আচ্ছা, যারা নিয়মিত অংক কষেন না, তারা কী কাজে নিয়মিত পেন ব্যবহার করেন? অভ্যুর অনুপ্রেরণায় পেন কিনে অব্যবহারে অভিমানে বা অপমানে তিনি হারিয়ে গেলেন।
অরিনদা, মাকিয়ের একটা ভিডিও দিয়েছিলেন, সেটা পেনের টইতে আবার দেবেন?
অরিনদা, পেনের টইতে লিখুন না, পরে খুঁজে পেতে সুবিধে হবে।
থ্যাংকু অরিন। হ্যাঁ সেই গল্প।
@&\:"ফাউন্টেন পেন নিয়ে একটা দারুণ গল্প আছে সুকুমার রায়ের"
"চালিয়াৎ"
শ্যামচাঁদ স্কুলে ফাউনটেন পেন নিয়ে এসেছে, মাস্টার মশাই জিজ্ঞাসা করতে বলেছিল ওয়াটারম্যান পেন, কলমের ডগাটা ইরিডিয়ামের।
@পেন, জাপানী পেনের ডিজাইনের সৌন্দর্যে আমি মুগ্ধ, তার সঙ্গে আরকেটা ব্যাপার, এদের নিবের, বিশেষ করে সূক্ষ্ম নিব তৈরীর কেরামতি! ়F, EF স্টাইলের নিব, বিশেষ করে আঁকার জন্য খুব কাজে লাগে। তার মধ্যে অত সরু আর অমনিফ্লেকস নিব ব্যাপারটাই একটা টেকনোলজিকাল মারভেল, যার জন্য আমার ওয়াঞ্চার আর ক্যানিলিয়ার কনসেপ্ট-টা বেশ পছন্দ হয়েছে।
ছোট ফাইন নিবের ইউরোপীয়ান পেন বললে স্প্যানিশ ইনকসক্রোম পেন (ixc:77) এর কথা বলতে হয়, তেমন দাম টাম নয়, কিন্তু চমৎকার লেখে |
ফাউন্টেন পেন নিয়ে একটা দারুণ গল্প আছে সুকুমার রায়ের। তখন ফাউন্টেন পেন ছিল খুবই নতুন জিনিস, তখনও দোয়াত কলমের যুগ দেশে, সেই সময় স্কুলে একটি ছেলে ফাউন্টেন পেন নিয়ে এসেছিল, সেই নিয়ে গল্প।
ইন্ডিয়া-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ইউএস-এ লাইভ কোন চ্যানেল দেখাচ্ছে?
তবে যে আমাদের সিকি বাবু বলতেন সোরশো দা সাগ আর এরা লিখচে কা সাগ। কা না দা -- কোনটি ঠিক?
নাকি দা নয় দি? মক্কী দি রোটি। যা: দা আর দি-এ গুলিয়ে গেলো।
@অরিন, আমার সব থেকে পছন্দের পেন sailor pro gear আর ১৯১১। আর রোজের ব্যবহারের জন্য ল্যামি সাফারি আর ল্যামি স্টুডিও।
পাইলট নামিকি বা মাকি ইর দামের কাছে ওয়্যাঞ্চার আর কানিলিয়া তো বাচ্ছা।
হুতো, আপনি কোথায়?
কয়েক পাতা পিছনে কে যেন হানুসাহেবের স্কন্ধে ভুবনের ভার তোলার কথা কইলেন। হুতো যদি থাকতেন, একটা ছবি এঁকে ফেলতেন। পৃথিবী কাঁধে নিয়ে উড়তে উড়তে হানু কইছেন, "বল মা তারা দাঁড়াই কোথা? নি নি নি সা আ আ আ নি নি ধা রে সা ":-)
এ তো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ওয়েভের পর ওয়েভ! ব্যাপারখানা কী?
