ট্রাম্প এর টুইট বা ফোনকল গুলো কিন্তু এক্কেরে ইতালিয়ান মাফিয়া বসদের মতো হচ্ছে আজকাল। "বাপু হে, কিছু একটা করো। নাহলে দেখছো তো লোক কিরকম খেপে আছে ? তোমার ভালোমন্দ কিছু হয়ে গেলে কিন্তু পরে আমায় বোলোনা।"
আগে মিছিমিছি ভাবতাম শুধু মোদী ভক্তরাই বোধহয় এই লেভেলে অন্ধভক্তি দেখাতে পারে. এখন বোঝা যাচ্ছে দেশ যাই হোক , সবই আদতে এক গোয়ালের---.
রিপাব্লিকানরা দুটো সীটেই জিতে যাবে মনে হচ্ছে।
আজকের ভোট থেকেই বোঝা যাচ্ছে যে এইযে ট্রাম্পভক্ত আর রিপাব্লিকানরা চেঁচিয়ে যাচ্ছে যে ভোটে কারচুপি হয়েছে, সেটা তারা নিজেরাও বিশ্বাস করেনা। ওসব জাস্ট নাটক, ভাবছে ট্রাম্পকে যদি কোনওমতে রেখে দেওয়া যায়।
জর্জিয়া রান অফ তো ভালই টাইট মনে হচ্ছে
বোতিন ভাই , কেটে যাচ্ছে কোনোমতে আমাদের । কিন্তু সবথেকে বড়ো চিন্তা হলো দেশে যাওয়ার উপায় নেই, কোনোমতে এদিক সেদিক করে গেলেও এদিকে ওদিকে কোয়ারেন্টাইন করে রাখবে। দেশে বুড়োবুড়ি কারোর শরীর খারাপ হলে এক্কেরে হেল্পলেস অবস্থা। হয়েছেও অলরেডি। কবে যে সব খুলবে কে জানে। আর কিচ্ছু ভালো লাগছেনা.
আমেরিকায় কুড়ি বছরের বেশি হতে চলল কিন্তু এই রকম ঘটনা এই প্রথম দেখ্লাম। ডিসিতে যত ফেডেরাল বা অন্যান্য অফিস আছে সবাই এমপ্লয়ীদের মেল করেছে সাবধানে আসতে। এমনিতে অবশ্য বেশিরভাগ লোক বাড়ি থেকে কাজ করেছে কিন্তু যাদের বা গেলে চলবে না তাদের তো যেতেই হবে। সব দোকানে কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিয়েছে। ডিসির মেয়র ন্যাশনাল গার্ড ডেকেছে। যা হচ্ছে গত বছরেও ভাবা যেত না।
অমিত, কী খবর? দিনকাল কেমন কাটছে?
গুরুর আম্রিগা বাসীরা কেও ডিসি তে যাচ্ছেন না ৬থ-এ ট্রাম্প এর শেভ আম্রিগা ৱ্যালিতে ? এ সুযোগ হেলায় হারাবেন না।
সুপ্রভাত গুরু
সেরেছে!
তো মামুকে লোকে কি বলে ডাকবে? ঈশান বলে?
প্রেমেন মিত্তিরের লেখা এই গানে আছে "শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা" (2:20 মিঃ মার্কে)। একই রেওহারেন্স বোধহয়। গানটা খুব ভাল।
১৪টা ৩৯-এর প্রশ্নটা কি সত্যি প্রশ্ন? মানে -- নকুলদানা ক্যারি করা প্রশ্ন? তবে বলি এখানে নিশ্চয়ই তিনটিকেই এক গোত্রের ভাবা হচ্ছে। তিনটিই জানোয়ার -- মানুষ নয়।
নকুলদানা?
কেকে,
একদম ঠিক, বীরেন্দ্র হবে, বীরেন্দ্র কারান্ডিকার।
গল্পে সুরেশ বিশ্বাস নিয়ে আছে -
এলসিএমদা,
বীরেন্দ্র কারান্ডিকার না? এসব নিটপিকিং এর কোনই মানে হয়না। তবু বললাম আর কী।
পুরনো ভাটিয়ালির পাতা পড়ছিলাম। ঈশানকে কি এখনো কেউ মামু বলে ডাকে?
অরিন,
হ্যাঁ, শ্যামাকান্ত শেষের দিকে এই তিব্বতীবাবা র শিষ্য হন
যাহ আরো একজন ক্রিকেটার বিজেপির দিকে পা বাড়িয়েছে মনে হচ্ছে।
রঞ্জনদা,
আপনি বোধহয় এনার কথা বলছেন
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%82_%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80
শ্যামাকান্ত ব্যানার্জি (সোহং স্বামী) ১৮৫৮-১৯১৮ । টাইমলাইন দেখে মনে হচ্ছে ইনি ১৮৯০-১৮৯৫ সাল নাগাদ ইনি উইলসন সার্কাস ও পরে ইংলিশ সার্কাস নামের দুটি বৃটিশ সার্কাস কোম্পানিতে যোগ দেন। পরে সেটি ছেড়ে দিয়ে নিজেই সার্কাস দল ('Grand Show of Wild Animals') নিয়ে খেলা দেখাতে আরম্ভ করেন।
বাঘের সঙ্গে লড়াইয়ের এর জন্য শ্যামাকান্তর নামডাক হয়েছিল, পরের দিকে ইনি একটা খেলা দেখাতেন - চিৎ হয়ে শুয়ে বুকের ওপর ভারী পাথর রাখতেন আর একজন হাতুড়ি ছেনি দিয়ে সেই পাথর ভাঙত .
