এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 2402:3a80:1f04:9d71:c69e:9de2:ffcd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:৪২468946
  • অরিনবাবু বলেছেন চুরাশির আগে পর্যন্ত বিষয়টা জানাই ছিল না? ও তাহলে আমি পড়তে ভুল করেছি! বা পড়েছি, ঠিক বুঝতে পারিনি!!

  • এলেবেলে | 2402:3a80:1f04:9d71:c69e:9de2:ffcd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:৪০468945
  • কত দিন ছিল এই ঘাটতি? ২০১১ অবধি? 

  • PT | 116.193.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:৩৪468944
  • 'অন্যতম প্রধান কারণ' তত্বটিও ভুলভাল। যা জানাই ছিল না ১৯৮৪-র আগে সেটার কি পরিণাম হতে পারে সেটা নিয়ে ২০২০ তে বসে বিস্তর তাত্বিকতা করা যায়। এটার সঙ্গে অরিন যেমন বলেছেন, খাদ্য সংকটের নিবিড় যোগাযোগ আছে।  ১৯৭৭ এ পব "rice deficit state" ছিল।


    ব্যাপারটা ছাড়ান দিন।

  • এলেবেলে | 2402:3a80:1f04:9d71:c69e:9de2:ffcd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:৩১468943
  • হ্যাঁ নাড়া নিয়ে দু'চারটে কথা। ক্যাপসুল বেরিয়ে গেছে। জমিতে ক্যাপসুল ছড়িয়ে দিলে ওই নাড়া সার হয়ে যাবে। তার আগে যেটা করা যেত, সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে এই নাড়া যন্ত্রের মাধ্যমে তুলে এক জায়গায় জড়ো করে কাগজ কলে চালান করা। ১০০ দিনের কাজে এটার সফল প্রয়োগ হতে পারত। মানুষ দুটো পয়সা পেত।  চাষি পয়সা পেত। দূষণ কম হত। সিপিএম এই বিকল্পের কথা বলেছিল কি না, তা অবশ্য জানি না।

  • এলেবেলে | 2402:3a80:1f04:9d71:c69e:9de2:ffcd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:২৩468942
  • দেখুন তো কোথাও এ কথা লিখেছি কি না যে আর্সেনিকের জন্য বোরো চাষ 'একমাত্র' কারণ? 'সম্ভবত' লিখেছি 'অন্যতম' প্রধান কারণ। হ্যাটা করবেন করুন, আপত্তি নেই। একমাত্র পুঁজি তো ওটাই!

  • অরিন | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:১১468941
  • @PT:"কত শতাংশ বাড়িতে ২০২০ তেও পরিস্রুত পানীয় জল পৌঁছোচ্ছে?"


    এই ব্যাপারটা আপনি যেমন লিখেছেন, একটি দীর্ঘমেয়াদী সমস্যা। ২০১৯ এও ইউনিসেফ জানাচ্ছে যে প্রায় ৪৫০ মিলিয়ন বাড়িতে পানীয় জল/স্যানিটেশন ঠিকমত পৌঁছয়নি। আসলে আর্সেনিকের সমস্যার মূলেও জলবাহিত রোগের নিদানের একটা সম্পর্ক আছে | তার সঙ্গে আবার খাদ্যসংকট (৬০ এর দশকে) ও জড়িত। 


    @S, আর্সেনিক ও তার সমস্যা নিয়ে টই খোলার আইডিয়াটা খুব ভাল। লিখলে সত্যি ভাল হয় | 

  • Tapas Das | ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:০৯468940
  • একটা সাহায্য দরকার


    আমার ল্যাপটপে সমস্ত বাংলা লেখা আয়তক্ষেত্রাকার হয়ে যাচ্ছে, আজ সকাল থেকে। নতুন ফাইল খুলে নিজে লিখলে বাংলা আসছে। কিন্তু পুরনো ফাইল খুললে অধিকাংশ লেখা বা নতুন কোনও বাংলা লেখা সমেত ফাইল আয়তক্ষেত্র। 


    কী করণীয় যদি বলেন, খুব উপকার হয়। কাজ আটকে যাচ্ছে। 

  • &/ | 151.14.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:৪১468939
  • কী আর বলা যায়! এ মানে ---

  • PT | 116.193.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:৩৫468938
  • অরিন ধন্যবাদ।


    কোন রোগের কারণ নির্ধারণ, তার ব্যাপ্তি ইত্যাদি নির্ধারণ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অন্য ব্যাপার। আর্সেনিক বাদ দিন, বহু দশক ধরেই জল বাহিত রোগের কথা জানাই আছে। কত শতাংশ বাড়িতে ২০২০ তেও পরিস্রুত পানীয় জল পৌঁছোচ্ছে?


