মুসলিম আরব ডিক্টেটর আর সাধারণ মুসলিম সম্প্রদায় কে নিয়ে খিল্লি এক না। যেমন কাজাখ প্রেসিডেন্ট আর কাজাখ মানুষদের নিয়ে খিল্লি এক না।
যাক গে।
ঐ ডিক্টেটার সিনেমাতে তো বটেই, ঐ সিনেমার সময় শাসা বেশ কতগুলো ইন্টারভিউ দেয় দেশে দেশে ডিক্টেটার সেজে। ঐ ইন্টারভিউ গুলো পারলে দেখে নেবেন।
কমেডিরে বাইরে শাসার বেস্ট কাজ "দ্য স্পাই"। নেটফ্লিক্সে আছে বোধয়। মাস্ট সী। একদম ফাইভ স্টার দিচ্ছি।
সাশার এখন অব্ধি সেরা কাজ মনে হয়েচে " দ্য ডিক্টেটর " মুভি , চ্যাপলিনের পর এই সময়ে দাঁড়িয়ে ওই জিনিস আর কেও বানাতে পেরেছেন বলে জানি না।
এবং লোকটা চ্যাপলিন কে অনুসরণ করলেও টোকে নি। ডিক্টেটর যখন জানতে পারছে যে তার নিরদেশে খুন হওয়া নিউক্লিয়ার নাদাল বা কেও কোন লোক আসলে কোন দিন মরেনি, তাদের নিজেদের নেটওয়ার্ক আছে, ঠিক ওখানেই সাশা, আধুনিক অপ্রেসরের ভেতরের অরথহীন খোকলা রূপ তুলে আনে।
"বোরাট কারোর রেসিস্ট লাগে না? কাজাখরা কালো নয় বলে? নাকি তারা তেমন খাঁটি মুসলমান নয় বলে?"
না লাগে না। কারণ কমেডিটা বুঝতে পেরেছি বলে। ঐ যেটা একক মোটামুটি ব্যাখ্যা করেছে।
তাছাড়া শাসা তো সবরকম ক্যারেক্টারই করেছে। মুসলিম আরব ডিক্টেটার হয়েছে। সাদা লিবারল লোকজনও হয়েছে। এই যেমন নীচের ক্লিপে ইজরায়েলি মোসাদ স্পাই হয়েছে। নিজেকে কালো রং মাখিয়ে আফ্রিকান সাজেনি, সেটা একদিক থেকে ভালই করেছে।
ওপর লেভেলে কি নেগোশিয়েশান আছে জানি না। তবে প্রচুর ভালো লইয়ার আছে। সবাইকেই রাখতে হয়। কমেডি সেন্ট্রালকেও স্কেচ বানানোর আগে রাখতে হয়। আর যাদেরকে ইউজ করছে, তাদের সঙ্গে আগেই লীগাল কন্ট্রাক্ট থাকে। অনেক খাটাখাটনি করে বানানো হয় এক একটা স্কেচ। কমেডি হিসাবে অসাধারণ।
ট্রু, সেটা লিবারেল রা ভাবুন এবং চাপ তইরি করুন। তবে ওরকম আইডিয়াল লিবারালিজম সংসদীয় রাজনীতি তে আদউ আচে কি না জানি নে। সব ই সিম্পটম্যাটিক চিকিচ্ছে।
যথেষ্ট ক্রিয়েটিভ কিনা তা নিয়ে তর্ক চলে না। কিন্তু এই সেফ সেফ খেলাটা হিপোক্রেসি। আর সেটাকে রিপাবলিকানদের টাইট দেওয়া হল ভেবে যে লিবারেলরা মজা পাচ্ছেন তাঁরাও ভেবে দেখতে পারেন একটা কালচারের তেমন গলার জোর নেই বলে তাকে নিয়ে ভুলভাল খিল্লি ওড়ানোটা লিবারেল ভ্যালুর সাথে যায় কিনা।
*দিতে পারে
সাশা আমার খুব ই পছন্দের ক্রিয়েটিভ মানুষ। কিন্তু আমি ওর থেকে কোন মরাল সেন্সিটিভিটি আশা করি না। প্রচন্ড শ্রুড একজন ক্রিয়েটর যে, নিজের কাজটুকু দাঁড় করানোর জন্যে যে কোন সেফ এরিয়া ধরে বলি দিয়ে দিতে পারি। ট্রু আরটিস্টিক ইন্সটিনক্ট। সেই সঙ্গে মহা ইভিল। এই যে এত পরদাফাঁস করে, এগুলো ও পাওয়ারের টপ লেভেলে নিগোশিএশন না থাকলে সম্ভব না। সো আই এঞ্জয় হিস পিস অব ওয়র্ক , কিন্তু আহা সাশা ব্যারন, মানুষের হয়ে কথা বলচে এরকম একদম ভাবি না। লোকটা একটা ইন্টেলেকচুয়াল সাইকোপ্যাথ।
