@সিএস,
হ্যা, কিছুটা ফারাক নিশ্চয়ই পড়ত। কারণ হিন্দিবলয়ে বাঙালিদের ও বামপন্থীদের সম্বন্ধে ভুল ধারণাটা হল এরা বুদ্ধিজীবীদের জাত ও দল। সৎ কিন্ত ইমপ্র্যাকটিক্যাল। তবে ভারতের মত বিশাল ও বহুমাত্রিক জটিল দেশের প্রশাসনের যোগ্য নয়। ওই ঐতিহাসিক ভুল না হলে এ ধারণাটা দূর হত। কিন্ত এটাই যথেষ্ট নয়।
অনেকের সঙ্গে কথা বলে আমার ধারণা দরকার ছিল হিন্দি বলয়ে রাজনৈতিক আন্দোলনের সঙ্গেই সাম আন্দোলন করা। এদিকে শ্রেণীর বদলে জাতপাত হল বেসিক অর্থনৈতিক এবং সামাজিক ইউনিট। এবং বেসিক আইডেনটিটি। ইন ফ্যাক্ট, অনেক ক্ষেত্রেই যাহা দলিত তাহাই সর্বহারা।
এই সত্যটা বামেরা কখনই স্বীকার করেন নাই। একই কথা জেন্ডার এবং পরিবেশ ইস্যুতে। বামেদর একটাই কথা। এসব ফালতু, একবার সমাজতন্ত্র আসুক, সব ঠিক হয়ে যাবে।
কেসিদাও নোতুন নাকি!! হা হা হা
রঞ্জনদারা কোনোকালেই কর্মসূচী দেখতে পান না। কল্লোলদা যেরম টেট নিয়ে কর্মসূচী দ্যাখেননি কোনোদিন। ধরিয়ে দিতেই কেটে পড়েছিলেন অবশ্য। :)
যখন উইকেট পড়তে থাকে তখন মাথা ঠান্ডা রাখতে হয়। নাভিমূলে মানে বেসিকসে ফিরতে হয়। নইলে একা কুম্ভ রক্ষা করে ইত্যাদি।
আমার কথা এইসব লড়়াই ঠিক ইলেকশনের আগে দেখা দেয় , তারপর নেতিয়ে পড়়ে। সারা বছর লাগাতার আন্দোলন এর কর্মমসূচী কই? ইস্যু কি কম পড়েছিল? ফলে ছাগল জনগণ ঠিক ভরসা করে উঠতে পারে না।
যতদিন আসছি kcনামে কাউকে লিখতে দেখি নি। এই অল্প কদিন এসেই একেবারে পুরনো চিনে যাচ্ছেন ভাই বোন?
ভাইও অউর বহিনো, পোস্টের ধরণ দেখে বোঝাই যাচ্ছে সব এ পাড়ার পুরোনো পাপী। চেনা নিকেই নামুন না।
আত্মজীবনীর পেছনে বিবলিওগ্রাফি আছে? ল্যাজ দেখে বাঁদর, ধূমকেতু ও পোবোন্দ চিনুন।
সে কি মহায়, ন্যাড়াবাবু পোবোন্দোবিদ্বেষী হলেন কী করে? আত্মজীবনী কি পোবোন্দো নয়?
পোবোন্দবিদ্বেষী ন্যাড়াবাবুর বিরুদ্ধে বোধিবাবু কি ওয়াকআউট করলেন? বেশ কেষ্টমাসের পালাটি জমেছিল।
সম্বিৎ গান বাজনটা ভাল বোঝেন মনে হয়। সে নিয়ে ওনার লেখা মন দিয়ে পড়ি, যদিও বুঝি না।
এই "বুঝিনা কিন্তু বুঝি যে উনি বোঝেন"-এর গভীরতা লইয়া কী করিব?
এলিটরা সবসময়েই ".. তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি .." শুনিতে অভ্যস্ত।
অন্য কিছু শুনিলেই অস্থির হইয়া পড়েন।
শান্তিনিকেতনি প্রবাদ।
কিন্তু নুনু হালদার যে আরেসেস দপ্তরে দাগা কামান একাই ঠেকিয়ে দিচ্ছেন এব্যাপার কী মত?
এই দেখুন - নিজেই নিজেকে গালাগাল করছেন। আমি আমার পোস্টে কোথ্থাও করিনিকো! কি আশ্চর্য!
এখানেই গন্ডগোল করলেন - আর কি বলবো! আমাকে আওয়াজ দিয়ে কি হবে?
তাহলে আঁতেলরা ছাগল, তাইতো। এটা একদম সঠিক। ২০১১তেই সেটা বুঝে গেছিলাম।
একদম। ডেলিভারী করলেই ভোট। শুধু সেই পনেরো লাখ আদানীর বদলে আমাকে ডেলিভারী করলেই আমার ভোট।
আওয়াজ দিয়ে লাভ নেই - ভারতের মতো দেশে আজকের পরিপ্রেক্ষিতে ডেলিভারি করতে হবে। যে পারবে না তাকেই ফুটে যেতে হবে। ব্যাস - এটা হচ্ছে সহজ সরল ইকুয়েশন। লোকেরা বুঝে গেছে - আতেল রা বুঝেও বোঝে না!
সম্বিৎ গান বাজনটা ভাল বোঝেন মনে হয়। সে নিয়ে ওনার লেখা মন দিয়ে পড়ি, যদিও বুঝি না।
অন্য বিষয়ে আলটপকা মন্তব্য করে উনি সে সম্মানটা হারালে ভাল লাগে না।
আম্বানি কী আদবানি থেকে ভালো নয়?
