এমনকি এদেশের চিড়িয়াখানাতেও সাপ রাখে না। অন্তত ছেড়ে রাখে না।
হ্যাঁ, নিউজিল্যাণডে সামুদ্রিক সাপ আছে, অ্যাটলাস দেখুন,
https://www.doc.govt.nz/our-work/reptiles-and-frogs-distribution/atlas/
তবে সাপ আনা নিষিদ্ধ, ধরা পড়লে, $১০০, ০০০ ডলার সাপপিছু ফাইন। নিউ জিল্যাণ্ডের বন দফতরের অফিসাররা প্রতি বছর অস্ট্রেলিয়ায় সাপ ধরার কোর্স করতে যায়। জঙ্গলে ঘুরে সাপ ধরার আলাদা বাহিনি আছে। এসবের দরকার আছে, কারণ সাপ ছেড়ে দিলে প্রচুর নেটিভ স্পিসিসের মারাত্মক ক্ষতি হবে, বিশেষ করে কিউয়ি পাখির।
বাবুল বাবুল পয়সা উসুল।
আমাদের দিদিও ত বিধানসভা ভাঙচুর করেছিল। আম্রিগা করলে লীলা , দিদি করলে বিলা।
সে পাঞ্জাব৷ করলে লীলা আর সিঙুর করলে৷ বিলা। কৃষকদের কথ কইছি।
তা ছাড়ুন কিন্তু খবর্দার ট্রাম্পকে নয়।
সামুদ্রিক সাপ আচে। আচ্ছা নিউজিল্যান্ডে কিছু সাপ ইন্ট্রোডিউস মানে , নিয়ে গিয়ে ছেড়ে দিলে কেমন হয় ?! :) বেশ একটা স্টাডি হবে।
আমি নিউজিল্যাণ্ডে মুভ করতে চাই, ট্রাম্প নেই আর সাপ নেই।
মেট্রো আর্বান অন্চলে যে বিলো বা নিয়ার পভার্টি জনসংখ্যা সেটা মূলত মাইনরিটি। হোয়াইট পুওর এক্দম নেই, তা নয়। কিন্তু বেশিরভাগই লো ইনকাম জায়্গায় সড়ে গেছে।
শহরে মাইনরিটি পপুলেশন ডেন্সিটি ডেমোক্র্যাটদের ভোটের একটা কারণ অবশ্যই, তবে কন্সপিরেসি থিওরি বিলিভাররা শহরে বোধহয় তুলনামূলকভাবে একটু কম - এর সাপেক্ষে কোনো তথ্য নেই, মনে হয় আর কি।
হোয়াইট (এক্সক্লুডিং হিস্পানিক, ল্যাটিনো) -
ম্যারিকোপা কাউন্টি, অ্যারিজোনাঃ ৫৫%
ওয়েইন কাউন্টি, মিশিগানঃ ৫০%
ফুলটন কাউন্টি, জর্জিয়াঃ ৪০%
ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়াঃ ৩৪%
মিলওয়াকি, উইসকনসিনঃ ৫১%
বেস্টপ্লেসের মতন সাইট দেখে আগে অন্য জায়গায় মুভ করে যেতে খুব মোটিভেটেড হতাম। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে রিমোট ওয়ার্কিং খুব জলচল হওয়ায় আবার মোটিভেটেড হওয়া যায়। উপরি পাওনা রেডনেকদের সান্নিধ্য।
শহরান্চলে ডেমরা ভালো করছে কারণ মাইনরিটি ভোট।
bestplaces.net এ কস্ট অব লিভিং কম্পারিজনঃ
A salary of $25,000 in Louisville-Jefferson County, Kentucky should increase to $79,102 in San Francisco, California (assumptions include Homeowner, no Child Care, and Taxes are not considered.
শুধু স্যান ফ্রানসিস্কো বে এরিয়াই নয় - এটা প্রায় সমস্ত বড় শহরেই প্রযোজ্য, গরীবের যে অফিসিয়াল ডেফিনিশন আছে সেটা মেট্রো আর্বান এলাকায় অচল।
২০২০ র ইলেক্শন ডেটা অ্যানালিসিস এখনও সব আসে নি। ডেফিনিটলি বড়লোকদের মধ্যেও রিপাবলিকান/ডেমোক্র্যাট দুদিকেই ভোট আছে। তবে জিওগ্র্যাফিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে লোকজন বলেছেন যে একটু বড় শহর এলাকাগুলোয় ডেমোক্র্যাটারা ভালো করেছে।
এক্স্যাক্টলি। পভার্টির ওই ডেফিনিশনে ঘাপলা আছে কারণ অঞ্চলভেদে যে কস্ট অফ লিভিঙের ডিফারেন্সিয়াল সেটা ধরা হয়নি।
ফ্যামিলি সাইজ ৩ এর বেশি, অ্যানুয়াল ইনকাম ৫০০০০ এর কম, তাদেরকে ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসড (পুওর নয়) বলেছে (কোথায় পড়লাম মনে পড়ছে না) -- এটা নন-রুরাল এলাকায় (আর্বান, সাবার্বান, সেমি-আর্বান এলাকাতে) - - যেহেতু রুরাল পপুলেশন খুবই কম -- মেট্রো/সিটি/টাউন/স্মলটাউন - এসবকেই ঐ নন-রুরাল এ ফেলেছিল
How the Census Bureau Measures Poverty
https://www.census.gov/topics/income-poverty/poverty/guidance/poverty-measures.html
পভার্টি ডিফাইন করছে কোন প্যারামিটারে?
