লসাগু দা, জাকির হুসেনের ফিউশন-কনফিউশন ইন্টারভিউটা শুনেছে মনে হচ্ছে, গুগলে দেওয়া লম্বা ইন্টারভিউটা!
সমরেশ রায় এর করা সর্বশেষ আপডেটেড রচনাপঞ্জি ও চর্চাপঞ্জি থাকছে না? এহেহে ... বড় কোনো প্লাটফর্মের জন্য তোলা আছে?
আলপনা ঘোষের লেখা থাকা সম্ভব ছিল, যুধাজিৎ সেনগুপ্ত, হিরণ মিত্র, স্বপ্না দেব ... হিরণ্ময় গাঙ্গুলী, অভিজিৎ সেন, পীযূষ ভট্টাচার্য, রবি সেন, দেবর্ষি সারগী, স্বপ্নময় চক্রবর্তী, অর্ক দেব, চন্দ্রিল ভট্টাচার্য, সৈকত রক্ষিত, সুকান্তি দত্ত, কমল চক্রবর্তী, ইন্দ্রনীল ঘোষদস্তিদার ...
যাকগে ...
আচ্ছা এখনকার সময়কে কি গুরুর স্বর্ণযুগ বলা চলে? মানে, চারধারে যা সব দেওয়া হচ্ছে তাতে তো আপ্লুত হয়ে যাচ্ছি কিনা, তাই জিগোলাম
অনেক ধন্যবাদ কেসি দাদা
বাল্য স্মৃতি ১ঃ
বাল্য স্মৃতি ২ঃ
বাল্য স্মৃতি ৩ - আকাশবাণীর সম্পূর্ণ রেকর্ডিং খুঁজছি- সরোদে নয় মোহনবীণায়ঃ
kc | 37.39.138.238 | ১১ ডিসেম্বর ২০২০ ১১:৩০
Kc দা, এই প্রোগ্রামটা কোথায়/কিভাবে দেখা যাচ্ছে? কোনো অনলাইন সোর্স আছে?
467566
খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে
তারপর মানেকরুন পার্লার। তৈরী হয়েছে রেবেকা মার্সারের টাকা দিয়ে। সে মহিলা নিউ ইয়র্কের। স্ট্যানফোর্ড পড়েছে।
এরকমও দেখেছি যে নিউইয়র্ক, জার্সি, ক্যালিফোর্নিয়াতে জন্ম, বড় হয়েছে, পড়াশুনা, কাজকর্ম, ব্যবসা - তাও সফ্টওয়ারের। সেই ব্যবসা বিক্রি করে অনেক পয়সা পেয়েছে। একটা রেড স্টেটে গিয়ে সেখানে রাজা হয়ে বসে আছে। কাউবয় টুপি পড়ে আর জমি কিনে এখন র্যাঞ্চার সেজেছে আর রেডনেকদের নকল করে করে রিপাব্লিকান নেতা হয়েছে।
১৫ মাইল বেড়ার জন্য ১৫ বিলিয়ন ডলার? এতো কাটমানির অন্কা বন্কা শন্কা । হ্যাঁ পুরোটাই খুব বড় স্ক্যাম। নইলে নিউ ইয়র্কের বিলিয়নেয়ার হঠাত ক্ল্যান হয়ে গেলো, একথা মেনে নেওয়া কঠিন। সবই তাই কিন্তু। স্টীভ ব্যানন, স্টিভেন মিলার, হ্যানিটি, কার্লসন, ইনগ্রাহাম, রুডি জুলিয়ানি এরা সবাই কিন্তু কোস্টের লোকজন। ফক্স নিউজও নিউ ইয়র্ক সিটিতে। ওএনেন স্যান ডিয়েগোতে।
তারপরে ওই ধরো, ঐ যে স্লোগান - MAGA - Make America Great Again ---- মাগা লেখা টুপিগুলো সব চায়নায় তৈরি -- Vendors at Trump rallies often sell merchandise, but most of these items are made outside the U.S. in countries like China, Honduras and Haiti.
