সম্বিৎ | ০৭ জানুয়ারি ২০২১ ২২:১৬470327অত ঝগড়াঝাঁটির কী দরকার, আমি সব সাঁটে খোলসা করে দিচ্ছি এক এক করে।
১। বিগ টেক - মানে তখন শুধু মাইক্রোসফট - বড় করে লবিইঙের প্রয়োজনীয়তা বোঝে নব্বইয়ের শেষে ক্লিন্টন অ্যাডমিন যখন অ্যান্টি-ট্রাস্ট এনেছিল। তার আগে ওয়েস্ট কোস্ট টেক ওয়াশিংটন নিয়ে মাথা ঘামাত না।
২। ওবামা ফরেন পলিসিতে খুবই হকিশ ছিল। ক্লিন্টনও। ওবামার আমলে ড্রোন ওয়ারফেয়ারের রমরমা। ইমিগ্র্যান্টদের খাঁচাও ওবামার আমলে। ওবামার পীস প্রাইজ একটা জোক। ট্রাম্পই প্রথম লোক যে ফরেন পলিসি আপাদমস্তক বদলেছে। তবে সেটা মনে হয় অ্যামেরিকার ইন্টেরেস্টের পক্ষে খারাপ হয়েছে।
৩। ওবামার ডোমেস্টিক পলিসি বরং ভাল। ওবামাকেয়ার ওবামার লিগ্যাসি। তবে ২০০৮-এর ইলেকশনে হেল্পথকেয়ার সেন্ট্রাল থিম ছিল। হিলারিরও ইউনিভার্সাল হেল্পকেয়ারের পলিসি ছিল। ওবামাকেয়ার ইমপ্লিমেন্টেশনে ছড়িয়েছিল। ইন্ডিভিজুয়াল ম্যান্ডেট (যেটা আকা লিখেছে, জোয়ান-সুস্থ-সহ সবাইকে ইন্স্যুরেন্স কিনতে হবে, নইলে ফাইন) আনপপুলার। প্লাস যখন ওবামাকেয়ার ঢাকঢোল বাজিয়ে শুরু হয়েছিল, প্রথম একমাস সাইট চলেইনি।
আর কী প্রশ্ন আছে?
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:১২470326ওয়াল স্ট্রিট খুব চেষ্টা করে বোঝাতে যে গ্লাস স্টিগাল রিপিল করার সাথে এতগুলো অ্যাসেট।বাবলের কোন সম্পর্ক নেই। লোকে গ্লাস স্টিগাল বোঝে না। কিন্তু এটা বোঝে যে ক্লিনটন জমানার সাথে এই টালমাটালের একটা সম্পর্ক আছে। নাফটার সাথে ভাল চাকরি কমে যাওয়ার একটা সম্পর্ক আছে। লোকে এটাও বোঝে যে এগুলো রিপাবলিকান ডেমোক্র্যাট বাইপার্টিজান এফর্ট।
সুতরাং লোকে সিস্টেম ভ্যান্ডালাইজ করতে চায়।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:১২470325ওয়াল স্ট্রিট খুব চেষ্টা করে বোঝাতে যে গ্লাস স্টিগাল রিপিল করার সাথে এতগুলো অ্যাসেট।বাবলের কোন সম্পর্ক নেই। লোকে গ্লাস স্টিগাল বোঝে না। কিন্তু এটা বোঝে যে ক্লিনটন জমানার সাথে এই টালমাটালের একটা সম্পর্ক আছে। নাফটার সাথে ভাল চাকরি কমে যাওয়ার একটা সম্পর্ক আছে। লোকে এটাও বোঝে যে এগুলো রিপাবলিকান ডেমোক্র্যাট বাইপার্টিজান এফর্ট।
সুতরাং লোকে সিস্টেম ভ্যান্ডালাইজ করতে চায়।
S | 2405:8100:8000:5ca1::744:***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:১০470324আপনাদের প্রাক্তন সেনেটর তো এনওয়াইএসির মালকিন। এসব জিনিসের যে মালিক হয়, সেইটাই জানতাম না।
S | 2405:8100:8000:5ca1::51e:***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০৭470323এক মিলিয়নে রিপাব্লিকানরা পাত্তাও দেবেনা।
aka | 143.59.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০৫470322আরে ভাই মিলিয়নয়ার হলে কি আর গুরুতে ভাটাতাম। না ওয়ার্কিং ক্লাস নিয়ে ভাট মারতাম? ওয়ার্কিং ক্লাস আমার শ্রেণী ভাই। মিলিয়ন হলেই রিপাবলিকান টিমে নাম লেখাব বা সেনেটে যাব।
S | 217.182.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০৫470321@পলিটিশিয়ান, হ্যাঁ, ক্রাইসিসের কারণ হিসাবে লোকে অনেককিছুই কারণ দেয় বটে।
aka | 143.59.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০২470320আরে কোন পোস্ট? দেখে নেব বল্লাম তো। কোন টাইম?
