সম্বিৎ | ১৯ জানুয়ারি ২০২১ ০০:১৫471649এ বাবা, অল দা লাইন ব্রেকস হ্যাভ গন টু মায়ের ভোগেজ।
সম্বিৎ | ১৯ জানুয়ারি ২০২১ ০০:১৪471648ভারতের জয় নিয়ে আমার তেমন হেলদোল নেই। কিন্তু হায়েস্ট লেভেল অফ ক্রিকেট কম্পিটিশন হচ্ছে। খেলাটা পুরো দেখতে চাই। বৃষ্টি চাইনা। ইঞ্জুরিও নয়।
আর এইটা বইকতের জন্যে -
Does reverse woofing ever work? No. Reverse woofing will never work. First of all, the Gods of Woofing, being All-Knowing, know which teams every sports fans likes, loves, hates, despises, or doesn't care about. Second, reverse woofing is extremely offensive to the Gods of Woofing for two reasons. One, it insults their intelligence when a mere mortal presumes that he can fool them, and two, they are offended by such deviousness. As a result, reverse woofing is the most serious type of woofing possible, and a reverse-woofer DOOMS his/her team to an embarrassing loss.
সিএস | 49.37.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ০০:১৪471647এরকম শেষ দিনে ভারত তিনশো মতো করতে কী পারবে না, দেখে দেখে, সয়ে সয়ে বয়স হয়ে গেল।
avi | 2409:4060:201b:48e8:a674:3969:ddbb:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ০০:০৭471646ভারতের জয় নিয়ে ভাবার কোনো জায়গাই নেই। আশা করি ভারতীয় ব্যাটসম্যানরাও ভাবছে না। একটা সেশন বৃষ্টিতে ধুয়ে যেতেই পারে। বাকি দুই বা আড়াই সেশন কিন্তু হবে। পিচের ক্র্যাক ভাবাচ্ছে। পজিটিভ খবর বলতে দুটো। এখনও অব্দি কোনো উইকেট পড়েনি। আর স্টার্ক হ্যামস্ট্রিং ধরে মাঠ ছেড়েছে।
সিএস | 49.37.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ০০:০৪471645আমি ভারতের দেড়শো দেখছি।
সিএস | 49.37.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ০০:০১471644woofing জানা ছিল না।
খেলা শুরুর আগে অবধি উল্টোটা করুন।
ভাল বলেছেন।
"একটা ইঙ্গিত" | 2603:8080:d40:145:42:44d4:a842:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২৩:৪১471642কপিলের নেতৃত্বে প্রুডেন্সিয়াল বাদ দিলে উত্তর ভারতীয়দের ভারতীয় ক্রিকেটের সফল নেতৃত্বের দৃষ্টান্ত সেইরকম নেই | বেদী কপিল কোহলি ক্যাপ্টেন হিসেবে আন্ডার-পারফর্ম করেছেন | পাঞ্জাব হরিয়ানার আগ্রাসী অভদ্র নেতৃত্বের স্টাইল অবশিষ্ট ভারতের ঠিক স্যুট করে না মনে হয় |পাতৌদি বা সৌরভের আগ্রাসনের সাথে আভিজাত্য মিশে ছিল | ধোনির মধ্যে একটা হিউমিলিটি ছিল | এই চিন্তাকে আর একটু এগোতে দিলেই স্বাধীনতার পর রাজনীতি ও সংস্কৃতিতে ভারতের আণ্ডার-পারফর্মেন্সের পিছনে দিল্লী ও বলিউড কেন্দ্ৰিকতার কথা চলে আসবে | ওভার জেনারেলইজেশনের আগে চুপ করাই ভালো |
উফ্ লিখলাম টিপ্পনি, হল টিউশনি!