সেনসাস ডট গভ বলছেঃ In 2018, there were 38.1 million people in poverty
হাউসহোল্ড ইনকাম ৫০০০০ এর নীচে প্রায় ৩৬%
আমাদের দিদিও ত বিধানসভা ভাঙচুর করেছিল। আম্রিগা করলে লীলা , দিদি করলে বিলা।
মাথয় শিং গায়ে হরিনের চামড়া - এরকম লোক দেখলে বেশ একটা অ্যাডভেঞ্চার তো হয় ঠিকই।
তবে নাজি, ক্লু ক্লুক্স ক্ল্যান ইত্যাদিদের সমর্থন করাতে তো 'হয়তো'-র বেনিফিট দেওয়া যায় না।
অনেক আন্দোলন হয়, সেসব কিছু ঠিক কিছু ভুল হয়, তাতে অনেক ডেসপারেট মানুষ থাকে, তবে যেসব আন্দোলন বা ডেস্পারেশনের মূলে অন্য কোন জনগোষ্ঠীকে খুঁচিয়ে মেরে ফেলার ইতিহাস, ঐতিহ্য, আকাঙ্খা ইত্যাদি আছে, তাদের সমর্থন করাটা নিতান্ত পলিটিক্যাল ইনকারেকটনেসের থেকে একটু বেশি।
এমনিতে শিং পরা লোক দেখলে মজা লাগে ঠিকই।
একটা কথা একদম পলিটিকালি ইনকারেক্ট শোনাবে, কিন্তু তাও বলি, এই শামান লোকটির প্রতি আমার বেশ একটু সাপোর্ট আছে। বা যিনি পেলোসির টেবিল থেকে খাম নিয়ে চারানা রেখে গেছেন, তাঁর প্রতিও আছে। এনাদের ডোমেস্টিক টেরোরিস্ট ইত্যাদি বড়ো বড়ো লেবেল লাগিয়ে দিতে আমার আপত্তি আছে। ছোটবেলা থেকে এরকম বহু ক্যারেক্টার দের নিয়ে গল্প পড়েছি, সিনেমা দেখেছি, সবসময়েই এদের সাপোর্টই করে এসেছি। এখনও, এনাদের প্রতিবাদ সেরকম ডেঞ্জারাস কিছু মনে হচ্ছেনা। ক্যাপিটলে ঢুকে একটু ভাংচুর করেছেন, একটা স্ট্যান্ড উঠিয়ে নিয়ে গেছেন, আর এস্টাব্লিশমেন্ট একেবারে কেঁপে অস্থির হয়ে উঠেছে। এনারা হয়তো ভুল কজ সাপোর্ট করছেন (এনাদের মতে ঠিক কজ), কিন্তু এরকম ক্যারেক্টাররা সব আন্দোলনেই থাকেন।
যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ক্রমশ স্পষ্ট যে ৬ তারিখের টেররিস্ট অ্যাটাকের সঙ্গে হোয়াইট ওয়ার্কিং ক্লাসের তেমন কোনও সম্পর্ক নেই। সব ওয়েল টু ডু লোকজনই এসব করেছে। সেখানে বিজনেস ঔনার, স্টেট লেজিস্লেটারস, অফ ডিউটি পুলিশ আর মিলিটারি, এমনকি অলিম্পিক গোল্ড মেডালিস্ট সবাইকেই পাওয়া গেছে। সঙ্গে অবশ্যই কিছু হোয়াইট সুপ্রিমেসিস্ট, নিও নাজি নেতারা রয়েছে। পুওর হোয়াইট ওয়ার্কিং ক্লাসের লোকজনদের এমন সুদিন আসেনি যে তারা এই প্যান্ডামিকের মধ্যে প্লেনে চেপে ডিসিতে গিয়ে দামী হোটেলে থেকে মোচ্ছব করবে।
আমেরিকাতে গরীবের সংখ্যা প্রায় ৪ কোটি। তার প্রায় আদ্ধেক হোয়াইট। এর মধ্যে ভোটিং এলিজিবল পপুলেশান কত হবে এবং তাদের মধ্যে কজন ভোট দিয়েছে, সেসব হিসাব করলে বোঝা যায় যে ট্রাম্পের পাওয়া সাড়ে সাত কোটি ভোটের খুব সামান্য অংশই এসেছে পপুলেশনের এই সেগমেন্ট থেকে। নো ওয়ান্ডার ওয়াল স্ট্রীট জার্নাল আর ফক্স নিউজ ক্রমাগত সাপোর্ট দিয়ে গেছে বিগত চার বছর ধরে।
না না ঐ কিউশ্যানন না কি জানি নাম, ওতো গাঁজা খোর। সেদিন বলেছিল ওদের রিভোলিউশনের জন্য কোয়ান্টাম রিয়ালমে কি জানি হবে। এখন দাবী করেছে ওকে জেলে অর্গানিক ফুড দিতে হবে নইলে সে খাবে না। উফফ পুরো খোরাক মাইরি এগুলো।