সে আর বলতে, ঐ বিবিসির রিপোর্টে নীচে খরচার হিসেব আছে, কত ১০ বিলিয়ন না কত -- যাতা একেবারে
লসাগুদা এর জন্য কত খরচ করা হয়েছে জানা আছে? তাহলে কাটমানির হিসাবটাও বোঝা যেত।
আরে বাবা ট্রাম্প পুরোটাই হাওয়া। এই ধরো না, এই ওয়াল, মেক্সিকো বর্ডার নাকি ওয়াল দিয়ে মুড়ে দেবে, ব্লা, ব্লা।
বিবিসি-র এই রিপোর্টে বলছে ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগে ৬৫৪ মাইল দেওয়াল (ফেন্সিং) ছিল, এখন ৬৬৯ মাইল। অর্থাৎ, চার বছরে ১৫ মাইল নতুন পাঁচিল হয়েছে। এর মধ্যে কোথাও কোথাও আগের পাঁচিল ভেঙ্গে নতুন পাঁচিল একটু তৈরি করেছে, ব কোথাও বা একটু উঁচু করে দিয়েছে, বা সেকেন্ডারি ব্যারিয়ার বানিয়েছে, কিন্তু একদম কোনো বেড়া বা কিছুই ছিল না, একেবারে ফাঁকা মাঠ ছিল এরকম মাত্র ১৫ মাইল জায়গায় নতুন পাঁচিল হয়েছে।
Trump wall: How much has he actually built?
https://www.bbc.com/news/world-us-canada-46824649
বোধিদা যেটা বলেছেন সেটা ঠিক। ট্রাম্পের নিজস্ব পলিটিকাল পাস্ট বা ফিউচার নেই। হি ওজ নাথিং টু দ্য জিওপি। ফলে যাখুশি করেছে নিজের ব্যক্তিগত স্বার্থে। বাকীদের এইসব লিমিটেশান আছে, তাই মোটামুটি স্টেবিলিটি রেখে ইনক্রিমেন্টাল চেন্জ করে। সমস্যা হল ট্রাম্পের কোনও ব্যাগেজ বা লিমিটেশান না থাকা সত্ত্বেও তেমন কিছু অ্যাচিভ করতে পারলো না। ট্যাক্স কাট আর সুপ্রীম কোর্টের তিন জাজ তো রিপাব্লিকানদের পলিসি। আমেরিকা ফার্স্ট বলতে অন্য দেশকে গালাগালি দেওয়া, ইমিগ্র্যান্টদের বিরক্ত করা, আর ট্রেড নিয়ে চায়্নার সঙ্গে ঝামেলা পাকিয়েছে। এতে রেড মীট কিছু জুটেছে বটে, কিন্তু কাজের কিছু হয়নি।
ট্রাম্প লেমডাক সেশনে প্রচুর চেন্জ করলো নিজের কুকীর্তি ঢাকার জন্য। তবে মনে হচ্ছে তাতেও রেহাই না দেখলে পেন্সকে শেষদিন বসিয়ে পার্ডন নিয়ে নেবে। তারপর রেড স্টেটগুলো থেকে আর বেড়বে না।
"বিগ নিউ টেক বনাম বিগ ওল্ড ইন্ডাস্ট্রি-টেক হিসেবে এই ইলেকশন বা আগের ইলেকশন টাকে দেখা আমার পক্ষে কঠিন"
ঠিক, এই ইলেক্শনে মূল সংঘাত টা ওল্ড বনাম নিউ টেক নয় | আমার মনে হয় মূলত মিলিটারী আর ইন্টেলিজেন্সর দুটো ফ্যাক্সনের মধ্যে লড়াই | একটা ফ্যাক্সনের সাথে ডেমোক্রাটিক পার্টি আর নিউ টেক এর , আর অন্য ফ্যাক্সনের সাথে ওল্ড টেক আর রিপাব্লিকান পার্টীর কিছুটা এলাইনমেন্ট থাকলেও সেটা সেকেন্ডারি | মূল কনফ্লিক্টটা যে ডিফেন্স বাজেটের কন্ট্রোল , ফরেন পলিসির প্রায়োরিটাইজেসন , ইনভেশন এর রিস্ক-রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন নিয়ে সেটা বোঝা যায় ইলেকশন এর পর কী কী হচ্ছে সেটা দেখলে - পেন্টাগন এর টপ দুটো লেয়ার ঝাঁটিয়ে সাফ , প্রচুর নতুন এপয়েন্টমেন্ট , স্পেশাল অপস এর প্রমোশন , ডি এইচ এস সাইবার সিকুরিটি ছাঁটাই , ফ্লিন এর পার্ডন , আর আজ এজরা কোহেন ওয়াটনিক এর পেট প্রজেক্ট আর বহুদিনের স্বপ্ন ফলো করে ডি ও ডি বলছে সি আই কে আর কাউন্টার "টেররিজম " এ কোন সাপোর্ট দেবে না |