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০০470319আকাদা আমি অন্তত দুইবার কারণটা লিখেছি। আপনি মিলিয়নেয়ার ব্যস্ত লোক, দেখতে পাননি। ঃ))
ওবামাকেয়ারের একটা অন্য সমস্যা ছিল। ৪০ ঘন্টা কাজ করলে এমপ্লয়ারকে ইনসিওরেন্স দিতে বাধ্য করার নিয়ম আসে। ফলে বহু এমপ্লয়ার কাজের সময় কমিয়ে দুজনকে কাজ দেয়।
hulo | 216.244.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০০470318০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৬
এটা কি ভাই? কবতে?
chamcha-baaji | 2a0b:f4c2:2::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২২:০০470317ওরে বাবা! ওবামা তো মহাপুরুষ, ডক্টর কিং ছাড়া কথা বলেন না। কি আদর্শ! বাওয়া! কোথায় রাখি! শালা প্রোপাগান্ডাগিরি, চামচাবাজি। এরা আবার ট্রাম্প গুন্ডাদের চামচা বলে, নিজেরা শালা মাথা বিক্রি করে অন্ধ হয়ে বসে আছে।
aka | 143.59.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৭470315প্রথম পোস্টটাই কেন নিয়ে। যেটা তুমি জানতে কিন্তু বলতে চাও নি। :)
আর ফেলিওরটা কনসেপ্টের নয়, ইমপ্লিমেন্টেশনের তাই কেন ফেল করেছে বলতে হলে ইমপ্লিমেন্টশনের কথাই বলতে হবে।
কনসেপ্ট ইজ চিপ।
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৭470316এবং এইটাই একটা বড় কারণ কেন বহুলোক ওবামাকেয়ারের বিরোধীতা করে। ইউনিভার্শাল হেলথকেয়ার এলে ইনিকুয়ালিটি কমে যাবে যে।
linkbaaj | 2a0b:f4c2:2::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৭470314আমার লিংক ভাল লিংক, তোমার লিংক বাজে লিংক । সুনুমুনু একেবারে!
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৭470313গ্লাস স্টিগাল রিপিল করাটাও ভুলবেন না। ক্লিনটন সেটা করার পর থেকেই একটার পর একটা অ্যাসেট বাবল ফুলছে আর ফাটছে।
ওবামাকেয়ারের ওই ইনসিওরেন্স না কিনলে ট্যাক্স পেনাল্টি কেউ ভাল চোখে দেখে নি।
ওটা লোকে হাত পা বেঁধে ইনসিওরেন্স কোম্পানির হাতে শিকার তুলে দেওয়া হিসেবে দেখেছিল।
ঐ | 37.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৬470312হ্যা সবার জন্য বাড়ি ~ অ্যালান গ্রিনস্প্যান - ইনফ্লেশন
এরমত
গ্রোথ
aka | 143.59.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৪470311এ তো আরও মুশকিল। বড়েসকে প্রশ্ন জিগ্যেস করলে বলে উত্তর দিয়েছি, কোথায় উত্তর দিয়েছো বললে কিছু বলে না। লিংক দিলে বলে লিংকবাজি, নিজে লিখলে বলে বামগিরি।
সবাইকে বলে কেউ কিছু দেখে না, জেরিম্যাণ্ডারিং জানে না, কর্পোরেট ফাণ্ডিং জানে না, মানে প্রায় কিসুই জানে না, অন্যদের মানে ফক্স বা কলিগদের কথা শুনে লিখছে। আবার কিছু লিখলে বলে প্রোজেকশন, অন্য প্লেনে আছে।
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৪470310ওবামাকেয়ার কেন? এইযে কারণ। ডঃ কিংএর বক্তব্যঃ
Of all the forms of inequality, injustice in health is the most shocking and inhuman.
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫৩470309আকাদা, আপনি প্রশ্নটা কি করেছিলেন সেটা নিজে বুঝেছিলেন তো? আপনি ইমপ্লিমেন্টেশান নিয়ে বলে গেলেন। আর প্রশ্ন ছিল ওবামাকেয়ার কেন? মোস্ট লাইকলি আপনি নিজে জানতেন না কেন যে ওবামাকেয়ারের উৎস কোথায়।
এইটা আকাদার প্রশ্নঃ "এই যে ওবামাকেয়ার নিয়ে এত কথা হয়, জিজ্ঞেস করি ওবামাকেয়ার কেন এসেছিল?"
