ন্যাড়াদা, মিস্টার তীর্থং কর মশাইকে একবারটি জিগ্যেস করবেন কলিন স্ট্রীট বেকারির থেকেও ভালো ফ্রুটকেক কোথায় পাওয়া যায় :))
পাচুবাবু বিজ্ঞানীও!!!
প্রাউড বয়েজের ইনিশিয়েশান।
মারাদোনা নিয়ে স্মৃতিচারণায় আজ বিশ্বজিৎ একটা জায়গায় লিখেছে --
"বিরাশি সালের ২ এপ্রিল আর্জেন্টিনা ঢুকে পড়ল ব্রিটিশ-অধিকৃত দ্বীপপুঞ্জে। নৌবহর আর যুদ্ধবিমান পাঠিয়ে সাহেবরা শেষ অবধি আর্জেন্টিনাকে হারিয়ে দিল, ১৪ই জুন আত্মসমর্পণ করল রুপোর দেশের যোদ্ধারা। হারল বটে, তবে ফকল্যান্ডের যুদ্ধ এদেশের মানুষের মনে জাগিয়ে তুলল দেশপ্রেমের সুর। ১৯৮৪ সালে সে দেশে তৈরি হয়েছিল সিনেমা 'যুদ্ধে-যাওয়া ছেলেরা', হোর্হে লুই বোর্হেস লিখেছিলেন কবিতা। বোর্হেস তো এক লেখায় তার স্বদেশ আর মার্গারেট থ্যাচারের সাম্রাজ্যবাদী ইংল্যান্ড দুপক্ষকেই উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, দুটো টেকো লোক চিরুনি খুঁজছে। "
পবঙ্গের চাষিরা ত শিল্প চায় চাষ করতেই চায় না। বজ্জাত তিনোমুল আর দুষ্টু গুরুর লোকেরা মিলে ভুলিয়ে ভালিয়ে পবঙ্গে শিল্পো হতে দিল না তাই তারা মনের দু:খে বিজেপি হয়ে যাচ্ছে। তারা কেন আন্দোলনে যাবে?
হানুদা, এক ডিসকানেক্টেড ফ্রাস্ট্রেটেড লোকের কথা শোন, অকালি দল বিরোধিতা করছে এখন, তাই কিছু ফটোজেনিক ছবি পাওয়া যাচ্ছে। হরিয়ানা, ইউপি, বিহার, বাংলায়, অসমে, এমপি ঝাড়খণ্ডে ... কৃষক নেই? দিল্লি দেখে কী হবে? পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করে স্ট্রাইক? আর ফেসবুকে কিছু ছবি সমেত জ্বালাময়ী পোস্ট বা খিল্লি?
আমার ভরসা হারিয়ে গেছে।
রাজনীতির বেশ্যা বৃত্তি নাকি বেশ্যা বৃত্তির রাজনীতি ???গুলিয়ে যাচ্ছে !!গণতন্ত্র নামক বস্তু টা একেবারে ল্যাংটা হয়ে গেছে গো !!
টি ২০ টা হেরে গেল। বোলিং ফিল্ডিং বাজে করলেও ব্যাট কিন্তু খারাপ করেনি।
বিজেপি কে আর যাই হোক ভবিতব্য বলে ভাবতে রাজি নই, সে যত ই ডিসকানেক্টেড হ ই না কেন, যা খুশি শুরু করেছে।
**যা খুশি পাশ করিয়ে নেবে
করোনারি মধ্যে মা খুশি পাস করিয়ে নেওয়া, আ্যঁ চ্যাঙড়ামি মারার জায়গা পায় না!!!!
দেখা যাক
হানুদা আসলে অমরত্ব যাঞ্চা করছে।
এদের কিস্যু হবেনা। ঠাটবাট দিনদিন আরও বাড়বে।
একদিন আসবে যেদিন মোদী কে , শাহ কে এই চাষা আর পরিযায়ী শ্রমিক দের কাছে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে হবে। এসব দেখেই মরব।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
ল্যাবেন্চুষও হবে। তবে সেটা শাস্ত্রীর হাতে ধরানো হবে।
ল্যাবুশেন?
অস্ট্রেলিয়ান প্লেয়ারের নাম কি করে মানুষ ল্যাবেঞ্চুষ হয়? কি অবাক কান্ড!
রসগোল্লা বিরিয়ানির ছবি দেখেই তো গাগুলিয়ে উঠলো।
"ঘটিকুলতিলক বলে কথা, ফ্রুটকেক ভাল লাগতে বাধ্য।কলিন স্ট্রিট ভাল লাগবে। প্রথমেই ঢাউস না কিনে ছোটটা কিনুন।"
ফ্রুটকেক সিনেমাটা দেখতে দেখতে খান |
:-)
মধ্য রাত্রে চাঁদের কাস্তে, ধারালো হচ্ছে আস্তে আস্তে গাইতে গাইতে ধ্বংস করলে কষ্ট কম হবে, ৯৯৯টাকার শোক কম হবে...
রোটিম্যাটিকের বানানো রুটি কি ঝলসানো চাঁদের মতন দেখতে?
বিপ্লবে সব শ্রমিকবিরোধী রোটিম্যাটিক ধ্বংস করে ফেলা হবে। এই বেলা হাতে-গড়া রুটি করা শিখে নিন।
তাই হবে:-) বাপরে দুজনেই গুরু পড়ে! ভাববে খিল্লি দিচ্ছি:-(
রোটিম্যাটিকের রুটি খেয়ে মোটা হয়ে গেছে বোধয়।
রোটিম্যাটিকের রুটি না এমনি হাতে কড়া? ও ন্যাড়াবাবু?
অভ্যু আমি সত্যি কেঁদে ফেলবো
গতবছর এক দম্পতি রোটিম্যাটিক কিনে বিয়ের জন্মদিন পালন করেছিলো- খুব প্রেম বলে বিয়ের জন্মদিনে তারা সংসারের দরকারি জিনিস কিনতো( কী ভালো )এ বছর শুনলাম বৌ হাতঘড়ি আর বর একটা ট্রেডমিল কিনেছে:-)
অত কেক খাওয়ার কী আছে? বিপ্লব আসছে। রুটি খান।