কাল মানুষ হতে পারত না। সেটাই ত বলছি, যে অলরেডি অপ্রেসড তাকে ধরেনি। একজন আমেরিকান এর কাছে কাজাখ ওতি দুরের গ্রাম্য একটা সভ্যতা। অত্যাচারী বা অত্যাচারিত কিছুই না। তাই সেফ এরিয়া হিসেবে ওদের কে ইউজ করেছে। এতে যে বাস্তবের মানুষগুলোর আঘাত লাগবে সেটা পাত্তাই দেয় নি।
"কাঝাক দের অস্তিত্ব কে ইউজ করেছে, জাস্ট একটা এক্সটিক বাস্তবতা দেওয়ার জন্যে। ওটা চিনাম্যান ও হতে পারত। "
চিনাম্যান হতে পারতো, কিন্তু কালো মানুষ হতে পারতো না।
**নিজেকে নীচে নাবিয়ে নিয়ে অন্যকে লিওর করে করে
সে নাহয় বুঝলাম সিনেমা বানাতে কর্পোরেট টাকা দেয়। কিন্তু দর্শকদের মধ্যে যারা BLM নিয়ে সেন্সিটিভ, কিন্তু বোরাটে রেসিজম খুঁজে পান না, তাদের কোন কর্পোরেট স্পনসর করে!
বোরাট ত অনেক কাল আগে দেখা। নতুন করে রীলিজ করল নাকি? কথা হচ্চে দেখচি।
বেশ ভালো লেগেছিলো, আরবান আমেরিকার লিবারালিজম এর তলায় ঢাকা কেঁচ কেন্নো সব বের করে এনেছিল।
রেসিস্ট ত বটেই। আমি যদি এখন " জিলাচোদ" নাম দিয়ে একটা ফিলিম বানাই যেখানে প্রত্যন্ত জেলা থেকে একজন বোকা এবং ক্যাবলা গোঁয়ার টাইপ লোক এসে, শহরের বাবু বিবিদের মহলে ঢুকে আন সান কথা বলচে, সল্টলেকের ভিট্রো ক্লিনিকে দাঁড়িয়ে বলচে, এমা আপ্নারাও সিলেক্টিভ্লি ছেলে বাচ্চা পয়দা করতে পারেন, ইন কাঝাকস্তান, থুরি আমাদের গাঁয়ে না, আমরা এসব অনেক কম খরচে করি এঁজ্ঞে, পাঁচ টাকার নুন দিয়ে মেয়ে টাকে মেরে দি!! বাবু বিবিরা বলচে, এই চুপ চুপ অমন বলতে নেই!
সাশা ব্যারনের হিউমারের এটাই ধরন, নিজেকে নিয়ে নিয়ে লিওর করে করে উল্টোদিকের লোকের মনের নোংরামি গুলো বের করে আনা। আলি জি তেও তাই করেছে।
এটা অবশ্যই রেসিস্ট। কাঝাক দের অস্তিত্ব কে ইউজ করেছে, জাস্ট একটা এক্সটিক বাস্তবতা দেওয়ার জন্যে। ওটা চিনাম্যান ও হতে পারত। এতে দুরদান্ত একটা পিস নেবেচে। এট দ্য সেম টাইম, এট দ্য কস্ট অফ কাজাখস্তান যা রিয়ালিটি তে সত্যি অবস্থান করে। এ নিয়ে প্রচুর সমালোচনা তখন ও হয়েছিল। হওয়া উচিৎ।
কর্পোরেট স্পন্সরড সেন্সিটিভিটি
হ্যাঁ চূড়ান্ত রেসিস্ট। অকারণ কাজাখদের নিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে এটা বানিয়ে রাইট উইং এর কি অসুবিধা করা যাবে জানিনা। অতি ধুর হয়েছে
বোরাট কারোর রেসিস্ট লাগে না? কাজাখরা কালো নয় বলে? নাকি তারা তেমন খাঁটি মুসলমান নয় বলে? অথচ যুগটাই চলছে ওভার সেন্সিটিভিটির। নাকি সিলেক্টিভ সেন্সিটিভিটি বলব?
