aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১১:৪০469036৩০০ দরকার , আর রাহানের ১০০
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:391b:6ddb:4164:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১১:০৮469034দলে দলে ডি ওয়াই এফ আই এর ছেলেরা শুভেন্দু অধিকারীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিজ্পি তে যোগ দিতে যাছে :-)))))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:391b:6ddb:4164:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১০:৫০469033বিজেপি র শক্তি চারিদিকে বাড়ছে :-)))) ন্যুনতম দায়বদ্ধতা থাগলে, চাষার কাছে ভোট চাইবার দায় থাগলে এই পার্টির সংগে আর কেউ থাকছে না। সারাদেশের সাধারণ মানুষের কাছে বিজ্পির জনপ্রিয়তার গল্প মূলত আজে বাজে হাওয়াবাজি।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১০:০১469032রাহানে ঠিকঠাক টেস্ট ইনিং খেলছে, ক্যাপটেন'স নক
PT | 115.187.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৯:৩৮469031আর্সেনিক নিয়ে রাজনৈতিক ফয়দা তোলা যাবেনা। তাই বোধ্হয় বুদ্ধিgb রা এটাকে ইস্যু বানানোর পথে হাঁটেনিঃ
Filtration through activated carbon will reduce the amount of arsenic in drinking water from 40 - 70%. Anion exchange can reduce it by 90 - 100%. Reverse Osmosis has a 90% removal rate, and Distillation will remove ৯৮%।
------------------------------------------------
The technology removes arsenic and iron together from contaminated water at a cost less than one rupee (Re. 0.5) per 100 litres (Rs. 1 for 200 litres).
S | 2405:8100:8000:5ca1::e:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৮:২১469029ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কি স্পিন খেলতে ভুলে গেছে।
S | 2405:8100:8000:5ca1::d20:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৭:০৮469028আরো টেস্ট খেলা উচিত।
অরিন
অনেক ধন্যবাদ। আমার মত গোলা লোকও আর্সেনিক প্রদুষণ নিয়ে মোটা ব্যাপারগুলো খানিকটা বুঝতে পারল।
এলেবেলে
এখানে সিপিএমের দোষটি ঠিক কী? খাদ্য সমস্যার সমাধান করতে বোরোচাষের নিদান? আশু রিলিফ পেতে স্টেরয়েড দেয়ার মত? আজ বলা সহজ , তখন রিসার্চ চলছিল, কিন্ত পলিসি গাইড গাইডলাইন অনেক পরে এল , তাই নয় ?
অরিন | 161.65.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:৪৪469026ভারতীয় ক্রিকেট টিমটা অনেকটা দমকল বাহিনীর মত।
syandi | 2a01:c23:7cb0:a400:b420:292d:9de7:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:৪০469025হনুমা বিহারী আদৌ টেস্ট মেটিরিয়ালই নয়। কেন যে ওকে খেলাচ্ছে কে জানে?
S | 2a0b:f4c0:16c:3::***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:৩৬469024আগের ইনিঙ্গসের ৩৬ রান ভুলতে পারছেনা ঃ))
a | 203.219.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:৩৩469023ইন্ডিয়া অত খোলসে ঢুকে ব্যাট করছে বলে মনে হচ্ছে অজিরা ভালো বল করছে। একটু পাল্টা মার দিলেই এরা মাখিয়ে ফেলবে। পিচে কিছু নেই বরম ঠিক্ঠাক সমান বাউন্স আছে স্ট্রোক খেলার পক্ষে aadarsha
S | 2a0b:f4c0:16c:3::***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:০৫469022ইন্ডিয়ার ব্যাটিং স্পেকট্যাকুলার কোলাপসের মুখে। আবারও। দারুন বোলিং করছে অজি পেসাররা। যেমন স্পীড, তেমনি লাইন লেঙ্গথ।
কোহলি কাপ্তান না থাকলে বছরে আড়াইশো কোটি আয় হবে নাকি?
