কৃষি বিল, কৃষক আন্দোলন ইত্যাদি নিয়ে এত ব্ড় ব্যাপার চলছে, কিন্তু খবরের কাগজের প্রথম পাতায় সেরকম ইম্প্যাক্ট নেই, এটা একটু আশ্চর্য লাগছে। অনেকদিন ধরে চলছে বলে উত্তেজনা কমে গেছে, নাকি পলিসি বা নির্দেশ আছে কিছু, সেসব নিয়ে ইনসাইডার লেখা পেলে ভালো হতো।
আমি অবশ্য যে দু'চারখানা কাগজ দেখি সবই অনলাইন, ছাপা কাগজে অন্যরকম প্রেজেন্টেশন কিনা জানি না।
করোনার চক্করে শাহিনবাগ তুলে দিতে পারলো, সেসব নিয়ে কী চলছে খুঁজে দেখতে হবে।
আচ্ছা স্মিথের অফিসিয়ালি কিছু হবে না? পেনাল্টি? নাকি ঐ কাজ ও স্লেজিং এর মধ্যে পরে?
আচ্ছা বাঙলাদেশী বাঙলায় উর্দুর প্রভাব নিয়ে কি কোন টই আছে?
রেজাল্ট দেখলে সত্যি ই বড় প্লেয়ার কিন্তু আমার ঐ নড়ে চড়ে হাঁটা হাঁটি করে খেলাটা পোসায় না।
টিম পেনের গালিগালাজ নিয়ে আমার অন্তত আপত্তি নেই, o হয়েই থাকে। স্মিথ হল পিওর ছোটলোক, ভাল প্লেয়ার কিন্তু কোন স্পিরিট নেই। গ্রেট হবার যোগ্য নয়।
আমার ওয়ার্নার , স্মিথ দুজনের কান্নাই ফেক লেগেছিল। কিন্তু যাই হোক। ওরা পৃথিবী কে মুর্গি করে ফিরে এসেছে।
পরের ম্যাচে ডিএইচ পেইন বলে হাজার খানেক পোস্টার নিয়ে মাঠে গেলেই হবে।
একদম। টার্গেট করে ছেলেটাকে স্লেজ করা উচিত। স্মিথ আর কোন ক্রেডিবিলিটি রইলো না, ফিনিশ্ড। সব নাটক। লয়ার বলেছে কাঁদ ভাই, কেঁদেছে। এক্দম শয়্তান মাল।
আজকে বোঝা গেল স্টিভ স্মিথ রিপিট অফেন্ডার। তার মানে আগের বারের ঐসব কান্নাকাটি সব ফেক ছিল। সবকিছু জেনেশুনেই করেছিলো।
ধুর পেন তো নিজেই মনঃসন্যিগ নষ্ট করে তিনটে ক্যাচ ফেলেছে। রিদ্ধির উচিত পেন আর রিশভকে একসাথে বসিয়ে ক্লাস করানো।
পরের ম্যাচে ডিএইচ পেইন বলে হাজার খানেক পোস্টার নিয়ে মাঠে গেলেই হবে।
অজি দের একদম কাঁচা দেবা জরুরী। নিয়মিত। টিম পেন একটা সম্পূর্ণ বোকা বোকা প্লেয়ার তার এত চটকদারী শুধু ম্যানেজমেন্ট এর কাছের লোক হবার কারণে। একদম কাঁচা দেবা উচিত একে। টার্গেট করে। দেশের প্লেয়ার কে যাতা বলা হবে সহ্য করা কঠিন।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
বোঝো!! মানে আগামী 6 মাসও বাড়িবন্দী?
