বৃষ্টি না হলে প্রচুর সমস্যা হতে পারে।
অভির পোস্টের প্রেক্ষিতে : এইটা ক্রিকইনফোর প্রশ্ন ও উত্তর
Mriganka: "Pujara and Gill have both played almost the same amount of deliveries. If Pujara is a good batsman, then he should have been able to score as good as Gill. If he falls trying to score runs instead of blocking, then he's not as good as Gill. Is that a fair comparison? If Gill can survive, another equally good batsman should also survive. In that case, how did Pujara's blockathon help India in any way? Why consider him a good batsman? If he takes up 100 balls to remain not out and score 8 runs, whereas Gill takes up 100 balls to remain not out and score 50 runs, which one is a better batsman? The one who has scored more runs or the one who is afraid of losing his wicket if he attempts to score runs? Please provide your opinion."
-- My opinion is that Pujara is one of the best batsmen in the world right now and Gill one of the best young batsmen, and India are hugely lucky to have them both.
বৃষ্টি না হলে তৃতীয় সেশনে আবার একটা নতুন বলের ব্যাপার আছে। খুব চাপ। অবিশ্যি যদি ততদূর যায়। কামিন্সের শর্টপিচ আর ফুল - সব বলই বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে।
এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় উন্মাদের দল কত বলে কত করলে জিতব, তার হিসেব করে পুজারাকে গাল দিচ্ছে। আবহমানের ভাঁড়, এসেছে গাধার পিঠে চড়ে।
আর বৃষ্টি হবেনা।পরিষ্কার হয়ে গেছে।
বৃষ্টি চাই না, খেলা হোক। ভারত লড়ুক
একটু বেশি শট খেলে বটে।
আমারমনে হয় লাঞ্চের পরে ঘন্টাখানেক একের বেশি উইকেট না হারিয়ে খেলে দিতে পারলে ইন্ডিয়া উইল গো ফর দা চেজ।
গিল ছেলেটি বেশ ভালো প্রসপেক্ট। পায়ের জড়তা আছে, স্ট্রোক খেলার প্রবণতাও বেশি, ওসব শুধরে যাবে ময়দানে কদিন ঘুরে টুরে। ভবিষ্যতের বাজি।
বৃষ্টির প্ল্যান কি? কখন আসবেন তিনি?
রোহিতের ঐ টেম্পারমেন্টেই সমস্যা।
লান্চ হল। টি অবধি টেনে দেওয়া যাবে। তারপর বিষ্টি। এই হল প্ল্যান।
কিন্তু এক্সেলেন্ট টেম্পারামেন্ট। লড়ে যাচ্ছে। নট থ্রোইং উইকেট।
পুজারা খুবই টলোমলো করছে।
ওদিকে একটা রাম আর বিভীষণের মিম করেছে কারা যেন, ফেবুতে অনেকে শেয়ার করছে। বিভীষণ দাদার দলে কাজ করতে পারছিল না, তাই রামের কাছে এসেছে যোগ দিতে। এতে সেরকম হাসির কী আছে বুঝলাম না। রামায়ণেও তো সেইরকমই আছে।
অদ্ভুত ব্যাপার হল সেই মিমে রাম একেবারে সবুজ।
অজিদের জেতা খুবি দরকার, প্যানিক স্বাভাবিক
অস্ট্রেলিয়ান কমেন্টেটররা প্যানিক করে যাচ্ছে।
এখন তো ড্র এর জন্যই খেলবে
শেন ওয়ার্ন চটে লাল যে স্পিনার পুজারার জন্যে সিলি পয়েন্ট নেয়নি কেন। শেষ দশ মিনিট ধরে ওয়ার্ন ফ্রাস্ট্রেশন প্রকাশ করে যাচ্ছে।
ড্র এর জন্যে খেলছে।
ভেবেছিলাম রোহিত বড় হয়ে টেস্ট ব্যাটসম্যান হবে। সে আশায় ছাই
পুজারা ঠিকঠাক মিডল করছে না এখনও অব্দি। ব্যাটের পেরিফেরি দিয়ে ডিফেন্স করছে। তবে ছাড়ছে খুব ভালো। এবার দেখি অফ স্পিনারের বলে কী হয়।
কাল রাতের বিষ্টিতে মনে হচ্ছে আউটফিল্ড স্লো হয়ে গেছে। কাল বল বিদ্যুতের মতন যাচ্ছিল।
আচ্ছা, ওই আঠাশ থেকে একত্রিশ - এই চারদিনের বইমেলার খবরটা কি সত্যি?
দেখুন, রোহিত শর্মা টেস্টে মোটামুটি প্রমাণিত ব্যর্থ। বছর দশ বারো হয়ে গেল, এখনও পরিপূর্ণ ভরসাযোগ্য না।
যা শালা। শুরু হতে না হতেই রোহিত আউট। ক্রিটিকাল ম্যাচে এভাবে ছড়ালে কিসের বড়ো প্লেয়ার হলো আর ? দুরদুর।
সরি চাই। কম্পুতে দেখতে পেলাম ২টো ৫২ লিং। ফোন থেকে আসছিলো না। হয়তো স্লোনেট প্রব্লেম।
অভ্যুবাবু ২টো ৫২-র পোস্টটা কোন পেনে লেখা? আর এর অর্থই বা কী ?
ফোরকাস্ট বলছে মোস্টলি সানি। তিনটের পর অল্প বিষ্টি হতে পারে।
আকাশ যে কালো হয়ে আছে। এরকম ইন্টারেষ্টিং টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেলে খুব বাজে হবে.
আমার আবার দুড়দাড়িয়ে যেসব খেলা শেষ হয়, সেইগুলো ভালো লাগে। যেমন ফুটবল অর্থাৎ কিনা সায়েবরা যাকে বলেন সকার। সেই ধন্যি মেয়ে র ফুটবল ম্যাচ ? গোলের পর গোল দিয়ে যাচ্ছে আর রেফারীর ভূমিকায় গ্রামের পুরোহিত( রবি ঘোষ) লাফাতে লাফাতে পিঁ পিঁ বাঁশি বাজিয়ে যাচ্ছেন, গাছের উপর থেকে ধারাবিবরণী দিচ্ছেন একজন।