"মাননীয়ার উর্দু জানাটা মনে হয় ঠিকই। ওনার একটা উর্দু বই আছে। "
সে কিতাব মাননীয়া নিজে লিখেছেন?
aka | 143.59.***.*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:৪০466604শচীন অ্যাকচুয়ালি খুব বড় বোলার হতে পারত। একই সাথে ইনসুইং, আউটসুইং, লেগব্রেক o তার যাবতীয় ভ্যারিয়েশন এবং অফস্পিন আমি একমাত্র শচীনকেই করতে দেখেছি।
S | 2a0b:f4c2:2::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:৩৪466603হ্যাঁ এখনকার ব্যাটসম্যানরা কেউই হাত ঘোরাতেই পারেনা। শচীন, সেওহাগ, দাদা, যুবরাজ সবাই নিয়মিত দুচার ওভার বল করতে পারতো। মাঝে মধ্যে উইকেটও নিত। সেটা এখন নেই।
avi | 2409:4061:2c85:de4c:d8cd:dc08:8cc5:***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:২৬466602এটার আর একটা সুবিধা হয় ব্যাটিং পিচ হলে শুরু থেকে শেষ অব্দি হায়ার গিয়ারে পিটিয়ে যাওয়া যায়। মাঝে উইকেট পড়লেও রান রেট থেকেই যায়। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই মডেলে খেলছে। ভারত এটা তখনই করতে পারছে, যখন টপ অর্ডারে কেউ সেঞ্চুরি হাঁকাচ্ছে। একই সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা।
politician | 2606:6000:6a0c:e00:f01c:1c9d:556c:***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:২৪466601মাননীয়ার উর্দু জানাটা মনে হয় ঠিকই। ওনার একটা উর্দু বই আছে।
আমি উর্দু জানিনা বলে পড়তে পারিনি।
avi | 2409:4061:2c85:de4c:d8cd:dc08:8cc5:***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:২২466600এখনকার ওয়ান ডে ম্যাচের ম্যানুয়াল লিখেছে ২০১৬ পরবর্তী ইংল্যান্ড দলটা। এবং বাকিরাও ধীরে ধীরে সেটাকেই ফলো করে সফল হচ্ছে। এটার একটা বৈশিষ্ট্য হলো বোলাররা বেশিরভাগ ভালো ব্যাট করতে পারবে, এবং জনাদুয়েক ভালো অলরাউন্ডার থাকবে অন্ততঃ, যাদের শুধু বোলার বা শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে রাখা যায়। ভারতে এই ফ্লেক্সিবিলিটি কম, ইদানিং বেশিরভাগই সুপার স্পেশালিস্ট। একদিকে ব্যাটসম্যানরা কেউই হাত ঘোরাতে পারে না, অন্যদিকে জাদেজার পরের কেউই এসে গোটাদশেক বলে পিটিয়ে যেতে পারে না। স্পেশালিস্টরা ভালো খেললে জিতবে, কিন্তু এর পরের কোনো প্ল্যান নেই।
S | 2605:6400:30:f78b::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:০২466599ঐ টেওয়াটিয়া বলে ছেলেটাকে নিয়ে যেতে পারতো।
S | 2605:6400:30:f78b::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ১০:০০466598কোহলির টীম সিলেকশান অসাধারণ। বহুবার প্রমাণ করেছে।
avi | 2409:4061:2c85:de4c:d8cd:dc08:8cc5:***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৯:৫৮466597অদ্ভুত ব্যাটিং অর্ডার। সবাই টপ অর্ডার ব্যাটসম্যান। ধাওয়ান, গিল/আগরওয়াল/রোহিত,কোহলি,আয়ার, রাহুল- সবাই। হিটার বলতে হার্দিক, আর ফিনিশার বলে কিছু নেই।
S | 2a0b:f4c2:1::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৯:৩৩466596আজকেও হারবে।
থ্যাংকস @aka , Jacinda Ardern অসাধারণ!