সম্বিৎ: "আপাতত বিএস বাবু উহার মটকায় চড়িয়ে বসিয়া আছেন। এবং বসিয়া সেইখান হইতে পিচিক পিচিক করিয়া বিএস ছাড়িতেছেন। তাহার নাম দিয়াছেন পোবোন্দ। নামের সহিত আউটপুটের এমন মিলন সহসা দেখা যায়না।"
বুঝলাম না।
বোধিসত্ত্ব বাজে কথা কোথায় লিখেছেন? বিতর্কের আলাপ আলোচনা কেন অপ্রাসঙ্গিক বলে আপনার মনে হচ্ছে?
মোদী সেই পনেরো লাখটা ডেলিভারি করলেই ওকে ভোট দিতাম। কিন্তু সেটা মোদী আম্বানীকে ডেলিভার করল। ;-)
তা ঠিক। ঘরে চাবি হারিয়েছে বলে ত ঘরে খুঁজবেন না। সেখানে অন্ধকার বেশি। রাস্তায় ল্যাম্পপোস্টের তলায় খুঁজবেন। তাতে কার কিইই বা বলার আছে?
বি এস বাবু একটি বাঁশের মাচা বানাইয়াছেন। বিশেষ পোক্ত নহে। অতি নড়বড়েই বলে যায়। একদিকে হেলাইয়া পড়িয়াছে। বি এস তাহার নাম দিয়েছেন ডিবেটিং ফ্রেমওয়ার্ক। আপাতত বিএস বাবু উহার মটকায় চড়িয়ে বসিয়া আছেন। এবং বসিয়া সেইখান হইতে পিচিক পিচিক করিয়া বিএস ছাড়িতেছেন। তাহার নাম দিয়াছেন পোবোন্দ। নামের সহিত আউটপুটের এমন মিলন সহসা দেখা যায়না।
বেটা আর জোগাড় হবে কিকরে? হানুর ছিল এক শোভন, তাকেও বৈশাখী আর বিজেপিতে নিয়ে গেল। সাধের শান্তিনিকেতনে অমিতজি শো দিচ্ছেন। রাগ হবে না?
কোথায় কি করব সেটা আমি ই ঠিক করব।
নিননিছাদের শুভাকাংখার প্রয়োজন নেই , আগে বাড়ুন।
যা সব রাজনৈতিক প্রজ্ঞার কথা চলছে , তাতে খিল্লি খেউড় ই ভালো। কেউ গোপনে সৎ পর্যবেক্ষন করছেন, কেউ আত্মগ্লানি তে ভুগছেন, কেউ অপরিচয়ের বিস্ময়ে আর এস এস কে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কেউ দিকে দিকে যাকে ঘৃণা করেন তার ই জয়ধ্বজা দেখতে পাচ্ছেন, আর কিছু নতুন রোঁয়া ঘরে বসে ক্যাডার লড়িয়ে ভিডিয়ো গেম খেলার আনন্দ পাচ্ছে। এই তো আলোচনার কোয়ালিটি , এতে খেউর ও খিল্লি ই যথেষ্ঠ। বিষয় নিষ্ঠ।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
"দেখে টেখে বলল স্পার্ক প্লাগ গেছে, আমি তো আবার সোমবার খুলব। তখন বললাম অনেক দুর যেতে হবে, কি করব? দু চারটে ফোন করে, কোথা থেকে পার্টস আনিয়ে মিনিট ত্রিশের মধ্যে সারিয়ে দিল। মিষ্টি"
ইলেকট্রিক গাড়ি চালালে মাঝরাস্তায় স্পার্ক প্লাগ বিগড়ে যাবার ঝমেলা থেকে বাঁচবেন, পরিবেশ ও বাঁচবে, :-)
হানুবাবু এরকম লড়াইক্ষ্যাপা হয়ে আছেন কেন? বাঙালি ফ্যাসিস্ত সমর্থক ফেবুর পোচ্চুর গ্রুপে পাবেন। সেখানে গিয়ে লড়ুন না। কয়েকজনের মত পাল্টাতে পারলে একটা সমাজসেবাও হবে। গুরুতে ফিফটি শেডস অব রেডের মধ্যে আর প্রতিপক্ষ কাকে পাবেন?
বোধিবাবুকে বলবো লোকজনকে অত গালাগালি না করতে। এট দ্য এন্ড দ্য ডে লোকেরা দেখবে তারা কি পেয়েছে বা কম্পেয়ার করে দেখবে তারা কি পেতে পারতো। ইন্টারনেটের যুগে সবই সম্ভব। তো খামোখা লোকেদের গাল দিয়ে কি করবেন। কি পেতে পারতো - এটাও একটা বড় প্রশ্ন আজকালকার যুগে - নয় কি? শুধু শ্লোগানে লোকের পেট ভরবে না বস্। আপনি সচ্ছন্দে আমাকে বিজেপির এজেন্ট বলে দাগিয়ে দিতে পারেন - তাতে কিছু আসে যায় না।
"তারপর মা হবে হবে। ....... ডেটা আমার নেই , বেটা জোগাড় হলে .........."
এইসব "মা", "বেটা" ইত্যাদি নিচ্চয় উত্তেজনার টাইপো। তবে পড়তে বেশ লাগছে!! ঃ-))