গত কয়েকদিনের ভাটের পরিপ্রেক্ষিতে এই খবরটা ইন্টারেস্টিং। ;-)
https://thebengalstory.com/rejaul-islam-mollahs-phd-on-mamata-banerjee/
সুযোগসুবিধা নেবার বেলায় কেউই এস্টাবলিশমেন্টকে তেল মারতে ছাড়েনা। সে দাদাই হোক কি অমর্ত্য সেন।
হ্যাঁ হ্যাঁ, এই চিঠিটাই।
এই কেসটা পড়লাম -
‘Your Strong Voice A Source Of Strength’: Amartya Sen Thanks Mamata Banerjee
In his letter, the eminent economist thanked West Bengal CM Mamata Banerjee for taking out time from her busy schedule, and supporting 'people under attack'.
...
Nobel laureate Amartya Sen on Monday thanked West Bengal Chief Minister Mamata Banerjee for supporting him after his family was accused by officials at the Visva Bharati University of being in "illegal" possession of land on the campus, and said her strong voice is a tremendous source of strength for him.
...
The Nobel laureate had said that the university land on which Sen’s house stands is on a long-term lease.
...
https://www.outlookindia.com/website/story/india-news-amartya-sen-being-attacked-for-his-views-against-centre-mamata-banerjee/368683
১। "অমর্ত্য দা"
২। "Your strong voice, along with your full understanding of what is going on, is, for me, a tremendous source of strength"
এই হোয়াটা যে কি হয়েছে। অমর্ত্য সেন মমতাকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখেছেন, সেটা লোকজন হুলিয়ে শেয়ার করছে। কিন্তু চিঠিটা স্পেশাল কিসে বুঝতে পারছি না। খুব বোকা বোকা লাগছে। একবার জিজ্ঞেস করলাম। কিন্তু কেউ উত্তর দিল না।
তবে ইউএসএ তে ক্রিকেট টাফ সিন। স্কুল বা কলেজ লেভেলে চালু না করতে পারলে সেভাবে হাল পাওয়া মুশকিল। আর ক্রিকেটের মাঠও একটু স্পেশালাইজড - মাঝখানে পিচ বানানো চাই, জেনারেলি স্কুলগুলোতে দুটো মাঠ থাকে - আমেরিকান ফুটবল (সকার ও জেনারেলি ওখানেই) আর বেসবল।
বড়েস,
ঠিক, জনপ্রিয়তায় সকার নীচে, এই যেমন টেলিভিশন দর্শক সংখ্যা দিয়ে দেখলে প্রায় চার নম্বরে। কিন্তু প্লেয়াররা কিরকম টাকা পয়সা পায় সেসব দিয়ে দেখলে অনেক নীচে, অবশ্য সেটা ঠিক জনপ্রিয়তার সূচক নয়, কারণ তেমন অনেক খেলা আছে যেমন গল্ফ বা টেনিস।
টেস্ট ক্যাপ্টেন হিসেবে মোটেই কোহলি ভালো না।মোটমাট ওকে ক্যাপ্টেন হিসেবে মোটেই ভাল লাগে না। ওয়ান ডে রোহিত
t20 kl রাহুল
টেস্ট রাহানে
এটাই ভাল।
যদ্দুর মনে পড়ছে, আমেরিকার বড় কাগজগুনো ফুটবল, মানে সকার (যেমন বিশ্বকাপ ) কভার করতে গেলে অদ্ভুত সব (গুরুর বাগ ) টার্মিনোলজি ব্যবহার করে।
তবে সৈকতলিখেছিলেন বটে আমেরিকায় বিশ্বকাপ শকারের কথা।
একবার এক আইরিশ ভদ্রলোকের সাথে কথা হচ্ছিলো। ওনার বক্তব্য আসল ম্যাসকুলিন গেম (ওনার টার্ম ) হল রাগবি আর আইরিশ ফুটবল (তার কাছে রাগবি জেন্টলম্যানস গেম )। আমি আমেরিকান ফুটবলের কথা বলতে উনি বলেছিলেন অতগুলো প্রোটেকশন পরে খেলা আবার কি ?