আমরা যাতে মনের আনন্দে ঘোরাঘুরি করতে পারি, আমাদের চারদিনের ওয়ার্ক উইক আসছে! হুঁ হুঁ!
https://twitter.com/Independent/status/1333765293978554368?s=09
kc | 188.7.***.*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৮:৪৬466594অভ্যু, হ দেখসি। এই সিরিজটাই বেশ কটা পুরোনো সাধুদের ভিডিও আছে।
সম্বিৎ | ০২ ডিসেম্বর ২০২০ ০৮:৪২466593ইসব্যাঙল বম্বের কোন এক ক্লাবের কাছে তিন গোল খেয়েছে। কিন্তু ৭৫ সালে পাঁচ গোল।
S | 2a0f:df00:0:255::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৭:২৩466592অনেক পুরোনো ভিডিও তো।
S | 2a0b:f4c2:2::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৭:১০466590নীরা ট্যান্ডেন যেন কনফার্মড না হয়।
aka | 143.59.***.*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৬:৫৬466589ভিডিও চাপ আছে। হোয়ার ফটোতে ক্লিক করুন -> তারপরে সেভ করুন -> তারপরে ফটোর আইকনে (এডিটরে ) ক্লিক করে, ফটো সিলেক্ট করুন -> ইমেজ সাইজ কমিয়ে নিতে ভুলবেন না। বড় সাইজের ফটো আপলোড হয় না, সেই কারণেই বোধহয় ভিডিও আপলোড হয় নি। (ইহা ফোন থেকে কাজ করিবেক )
S | 2a0b:f4c2:2::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৬:৫০466588কি সব যাতা চলছে।
The Justice Department is investigating a potential crime related to funneling money to the White House or related political committee in exchange for a presidential pardon
অন্যদিকে
Trump Has Discussed With Advisers Pardons for His 3 Eldest Children and Giuliani Rudolph W. Giuliani
S | 2a0b:f4c2:2::***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৬:৪৩466587রুশ, ভিয়েতনাম, নাগা, মারাঠিদের ভাষা জানাটা বেশ ইন্টারেস্টিং কম্বিনেশান কিন্তু।
Abhyu | 47.39.***.*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৬:০২466586
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:39f8:e522:bc58:***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৬:০১466585দুটি গুরুত্ত্বপূর্ণ কথা বলে যাই।
১ । আমাদের পাড়ায় একটা ভালো রাবড়ির দোকান দিয়েছে। একটা লোভী লোভী অথচ করুন আকুতি পূর্ণ ভাব করে তাকালে মাঝে মাঝে টেস্ট ও করতে দিচ্ছে, এক দেড় চামচ। কারণ জানে তার পরে লোকে কিনবেই।
২। এল সি এম, গুরু একটা কথা বলো , হোয়াট্সায়াপে যদি কেউ এই সব আন্দোলনের ভিডিও শেয়ার করে, তাইলে কি করে এখানে শেয়ার করব, বিশেষতঃ যদি সেটি অলরেঅডি কোনো সাইটে তোলা না থাকে? এম্নি ই বার খেয়ে পাঠিয়ে দিয়েছে ধরো ফোন থেকে।
aka | 143.59.***.*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৫:১৪466584আম্রিগায় তো ভ্যাকসিন ডিস্ট্রিবিউট হতে শুরু করবে। খামোকাই আপনারা ট্রাম্পকে গালি দ্যান।