https://www.defenseone.com/policy/2020/12/trump-officials-reviewing-dod-support-cia/170651/
অভূতপূর্ব সব ব্যাপার | এমনকি এম এস এম ও ঘাবড়ে গিয়ে কভার করে ফেলেছে |
লেমডাক -- রিমেন্স টু বি সিন্ -- সেশন এ এতো পরিবর্তন দেখে মনে হচ্ছে মূল টেনশনটা এখানেই | দু মাসের জন্য এতো কিছু করছে না | চার বছর থাকবার কনফিডেন্স আসছে কোথা থেকে ?
এইখানেই কে একটা দিয়েছিল না হাতে লেখা এফবিআইয়ের ডকুমেন্ট যেটা সম্ভবত রুডি নিজের বাড়িতে প্রিন্ট করেছিল তার রাশিয়ান বাডিদের বুদ্ধিতে।
ঐ লিন্কে কিছু নেই।
আর্কাইভ লিংক এ হার্ড ড্রাইভের পুরো কনটেন্ট আছে | সারা রাত জেগে পড়ে ফেলুন - ফাসিনেটিং কনটেন্ট |
<A computer repair shop owner in Wilmington, Del., named John Paul Mac Isaac has said Hunter Biden left a damaged Apple computer at his shop in April 2019 and asked to recover any data. Mr. Isaac said in an interview with The New York Times last week outside the shop that he is legally blind and could not be sure whether the man was Hunter Biden but asked his name to fill out a work order, and the man identified himself as Hunter Biden. Mr. Isaac said the man came to his shop twice but never returned to retrieve the computer or an external hard drive on which its contents had been stored.>
জেসী মর্গানের তো অনেক পাস্ট। তার মধ্যে কোর্টে মিথ্যা কথা বলাও আছে।
অনলাইনে তো অনেককিছুই পাওয়া যায়। তাতে সেসব সত্যি হয়ে যায় না। ওসব মেটিরিয়াল এই গুরুর পাতাতেই বহুবার ডিবাঙ্কড হয়েছে।
তন্ময় বোসের প্রোগ্রামে কালিকার সেগমেন্টটা দেখে আরেকবার আপশোষ হল এরকম একজন লোক চলে গেল বলে।
https://www.bbc.com/news/world-us-canada-55254082
আশায় বাঁচে চাষা।
"ঐ ল্যাপটপ যে আদৌ হান্টার বাইডেনের সেটারই কোনও প্রমান নেই, অন্তত তখনও ছিলনা।"
হান্টারের ল্যাপটপ এর সব কনটেন্ট দু মাস আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে | যেমন এখানে -
কখনই কোনো সন্দেহ ছিল না | ভোটের আগে দু পক্ষই চেপে খেলেছে | এখন চাপাচাপির আর কোনো স্ট্র্যাটেজিক কারণ নেই |
তবলা যে ছেলেটা বাজায় সে বোধহয় জয়ন্ত বোসের ছাত্র। তন্ময় বোস নিজেওতো খুব মজার মানুষ। কালকেই কৌশিকীর পার্টটা দেখলাম। সুন্দর লাগল।