দ,
আমি ঠিক তাই করেছি। ভার্টিকাল ড্রপডাউনে নিজের পাতায় গিয়ে ব্লগ ক্লিক করেছি বারবার। পাঠানো ছবির মতই খুলছে। শুধু "নতুন লেখা শুরু করুন" ডানদিকে ওপরে বা কোথাও দেখা যাচ্ছেনা।
aka | 2600:1005:b10d:638a:50a9:551d:70e6:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ২০:৪২465283শ্যামা সংগীত নিয়ে ডিডি দার একটা কমেন্ট ছিল না?
Abhyu | 47.39.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ১৯:৪২465282কালীকীর্তন বলে মিশনের তিনটে ক্যাসেটের একটা সেট ছিল। তাতে ছিল গানটা। দেখি পাই কিনা।
রঞ্জন | 2405:201:4011:c031:d4b9:ed91:cd5a:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১৯:৩৬465281অভ্যু
এই গানটি হবে? দরবারী।
লম্বিত গলে মুন্ডমালা মা?
অন্তরা হেব্বি:
দিগবসনা চন্দ্রভাল, এলায়ে পড়েছে কেশজাল
এই রূপপ্রতিমার কল্পনায় আমি স্তম্ভিত।
রঞ্জন | 2405:201:4011:c031:d4b9:ed91:cd5a:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১৯:০১465280দ,
নিজের নামের পাতায় গিয়ে ড্রপ ডাউন থেকে ব্লগ ক্লিক করলে আমার পুরনো লেখাগুলো দেখাচ্ছে, কিন্তু নতুন লেখা শুরু করুন, এরকম আইকন দেখাচ্ছে না।
a | 61.68.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ১৮:৩২465279এখন লেখক বেড়েছে, ভাটক kamechhe
aka | 2600:1005:b10d:638a:50a9:551d:70e6:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১৮:০২465278ভাটের সেই সুদিন গিয়াছে। পাতি ভাটও ভালো জমে, এককালে পাতি ভাটই হত, দিব্য জমত।
যাই বলুন আর তাই বলুন | 174.198.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ১৭:৫১465277ইলেকশানের মত ভাট আর কিছুতেই জমে না ,
ইদিকে মারডক সাহেব বলেই দিলেন - It's Joe Time
তাও একজন চেপে বসে আছে ট্রাম্প টিভি আর ট্রাম্পোয়ার্ল্ড থিম পার্ক লন্চ না করে বেরোবে না - ৬০০ মিলিয়ান ধার শুধতে হবে .
হরিদাস পালে নতুন ব্লগ খোলার দরজা নেই ত। সেটা আছে নিজের প্রোফাইলের মেনু অপশানে ব্লগের মধ্যে।

প্রোফাইলের ব্লগে ঢুকলে নতুন ব্লগ খোলার বাক্স

অরিন | 161.65.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ১৪:২৬465275রঞ্জনবাবু, এই লেখাটা পড়তে গিয়ে আপনার কথা, বিশেষ করে আহরণ নদী আর গ্রামের কথা ভাবছিলাম। আরো একটা বিশেষ কারণে ভাবছিলাম, আজকেই ফায়ার প্লেসের জন্যে লগ হাউসে বহুদিন আগে পাইন গাছ কেটে রাখা কাঠ স্ট্যাক করছিলাম। এ যে কি কষ্টকর কাজ!
https://ruralindiaonline.org/articles/travelling-on-the-firewood-express/
অরিন,
রেটিং প্রব্লেম সল্ভড!
কোনি হক ৬১ খুব ভাল লাগল, তাই মেয়েকে ফরোয়ার্ড করলাম।
কিন্তু ব্লগ নিয়ে সমস্যাটি দূর হচ্ছে না। অ্যাডমিন পারমিশন দেওয়ায় আমি সাইট খুললেই আমার নাম লেখা জায়গা "হরিদাস পালে" পাচ্ছি, পুরনো লেখা দেখতে পাচ্ছি। কিন্তু "খেরোর খাতা"য় যেমন নতুন খাতা খুলুন উইন্ডো আসছে, তেমনভাবে ব্লগে 'নতুন ব্লগ খুলুন' আইকন আসছে না। হাল ছেড়ে সম্পূর্ণ লেখাও ব্লগের জায়গায় টইয়ে পোস্ট করছি, কি জ্বালা!