@Abhyu:"আমি অল্প কয়েকটা পেন কোম্পানিরই নাম জানি।"
আমারও একই ব্যাপার |
জাপানী পেনের মধ্যে পাইলট/নামিকি, প্ল্যাটিনাম, আমেরিকান পেনের মধ্যে পারকার, শেফার, ওয়াটারম্যান, জারমান পেনের মধ্যে অনলাইন আর ল্যামি, স্প্যানিশ কোমপানীর একটা পেন, আর চাইনিজ পেনের মধ্যে twsbi, জিনহাও আর বাওয়ার -- এই কতগুলো কোমপানির পেনই মাত্র আমার সংগ্রহে আছে। এদের মধ্যে আমার প্রতিদিনের ব্যবহারের জন্য ল্যামি অল-স্টার |
আসলে আমার মনে হয় পেনের বহিরঙ্গ, তার সৌন্দর্য্য একটা দারুণ ব্যাপার, যে জন্য অভ্যু যে কয়েকটা পাইলট/নামিকি মাকি-ই পেনের ছবি দিয়েছে তাদের শিল্পকীর্তি দেখলে চোখ জুড়িয়ে যায় | তবে ফাউন্টেন পেনের ফীড আর নিবের টেকনোলজির জগৎ, সে আরেক আশ্চর্যের । এ জায়গাটাতে জাপানী/চীনে আর জারমান/আমেরিকানদের একটা তফাত আছে | জাপানী/চীনা নিবগুলোর মিডিয়াম নিব আমেরিকান/জারমান/ইউরোপীয়ান নিবের স্ট্যাণ্ডার্ড অনুযায়ী ফাইন, জাপানের ফাইন (সূক্ষ্ম) টিপ আমেরিকান/জারমান স্ট্যাণ্ডার্ডে একস্ট্রা ফাইন। এর একটা কারণ জাপানী/চীনা লেখা হয়ত হান/কানজি খুব সূক্ষ্ম, যার জন্য ফাইন নিব লাগে।
নিবের দুনিয়া শাসন করে জার্মানরা। Peter Bock এর বক নিব আর ইয়োভো (JoWo) নিব বেশীর ভাগ ফ্লেকস নিব এদেরই | ফাউনটেন পেনের নিব + ফীড অ্যাসেমবলি অনেকটা ক্যামেরায় লেনস পরিবর্তন করার মতন, ঘুরিয়ে ফিরিয়ে আপনি লেখার পরিবর্তন করতে পারবেন।
যে কারণে লিখছি, @পেন কানিলিয়া (হাওয়াই অনুপ্রাণিত ফাউনটেন পেন) আর ওয়ানচার পেনের কথা উল্লেখ করেছেন | দুটি ব্র্যাণ্ডই বেশ মহার্ঘ, (অন্তত $300 ডলারের কমে দেখলাম না), এ বাবদ এ দু ধরণের পেনেই এরা সোনার ইয়োভো (অমনি)ফ্লেকস নিব ব্যবহার করেছে। ফ্লেকস নিব ব্যবহার করার কায়দা রপ্ত করতে সময় লাগে, কিন্তু এক কালির ফ্লো, আর যেকোন রকম ক্যালিগ্রাফিক লিখতে পারার গুণে অনবদ্য |
ফাউনটেন পেনের জনপ্রিয়তা আবার ফিরে আসছে দেখে ভাল লাগে।
ভিতর বাহিরে গানটাও ছিল অযান্ত্রিক অ্যালবামে, মনে পড়লো।
নামটা ভুল লিখেছি। গ্রুপের নাম ছিল মোকাম। আ্যলবামের নাম ছিল অযান্ত্রিক।
মোকাম টা ন্যাড়াদা গুল দিলেন না তো?
