অ্যারিজোনার গপ্পোটা বুঝছি না! ৩০০,০০০ গোনা বাকি আর ৪৫০,০০০ + লিড। কি করতে চাইছে ট্রাম্প ?
কম ভোটের মার্জিন হলে রিকাউন্ট চাইতেই পারে অ্যাকর্ডিং টু প্রসেস। পয়সা বিডেনকে দিতে হবে।
জর্জিয়াটা স্যাড হবে মনে হচ্ছে। ট্রাম্প সামান্য - এক দু হাজার - মার্জিনে জিতবে হয়্ত। বাইডেন কি মামলা কর্বে ?
নেভাডা ১২-নভেম্বর পর্যন্ত্য চলতে পারে।
শালুক চিনেছেন গোপাল ঠাকুর -প্রবচনটির অৰ্থ কি কেউ বলবেন?
নেভাডায় ল-স্যুট ফাইল করবে।
নেভাডা আর অ্যারিজোনা পেয়ে গেলে বাঁচা যায়।
পিএ তে অ্যারাউন্ড ৫৫০,০০০ বাকি আছে, বাইডেনকে জিততে হলে ৬৫-৬৭ % পেতে হবে, টুফ মনে হচ্ছে, গিভেন ট্রাম্প আগের বার জিতেছে। ফিলি এরিয়া গোণা বাকি, কিন্তু মনে হচ্ছে ট্রাম্প পাবে।
নেভাদাতে - গোটা রাজ্যের ৩০ লাখের মানুষের মধ্যে প্রায় ২৭ লাখ লোকই থাকে লাস ভেগাস আর রেনো-র আশেপাশে। ক্লার্ক কাউন্টি (২২ লাখ) যেখানে লাস ভেগাস শহর, আর, ওয়াশো কাউন্টি (৪.৭ লাখ) যেখানে রেনো শহর।
ক্লার্ক+ওয়াশো কাউন্টিতে বাইডেন এগিয়ে (৫১-৫৩%), বাকি রাজ্যে ট্রাম্প (৬৫-৭০%)।
কাল রাত অবধি ক্লার্ক কাউন্টি ৭৪% গণনা হয়েছে বলছে, ছোট কাউন্টি গুলোতে সবই প্রায় ৮০% গোণা হয়ে গেছে (ঐ কটা ব্যালট গুণতে আর কতক্ষণ লাগে)।
বাকী গণনা চললে বাইডেন এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।
অ্যাস্টেরিক্সের কমিক্সে ইংরেজরা যেমন যুদ্ধ থামিয়ে চা খেতে যায়, বা কলকাতায় আপিসে ঢুকে লগিন করেই চায়ের দোকানে একটু গজল্লা করতে হয়, এরা মনে হয় ঐ মোডে গুনছে। এই তো কটা লোক, তাদের ভোট গুনতে এত সময় কিসে লাগে কে জানে। নবমীর নিশির মত আঁকড়ে ধরে আছে, শেষই হতে দিতে চায় না।
আকাদা, পিএ কেন ট্রাম্প পাবে? দেখছি তো বিশাল গোনা বাকি, আর অনেকটাই আর্বান পপুলেশন। বাইডেন পাবেনা?
মনে হয় *
নেভাদায় এখন ১% তফারেন্স হয়েছে
১% এর ওপর রেখে দিতে পারলে আর রিকাউন্টের হ্যাজ দিতে পারবেনা (মানে হয় )
জর্জিয়া ভীষণ ন্যারো। আর পেনসিলভেনিয়া ট্রাম্প পাবে। নর্থ ক্যারোলিনাও মনে হয় ট্রাম্প পাবে। অ্যারিজোনা ডাইসি। নেভাডা ঝুলে গেলে ট্রাম্প ফিনিক্স পাখির মতন ফ্যাত ফ্যাত করবে।
:-))
আর টিভিটাও একটু ভারি দেখে বাছবেন। আমার কাকু একবার একটা পোর্টেবল টিভি তুলে আছাড় মারতে যাচ্ছিলো খেলা দেখতে দেখতে। কোনমতে থামানো হয়
না নেভাডার সেক্রেটারি অফ স্টেট ডিসাইড করেছে সব রেজাল্ট একসাথে বলবে।
হ্যানিটি আর টাকার কার্লসন দেখলে টিভির দিকে ছোঁড়া যায় এমন জিনিস হাতের কাছে রাখবেন না।
সত্যি। উইসকনসিন অর মিশিগান একদিনে মিলিয়ন মিলিয়ন ব্যালট গুণে ফেলল আর নেভাডায় ঐ কটা ব্যালট নিয়ে বসে আছে তিনদিন ধরে।
নেভাদায় মনে হয় সবাই জুয়া খেলতে চলে গেছে
ম, শন হ্যানিটি, টাকার কার্লসন আর লরা ইনগ্রাম শো গুলো রেকমেণ্ড করলাম - ফক্সে।
কুমোও কে দেবতা মনে হবে।
পয়সা যখন লাগছে না আবার একটু আতশ বাজি futabo
cnnএ পাতার মাথায়
এটা কোথায়? আমি গার্ডিয়ান দেখছি, পর্শুদিন টিমের দেওয়া লিং, সে তো কাল বিকেলের পর আর নড়েনি।
আমাদের পাড়ায় বাইডেন ৮৩% ভোট পেয়েছে।
হুতোশ্রী, এখন দেখাচ্ছে
রমিতবাবু, খুঁজে পাওয়া কঠিন।
ব্রীড়াবনত পার্বতীর মত এক পা তুলে দাঁড়িয়ে আছে।
ইলেকশনের রেজাল্ট কি হল?