কল্প বিজ্ঞান সিনেমার মত পার হল ২০২০
বাংলা ভয়েস আর্টিস্ট তৈরির বাজারে একটা ভয়েড আছে। অথবা আর্টিস্ট আছে কিন্তু তাদের আ্যক্সেস নেই।
ডন কিহোতের স্লাইডটা নিয়ে কথাগুলো খুব ভাল লেগেছে। এত ভারি লেকচার, বেশিরভাগ বাক্যই খুবই লোডেড, পড়তে পেলে নিজের মত করে বইপত্র কনসাল্ট করা যায়, নিজের মত করে জাবর কাটা যায়। এই আরকি।
রঞ্জনদা, কেসিদা, আমার খুব ভালো লাগল অভিষেক বসুর লেকচারটা। স্লাইডগুলো দেওয়ায় জিনিসটা আরো ইনটারেস্টিং হয়েছে। ওটা বই হয়ে বেরোবে বলে মনে হয়, এই ব্যাপারে কিছু শুনলে আপনাদের জানাবো।
Outgoing president Donald Trump tweeted out a video Monday night that had a Nobel Prize superimposed over it, though he’s never won one.The video didn’t include the correct medal, either.
The president has predicted he would win the prize “for a lot of things,” but said the process is unfair, so he won’t. In April of this year, he also ranted against the committee, demanding to know when it would revoke Nobel prizes awarded to journalists. He actually meant Pulitzer Prizes and he repeatedly misspelled Nobel as “Noble.”
ওদিকে ট্রাম্প দাবী করেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে ফিজিক্স, কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হবে।
সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন সবাই। এই বছরটা ভালো কাটুক।
অভ্যুরামকো উত্তর দিয়া। অভ্যুরাম বড় ভালো ছেলে হ্যায় :)
শীঘ্রই শুরু হতে চলেছে তিনটে টেস্ট ম্যাচ। সাউথ আফ্রিকা বনাম শ্রীলন্কা, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ভারত বনাম অস্ট্রেলিয়া। ২৬শে ডিসেম্বর, বক্সিং ডে, তিনজন উইকেটকীপার ক্যাপ্টেইন একই দিনে টেস্টের জন্য টসে উপস্থিত ছিল। পাকিস্তানের রিজওয়ান, অস্ট্রেলিয়ার টিম পাইন, আর সাউথ আফ্রিকার কুইন্টিন ডি'কক।
আমিও শুনলাম, ভাগবত পুরাণ থেকে খুব সুন্দর শুরু করলেন, তবে সেই পেপার পড়া টাইপের ব্যাপার হয়ে গেল, অনেক দামি কথা বললেন তবে প্রাণহীন লাগল। এইটা লেখা হলে বেশি ভালো লাগত আমার।
ইংরাজী নতুন বছর শুভ হোক, ভালো কাটুক সকলের -
অভ্যু,
রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা শুনলাম। অধ্যাপক অভিষেক বসু দেড়ঘন্টায় অনেক কঠিন বিষয়কে আমার মত গোলা লোকেদের জন্যে প্রাঞ্জল করে বুঝিয়েছেন। বাচনভঙ্গীও চমৎকার। আয়োজক তৃতীয় পরিসরের কাছে আমার অনুরোধ এই বক্তৃতাটি যদি ওঁরা একটি পুস্তিকাকারে প্রকাশ করেন তাহলে খুব ভাল হয়। কারণ তাতে শ্রীবসু এমন কিছু কথা বলেছেন, এবং রেফারেন্স দিয়েছেন যা সংগ্রহে থাকলে কাজে দেবে ।
কথ্য এবং লিখিত রচনা, জনজীবন থেকে উদ্ভূত সাহিত্য এবং এলিট রচনা নিয়ে ওঁর কিছু বক্তব্য আছে যা সময় নিয়ে খুঁটিয়ে দেখতে চাই।
সকলকে নতুন বছরের শুভকামনা।
বিজ্ঞানীদের জন্যে
তখন শ্যামল বোসের ডান দিক পড়ে গেছে, বোলগুলো মুখে বলছেন, আর বাঁয়াতে যা পারছেন করছেন। খুব খুঁজি রেকর্ডটা।
একটা রেকর্ড হয়েছিল জ্ঞানপ্রকাশ ঘোষের পরিচালনায়, নাম ছিল calcutta; from dawn to dusk, হারমোনিয়ামে জ্ঞান বাবু, তবলায় শ্যামল বোস, অনিন্দ্য, শংকর ঘোষ, সাবির খান, কানাই দত্ত এরকম প্রায় সবাই, কেউ খবর দিতে পারেন?