aka | 143.59.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৫০470308বড়েস, জানো বলেই তো ভেবেছিলাম, কিন্তু উত্তর তো পাই নি। তাই লিখলাম।
আর দ্বিতীয়ত, এই ওবামাকেয়ার আদৌ বহু বছর পরেও হেলথকেয়ারের কস্ট কিছু কমে নি, বেড়েছে। কেন? কারণটা ওবামা বোঝে নি তা নয়। আসল সমস্যা ডাক্তার o হসপিটালের খরচপাতি। এইজন্য ডিআরজি গ্রুপ তৈরী করার চেষ্টা করেছিল। যাতে যেমন ধরা যাক ডায়াবিটিস, যেকোন ডায়াবিটিস রিলেটেড ডায়াগনসিস হলে প্রতিটার জন্য আলাদা পয়সা না নিয়ে ডাক্তার ডায়াবিটিস ম্যানেজ করার জন্য পয়সা পাবে। ইমপ্লিমেন্ট করতে পারে নি কারণ এএআরপি খুব পাওয়ারফুল অর্গানাইজেশন।
বিভিন্ন কারণে ওবামাকেয়ার তার মূল উদ্দেশ্য সফল করতে পারে নি। যখন লোকে বলে ওবামাকেয়ার ইজ e ফেলিওর তখন এগুলো বলে। রিপাবলিকান, ডেমোক্রেট এবং যারা খবর রাখে সবাই জানে যে ওবামাকেয়ারের এই পিটফলগুলো।
ডেমরা বলে আরও ভালো করতে হবে, রিপাবলিকানরা বলে ওবামাকেয়ার খুব বাজে ফেলে দাও। এগুলো যার যার পলিটিকাল ভিউ o ফাইট।
কিন্তু ওবামাকেয়ারে সমস্যা নেই কারণ রিপাবলিকান o ট্রাম্প এর বিরোধীতা করছে এই স্ট্যাণ্ডটা সমস্যাজনক।
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৪৮470307ওবামাকেয়ার নিয়ে কেউ আদৌ ইন্টারেস্টেড থাকলে এই লিন্কে গিয়ে দেখতে পারেন। এমনিতে এখানে লিন্কবাজি করার জন্য আর শখের পোকিত বামগিরি দেখানোর জন্য ঠিক আছে।
https://obamacarefacts.com/costof-obamacare/
ঐ | 37.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৪৮470306ক্লিনটন আমলে মেডি কেয়ার মেডি কেইড শুনতে শুনতে কান ঝালা পালা হয়েছিলো
gul | 2405:8100:8000:5ca1::629:***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৪৭470305বাওয়া! গুরুর রেসিডেন্ট পন্ডিতদের প্রোপাগান্ডামূলক গুলবাজি পয়সা দিয়ে শুনতে হবে।
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৪০470304আর এইযে "সকলের" জন্য হেলথকেয়ার চাই, এটারও ব্যাকগ্রাউন্ড আছে। বিল ক্লিন্টনের একটা সিমিলার পলিসি-অ্যাজেন্ডা ছিল। সকলের জন্য বাড়ি চাই। এইটা নাকি ক্লিন্টন আমেরিকান ড্রিমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখতেন। কমিউনিটি রিইনভেস্টমেন্ট অ্যাক্ট।
অনেকে এটাকেও ফাইনান্সিয়াল ক্রাইসিসের জন্য দায়ী করে। কিন্তু সেই নিয়ে লেকচার শুনতে গেলে পয়সা দিতে হবে।
aka | 143.59.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৩৭470301কিন্তু সবাই ইন্সিওরেন্স পাবে কোথা থেকে? কেন? হেলথকেয়ার এক্সচেঞ্জ হবে সেখানে অনেক ইন্সিওরেন্স থাকবে, লোকে গিয়ে কিনবে। এক, এটা না হলে অনেকের কেনার সামর্থ্যই নেই, আর বেশিরভাগ ইন্সিওরেন্স হল এমপ্লয়মেন্ট বেসড। তাই এক্সচেঞ্জ।
এও ভালো প্রস্তাব। কিন্তু ইমপ্লিমেন্টেশনে দেখা গেল মার্কেট প্লেস বা এক্সচেঞ্জে যে প্ল্যান আসছে তা আসলে খুব কাজের কিছু না। হাই ডিডাক্টবল, লো কভারেজ ইত্যাদি। আর ইমপ্লিমেন্টেশনে মানে টেকনিকালি স্পিকিং তা অন্য বিষয়, হরর স্টোরি পরে লিখে দেব। আমি নিজে একটি ইমপ্লিমেন্টশনে ডাইরেক্টলি যুক্ত ছিলাম। লোকে মারাও গেছে টেকনিকাল ইমপ্লিমেন্টশনের ভুলে। যাইহোক মূলকথা হল এক্সচেঞ্জ গুলো খুব কাজের কিছু হয় নি।
S | 2a0b:f4c0:16c:6::***:*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৩৭470300আকাদা যখন নতুন কিছু লিখলেন না, তখন আমিই বলে দিচ্ছি কেন হেলথকেয়ার ওবামার কাছে এতটা গুরুত্বপূর্ণ। এইটা ডঃ কিং এর বক্তব্যঃ
Of all the forms of inequality, injustice in health is the most shocking and inhuman.
ঐ | 37.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৩৬470299@ aka
আপনার কি মত মিট রমনি কেনো হেলথ কেয়ার চেয়েছিলো?
ঐ | 37.***.*** | ০৭ জানুয়ারি ২০২১ ২১:৩২470298হেলথ কেয়ার ছাড়া এম্পায়ার এর শান শওকত দেখানো কঠিন , এজন্য রমনি হেলথ কেয়ার চেয়েছিলো।