    আর্সেনিক সমস্যা বর্তমানে সারা ভারত জুড়ে কি অবস্থা সেটা এখানে পাওয়া যাবে।https://iwaponline.com/jwh/article/14/5/827/28040/Policy-intervention-for-arsenic-mitigation-in। 


    এখান থেকে জানছিঃ An Expert Committee constituted under the Ministry of Drinking Water & Sanitation, prepared a key policy document, Uniform Drinking Water Quality Monitoring Protocol, which was released in February 2013 and issued to all the states (Ministry of Drinking Water & Sanitation 2013d)...........it is expected that all arsenic affected habitations, where the arsenic level is 0.05 mg/L or more, should be tackled by March 2017.


    ২০১৩? ২০১৭? সেকি? বামেরা চলে যাওয়ার এত পরেও তার সমাধান হয়নি??


    কাজেই বোরো- সিপিএম- আর্সেনিক জুড়ে দেওয়ার (আপনি নন) প্রচেষ্টা অর্থ্হীন ও চুড়ান্ত বালখিল্যতা এবং নিছ্ক ছ্যাবলামি।

  • Ramit Chatterjee | ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:২৯468937
  • আরেকটা কথা সিপিএম এর কিছু আন্দোলন এর মূল ভাবনা ঠিকই ছিল, কিন্তু এক্সিকিউশন এ প্রবলেম ছিল।


    ১. ইংরেজি র বিরুদ্ধে না লড়ে লড়া উচিত ছিল বাংলার প্রাধান্য বজায় রাখতে। কিছু চেষ্টাও হয়েছে। আজ তো সত্যিই এখানে বাংলা একেবারে সাইড লাইন ইং আর হিং এর পাল্লায় পড়ে। তাহলে। ওদিকে তামিলনাড়ু, কেরালায় অনেকে হিন্দিতে বললে জবাব ই দেয় না। প্রাইম টাইমে প্রাদেশিক ভাষার মুভি চলে। হাই ক্লাস রেস্টুরেন্টে গিয়েও নিজের ভাষায় অর্ডার দেয়। বাংলায় তো পাতি কে এফ সি তে গেলেই ইংরেজির অপচেষ্টা শুরু হয়ে যায়। কেন ? যখন ক্রেতা ও সহায়ক দুজনেই বাঙালি ?


    ২. কম্পিউটার এ বেকার বেড়ে যাবে এটা ছিল অতি সরলীকরণ। আসল কথা অটোমেশন এ বেকার বেড়ে যাবে। ভারতের মতো শ্রম নিবিড় অর্থনীতির  দেশে অটো মেশন খুবই  বিপজননক। আজকে  সত্যি কি বেকার বাাড়ে নি ? একজন কত আপস্কিিিল করবে ? 60 বছর অব্দি আপস্কিল  করেে যাবে ?

  • Ramit Chatterjee | ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:১৭468936
  • এই নিননিছা গিরি করে গায়ের ঝাল মেটানো বন্ধ হওয়া উচিত, খুব বাজে লাগে। এমনি মজা করা আলাদা, যুক্তি দিয়ে না এঁটে উঠে থুতু ছুঁড়ে যাওয়াটা অন্য জিনিস। 


    যাই হোক। আমি বলবো এলেবেলে এই খানে একটু একদেশদর্ষি আচরণ করছে। আর্সেনিক টা সময়ের ফল, সেখানে বাম কংগ্রেস যে কারুর সময়ে হতে পারত। কংগ্রেস আমলে জল বেশি ছিল, পরে নামতে নামতে আর্সেনিক বেরোয়। হয়তো বিজ্ঞান বা কি হতে পারে এসব বিষয় ততটা জানা ছিল না, বা ভাবার অবকাশ পায়নি, বা জেনেও সলভ করা যায়নি। এই যে উত্তর ভারতে নাড়া পোড়ানো হয় এটা খারাপ আমরা সবাই জানি। এবার কং তখন তখত এ ছিল তো নাাড়া  পোড়ার জন্য কং   দায়ী এটাকি দাগিয়ে দেওয়া যায়?