Kk,
অনেক অনেক অভিনন্দন। আগে অনেকবার আপনার লেখা ও টিউশনি পড়েছি। ভাল লাগত, একবার রবীন্দ্রসঙ্গীত ও এমেনেমের র্যাপ ইত্যাদি নিিয়়ে মজার "বিমর্শ" হয়েছিল।
সেই ভাললাগাটা আবার জানিয়ে গেলাম।
Apu | 2401:4900:314a:bc29:154a:da65:8fc2:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২৩:১৯471639এনি আবার কিনি ? :))))
আমি চেনা লোকের সাথে ই আড্ডা দিতে স্বচ্ছন্দ বোধ করি। মেঘনাদ দের একটু এড়িয়ে চলি।
অম্লান বদন | 46.19.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২৩:১৫471638ব্রতীনদার চেনাচিনি অসুখ আছে। অমুককে কতদিন ধরে চিনি, অমুকের আসল নাম জানি, অমুকের সঙ্গে চা খেয়েছি, এসবের বাতিক আছে।
Apu | 2401:4900:314a:bc29:154a:da65:8fc2:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২৩:১০471637আচ্ছা। এবার মনে এল। সরি কেকে। অভ্যু ধন্যবাদ।
Abhyu | 198.137.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২৩:০০471636আর এইবারে স্পেশাল সেই পোস্ট
S | 2405:8100:8000:5ca1::10a:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৫৯471635থার্ড টেস্টের শেষে অশ্বিন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে টিভি ইন্টারভিউতে যে ড্রেসিংরুমে সবাইকে এত খুশি হতে আগে দেখিনি। একটা ইঙ্গিত তো আছে এই কথায়।
Abhyu | 198.137.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৫৮471634দমুদি বলত না, গুরুর্গণেশ? ব্রতীনদার উপর বিরক্ত হয়ে কপি-পেস্ট করছি। কদিন আগেও কেকে বলেছে এটা নিয়ে।
kk | 182.56.20.130 | ২৮ জুন ২০১৫ ০৩:০৪301759
i | 134.168.189.218 | ২৮ জুন ২০১৫ ০৩:৩৯301761
Abhyu | 138.192.7.51 | ২৮ জুন ২০১৫ ০৩:৫৩301762
mita | 82.83.191.55 | ২৮ জুন ২০১৫ ০৪:২৯301766
anirban | 172.238.29.100 | ২৮ জুন ২০১৫ ০৪:২৫301765
Ishan | 183.17.193.253 | ২৮ জুন ২০১৫ ০৫:১৩301772
ম | 183.17.193.253 | ২৮ জুন ২০১৫ ০৫:১২301771
4z | 86.71.60.137 | ২৮ জুন ২০১৫ ০৫:৪০301776
pi | 192.66.3.163 | ২৮ জুন ২০১৫ ০৮:২৮301783
sinfaut | 69.94.112.75 | ২৮ জুন ২০১৫ ০৯:১৬301789
Div0 | 132.166.181.91 | ২৮ জুন ২০১৫ ১১:৩৬301809
তাপস | 126.202.203.181 | ২৮ জুন ২০১৫ ১৭:৩৮301821
সিংগল k | 127.237.202.86 | ২৮ জুন ২০১৫ ১৮:৫৭301825
সম্বিৎ | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৫৮471633বলতে বলতে দুটো woof.
S | 135.148.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৫০471632শুভমন গিল বড় ট্যালেন্ট। ওর ব্যাটে হাজার হাজার রান আছে। হয়ত ইন্ডিয়ার কাপ্তানিও। একটু ধৈর্য ধরে মন দিয়ে ক্রিকেটটা খেলে যেতে হবে।
Apu | 2401:4900:314a:bc29:151:cd80:11b0:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৩৮471631গিল আলাদা জিনিস। লম্বা রেসের ঘোড়া। দেখতে থাকুন
Apu | 2401:4900:314a:bc29:151:cd80:11b0:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৩৭471630টেক্সাস এ থাকার সময় টেনেসি র স্মোকি তে গিয়েছিলাম । বেশ লেগেছিল। কেকে এখন কোন দিক টাতে থাকো?