a | 203.219.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:০৫469021আজ এখানে পাগলা হাওআ দিচ্ছে। ধস নেমে গেল মনে হচ্ছে। রাহুল ভাল ফর্মে ছিল ওকে খেলালে ভাল হত।
শাস্ত্রীটাকে কবে তাড়াবে কে জানে
aranya | 2601:84:4600:5410:c444:e673:64b2:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:৪০469020ক্যাপ্টেন্সি-টা সবার ঠিক আসে না, এটা বিরাট বুঝলে মঙ্গল। শচীন -এর উদাহরণ রয়েছে
:|: | 174.255.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:৩৫469019"ধনেপাতার ক্যাশ মেমো" -- নতুন জানলাম। ধন্যবাদ।
২৬ ডিসে ২২/৩৫ : "তবে ওরা দুজনেই কলোনিয়াল হিন্দু ল আলোচনা করেননি।"
বাক্যটি ঠিকঠাক লিখতে চাইলে হবে:
তবে ওরা কেউই কলোনিয়াল হিন্দু ল আলোচনা করেননি।
অথবা
তবে ওরা দুজনেই কলোনিয়াল হিন্দু ল বিষয়ে আলোচনা এড়িয়ে গেছেন।
S | 51.158.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:৩০469018কোহলির কাপ্তানি নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে বহুদিন ধরেই। লোকজন দারুন ব্যাটিং দেখে চুপ করে থাকতো। এখন একদিকে রোহিত, অন্যদিকে রাহানের কাপ্তানি আর কিছু না হলেও কোহলির উপর চাপ তৈরী করবে। আর পরের রোটেশনে শাস্ত্রীকে সড়িয়ে দ্রাবিড়কে আনলেই কোহলির সুখের দিন শেষ।
aranya | 2601:84:4600:5410:c444:e673:64b2:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:২০469017অবশ্য বিরাট না থাকায়, রাহানে ক্যাপ্টেন, সেটা ভাল হয়েছে। বোলাররা দারুণ, এখন ব্যাটিং দরকার। আজ খেলা জমবে, আশা করছি
aranya | 2601:84:4600:5410:c444:e673:64b2:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:১১469016বিরাট-এর দেশে ফেরা ঠিক ছিল আগে থেকেই, কিন্তু দল যখন ধুঁকছে, খেললেও পারত। নিজের বা পরিবারের ওপর দেশকে রাখলে একটা ভাল উদাহরণ তৈরী হত
অরিন | 161.65.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৫:০০469015মেলবোর্নে ফ্ল্যাট ট্র্যাক হলে এদের একটু সুবিধে হয়। পাঁচ দিন ম্যাচ টিকবে অন্তত।
S | 2405:8100:8000:5ca1::22b:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:৩৬469014হ্যাঁ ময়ান্ক আর হনুমা এখনও রান পায়নি। হনুমাকে বোধয় এই টেস্টটা দেখে পরের টেস্টে বদলে দেবে। কে এল কে চান্স দেওয়া উচিত। এমনিতেও পরের টেস্টে বোধয় রোহিতও খেলবে। এদিকে আজকে মেলবোর্ণে বৃষ্টি হবে। ওদিকে স্মিথ এখনও রান পায়নি, যেদিন পাবে কিযে হবে সেটাই চিন্তার।
cb | 49.197.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:২৯469013এস, বসে গেছে মানে জঘন্য ফর্মে আছে। ওদের থেকে কোন এক্সপেকটেশন নেই।
অরণ্যদা, এটাই বলছিলাম কাল একটা ক্রিকেট গ্রুপে। এই প্রতিকূল পরিস্থিতিতে মেরে ফাটিয়ে দাও। জনগণ মাথায় তুলে রাখবে সারাজীব।
পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:3072:5079:6d68:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:২৩469012এলেবেলে
আলোচনায় রাজী হবার জন্য ধন্যবাদ। বইটি পড়ে তারপর কথা হবে।
অরিন
অনেক ধন্যবাদ আর্সেনিক নিয়ে বলার জন্য।
S | 91.192.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:১৮469011ইন্ডিয়া টীমে সবথেকে চাপ এখন কোহলির উপর। থাকাই উচিত।
S | 162.247.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৫০469010কিন্তু এই টেস্টে তো ময়ান্ক আর বিহারী দুজনই খেলছে। যাইহোক গতকাল গীল একটা সহজ ক্যাচ দিয়েছিল। ছোকরার হাতে শট আর স্ট্রোক আছে। দেখা যাক কতদূর কি করে। তবে শ বোধয় এই সিরিজে আর চান্স পাবেনা। ঋদ্ধির রিপ্লেসমেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, পন্থের উপর এক্সট্রা চাপ রয়েছে। ইন্ডিয়ার বোলাররা এত ডেলিভার খেলছে, অথচ ব্যাট্সম্যানরা একটাও পার্টনারশিপ তৈরী করে উঠতে পারছেনা। গতকাল সিরাজ দিব্যি বল করলো, প্রথম ম্যাচ অনুযায়ী। তবে নট লাইক বুমরা আর অশ্বীন।
সম্বিৎ | ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৫০469009গিল ছেলেটার যেটা ভাল লাগল, সেটা টেম্পারেমেন্ট। ড্রপড হবার পরেও গুটিয়ে না গিয়ে নিজের খেলা খেলল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, গিল স্ট্রোকের পুরো ফলো-থ্রু কমপ্লিট করে না। একটা কভার ড্রাইভ, একটা অন-ড্রাইভ আর একটা পুল শট মনে আছে যেখানে ফলো-থ্রু কম্পলিট না করেই চার পেল।
aranya | 2601:84:4600:5410:2188:f354:a69c:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৩৬469008আরে, সিবি , অনেক দিন পর। খুবই ভাল লাগল তোমায় দেখে।
হ্যাঁ, ব্যাটিং দুর্বল। এই তো সময় নতুন হিরো তৈরী হওয়ার। প্রতিকূল অবস্থায় লড়াই , অতি আকর্ষণীয়, যদি লড়াইটা হয়
cb | 49.198.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৩১469007হেই অরণ্যদা, গিল খানিকটা ভিভিএসের ল্যাঙ্গুইডনেসকে মনে পড়িয়ে দিচ্ছিল। কিন্তু সবথেকে ভাল খেলেছে লায়নকে। ও থাকলে রান আসবে। ইণ্ডিয়ার ব্যাটিং খুব দূর্বল। তার ওপর মায়াঙ্ক আর বিহারী বসে যাওয়ায় কঙ্কাল বেড়িয়ে পড়েছে