  • Abhyu | 47.39.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:১২468935
  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১২:২২468934
  • রানি ভবানী নাকি সতীদাহের কিছুই প্রমাণ করেন না! তা তাকে কে বোঝাবে যে রানি ভবানীর অন্তত ৩০ বছর পরেও বাংলার একটি বিধবাও সতী হননি। তার কাছে এর কোনও প্রমাণ আছে? নাকি...

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১২:১৩468933
  • এর আগে এসেছিল জীমূতবাহন। তিনি কেটে উঠেছেন। এখন এক নতুন গাড়লের আমদানি।

  • S | 2405:8100:8000:5ca1::11cc:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১২:১১468932
  • অরিন, এই ব্যাপারটা নিয়ে একটা টই খুলে লিখুন দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনিই সঠিক লোক।

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১২:১০468931
  • অরিনবাবু আমাকে সাপোর্ট করবেননাকো! এইমাত্র এক নিননিছা মূর্খ আমাকে গুরুর কঙ্গনা বলেছেন! এদের অলীক সুখ নিতে দিন!! এই চাঁদদের চেপে ধরলেই মুর্খামি বেরিয়ে পড়ে!!!

  • অরিন | 161.65.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৫৭468930
  • @PT , দীপঙ্কর চক্রবর্তীর ১৯৮৪ সালে জলে আর্সেনিক নিয়ে সমীক্ষার নেপথ্যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ক্ষিতীশ চন্দ্র সাহার গবেষণার একটি সম্বন্ধ আছে, একটু বলা দরকার। ১৯৮৩-১৯৮৪ সাল নাগাদ ক্ষিতীশ বাবু একাধিক রোগীর মধ্যে আর্সেনিক জনিত চামড়ার অসুখ লক্ষ করেন।  এঁরা সকলে উত্তর চব্বিশ পরগণা,  ও সংলগ্ন গাঙগেয় অববাহিকা অঞ্চলের বাসিন্দা। মূলত ক্ষিতীশ চন্দ্রের প্রাথমিক গবেষণার সূত্রে exposure assessment এর জন্য দীপঙ্কর বাবু শুরু করেন। এখানে যে কথাটা বলার, সেটা এই যে, ১৯৮২-১৯৮৩ তে যদি প্রথম দিককার রোগীদের শনাক্তকরণ হয়, আর্সেনিক সমস্যার সূত্রপাত অন্তত ১৯৬০ এর দশকে, এবং জিওলজিকালি শ্যালো টিউবওয়েল, বিশেষ করে গাঙগেয় অববাহিকায় শ্যালো টিউবওয়েল ও তার দল পানের সঙ্গে সম্পর্কিত। 


    কাজেই, ১৯৮৪ তে আর্সেনিক সমস্যার নিয়ে লেখালিখি ও গবেষণার সূত্রপাত হতে পারে, মূল সমস্যাটি ৬০ এর দশকে থেকে শুরু হয়। এর এপিডেমিওলজির বিষয়টি নিয়ে আমার ডকটরাল থিসিস। কেন কলকাতা , কেন গাঙ্গেয় অববাহিকা, কেন শ্যালো টিউবওয়েল, এবং সরকারের ভূমিকা নিয়ে বহু গবেষণা আছে। কিছু  জানা সমস্যার কথা এলেবেলে ও লিখেছেন দেখলাম। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:e594:9749:4816:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৫৭468929
  • থ্যাংক্স :-))))))))))))))))))))))))) শত্রু পক্ষ কেও অন্তিম যাত্রায় পাঠানোর কল্পনা করি না অবিশ্যি, অতটা খারাপ মাটি কামড়ানো ডিসিপ্লিন্ড ক্যাডার ইত্যাদি ইত্যাদি নই। :-)))))

  • হ্যা হ্যা | 92.223.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৫৭468928
  • সিপিএম আর্সেনিক এনেচে। গুরুর কঙ্গনার লেটেস্ট দাবী। চাম্পি চাম্পি!

  • :|: | 174.255.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৪০468927
  • হরি ওমের পর তৎ সৎ বলতে হয়। যাস্ট ফাই। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:e594:9749:4816:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৩৭468926
  • আপনারা শুনলে খুশি হবেন, একাধারে গান্ধী পরিবারের পাপ্পু সন্তান, অসৎ তৃণমূল নেতা ও ভন্ড সিপিএম নেতা আদরনীয় মোদিজী র আমলে করোনার সময়ে তৈরী হওয়া পি এম কেয়ার ফান্ড একটি সরকার প্রতিষ্ঠিত এবং আপাতত নিয়ন্ত্রিত ফান্ড হওয়া সত্ত্বেও আর টি আই এর উর্ধে। এই সৌভাগ্য সরকার নিয়ন্ত্রিত অন্য ফান্ড গুলির উপরে কেন বর্ষিত হচ্ছে না, সেটাই আশ্চর্য্যের। আশাকরি প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুযায়ী তাদের ও সদগতি হবে। হরি ওম। বোধিসত্ত্ব দাশগুপ্ত


    https://www.ndtv.com/india-news/pm-cares-established-by-government-but-rti-doesnt-apply-says-document-2343550