আমিও বোধহয় যোগসাহেবের সঙ্গে জয়েন্ট সিটিং শুনেছি রেডিওতে।
সম্বিৎ,
ঠিক। কিন্তু পরের দিকে কিছুদিন ভিজিযোগের সঙ্গে বাজাতেন? অবশ্যি আমি আজকাল অনেক কিছু গুলিয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাই।
অভ্যু
খুব ভালো লাগল। হ্যাঁ, ছোটবেলায় আকাশবাণীতে (তখন আমাদের আয়ত্তে ওই ছিল, সকাল ৭.৪৫ ) শুনেছি। আমার ভাইবৌ শান্তিনিকেতনে স্কুল লাইফ থেকে,ফলে মোহরদি। কিন্তু আমি ধূর্জটিপ্রসাদ কোট করি -- ওই সবচেয়ে ভাল গায়।
সিডনি ইন্দ্রাণী,
আমার সন্দেহ হচ্ছিল। কারণ ডাক্তার অনেকদিন আসেনা। কিন্তু আইয়ের মাথায় ডট কেনযে চোখে পড়ল না? পাওয়ার চেক করাতে হবে।
আরে সেই যে সেবার (সম্ভবতঃ ওপাড়ায়) আমার অনুরোধে শক্তি চাটুজ্জের "শেকড়বাকড়" কবিতাটি গোটাটা টাইপ করে দিয়েছিলেন সেই সৌজন্য ভুলিনি। তেমনি হুচি'র মণীশ ঘটকের "পরমা" কবিতাটি টাইপ করে দেয়া।
শিশিরকণার তালিম বাবা আলাউদ্দীন আর তারপরে আলী আকবরের কাছে না?
কল্লোলদা-র পুরনো লেখাঃ
"কতক্ষন ঘুমিয়েছিলাম মনে নেই (কারই বা মনে থাকে!)। হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো কেমন একটা গোলমালে। উঠে বসে দেখি মঞ্চে এক চশমা পড়া ভদ্রমহিলা বসে প্রচন্ডবেগে বেহালা বাজাচ্ছেন। সে এক ভয়ানক কান্ডো। বেহালার মত যন্ত্র থেকে ওরকম প্রচন্ড দ্রুত লয়ের আওয়াজ বার হতে পারে, আমার এসম্পর্কে কোনো দূরতম ধারনাও ছিলো না। তারপর দেখি সে বেটি লাফ-ঝাঁপ ছেড়ে কেমন মিঠে করে একটা গৎ বারবার বাজাতে লাগলো, ভাবলাম যাক শেষ হলো বুঝি, ওব্বাব্বা, কোথায় কি, হঠাৎ দেখি তবলিয়া ভদ্রলোক প্রবল বেগে মাথাটাথা ঝাঁকিয়ে ধ্র্র্র্র্র্র্র করে তবলায় কি একটা করে যাচ্ছে। এই তো চাললো। এ ছাড়ে তো ও ধরে, বেশ কিছুক্ষন শোনার পর মজা পেতে শুরু করেছি। কেমন একটা লড়াই লড়াই ভাব(তখন যে কোন ধরনের লড়াইতেই খুব উৎসাহ)। আশেপাশের লোকজন দেখি বাহ্যজ্ঞান শুন্য হয়ে কেমন একটা তূরীয় ভাবে আছে আর কখনো একে কখনো ওকে সাবাসী দিচ্ছে। সাবাসীর ধরনও নানা রকম। কেউ বলছে ক্যাবাৎ, কেউ করছে হায় হায় ইত্যাদি.............। তারপর তো দুজনেই একসাথে ক্রমাগত দ্রুত আরও দ্রুত বাজাতে বাজাতে ধ্র্র্র্র-চ্যাঁচ্যাঁচ্যাঁ ধ্র্র্র্র-চ্যাঁচ্যাঁচ্যাঁ ধ্র্র্র্র-চ্যাঁচ্যাঁচ্যাঁ করে তিনবার বাজিয়ে শেষ করলো। ও: কি হাততালি। আমিও দিলুম। দুজনে উঠে দাঁড়ালেন , হাততালি দুগুণ হয়ে গেলো। সেবব থামলে পরে শোনা গেলো বেহালার নাম শিশিরকনা ধরচৌধুরী আর তবলার নাম ওস্তাদ কেরামতুল্লা।"
অভ্যু,
নীলিমা সেনের টই উঠলেই কেমন করে এসে পড়ি - যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ আর আমি প্রদীপের জিন। ঃ)
সকলে ভাল থাকুন। আবার দেখা হবে।
ছোটাই
ন্যাড়াদা, থ্যাঙ্কিউ অনেক। রোশনারা বেগমের শুদ্ধ কল্যাণটা শুনলাম। লিংটা জমিয়ে রাখলাম।
কেকেকে মেল কিয়া।
রঞ্জনদা একটা সহজ ও প্রচলিত গান শুনুন, অসাধারণ গায়কী। সম্ভবতঃ আকাশবাণী কলকাতার রেকর্ডিং
ইন্দ্রাণীদি তোমার কথা ভেবেই একটা টই তুলেছি। ভালো থেকো।
ভালো আছি অপু।
ভালো থেকো।
এবারে ক্রিজ থেকেই বেরোতে পারলাম না। উইকেট বাঁচিয়ে খেলছি। আউট না হলে আসছে বছর আবার ব্যাটে বলে।
ইন্দ্রানী দি , কেমন আছো?
আগের বারে বইমেলায় ব্যাটেবলে হল । এবারে তো সবই মায়া!! :((
হমম। ইনি ইন্দ্রানী দি। অষ্ট্রেলিয়া বাসী। ডাক্তার ইন্দো দা বড় হাতের আই।
নমস্কার অরিন।
শুভেচ্ছা জানবেন। বচ্ছরকার দিন। আজ তো একবার ঘুরে যেতেই হয় -
@Amit, @i, অনেকদিন পরে যে!
নববরষের শুভেচ্ছা জানবেন