S | 2405:8100:8000:5ca1::f:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১৩:১৪465270মাইকেল মূরের খোলা চিঠি পড়লামঃ
https://medium.com/@MMFlint/an-open-letter-to-joe-biden-a34afb3a2508
"- 'আররে POTUS তুনে দেখখা নেহি উয়ো ট্র্যামকে বারে মে বোল রোহে থে?'"
এটাও থাক ,
রঞ্জনবাবু: "৫/৫ (২ জন), সেটা হয়ে গেছে ৪.৩/৫ (৩ জন)। কি আপদ! আমি তো রেটিং চাইনি।"
হা হা , কি গেরো বলুন দিকি !
আপনি রেটিং "না চাইলে" কি হবে , গুরুর মেশিন যে চাইছে, এবং মনে করে রেটিং == পছন্দ ।
অতএব আপনি ক্লিক হইতেই গুরুর জন্য বলিপ্রদত্ত !
যে "পছন্দের" যে সিম্বলগুলো আছে, তাতে বাঁ দিক থেকে ডান দিক বরাবর (হার্ট চিহ্ন =৫ থেকে নিয়ে উল্টোনো বুড়ো আঙ্গুল =১) স্থির করা আছে । ধরুন আপনি মনে মনে ভাবলেন,বাহ্ বাহ্ বেশ বেশ বুড়ো আঙ্গুল তোলা যাক , আপনি রেটিং না চাইলে কি হবে, গুরুর মেশিন লার্নিং ধরে নিচ্ছে যে আপনার লেখাটা যদি "খুব" ভালো লাগতো,তাহলে আপনি তোলা বুড়ো আঙ্গুযে ক্লিক না করে হৃদয় চিহ্নে ক্লিক করতেন । ঐরকম ।
আর একবার ই পারবেন ।
হঠাৎ যদি মনে হয় না না ওটা ভুল হয়ে গেছে ,
শোধরাবার উপায় নেই !
মেশিন বনাম মন ।
Abhyu | 47.39.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ১০:২০465266শিশু টকে তুলে দাও :)
S | 2405:8100:8000:5ca1::c:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১০:১১465265ট্রাম্প নিজেই নিজেকে গোল্ডেন গুজ বলে ডাকছে। ট্রাম্প কি দিদিকে ফলো করেন নাকি?
S | 2405:8100:8000:5ca1::13c:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ১০:০৮465264বাহ। :)
এখানে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে বেশ তাই লোকে মহাফুর্তিতে সক্কাল সক্কাল উথে হেঁটে দৌড়ে বেড়ায়। আজ সকালে নীচে বেড়াতে গিয়ে দেখি দুজন ভদ্রলোক, একজনের উচ্চতা এই আড়াইফুট মত, আরেকজন তাচ্চে দুই তিন ইঞ্চি কম, কোথাও থেকে খেলাধুলো করে বাড়ির পথে যাচ্ছেন। তো যিনি একটু খাটো তিনি অন্যজনকে ভারী গম্ভীরভাবে জিজ্ঞাসিলেন
'ইয়ে পোটাস পোটাস বলতে হ্যায় ইয়ে হ্যায় কেয়া?'
অপরজন 'পোটাস? মতলব?'
- 'আররে POTUS তুনে দেখখা নেহি উয়ো ট্র্যামকে বারে মে বোল রোহে থে?'
- হাঁ হাঁ উয়োহ তো ইজি হ্যায় (কি! আমার জ্ঞানে সন্দেহ করছে!)
- কেয়া?
- আররে প্রেসডেন অব টোটাআল ইউএস
- হাঁ? সাচ্চি মেঁ? ( মাস্ক সত্ত্বেও চোখ ভুরুতে অবিশ্বাসের চিহ্ন স্পষ্ট
- বিলকুল। তু পিঙ্কিকো পুছ। (পিঙ্কি সম্ভবত এদের গ্রুপের হার্মিওনি, সব জানে টানে। )
অতঃপর দুজনেই এ৩ বিল্ডিঙে ঢুকে গেলেন ফলে আমার আর বাকীটা শোনা হল না।
আপনারা কিনা চব্বিশ ঘন্টা আম্রিকার প্রেসিডেন্ট নিয়ে ব্যস্ত থাকেন তাই আপনাদের এটা জানাতে ইচ্ছে হল।
Abhyu | 47.39.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৯:১৯465262ও কিছু না, রঞ্জনদা, গুরুর কলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিট করা আছে। আপনি ক্লিক করলেই ওরা বুঝে যায় আপনি লেখাটা নিয়ে কী ভাবছেন, সেই বেসিসে আপনি নম্বর দিতে না চাইলেও গ্রেড আপডেট হয়।
Abhyu | 47.39.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৯:১৫465261শম্ভুচন্দ্র সম্ভবতঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে।
https://www.wikiwand.com/bn/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4#/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE_%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4
আমার ভুলটা কেউ ধরিয়ে দেবেন?
কল্লোল লাহিড়ীর 'এক্সট্রা' গল্প ভালো লাগায় আমি পছন্দের 'রাইট' চিহ্নে ক্লিক করলাম। কিছু না আসায় আবার করলাম। ওমা, দেখি ওপরে রেটিং ছিল ৫/৫ (২ জন), সেটা হয়ে গেছে ৪.৩/৫ (৩ জন)। কি আপদ! আমি তো রেটিং চাইনি।
বাঃ অভ্যু! কোত্থেকে পাও? এ এক অন্য পান্নালাল, সেই মিষ্টি মিষ্টি 'শ্যামা মা কি আমার কালো রে' বা 'মায়ের পায়ের জবা' নয় । আর লিরিকেও কোন শম্ভুচন্দ্রের ভণিতা।
তবে এই 'জনরে' আমার কাছে চ্যাম্পিয়ন হল ধনঞ্জয়ের গলায় "দোষ কারো নয় গো মা" । যেমন দাশরথি রায়ের সিগনেচার অনুপ্রাস ও যমকের ব্যবহার, তেমনই গায়ন আর বুকের ভেতর এক ফাঁকা ভাব। যেটা রাজেশ্বরী দত্তের গলায় "কিছুই তো হল না" তে খানিকটা পাই।
Abhyu | 47.39.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৭:৫৭465258সিএনএন বলল ফাইভ স্টেজেস অফ গ্রিফ - এখন অ্যাঙ্গার দশা চলছে!
Amit | 203.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৭:৫১465257বিডেন ক্যাম্প কিন্তু ভালো স্ট্রাটেজি নিয়েছে। বেশি হল্লা না করে ওয়েটিং গেম খেলা। উল্টে ট্রাম্পের চেলা গুলোই চাপে পড়ে যাচ্ছে আস্তে আস্তে যতদিন গড়াচ্ছে।
aka | 2600:1005:b167:e7fa:9860:7c24:5948:***:*** | ১৩ নভেম্বর ২০২০ ০৭:২৭465256সবথেকে হাস্যকর হল ট্রাম্প ফক্স নিউজের ওপর রেগে গিয়ে যে টুইট গুলো করছে।
মন | 151.14.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৫:০৬465255"আমার মন কেমন করে, কীজানি কীসের লাগি আমার মন কেমন করে এ এ এ"--এইরকম একটা গান ছিল, "ছুটি" সিনেমায় অল্প একটু ছিল গানটার। কেউ পুরো গানের লিংক দিতে পারেন?
কেউ কেউ | 143.59.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৫:০১465254নিজেদের ভাইপো বা ভাইঝি ভাবতে ভালোবাসে।
:|: | 174.255.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৪:১৭465253১২ নভেম্বর ২০২০ ০৮:৫১ পড়ে জানতে ইচ্ছে হলো: বড়এস বুঝি কুতূহলীর কাকা হন?
পচ্ছিম্বঙ্গ | 165.225.***.*** | ১৩ নভেম্বর ২০২০ ০৪:০১465252কিন্তু এবঙ্গে কারা ওয়ারিবে?
আপ্নেরা যারা মাটির কাচাকাচি থেকে বলচেন তৃন থেকে ফের ফুল - এমন্কি, এমনকি আমারো ধারণা এপ্রিল ফুল আপনাদিগের জন্য শীঘ্র আসিতেছে - অক্রূরহরণ পালা শুদ্দ।