সম্বিৎ | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৩৭471629সন্দেহ করছি গিলকে সম্বিৎবাবু একটু নজর দিয়েছেন।
বইকত নিশ্চয়ই উফিং (woofing) কী জিনিস জানেন।
http://homepages.cae.wisc.edu/~dwilson/rsfc/Woof.html
প্রাচীনকালে যখন ক্রিকেট নিউজগ্রুপে যাতায়াত ছিল, তখন জেনেছিলাম। সেই থেকে উফিং আর রিভার্স-উফিং নিয়ে খুব সন্তর্পণে থাকি।
r2h | 49.206.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:৩৬471628কেকে, হ্যাঁ, আবছামত মনে আছে, কেমন মনে হয় ঐ চত্বর নিয়ে কোন লেখপত্র পড়েছি বোধয়, মানে ঠিক লেখা-লেখা বা এমনি গল্প আড্ডা।
চমৎকার জায়গা, ঐ স্মোকি টোকি ঐসব চত্বর। মুনশাইন নামটাও কি ভালো।
kk | 97.9.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:১৯471627হুতো, আমি একসময় ঐ চত্বরে থাকতাম :-)
অপু, তুমি এখন ভুলে গিয়েছো, তখন ঐ পোস্ট পড়েওছিলে, উত্তরে লিখেওছিলে। যাক গে, অনেক্দিনের কথা, ভুলে যেতেই পারো।
r2h | 49.206.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:১৫471626ডিসির ভিডিওটা দেখে মনে পড়লো, এইবার পিজিয়ন ফর্জ গিয়ে কী কী যেন সব বেশ লোকাল হুইস্কি, আমার আবার নাম টাম মনে থাকে না, মুনশাইন এইসব খেলাম। আমেরিকানদেরও বলিহারি, কেমন করে বেআইনি চোলাইকে চমৎকার মার্কেট করেছে।
যাওয়ার সময় টেনেসি দিয়ে গেলাম, ফেরার সময় পাহাড়ের ওপর কী একটা দেখে ফিরছি, দেখি পুরো অন্য রাস্তা দিয়ে সাউথ ক্যারোলাইনা দিয়ে বের করলো। চমৎকার পাহাড় জঙ্গলওলা নির্জন ছোট রাস্তা। এক জায়গায় অবশ্য একটা দানব পিকাপ ট্রাক বাজেভাবে টেলগেট করছিল, ঘাবড়ে গেছিলাম, গাম্বাটদের এলাকা এমনিতেই। আর অন্য সময় কিছু জায়গা ট্যুরিস্টে বিজবিজ করে সেসব জায়গা প্রেতপুরীর মত খাঁখাঁ, করোনার জন্যে কিনা কে জানে।
Apu | 2401:4900:314a:bc29:2ce0:728c:73c9:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:১৫471625ওহো !! আমি মাঝে প্রায় বছর আড়াই / তিন গুরু তে লিখি নি। মনে হয় মিস করে গেছি। এনিওয়ে যেমন বললে কেকে বলেই ডাকবো তাহলে;
হমম । আমি বিন্দাস!!
kk | 97.9.***.*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:০৬471624অপু,
আমি ঠিক আছি। তবে একটা অনুরোধ করি? প্লীজ আমাকে 'কৃষ্ণকলি' বলে ডেকোনা। ২০১৫ সালে (২৭শে জুন, টু বি প্রিসাইজ) আমি খুব ক্লিয়ারলি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলামনা আমার নাম-্পরিচয় ইত্যাদি নিয়ে? মনে আছে? সেটাকে সন্মান দিলে খুব ভালো লাগবে।
তুমি ভালো আছো?
Apu | 2401:4900:314a:bc29:2ce0:728c:73c9:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:০৩471623আরে ডিসি, বহু দিন আসি নি। এসে দেখে বাজার হেব্বি গরম
Apu | 2401:4900:314a:bc29:2ce0:728c:73c9:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:০১471622আছো
Apu | 2401:4900:314a:bc29:2ce0:728c:73c9:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২২:০০471621কৃষ্ণ কলি কেমন আছে হে?
dc | 2405:201:e010:5018:c400:1ed7:3ac8:***:*** | ১৮ জানুয়ারি ২০২১ ২১:৫৯471620অপু, গুড কপ ব্যাড কপ?