avi | 2409:4061:2c85:de4c:d8cd:dc08:8cc5:***:*** | ০২ ডিসেম্বর ২০২০ ০৪:২৩466583নেপালি আর গোর্খালি অনেকে ডাইলেক্টের এদিক ওদিকও বলেন। দার্জিলিংয়ের লোকজন বলেন ওঁরা কাঠমাণ্ডু অঞ্চলের ভাষা শুনে কথা বলতে দিব্যি পারেন, তবে উচ্চারণে বোঝা যায় কে কোন এলাকার। আমাকে একজন বলেছিলেন, ধরুন কলকাতা আর বাংলাদেশের বাংলা, আপনারা সবসময় বুঝতে পারবেন কে কোনটা বলছে।
@দ: "গোর্খালি আর নেপালি ঠিক এক নয়। গোর্খালি মনে হয় পূর্ব নেপালের ভাষা আর নেপালি পশ্চিম নেপালের।"
আপনি যখন বলছেন নিশ্চয়ই ঠিক।
তবে ভারতের সেন্সাস জানাচ্ছে যে গোরখালি ভাষা নেপালীর অন্তর্ভুক্ত |
(https://censusindia.gov.in/2011Census/C-16_25062018_NEW.pdf)

&/ | 151.14.***.*** | ০২ ডিসেম্বর ২০২০ ০০:০৫466581মহাভারতের চমৎকার চমৎকার অডিও বুক হয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, গুজরাতি, মারাঠী, কন্নড় ইত্যাদি বিভিন্ন ভারতীয় ভাষায়। বাংলায় শুনছিলাম। বেশ সুন্দর গভীর ও সুরেলা কন্ঠস্বর কথকের। আবহের বাজনাটিও ভারী মিষ্টি।
গোর্খালি আর নেপালি ঠিক এক নয়। গোর্খালি মনে হয় পূর্ব নেপালের ভাষা আর নেপালি পশ্চিম নেপালের। ১৭০০ খ্রীষ্টাব্দ অবধি নেপাল বলতে কাঠমান্ডু উপত্যকা বুঝত। পূর্ব অংশের রাজা যখন কাঠমান্ডু উপত্যকা অধিকার করেন এবং রাজ্যের সীমা ক্রমশ বাড়াতে থাকেন তখন পুরোটা নেপাল বলে পরিচিত হতে শুরু করে। সাথে সাথে ভাষাতেও মিশ্রণ হতে শুরু করে। কোথাও একটা পড়েছিলাম এইসব।
সম্বিৎ | ০২ ডিসেম্বর ২০২০ ০০:০৩466579কুড়িয়ে বাড়িয়ে চোদ্দটা ভাষা জানা লোক এখানেও পাওয়া যাবে। এই ধরুন আমি, এই এতগুলো ভাষা জানি, কোনদিন গর্ব করতে দেখেছেন বা মিডিয়া অফিসে ফোন করতে দেখেছেন? সব অন্তর থেকে। গড়গড় করে টেলিপ্রম্পটার ছাড়াই বক্তৃতা দিয়ে যাব।
বাংলা, ইংরিজি, হিন্দি, Java, C, C++, Html, JavaScript, Python, PHP, Scala, Bash - কটা হল? এর সঙ্গে একটু C#, একটু Visual Basic, একটু Basic ধরে নিলে পঁয়েরো হয়ে গেল। ফাইল ঝামা ঘষা গোল আসবে Fortran থেকে, ইঞ্জিনিয়ারিং-এর পরে আর লিখিনি যদিও। তো কী?
"নাম না করে নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।বলেন, কেউ কেউ টেলিপ্রম্পটারের সাহায্যে বক্তৃতা করেন। আগে আমেরিকা, ইউকে-তে ছিল এখন তো ভারতেও চালু হয়ে গেছে। কিন্তু আমরা অন্তর থেকে বলি।"
দাদা বনাম দিদি।
সত্যি ভারতে আপনাদের নেতা নেত্রী ভাগ্য বলিহারি যাই!
গোরখা রা তো বেসিকালি নেপালি ভাষাতেই কথা বলে, তাই না? এ সেই ইশকুল কলেজে ইতিহাসের পরীক্ষায় লিস্ট তৈরির মতন কেস হয়ে যাচ্ছে।
ইংরেজি জানতেই হবে? | 162.218.***.*** | ০১ ডিসেম্বর ২০২০ ২৩:৪১466576মমতা একজন সৎ মানুষ। তিনি ইংরেজি ছাড়া বাকিগুলো জানেন। তাই সেগুলোর কথাই বলেছেন।