  • S | 2405:8100:8000:5ca1::22b:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৩৭468925
  • কিন্তু ট্রাম্প ন্যাশভিল এক্সপ্লোশান নিয়ে চুপ কেন? কোনও টুইট করেছে?

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:৩২468924
  • তখন শ্যালো বসেনি। ইরিগেশন- এর জল চুরি করে এই চাষটা হত বর্ধমানের উর্বর জমিতে। সেই বর্ধমানের একটা বিশাল বেল্টে এখন শীতকালে শুধু সবজি আর ফুল চাষ হয়। নবদ্বীপের কাছে পারুলিয়া বলে একটা জায়গা আছে। সে কলকাতার অন্তত ৪০ শতাংশ মানুষকে সবজি খাওয়ানোর ক্ষমতা ধরে। এমনি এমনি?

  • S | 2a0b:f4c2:1::***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:২৯468923
  • কোলকাতায় এত আর্সেনিক কেন?

  • S | 2a0b:f4c2:1::***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:২৬468922
  • প্রতিবার টেইলেন্ডাররা এত রান করে।

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:২৪468921
  • বোরো চাষ কোন সময় থেকে শুরু হয়েছিল? ১৯৭৫? না। ৭৭? না। ৮০? না। ১৯৮৫-র পরে বাংলায় ব্যাপক হারে বোরো চাষ  শুরু হয়। তার দায় কার?

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:১৮468920
  • *দলে প্রচুর লোক

  • PT | 116.193.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:১৮468919
  • "Arsenic poisoning in humans was first reported in1984 from the lower Ganga plain of West Bengal, ." Environ Sci Pollut Res (2016) 23:9492–9504. JU-র অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তীর আগে পবর জলে আর্সেনিক নিয়ে ব্যাপ্ক আলোচনা  সেরকম ভাবে কেউ করেননি। এমনকি উনি ক্লাশে পড়ানোর সময়ে (1975 onwards) এই জাতীয় কোন বিষয় উল্লেখ করতেন বলে মনে করতে পারিনা। কাজেই বামেরা ক্ষমতায় আসার আগে আর্সেনিকের ব্যাপারটা অজানাই ছিল। কিন্তু এই সমস্যা থেকে বাঁচার রাস্তা (বিশেষতঃ চাষের জল ব্যবহারের ক্ষেত্রে) বিশেষ কেউ দেখাতে পেরেছেন বলে মনে হয় না। বোরো চাষ বন্ধ করে দেওয়াটাও আদৌ কোন মুক্তির পথ সেই সময়ে ছিল ন।


    এইসব ব্যাপার নিয়ে বালখিল্য সুলভ চপলতা দেখানো অর্থহীন। সিপিএমকে গাল দিলে যদি ঘুম ভাল হয় তো দিন কিন্তু baseless গুজব রটাবেন না।

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:১৭468918
  • যে দলের নেতা কংগ্রেসকে মমতার আঁচলের ওপরে না নিচে বলে অঙ্গভঙ্গি করে এবং তার পরে তাদের সঙ্গে হাত মেলায়,  তাদের কোনও দিন ব্যাখ্যার অভাব হয়? বলে প্রচুর লোক আছেন যারা মেলাবেন তিনি মেলাবেন কবিতাটি মুখস্থ করে রেখেছেন।

  • এলেবেলে | 2402:3a80:111a:c37b:41f6:94d0:54f0:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ১১:১৪468917
  • বোরো চাষ করতে সমীক্ষা লাগে? কেন? সিপিএমের নেতারা কিছু কম জানে? ওরা যা বলবে সেটাই নিয়ম। প্রাথমিকে ইংরেজি হোক, বোরো চাষ হোক, পঞ্চায়েতের দুর্নীতি হোক, কৃষি খামারে রাজনীতি হোক, মিউনিসিপ্যালিটিতে ক্যাডার ঢোকানো হোক - তার আবার সমীক্ষা!


    আর্সেনিক বলবেন খ ও আকা। আমি তো ফেকু এলেবেলে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত