জনৈক | 2409:4060:2e02:984d::d788:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:৪৫465464@এস
চার মিনিটের ভিডিও ফুটেজে কি প্রমাণ হয়?
পুরো ছবিটা কি ভাবে হয়েছিল সেটা কি জানেন ।
ঐ ছবির শুটিং এর গল্প লিলি চক্রবর্তী সহ অনেকের মুখেই শোনা ।
অবশ্যই মানুষ কে নিয়ে আলোচনা হবে ,
এবং মৃত্যুর পর ও হবে কিন্তু মারা যাবার সাথে যে বেগে ভক্তরা লিখবেন সেই বেগে কি বিশ্লেষক লিখবেন? যদি না আদালত কেস থাকে বা সমসাময়িক কোনো প্রসঙ্গে জড়িত না থাকেন
বিশ্লেষকদের শুরুই করা উচিত , দেরি করে , বিশেষ করে যদি গালি দেবার একটু আধটু ইচ্ছা থাকে তাহলে বেশ স্লো স্পীডে , যদি রিসেন্ট চলমান কোনো ইভেন্টে কোনো বদল আনার না থাকে - বিপ্লব না হয় ধীরেই আসুক।
এলেবেলে | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:৩৯465462আর 'চোখের জল এখনও অবধি ... স্যারের কপিরাইট। আমি এই বিষয়ে কিছুই বলি নাই। বলিয়াছিলাম 'বাম' সৌমিত্র মরিয়া প্রমাণ করিলেন বাংলায় লাশের রাজনীতির আমরা-ওরা নাই।
এলেবেলে | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:৩০465461বড়েস, অনেক ধন্যবাদ। আমি টেকনিক্যাল বিষয়ে আনাড়ি। কিন্তু এভিডেন্স বা রেফারেন্স ছাড়া কাউকে ওপরেও তুলি না, নীচেও নামাই না।
ঝগ্গা না জমলে এই ট্যাব টা বন করে রাখবে কত্তিপক্ষ ?
S | 2405:8100:8000:5ca1::17:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:২৯465459হুমায়ূন আহমেদ?
জিগায়া লাভ আছে ?
কেউ এখানে টিন এজার তো নাই মনে হয়
এলেবেলে | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:২৩465457পিটিস্যার, আমি গত চার বছর টিভি দেখি না। আমার বাড়িতে একটা ছোট টিভি আছে। সেখানে একটা চ্যানেল আসে বোধায় স্টার জলসা। ওটি আমাদের বাড়ির দিদির বিনোদনের জন্য নিবেদিত। সুতরাং এবিপির অ্যাঙ্গেল নিয়ে আমার মাথাব্যথা নেই।
কাল হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত যে অলীক কুনাট্য অভিনীত হয়েছে তার দায় মমব্যানের একার নয়। সিপিএম ইচ্ছে করলে সঙ্গে না হেঁটে কোনও একটা জায়গায় সমবেত হয়ে শ্রদ্ধা প্রদর্শন করতেই পারত। কোভিডের সময়ে সরকারের চিফ সেক্রেটারি রাস্তায় হাঁটছে আর পুলিশ শশব্যস্ত - এই জঘন্য লাশের রাজনীতির সঙ্গে সংস্রব না রাখলেই ভালো হত। এটাই আমার মূল বক্তব্য।
আর আজকের গণশক্তির পাতাটা নেওয়া যাচ্ছে না। আজকেই স্ক্রিনিং কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল জাতীয় চীৎকার না করলেও হত। সৌমিত্রের মেয়ে বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে দিদির জয় বলতে বাধ্য হয়েছেন। সিপিএমের নেতাদের তো আর সেই বাধ্যবাধকতা ছিল না।
শম্ভু মিত্র কি আর সবাই হতে পারেন?
খ, গিরিশ ঘোষ-শিশিরবাবুর জঁর চলে গেছে। অ্যাকাডেমি কোন আমলে কাদের একচেটিয়া ঘুঘুর বাসা হয় তা আপনিও জানেন, আমিও জানি। বিশেষত আমি মফস্সলের বাসিন্দা হওয়ায় আরও ভালো জানি। নদীয়ার কৃষ্ণনগর-নবদ্বীপ-কল্যাণী আধুনিক বাংলা থিয়েটারের সিরিয়াস চর্চা দীর্ঘদিন ধরে করে থাকে।
S | 2405:8100:8000:5ca1::79:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:১৬465456রণজিৎ মল্লিকের নাকি কানে কানে বলতেন।
S | 2405:8100:8000:5ca1::79:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:১৬465455হুমায়ূন কে?
এখন কারো মরার সংবাদ পাওয়ার দেড় সেকেন্ড পর মনে আসে , আয়হায় এই লোকটা গণ্য মান্য বা পরিচয় ওয়ালা কেউ নয় তো , তাহলে তো তিন দিন ফেসবুক যাওয়া যাবে না
হুমায়ূন কে নিয়ে জন্ম দিবস মৃত্যু দিবস ছাড়িয়ে এখন মাস ব্যাপী গালাগালির দিকে যাচ্ছে
এই ক ' বছর গালিয়ে রেনেসাঁ কত দূর গেলো ?
জৈনক | 2409:4060:2e02:984d::d788:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:৪৫465453" শাখা প্রশাখা " তে কাজ করার জন্য অঞ্জন দত্ত গেছিলেন । সত্যজিৎ রায়ের পছন্দ হয়নি । হাতে অপশন ছিল না বোধ হয়। তাই রঞ্জিত মল্লিক ।
কিন্তু রঞ্জিত মল্লিকের দিয়ে কাজ করাতে সত্যজিৎ রায়ের খুব বেগ পেতে হয়েছিল । রিটেকের পর রিটেক । শট পছন্দ না হলে উনি রঞ্জিত মল্লিকের কানে কানে বলতেন " রঞ্জিতবাবু, একটু স্পষ্ট করে বলুন ।"
sm | 42.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:২৫465452একজন বিখ্যাত মানুষের মৃত্যুর পর শোক মিছিল হতেই পারে।অস্বাভাবিক কিছু নয়। তবে কভিড এর সময় না হওয়াই উচিত ছিলো।কিন্তু সেসব তো বি এল এম এর সময় ও মানা হয় নি।
PT | 116.193.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:২২465451বামেরা কিছু করার অনেক আগেই আবাপ সৌমিত্রর বামত্ব প্রচার করতে শুরু করে; "কৃষ্ণনগরে কেটেছে ছেলেবেলা, সৌমিত্রর সেই বাড়ির একাংশ এখন সিপিএম পার্টি অফিস"
গণশক্তির লেখাটা সাধারণের গোচরে আনে আবাপই। অনেক লোকাল নেতা সে খবর রাখতেন না।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:২২465450***মৃত্যু নিয়ে পজিশন ....