তবে বাঙালিদের মধ্যে ছিল -
সুরেশ বিশ্বাস, তিনি বিদেশ চলে যান, ১৮৮০-র দশকে লন্ডনে সার্কাসে চাকরি করতেন, ওখানে তাঁর মেইন শো ছিল সিংহের হাঁ এর মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়া। এনার উল্লেখ সত্যজিৎ-এর ছিন্নমস্তার অভিশাপে আছে, গল্পে বাঘের ট্রেনার সুরেন্দ্র কারান্ডিকারের গুরু ছিলেন সুরেশ বিশ্বাস।
তারপরে ছিলেন বাদলচাঁদ, ইনিও ঐ একই জিনিস করতেন - অর্থাৎ, বাঘের হাঁ মুখের ভিতর মাথা ঢুকিয়ে দেওয়া, ইনি করতেন দেশে - প্রফেসর বোসের বেঙ্গল সার্কাসে।
ভবানী সাহা - ইনি বুকের ওপর তক্তা পেতে দিতেন, তার ওপর দিয়ে হাতি হেঁটে যেত। এর ডাকনাম ছিল ভীমভবানী।
মন্মথ দে - চোখ বেঁধে ঘোড়া ছোটাতেন।
কৃষ্ণলাল বোস - গড়ানো রিং এর ওপর দিয়ে যেতে যেতে জাগলিং করতেন।
সুশীলা আর কুমুদিনী - দুই বোন বাঘের খেলা দেখাতেন।
মানে এই যে পাতি ভেতো বাঙালীরা এইসব করতেন - সুতরাং বাঙালি ইয়ে মানে
অরিনবাবু পাপ বলত মাইকেল ক্লার্ককে, স্মিথ কে না। ওকে শুধুই স্মিদি।
এ বাবা, বাজে ভুল, :-)
আমার এই ক্লার্ক আর স্মিথ বরাবর গুলিয়ে যায়।
তিনদিনে টেস্ট শেষ করে দিল সাউথ আফ্রিকা।
এলসিএম।
শ্যামাকান্ত নামে একজন বাঙালী বাঘের খেলা দেখাতেন না- যিনি পরে সন্ন্যাসী হয়ে যান?সোহং স্বামী নাম নিয়েছিলেন।
উনি প্রো বোসের আগে না পরে? সব ভুলে গেছি ।
দু'পয়সা দেবেন নাকি?
অরিনবাবু পাপ বলত মাইকেল ক্লার্ককে, স্মিথ কে না। ওকে শুধুই স্মিদি।
ওকে পছন্দ করার কারণ ইন্ডিয়াতে এসে বিশাল ভিশাল রান করা। সেইটা এখনো কেন উইলিয়াম্স করতে পারেনি। দেখলাম ওর প্রথম সেন্চুরি আমেদাবাদে ২০১০ এ। তারপর সেরকম উক্কেখযোগ্য কিছু নেই।
আরেকটা জিনিস হল বড় রান করার ক্ষমতা। কন্সিস্টেন্টলি ১০০ কে ১৫০, ১৫০ কে ২০০ তে কনভার্ট করার দক্ষতাতেও একটু পিছিয়ে। কোহলির শুরুর দিকে এই সমস্যা ছিল, সেটা কেটে গেছিল, কিন্তু ২০২০ তে তো সেন্চুরি নেই ফলে পুরানো রোগ ফিরে আসলে অবাক হব না।
ছাগল তত্ত্বের কিছু নমুনা -
১) বাইডেণ ১৭%এর কম কাউন্টি জিতেছে কিন্তু তারপরেও ইলেকশানে বেশি ভোট পায় কি করে?
২) পোলিং শেষ হতেই ক্যালিফোর্নিয়াকে মিডিয়ারা বাইডেণের বাক্সে কি করে দিয়ে দেয়? ফ্লোরিডাতে তো পুরো সময় নিল?
৩) জর্জিয়াতে ইলেকশানে প্রায় ৫০ লাখে লোক ভোট দিলো, কিন্তু জর্জিয়ার পপুলেশান তো মাত্র ৩৭ লাখ।
এগুলো সাধারণ লোকজন নয়, এখানকার কিছু কনজারভেটিভ পলিটিকাল পান্ডিটদের বক্তব্য।
এবারে এগুলোর সহজ উত্তরঃ ১) লোক ভোট দেয়, জমি নয়। ২) ক্যালিফোর্নিয়া ফ্লোরিডার মতন সুইঙ্গ স্টেট নয় (যেমন ওয়াওমিং), ৩) জর্জিয়া দেশ আর রাজ্য আলাদা।
এরা এমনি ওমনি ছগল নয়। পুরো রামছাগল।
সিপিএম ছাড়া ছাগল বিশেষজ্ঞ কোতায় পাবেন?
প্রশ্ন ঃ--তিনটি প্রাণীর নাম বলুন।
উত্তর --ছাগল, বাঘ , সিংহ
প্রশ্ন ঃ আপনি কি তাহলে ছাগল কে বাঘ আর সিংহের সমগোত্রীয় ভাবছেন, মানে এটি ই কি আপনার মনের গোপন ভাবনা নয়? বলুন প্লিজ বলুন ।
লসাগু দা, মোট ৫ এ সাড়ে চার পেলে। গুড জব ডুড !! :)))
আরে!!! আরো মনোলিথ এসেছে!
অরিন, কোন কনটেক্সট নেই। ওটা কেনের অ্যাওয়ে স্ট্যাটস। ভালো বোলাররা যারা সাসটেইনড চাপ রেখে যেতে পারে নিজেদের মাটিতে তাদেরকে এখনো ডমিনেট করতে পারে নি।
আগে হত হাওড়া ময়দানে। এখন জানি না