ও বাবা!!!! কঠিন আঁতেল! ঃ-)
নয়া গণতন্ত্রকে প্রকাশনায় - নয়া গণতন্ত্রের প্রকাশনায়
নয়া গণতন্ত্রকে প্রকাশনায় - "সমকালীন শ্রেণীসংগ্রামের বাস্তবতায় ঈশ্বরচন্দ্র এবং বাঙলার বুদ্ধিজীবী " |
কারা বার করেছিল ওই খাজা বই? প্রকাশক কারা?
আমি চাই কত্তা।
কেশিনিষূদন, শুভ মহাষ্টমী। ভালো আছো তো?
একটা বিষাক্ত কিন্তু আপাত নিরীহ ফুট কেটে যাই, তুহিন মালাকার'এর খাজাস্য খাজা বইটা, যার নামটা কিছুতেই সাইটেশনে দেওয়া হচ্ছেনা (কারণ অনুমেয়) কেউ পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
পোস্ট করতে এসেছিলাম, করা হয়ে গিয়েছে, চলে যাচ্ছি।
আচ্ছা, পিসিদিদি কী বলছেন? কোনো বিবৃতি দিলেন?
শুধু কি আর ঠাকুমা? তাঁর সই স্যাঙাৎরাও তো!
বিদ্যাসাগর এর ঠাকুমা যে পাঠশালায় যেতেন ?
এতদিনে অ্যাডামের দেখা মিলল। সেই লক্ষ লক্ষ পাঠশালা! ঃ-)
শ্রাদ্ধের আগে অশৌচ পালনের মতো।
শ্রাদ্ধের আগে অশৌচ পালনের মতো।
ওদিকে রানাউট বলেছেন, তিনি সাভারকার, নেতা বোস ইত্যাদিদের খুবই শ্রদ্ধা করেন। এই নেতা বোস নিয়ে তুমুল লেগেছে ফেবুতে। ঃ-)
প্রতি বছর নভেম্বর মাসটায় পৃথিবীর বিভিন্ন দেশের পুরুষরা গোঁফ দাড়ি কাটা বন্ধ রাখেন, পুরুষ স্বাস্থ্যের খাতিরে (প্রস্টেট ক্যান্সার, আত্মহত্যা, ইত্যাদি সম্বন্ধে সচেতনতা বাড়াতে)। মেলবোর্ন থেকে শুরু হয়েছিল, এখন প্রায় সব দেশে লোকে পালন করে। অক্টোবরের শেষে দাড়ি গোঁফ কামিয়ে ফেলে গোটা নভেম্বরে আর না কামানো। এছাড়াও আরো নানারকম। fund raising, প্রভৃতি।
তা, গুরুতে ক'জন এরকম আছেন?
দুর্গা মহামায়া শিব সতী দক্ষযজ্ঞ পরে হিমালয়কন্যা পার্ব্তী ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা বিস্তারিত বহুপর্ব লেখা ছিল গুরুচন্ডালিতে। শিবাংশু দার লেখা। ওটা পাওয়া গেলে ভালো হত।
কালকে যখন কাজে যাচ্ছি তখন দেখি রাস্তায় বরফ প্যাচপ্যাচ করছে। ফেরার সময় দেখি একদম সব সাফ হয়ে গেছে। একমাত্র গলে গেলেই ওরকম সাফ হয়, ঐসব বরফ কেটে সম্ভব নয়। এদিকে তাপমাত্রা দেখি ২৭ ফারেনহাইট।
কালকে ৩এ নামবে , ফারেনহাইটে।
অ্যাঁ? এস থাকেন কোথায়? এখনই মাইনাস? আমাদের জর্জিয়ায় তো সত্তর প্লাস!
চীন পাকিস্তানসমেত মুড়ে দিন। ঃ-)
ঐসব লেক দেখিয়ে কোনও লাভ নেই। লেকের ছবি আমিও দিতে পারি। কিন্তু কি হবে? আমার এখানে আজকে সারাদিনে তাপমাত্রা থাকবে -৩ থেকে -৭ ডিগ্রী সেলসিয়াস। আমি যা বরফ দেখি, তাতে পুরো কাশ্মীর মুড়ে দেওয়া যাবে - চীন আর পাকিস্তানের কব্জাটুকু মিলিয়ে। তাই ঐসব বরফ ঢাকা পাহাড় আর স্বচ্ছ জল দেখলে আমার হ্যাজ লাগে। এনারাই গরিমা টাইপের।
এই ট্রুথ প্রিভেল্স মনে হচ্ছে রাশিয়ান বট। ফেসবুকে না গিয়ে এই সাইটে চলে এসেছে।
সেই নিউজিল্যান্ডের ভদ্রলোক কোথায় গেলেন? মেন্টাল মডেল সারাতে হবে বলে টুল কিনতে চলে গেলেন নাকি? চাট্টি লেকফেকের ছবি ছাড়ুন। এই বড়েস আর ট্রুথগোপালের হ্যাজ শুনতে শুনতে ত আমরাই মেন্টাল হয়ে যাব!
একদম উইকি থেকেঃ Two weeks after Trump was inaugurated as president on January 20, 2017, the administration reviewed the idea of separating immigrant children from their mothers as a way to deter asylum-seekers.[55][72] In March 2017, it was first reported that the Department of Homeland Security (DHS) was considering a proposal to separate parents from their children if they were caught attempting to cross the border into the United States.
তারপর ২০১৮র মে মাসে ট্রাম্প জিরো টলারেন্স পলিসি নিয়ে আসেঃ Sessions vows to prosecute all illegal border crossers and separate children from their parents
এগুলো জানতে হবে তো। নইলে যে শুধু বড় ফন্টে মিথ্যা কথা লেখা ছাড়া কিছুই হবেনা। তাও আবার বেনামে।
https://www.armytimes.com/news/your-army/2020/09/18/us-sends-mechanized-troops-back-into-syria/
ট্রাম্প সিরিয়াতে ২০১৭তে ৫৯টা টোমাহোক মিসাইল, আর ২০১৮তে মিসাইল আর এয়ার স্তআইক করেছিল।
এটা বোধয় আইটি সেল এখনও জানতে পারেনি। নইলে কয়েকদিন পরে গোবিজীও এইরকম পেয়েছিল বলে হোয়া ফরোয়ার্ড আসবে। আসলে গোবিজীই পেয়েছিল, বাঙালীরা তার আগেই আইডিয়াটা ঝেপে দিয়েছে। এইজন্যই ওদের বাংলাদেশে পাঠানো উচিত।
একবার এক ছাত্র অংকে ১০০ তে ১১০ পেয়েছিল। সে এক কিংবদন্তী ছাত্র। পরবর্তীকালে দুনিয়াকে একেবারে আড়াবেড়া নাড়াচাড়া করে ফেলল। সব বদলে গেল।
বদলে তালিবানরা ট্রাম্পকে এন্ডর্স করেছে।