তবে আয়ারল্যান্ডের গেলিক অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন চমৎকার ভাবে আয়ার্ল্যান্ডের নিজস্ব খেলা (আইরিশ ফুটবল , হার্লিং ইত্যাদি ) বাঁচিয়ে রেখেছে। আমাদের দেশে কাবাডি ওরকম ভাবে জনপ্রিয় করতে পারতো।
ওদিকে রশিদ খান আইসিসির দ্বারা দশকের সেরা টি২০ খেলোয়ার নির্বাচিত হল। ওয়ানডে আর ওভার অল সব ফর্মাটের জন্য এই খেতাব পেয়েছে কোহলি। মনে হচ্ছে আইসিসি সময় মতন এইসব খেতার টেতাব দিয়ে কোহলির কাপ্তানি এই যাত্রায় বাঁচিয়ে দিলো। দশকের টেস্ট টিমের কাপ্তানও তো করেছে দেখলাম আইসিসি।
আর শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীতে ক্রিকেটকে ছড়াতে আইসিসি টি২০ কেই ব্যবহার করছে।
লসাগুদা এটা সত্যি জানতাম না, dhanyabaad
আমার মনে হয়েছে যে আমেরিকাতে এতদিন পরেও ফুটবল (সকার) জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। এখানে সকারকে যথেষ্ট বডি কন্টাক্ট গেম মনে করা হয়না, তাই মূলত মেয়েদের স্পোর্টস হয়েই রয়ে গেছে। যতই বছর বছর এমেলেস করা হোক বা যতই বড় প্লেয়াররা খেপ খেলুক এখনও সেভাবে আলোড়ন তৈরী করতে পারেনি। এমনকি ডেভিড বেকহ্যামও এমেলেস খেলতে এসেছিল অন্য কারণে, আসলে ভিক্টোরিয়ার সিঙ্গিঙ্গ কেরিয়ার বাঁচাতে লস এন্জেলস মুভ করতে হয়েছিল। নইলে যতদূর মনে আছে ১৯৯৪ সালে আমেরিকাতে যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে তখন সকার আমেরিকার ৮ নম্বর পপুলার স্পোর্টস।
এখনও আমেরিকান ফুটবল আর বাস্কেটবল যতটা পপুলার, তার ধারে কাছে অন্য খেলা নেই। বেসবল আর আইস হকি ডিস্টান্ট থার্ড আর ফোর্থ। এবারে এদিক সেদিক কিছু লিন্ক পরিসংখ্যান পেয়ে যাবেন যাতে মনে হবে যে সকার বুঝি খুব পপুলার হয়েছে। তা ১৯৯৪এর তুলনায় হয়েছে বটে। মূলত ইমিগ্র্যান্ট কমিউনিটি গুলোর মধ্যে। কিন্তু আমি যেসব জায়্গায় থেকেছি সেখানে উইকেন্ডে যেকোনও বার রেস্তোরাতে গেলে ফুটবল, বাস্কেটবল, বেসবল, গল্ফ, ন্যাসকার এসবই দেখেছি।
আমেরিকাতে ক্রিকেট জনপ্রিয় হওয়া নিয়ে সমস্যা নেই। কিন্তু সেটা করতে গিয়ে ক্রিকেটকে বেসবলে পরিণত করলে আপত্তি আছে। কারণ সেক্ষেত্রে লোকে বেসবলই দেখবে।
চায়নার ক্রিকেট,
https://www.ft.com/content/a605e84e-ac6c-11e9-8030-530adfa879c2
a,
মেন্স ফুটবলে ইউএস কিন্তু বহুদিন ধরেই আছে, সেই শুরুর বিশ্বকাপ থেকে। উইমেন্স এ তো ভালো পজিশনে।
প্রথম বিশ্বকাপে ১৯৩০ সালে ইউএস সেমিফাইনালে উঠেছিল, ১৯৫০ অবধি ফাইনাল রাউন্ডে খেলেছে। তারপর ১৯৫৪-১৯৮৬ এই তিরিশ বছর ফাইনাল রাউন্ডে (শেষ ২৪) কোয়ালিফাই করে নি।
এরপর ১৯৯০ থেকে সমস্ত বিশ্বকাপে ফাইনাল রাউন্ডে খেলেছে ২০১৮ বাদে। এর মধ্যে ১৯৯৪ এ শেষ ষোলোয়, আর ২০০২ তে শেষ আটে ছিল।
বেকহ্যাম ইউএসএ-তে খেলেছে ২০০৭-২০১২ অবধি - সুতরাং সেটার সঙ্গে খুব একটা যোগ নেই।
যেটা হয়েছিল, সত্তরের দশকে নিউ ইয়র্ক কসমস টিম তৈরি হয় - ইউএসএ তে ফুটবলে ইন্টারেস্ট ফিরিয়ে আনার জন্য। তাতে অনেক স্টার প্লেয়ার (অব্শ্য ফর্মের শেষের দিকে) - পেলে, বেকেনবাউয়ার - এরা জয়েন করে।
