচাইকে চিঠি লিখে দেখুন। :-)
হ্যাঁ, লগিন-পূর্বক। অনেক সেভড ভিডিও-টিডিও আছে। সেভও করি নিয়মিত।
সম্বিৎ কি লগ ইন করে ইউটিউব করছিলেন নাকি?
আমি ইনকগনিট মোডে ইউটিউব করি। দেখি খুব একটা জ্বালায় না।