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:২১465449আমার তাইলে বড় শিল্পীদের এই পজিশন,নোট করে ন্যান পরে আর বলব না:--)))
১- গান স্যালুট খুব ই বোকা বোকা ব্যাপার।
২ - সরকার এর আয়োজন ও পোষায় না, শিল্পিরাজনৈতিক নেতা মন্ত্রী তো কেউ না। মানুষ হাঁটতে চাইলে হাটুক । পরিবির বা মৃত মানুষটির ইচ্ছা কে সম্মান করাই ভালো।
৩। কোভিডে গোটাটাই করা উচিত হয়নি।
৪। সিপিএম এর নেতারা বা মমতা হাটায় আদার ওয়াইজ আমার খারাপ লাগেনি, কারণ ব
মানুষদের আমরা প্রাইভেসি দিতে জানিনা,কিকরা যাবে, সমাজ হিসেবেই আমরা ব্যক্তিগত স্পেস সম্পর্কে কিছুই জানিনা। সায়েব্যাও জানে না
এগুলোবলে রাখলাম, আমার শবযাত্রায় রাতে আপনাদের একটা জেনেরাল গাইডান্স থাকেল, এই দূরদৃষ্টি নর্মালি দেখা যায় না::------ফস করে মুখৃযন্ত্রী হয়ৈ গেলে ও এটা মনে রাখবেন।))))))))
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d3/Newtons_cradle_animation_book_2.gif
sm | 2402:3a80:ab8:a3c:0:55:84ab:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:০৯465446আই গো আপ, ইউ গো ডাউন। মানে হইলো গিয়ে গরুর চক্ষে জল কারন, গুদাম উইপোকা নষ্ট করে দিয়েছে।
আমি বামেদের এতো সমালোচনা করে থাকি কিন্তু ঘোষিত বামপন্থী সৌমিত্রর মৃত্যুতে শোক মিছিলের হাঁটাকে এতো অস্বাভাবিক লাগছে কেন ?চোখের জল শুকোয়নি এরকম যাত্রাপালার ডায়লগ আনতে হচ্ছে কেন ?? স্ট্রেঞ্জ !
PT | 116.193.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:০৯465445"একটাতে আছে কাকা এবং জ্যোতি বোস। আরেকটায় বুদ্ধের পাশে যোগ্য লোক। অন্যটাতে নন্দীগ্রাম।"
আমার ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি যে সৌমিত্র তাঁদের লোকই ছিলেন। সম্ভবতঃ নন্দীগ্রামের সূর্যোদয়কে সমর্থনও করেছিলেন।
"আরেকটায় মমতা কত খারাপ সেটা।"
সিপিএমের সমর্থকরা এমনটাই যে বলবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে? তারা তো দিলীপ ঘোষকেও গাল দিয়েছে!
"কাল ব্যান্ডেজ পায়ে মমব্যানের সঙ্গে তাঁহারা হাঁটেন নাই? পূর্বে হাঁটিয়াছিলেন? কাল হাঁটিলেন কেন?"
আমি দেখলাম যে সুজন, বিমান ইত্যাদিরা সৌমিত্রর শবযাত্রায় হেঁটেছেন। তাতে অসুবিধের কি আছে? তাঁদেরই তো সেখানে হাঁটার কথা। তিনোদের কে ডেকেছিল ঐ শবযাত্রায়? এলেবেলে বোধহয় আবাপর ক্যামেরাম্যানের এঙ্গেলের ফাঁদে পা দিয়েছেন।
এর মানে "কদর্য, ..কুৎসিত, ...রুচিহীন দলবাজি"?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:০৬465444:---))))তুলে দিলে খুশি হব তাই বলছি। আমার তো মনে হয় আমরা গুরু র সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছি এবং আমাদের বৃদ্ধাশ্রমে যাওয়াই ভালো:::--)))))
aranya | 162.115.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:০২465443বোধি ভাট তুলে দিতে চাইচে :-(
হায়, আড্ডাপ্রিয় বুড়োরা তাইলে কোথায় যায়
