দেখলাম তো।
বড় এস, জেফ্রি টুবিন কেস টা দেখলে? কি বিচিত্র।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
বোরাট সিনেমাতে রুডি জুলিয়ানি কিসব করেছে।
দারুণ উৎসব মাঝে ...
বার্ণীকে লেবার সেক্রেটারির জন্য ভাবা হচ্ছে। আ ভেরি ভেরি ভেরি গুড নিউজ। অবশ্যি যদি বাইডেণ জেতে।
@ স্যানদি,
সঠিক ব্যাসবাক্য।:ঃ))
@/ , আপনার রিসোর্সের টই জব্বর হয়েছে। সৌমেন্দ্রনাথ সরকারের বইটি ছাড়া প্রায় সবগুলোই ডাউনলোড করা গেছে। এখন পড়ে ফেলতে ছ'মাস!
আমার কামরায় সুইচবোর্ডে একটা ল্যানের পোর্ট করা আছে। দয়ালু বাড়িওলা!
আজ ওখানে কর্ড জুড়ে সেকী স্পীড! ফটাফট ডাউনলোড!
এরপরে এ'পাতায় যদি কেউ আমায় গুরুর টেকিশ্রী-টেকো টাইটেল না দেয় তো বড় দুঃখ পাবো।
আহা অপূর্ব ত। কেউ একটু বানিয়ে খাওয়ালেই হয়।
আর বোলো না, এটাও ক্ষমা করিনির টইতে যেত - যাক এখানেই থাক https://anandautsav.anandabazar.com/food/durga-puja-2020-try-non-veg-dessert-recipes-for-this-puja-dgtl-1.1218841?ref=anandautsav-food-new-stry
অভ্যু হে, মহাষ্টমীর চমচমে শুভেচ্ছা।
দমুদি, পুজোর বীর শুভেচ্ছা।
রঞ্জনদা , ব্য়াসবাক্য: মাল খেয়ে একাকার, সমাস: বেহেড মাতাল সমাস :-)
দ, বুঝলাম, ফেবু গ্রুপ।
অভ্যু গিয়ে দেখে আসুক দেখানে বইতে ধুলো পড়ে কিনা, তারপর না হয় মলাটের ইতিহাস পড়বে !
সিএস, দুখে আছে মলাট'এ। বললে অ্যাডিয়ে দেবে নিশ্চয়। বিবিধ আক্রমণে ওটা আপাতত প্রাইভেট গ্রুপ হয়ে আছে।
এলেবেলে,
আরে আমার যদি দাদ চুলকে আরাম হয় তাতে আপনার কি? ঃ)))
না চুলকোতে পারলে কত কষ্ট হয় জানেন?
মালাকার -- ষষ্ঠী তৎপুরুষ( মালের আকার) বা বহুব্রীহি ( মালের ন্যায় আকার যার তিনি), নির্ভর করছে ব্যাসবাক্যটা কী বানাবেন তার উপর।
এই হল মলাট - বইয়ের বাইরের দিকে থাকে https://en.wikipedia.org/wiki/Dust_jacket
দ , মলাট - টা কোন জায়গা ? ঠিকানা কী ?
আপনারা মালাকার সমাস জানেন? :-)
কেষ্টর জীব।
কিন্তু তুহিন মালাকার কে?
টই করে দিয়েছি। তুহিন মালাকার,প্রভাব ঘোষ। যাঁর ভাঁড়ারে আর যা যা আছে রেখে দিয়েন।
তুহিন মালাকারের বইটাও 'মলাট' এ আছে।
হেসে মরে যাচ্ছি মাইরি। কোন এক হরিদাস পাল তুহিন মালাকারের খাজাস্য খাজা একটা বইয়ের নাম বলল টইতে, অমনি সবাই সব কিছু ফেলে ওই ওঁচাটের পেচুনে দৌড়ুচ্চে! এমনকি রঞ্জনবাবুও।
অস্তর কি কম পড়িয়াছে? হরিদাস পালটি কেমন গিরিগিটির মতো রঙ বদলে রঙ্গ দেকাচ্চে, তা দেকতে পাচ্চেন্নাকো? গুপুর ভয়ে আমার নিক ছাড়ল। তাপ্পরে র. চক্কোত্তির লিঙ্গুইস্টিক্স বলতেই আজ দেখি হরিদাস স্বনামে ফের গরুর রচনা নিকেচে! ভেবেছে ফিলিপ হার্টগের অ্যান্টিডোট আমি জানিনেকো!
সরি, কুযুক্তি শব্দটা ভুল জায়গায় পেস্ট হয়ে কেসিকুযুক্তি হয়য়ে গেছে। ভুল বুঝবেন না প্লীজ!
@কেসিকুযুক্তি,
এক্ষুনি আপনার পোস্টটা দেখলুম। মানে ওই খাজাগজা তুহিন মালাকারের বইটা।আমি একটু আগ্রহী। কুযুক্তি পড়তে ভাল লাগে। একসময় কলেজ স্ট্রিট ফুটপাথ থেকে বটতলা মার্কা "নতুন চাকরের কীর্তি" এবং ঠিক তারপাশে রাখা "ইস্ট অ্যান্ড ওয়েস্ট" এর কোন পুরনো সংখ্যা (আচার্য তুচ্চি সম্পাদিত ) পেয়ে (১৯৬৮ সালে) দুটোই কিনেছিলাম।
যদি ? কিন্তু কীভাবে পাব? পিডিএফ? ই-পাব?
কোভিডের সঙ্গে লিঙ্ক আছে। দুধের সাপ্লাই খারাপ প্লাস কারিগর সমস্যা হচ্ছে। কারিগরেদের অনেকে আসে গ্রাম থেকে।
অনেক দোকান বলছিল,বিক্রি হচ্ছিল না। অবিক্রিত মিষ্টি বিকৃত হচ্ছে সে ভাবে।
@:।: মুভেমবার নিয়ে, "শ্রাদ্ধের আগে অশৌচ পালনের মতো।"
সিকুয়েনস টা উল্টো। এরা অক্টোবরের ৩১ এ দাড়ি গোঁফ কামিজে (অনেককে দেখেছি মাথাও কামাতে) তারপর সারা মাস ধরে ক্ষৌরকার্যে ইতি। একেক জন সোস্যাল মিডিয়াতে খোলতাই সব ছবি পোস্ট করে আদিখ্যেতা করেন ।
অর্জুন, পুজোর সময় বাসি খাবার এবং মিষ্টির এই সমস্যা কিন্তু নতুন নয়। তবে বড় দোকান থেকে এরকম হয় বলে শুনিনি। কোভিডের সঙ্গে কিরকম লিঙ্ক ?
কোভিডের জন্যে মিষ্টির বাজার অ্যাফেক্টেড। বাবা বাঞ্ছারাম থেকে অনেক মিষ্টি কিনে এনেছেন। বাসি মিষ্টি। টকে গেছে। কি বিরক্তিকর।
পুজোর দিনে পচা মিষ্টি !
ও বাবা!!!! কঠিন আঁতেল! ঃ-)