নতুন স্ট্রেন - ৩/৩
বেশ কিছু মানুষ, যাঁদের একবার সংক্রমণ হয়ে immune হয়েছিলেন ভাবা হচ্ছিল, তাঁদের যদি নতুন সংক্রমণ হয়, তাহলে প্রকৃতপক্ষে কি হচ্ছে, সেই ব্যাপারটি নতুন স্ট্রেনের দরুণ গোলমেলে হয়ে গেল । কাজেই যাতে নতুন স্ট্রেনের সংক্রমণ না হয়, খেয়াল রাখবেন। পরিস্থিতি জটিল হচ্ছে।
নতুন স্ট্রেন -২/৩
নতুন স্ট্রেন গুলোর ৫০-৭০% বেশী সংক্রমণ হওয়ার জন্য আরো অনেক বেশী মানুষ আক্রান্ত হবে, এবং এই কারণে, সমস াও আরো বেশী বাড়বে, দু:খের বিষয় । তবে এম আর এন এ vaccine, যেটা spike protein এর বিরুদ্ধে তৈরী, কাজ করবে। কিন্তু সমস্যা অন। জায়গায়।
নতুন করোনাভাইরাসের স্ট্রেন নিয়ে দু একটা কথা ১/৩
তিনটে স্ট্রেনের খবর পাওয়া যাচ্ছে - ইউ কে, সাউথ আফ্রিকান, আর নাইজেরিয়ান স্ট্রেন । এর মধ্যে uk স্ট্রেনটার ১৭ টা মিউটেশন, তার মধ্যে সবচেয়ে চিন্তার বিষয এর দ্রুত ট্রানসমিশন N501Y mutation, ঠিক কি কারণে, সেটা এখনো পরিষ্কার নয় । সাউথ আফ্রিকান স্ট্রেনটা আরো বাজে, কারণ এ antibody response evade করতে শিখে গেছে, এতে করে অন্য একটা ঝামেলা হবে।
এদের জন্য কোহলিকেই দরকার, গালাগালি দিয়েই গুষ্টি উদ্ধার করে দেবে। নইলে দাদার মতন স্টিভ ওয়াকে টসের জন্য দাঁড় করিয়ে রাখো। আর অস্ট্রেলিয়াকে সবথেকে ভালো হ্যান্ডেল করতো রণতুঙ্গা। বাঁদড়ামো করলে সোজা খেলবো না বলে মাঠ ছেড়েই চলে যেত।
ওসব গালিগালাজ ঠিক আছে। কিন্তু ইনজিওর্ড হনুমাকে দুবার বল ছুঁড়ে মেরেছে। হনুমা দুবারই ক্রিজে দাঁড়িয়ে ছিল। এরা বড্ড সোর লুজার। নিজেরা না জিতলেই ভদ্রতার মুখোশ খুলে ফেলে।
অজি দের কে খেলার স্কিল ছাড়া কোন বিষয়ে কোন শ্রদ্ধা করার কোন কারণ নেই। গিলক্রিস্ট একসেপশন।
পন্থ মাইরি ইন্জুরি র পরে এরকম খেলে দিল ভাবা যায় না। তবে রেগুলর বারো জন নিয়ে খেলা শুরু করেছে ইন্ডিআ ভাই বলতে নেই :-))) তবে এবার ব্রিসবেনে না খেলে বাড়ি আসাই বেটার। কারণ সকলেই ইন্জিওর্ড, এরকম টিম নিয়ে খেলবে কি করে। শামি নেই, রাহুল নেই, পন্থ, জাদেজা থাকবে না, কোহলি নেই, ইশান্ত নেই, উমেশ নেই। কাকে নিয়ে খেলবে, e মানে অসম্ভব।
আজ ড্র পেয়ে ছে ব্যাপক খেলেছি ভাই, বলে লাভ নেই, অজিংক চলে যাওয়ার পরে আমি চা কফি কিছু খেতে পারিনি টেনসনে। দেশের জন্য এই আত্মত্যাগ টা আপনার ভুলবেন না, টেস্ট ক্রিকেট e অসম্ভব টেনসন হয়, আর সেটাই ভালো লাগে। ইংগ্ল্যান্ড , অজি দের কে টক্কর দিয়ে আলাদা সুখ।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
স্টিভ স্মিথ আবার ছ্যাচড়ামো করতে গিয়ে স্টাম্প ক্যামে ধরা পরেছে। মালটার যে শিক্ষা হয়নি আর হবেও না সেটা বোঝা যাচ্ছে
ওসব পোলাপান ভেবে জলপান করে নিন।
নেক্সট ম্যাচের টিম প্রেডিকশনঃ মায়ান্ক, গিল, রোহিত, পুজারা, রাহানে, পন্থ, অশ্বিন, বুমরা, সিরাজ, সাইনি - মনে হয় কনফার্ম করা যায়। বাকি একটা স্পটে রিদ্ধি অর কুলদীপ।
কি balen?
অশ্বিন
টিম পেন অস্ভিনকে ডিক হেড বলেছে। সেটা আবার স্টাম্প মাইকে ধরেছে।
টীম কি হবে, সেটা খুব ইন্টারেস্টিং হবে।
যাক এবার ব্রিসবেন গিয়ে বাটাম দিতে habe
হোয়াট্টা গেম!
একে বলে টেস্ট।
লিখিয়া নয়, খেলিয়া ।
আজ সিডনির মাঠে হানু(মা) লম্বা পোবোন্ধো লিখিয়া ড্র করিলেন।
আর কটা ওভার টানলেই ব্যাস
বঝ