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২১:০২465442কমার্শিয়াল থিয়েটার টাকে আমি কেন গুরুত্ত্ব দেই বলছি। একটা শো নামানো মুখের কথা না। আমাদের দেশে বম্বে ছাড়া কোথাও সেরকম ভাবে প্রফেসনাল রিপারটয়ার থিয়েটার হয় নি ,মানে আমাদের কমার্শিয়াল থিয়েটার টা ছাড়া। আমাদের এখানে এই সরকারি বদান্যতা র উপরে নির্ভরশীল থিয়েটার , কে বেশি পেল কে কম, কার আপারাচিক ভূমিকা বেশিএসব নিয়ে তিরিশ বছর গেছে, এখন যাচ্ছে কে মেফিস্টো বেশি , সেই নিয়ে। পারফর্মিং আর্টে সরকার থাকাটা কোন কাজের কথা না, বিশেষতঃ আর্বান শো তে। যেটা এখানে ৭০ ৮০ তে ,য়েছে। দিল্লি ও এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা আর দূরদর্শন কে কেন্দ্র করে এই ঘোগের বাসা হয়েছে। এই জন্যই আমার গিরিশ বাবু, শিশির বাবুদের প্রতি বিশাল শ্রদ্ধা আছে। আমার তো মনে হয় টিনের তলোয়ার এর এটাই মেন মেসেজ। জেলার সংস্কৃতি চর্চা তেমন অনেকটাই কলকাতার কাকে চেনেন হয়ে গেছে , সেটার সমস্যা টা আধফরচুনেটলি হেভি আরবানাইজেশন ছিড়া কাটার যেমন উপায় নাই। পোবোন্দ ল্যাখেন, আমি আছি, ব ই দোবো। :--))))এখন তো লিবেরাল থিয়েটার প্রাইভেট হলেই ভালো হত বলে আমার আরো বেশি মনে হয় , এর পরে তো মোদিজির ছেলেবেলা নিয়ে অকাদেমিতে লীলা হবে।
এলেবেলে | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৫৪465441খাড়াইল যে চোখের জল এখনও শুকায় নাই)))))))))))
aka | 2600:1005:b10d:638a:985a:5fd8:9ab2:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৫০465440তাইলে কি খাঁড়াইল? এক বাক্যে কেউ বলে দ্যান।
এলেবেলে | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৪৯465439আপত্তি নাই। বন্ধুর পাশে হাঁটিতেই পারেন। কিন্তু তাহা নিজেদের পাতাগুলিতে চোখের জল শুকাইবার পূর্বেই ফলাও করিয়া প্রচার করিবার দরকার নাই। উহা অশোভন। যেমতি আজ গণশক্তির পাতায় উঁহার উপর পাদুকা শোভিত হইয়াছে!!!
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৪৫465438এলে, হ্যাঁ এটা আমিও বুঝিনি বন্ধুর মৃত্যু তে হাঁট, লে সিপিএম এর নেতারা কি অপরাধ করেছেন, মমতা এটা কোভিডের সময় করেছেন বলেই আমার আপত্তি, আদার ওয়াইজ প্রাইভেট ফিউনেরাল ফস্তুটি তো আমাদের নাই। থাকলে তো ভালো ই হত। আপনি যে এমন ক্লোজেট সায়েব জানতাম না মাইরি:--))))))তবে কোভিড ছাড়াও আমার গান স্যালুট ইত্যাদি বহুত দূর লাগে।
এলেবেলে | 202.142.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৪৪465437একটাতে আছে কাকা এবং জ্যোতি বোস। আরেকটায় বুদ্ধের পাশে যোগ্য লোক। অন্যটাতে নন্দীগ্রাম। আরেকটায় মমতা কত খারাপ সেটা। তবুও তিনি 'আমাদের লোক' এস্ট্যাবলিশড হইলেন না? কাল ব্যান্ডেজ পায়ে মমব্যানের সঙ্গে তাঁহারা হাঁটেন নাই? পূর্বে হাঁটিয়াছিলেন? কাল হাঁটিলেন কেন? চোখের জল শুকাইয়া গিয়াছে?
পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:8077:4fd5:1252:***:*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৪২465436আরিব্বাস। থিয়েটারের কোন মঝঝিম পন্থা হয় না। এলেবেলে ফতোয়া দিয়েছেন, চুকে গেছে।
এবারে যাও সব নিজ নিজ কাজে।
PT | 116.193.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২০:৩৯465435"চারটে লিঙ্ক দেওয়ার পরেও যদি 'আমাদের লোক'-এর মূল সুর না বুঝতে পারেন, তাহলে আমি নাচার।"
সুর যাই হোক, সেগুলো "কদর্য, ..কুৎসিত, ...রুচিহীন দলবাজি" কিনা সেটা establish করতে ডজন খানেক থিসিস নামাতে হবে।