১৯৯৪ তে ইউএস তে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তার ঠিক আগে বছর ১৯৯৩-এ ইউএসএ-র মেজর লিগ সকার (Major League Soccer - MLS) প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন শহরের ক্লাব তৈরি হয়ে লিগ শুরু হয় ১৯৯৬ থেকে, তারপর থেকে প্রফেশন্যাল লিগের অনেকটা স্ট্রাকচার তৈরি হয়েছে। বাইরের প্লেয়াররা আসতে থাকে। একবার ভারত থেকে সুনীল ছেত্রী এসেছিল ক্যানসাস সিটি-র কোনো ক্লাবে।
প্রসঙ্গত, একজন ভারতীয় - সুনীল গুলাটি (জন্ম এলাহাবাদ) - পেশায় নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির ইকনমিক্সের অধ্যাপক - প্রায় ১২ বছর (২০০৬-২০১৮) ধরে ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন।
আমারও ধারনা ছিল যে ইউএসএ তে ফুটবল তেমন জনপ্রিয় নয়। প্রথম ভুল ভাঙ্গে ১৯৯৪ এর বিশ্বকাপে নিউ জার্সিতে একটি ম্যাচে মাঠভর্তি দর্শক আর উন্মাদনা দেখে। এর পরে ১৯৯৬ তে আটলান্টা অলিম্পিক্সে ছেলেদের ফুটবলের দুটো সেমিফাইনাল খেলা দেখেছিলাম, সেখানেও গ্যালারি ভর্তি ছিল। এরপরে বেশ কিছু খেলা দেখেছি, ভালই দর্শক সমাগম।
বড়েস বলেছিলেন আম্রিকায় ক্রিকেট চালু করা উদ্দেশ্যে। আমি সেটাকেই টেনে বাড়িয়ে চক্রান্তের আকার দিয়েছি। ঃ-)তবে মনে করি আম্রিকা তো উদ্দেশ্যে হতেই পারে, ফুটবলকেও জনপ্রিয় করার চেষ্টা হয়েছিল, কতখানি হয়েছে জানিনা। ক'বছর আগে শোনা যেত ফুটবল মাচ চারটে ভাগে ভাঙা হবে যাতে নাকি বিজ্ঞাপন বেশী দেওয়া যায়। যারা খেলাগুলো চালায় তারা চাইতেই পারে নতুন বাজার ধরার জন্য, টি-১০ সেরকম উপায় হতে পারে।
আলোচনা সম্বন্ধে ভাল কথা বলার জন্য ধন্যবাদ।
সিএস বাবু আপনি না বড়েস বলছিলেন টি২০ আনার একটা কারণ আনেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করা।
এই সুযোগে বলে যাই আপনার তথ্যসম্রিদ্ধ আলোচনা ভালো লাগে।
মমতার বাংলা ন্যাশনালিজমের বিরুদ্ধে বেহালাবাসী ভাল চাল।
একটা ভালো নতুন কনস্পিরেসি বলুন তো! বেশ চমক্প্রদ।
ভালো কথা, সেই মনোলিথগুলোর কী হল?
আরে a, চক্রান্ত দিয়ে মজা করছিলাম। ঃ-) কনস্পিরেসির যুগ যখন।
আপত্তিটা বুঝিনি। আমেরিকাতে ক্রিকেট জনপ্রিয় হলে কি সমস্যা? ফুটবলও তো ওভাবেই ঢোকানো হয়েছে। বেকহ্যাম রোনাল্ডিনহো জেরার্ড এরা গিয়ে খেপ খেলে এল। আজ আমেরিকা প্রতিবারই বিশ্বকাপ খেলে।
এর জন্যে টি২০ আমদানি হয়েছে এটাও জুজুবাদ মনে হচ্ছে।
এনডিটিভি বলছে -- জোর গুজব, সৌরভ বিজেপি জয়েন করছে।
চীন নিয়েও প্লানিং আছে icc র, at the end of the day bigest কঞ্জুমার মার্কেট।
এই গুরুকলে একবার কলম্বাস লিখতে গিয়ে হয়ে গেছিল অলম্বুষ। খুব একটা মন্দ হয়নি যদিও। টইপত্তরে কলম্বাস বিষয়ে বই দেখে তাই মনে হচ্ছে। :-)
চীনে ক্রিকেট জনপ্রিয় করার কোন পরিকল্পনা নেই আইসিসি-র ?
পন্থ-্কে দিয়ে কিপিং হবে না
পন্থ ক্যাচ মিস করলো।
ক্রিকেটকে বেসবলের মত করে আম্রিকার দর্শক ধরার চক্রান্ত।
আইসিসির নিয়ম, ১৫ বছরের নীচে টি২০ খেলতে নিষেধ।
কিন্তু লক্ষ্য করলাম আপনারা ক্রিকেট খেলাতেও আম্রিকাকে নিয়ে এলেন।