বয়স্ক পোলিটিশিয়ান দের সেট আপ করা এত সোজা কল্পনা করা যায় না।
ও দমুদি, বিহারে তো ভোট আরম্ভই হয় নি? লোক কম ভোট দিচ্ছে মানে কি?
আচ্ছা এই যে পোস্টটা লিখলাম উপরে, সেখানে দমুদিকে ট্যাগ করা যেত? কিভাবে?
আমি এখনও দেখিনি। শুধু সীনটাই দেখলাম। তারটা মেয়েটাই খুলে দিয়েছিল। রুডি বলেছে যে ও নাকি জামা গুঁজছিল। সে কথার সত্যাসত্য জানিনা। কিন্তু প্রশ্ন হল একজন ইয়ং সাংবাদিকের সঙ্গে ড্রিন্ক নিয়ে শোয়ার ঘরে যাওয়ার কি প্রয়োজন? রুডি বলেছে যে বাইডেণের ছেলের নামে কুৎসা রটানোর নাকি শোধ নিচ্ছে। কিন্তু আমি শুনলাম যে এই সীনটা শ্যুট করা হয়েছিল জুলাই মাসে।
@S borat 2 আজই দেখলাম। দারুন লাগলো, 1 টাও দারুন লেগেছিল। ওর বেশিরভাগ মুভিই খুব ভালো লাগে। তবে borat সবার জন্য নয়। সিনটা ভালো করে দেখলাম, আমার মনে হলো ও মাইকের তারই খুলছিল। জামার নিচ অব্দি লাগানো ছিল। লাস্টে কোভিড এর টুইস্ট টা ভালো ছিল
উফ কি ঠান্ডা পড়েছে। আশা করি আর বরফ পড়বে না।
সভাগুলোতে
তেজস্বী যাদবের সভাগুক্লোতে কি লোক হচ্ছে রে ভাই! ওদিকে ভোট দিতে যাচ্ছে কম লোক।
এদিকে আমেরিকা কনস্পিরেসি থিয়োরীর পীঠস্থান হয়ে উঠেছে। একদল লোকজন সব অউটরেজিয়াস ক্লেইম করে চলেছে। অথচ প্রমাণ চাইলে বলে যে প্রমাণ নেই, কিন্তু ক্লেইমটা যে মিথ্যা তার প্রমাণ দাও।
@S, Tova O'Brien এর এই ইনটারভিউটা খুব পপুলার। জেমি লি রসের (যে ভদ্রলোকের ইনটারভিউ নিচ্ছেন) অ্যাডভানসড নিউ জিল্যান্ড পার্টি, https://policy.nz/parties/Advance-New-Zealand, ইলেকশনেও মোটামুটি হাওয়া হয়ে গেছে। এখানে লোকে এমনিতেই "প্ল্যানডেমিক", "ফাইভ জি" হাবিজাবিতে বিশ্বাস করে না, ওই ইস্যুতে ভোট দেওয়া দূরস্থান। এদের যে কি দুর্বুদ্ধি হয়েছিল, :-)
থ্যাঙ্কিউ অভ্যু। হেড অপিসে বলিচি।
ন্যাড়াদা স্ক্রীনশট দেখো ও গুগাবাবার টইতে লিং বদলাও।
@অরিন। কবে যে অন্য দেশেও এইভাবে ইন্টারভিউ নেবে? আজকাল তো একটু কঠিন প্রশ্ন করলেই লোকে ইন্টারভিউ ছেড়ে উঠে যায়।