লসাগু, জয়ের এই কাজটা ইন্টারেস্টিং লেগেছিল, বিশেষতঃঃ এডিটিঙের জন্যে। এতগুলো ট্র্যাক সিংক কী করে করেছিল, ভাবতে অবাক লাগে।
বছর দশ বারো আগে ময়ূখ-মৈনাক, বোধহয় কালিকাপ্রসাদও ছিল, "মোকাম" নামে একটা আ্যলবাম করেছিল। সেখানেও কোন ইনস্ট্রুমেন্ট বাজানো হয়নি। মুখের আওয়াজ, বডি পার্ট বাজয়ে আ্যরেঞ্জমেন্ট করা হয়েছিল।
আকাপেলা নিয়ে উৎসাহ থাকলে এইটা দেখতে পারেন। ভোকাল+বাধ্যযন্ত্র+ আকাপেলার ফিউজান। অমিত ত্রিবেদির পরিচালনায়। মিউজিক নিয়ে অন্যরকমের চিন্তাভাবনা হচ্ছে দেখে সত্যিই ভালো লাগে।
ক্লাসিকাল সঙ্গীত নিয়ে যাদের উত্সাহ আছে, তাদের জন্য আরেকটা রেকো দিচ্ছি। গৌতম ঘোষের পরিচালনায় বিসমিল্লা খানকে নিয়ে ডকুমেন্টারি।
জানি রাগপ্রধান সঙ্গীত নিয়ে মূলত কথা হচ্ছে এখন, কিন্তু সম্বিৎ যখন ভোক্যাল সিম্ফনির কথা বলল, এই প্রসঙ্গে এটা দিলাম -
আকাপেলা --- কোনো বাদ্যযন্ত্র নেই, শুধুই মুখনিসৃত শব্দ - -
সব ফিউশন কনফিউশন নয় - ২
ভিডিওটা না দেখলেও হবে, দেখার বিশেষ কিছু নেইও - -
হৃদমাঝারে অনুষ্ঠানটা কী অসম্ভব ভাল হচ্ছে। বিক্রম ঘোষ আর প্রভাতী মুখার্জি দেখে আপ্লুত হয়ে পড়েছি।
@কেসি, সম্বিৎ, এলসিএম, অভ্যু ও অন্যরা,
গুরুর সমস্ত ভগীরথদের যারা আমার মত সামান্য গৌড়জনের জন্যে সঙ্গীতের অলকনন্দাকে মাটিতে নামিয়ে আনছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ। কদিন ধরে রবিশংকর, বিলায়েত, আলি আকবর, আমীর খান, আমজাদ, এবং আজকে দুই গোঁসাই বুঁদ হয়ে শুনছি। দীক্ষিত না হয়েও বিমল আনন্দে ভেসে যাচ্ছি। আর কি চাই?
আরও আগে মিন্টু দাশগুপ্তের প্যারডি গান ( এ অপনা দিল, তু আওয়ারার সুরে)ঃ
'নাইলন শাড়ি আর পাইলট পেন,
উত্তমদার পকেট, সুচিত্রা সেন।
নাইলন নাইলন শাড়ি,
চলতি কা নাম গাড়ি - - -'।
pinaki | 67.210.179.5 | ২১ জুন ২০১০ ২২:৪৭455839
ওগুলো সমাজতান্ত্রিক বিরিয়ানি। ওগুলো খেলে লাল হাগু হবে। আর তিনোমূলের গুলো পোতিক্কিয়াশীল বিরিয়ানি। সেগুলোয় সবুজ হাগু। হুঁ হুঁ বাওয়া। বল্লে হবে? খচ্চা আছে।
পেন পেন পেন পাইলট পেন
প্লেন থেকে নেমে এল সুচিত্রা সেন
সুচিত্রাদি সুচিত্রাদি তোমার হাতে কী?
"উত্তমকুমারের জন্য ঘুগনি রেঁধেছি।"
প্লেন থেকে নেমে এলো সুচিত্রা সেন
সই শিকারীর হাতে পাইলট পেন
সে প্লেনের পাইলট আলবার্ট গ্লেন
বাড়ি তার ডারবান, উইলকিস লেন
পেন পেন পেন পাইলট পেন
প্লেন থেকে নেমে এল সুচিত্রা সেন