S | 2405:8100:8000:5ca1::302:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৪৭463717আমি ভেবেছিলাম ১০০ তে সাড়ে পাঁচ দিয়েছেন।
S | 2405:8100:8000:5ca1::302:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৪৭463716Afghanistan: As many as 14,000 U.S. troops have been deployed to the region in recent years, after former President Obama reduced that force size to under 9,000 by the end of his term.
S | 92.222.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৪৬463715ট্রাম্পের নাকি ৯০০ মিলিয়ন ডলার লোন? কার কাছে? রাশিয়া?
Atoz | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৪৪463714পাঁচে সাড়ে পাঁচ দিয়েছেন? নিজেই নিজেকে? বাঃ, বাঃ, বাঃ। খুবই ভালো। ঃ-) কিছু এক্সট্রা দিয়ে রাখলেন, কবে কখন কী কাজে লেগে যায়, কিছু বলা তো যায় না। ঃ-)
S | 92.222.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৪২463713In recent months, at least seven children have either died in custody or after being detained by federal immigration agencies at the border. Lawyers say they can't find the parents of 545 migrant children separated by Trump administration.
Truth Prevails | 2405:8100:8000:5ca1::29:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৩৮463712And after a long period, US had a presidnecy when there was no war. In fact, Trump pulled out troops from Syria, Iraq and Afghanistan, and ended the endless wars. No troops were sent to other countries.
না না | 2a0b:f4c2:2::***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৩৬463711মহান আমরিকার সব কিচু সেন্টার স্টেজেই লিকতে হব্বে। টইতে লেসে মর্টালরা যাবে।
Truth Prevails | 51.68.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:৩৩463710Truth is tough to digest.
Trump tax cut benefitted the low income when standard deduction was nearly doubled (from $6,350 in 2017 to $12,000 in 2018) and the child tax credit was doubled (from $1,000 in 2017 to $2,000 in 2018).
On immigration issue, when Trump asked Biden last night who built the cages, Biden kept mum.
S | 2405:8100:8000:5ca1::28:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:২৬463709জিওপি হাউস চেয়ার পল রায়ান লিখেছিল যে একজন সাধারণ ক্লার্ক এই ট্যাক্স কাটের ফলে সপ্তাহে দেড় ডলার অবধি বেশি পাচ্ছে।
আর ট্রাম্প নিজে ১১-১৫ মিলিয়ন ডলার বাঁচিয়েছে।
S | 2405:8100:8000:5ca1::28:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:২০463708এইসব ঢপের জন্য একটা আলাদা টই ছিলনা? ওখানেই লিখলে হত না? একজায়্গায় সব নোংরামো থাকতো।
S | 2405:8100:8000:5ca1::1f0:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:১৮463707৮৫ ডলারে ৩টে ম্যাকবুকের ডেটা রিকভারি হচ্ছে? কোথায়?
Truth Prevails | 2a0b:f4c0:16c:3::***:*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:১৭463706Americans paid almost $64 billion less in federal income taxes during the first year under the tax overhaul signed into law in late 2017 by President Donald Trump, with some of the sharpest drops clustered among taxpayers earning between $25,000 and $100,000 a year.
The double-digit percentage decreases in average tax liability started with a 12.5% drop for people making $15,000 to $20,000 a year. Double-digit percentage reductions in liability continued for people making $25,000 to $30,000 (down 11.2%) through $100,000 to $200,000 (down 10.96%).
Taxpayers making between $40,000 and $50,000 a year had the largest fall in average tax liability, a 14.5% drop.
কদিন মোশার আইটিসেল জ্বালিয়ে খেল এখন আবার ট্রাম্পের আইটিসেলও এখানে হাজির। ক্ষি অত্যাচার।
গুপু কি এদিকেও নজর দেবে একটু?
s | 100.36.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২২:১০463704যিনি নিচে ছবি পোস্ট করেছেন -
ডিওজে বা এফবিআই কেউই রুল টানা প্যাডে কাঁচা হাতে লিখে প্রপর্টি সিজ করে না। এটা জুলিয়ানির হোম প্রিন্টারে প্রিন্টেড ডকুমেন্ট বলে মনে হচ্ছে। এখন লোকে আগের থেকে একটু বেশি সাবধান হয়ে গেছে। এরকম কাঁচা হাতের কাজে ফেক নিউজ ছড়ানো সহজ হবে না।
Abhyu | 47.39.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২১:৪১463703ষাট খারাপ না, তবু এক্ষুনি কেউ বলবে “একষট্টি, বাষট্টি, চৌষট্টি ...”
Abhyu | 47.39.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ২১:৪০463702টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে-টিপে টোল খেয়ে গিয়েছে। সেই জন্যে একটু কম নম্বর দেন, ও কিছু না। ৬০% তো ফাস্ট ক্লাস। ৮০% পেলে তো স্টার - সে কি আর সবাই পায়?
b | 14.139.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ১৮:২৫463701" তাহলে ছড়ানোর গল্পগুলো নিয়ে একটা আলাদা টই খুলতে হয়।"
হ্যাঁ হ্যঁ, হোক, হোক।
mmm | 23.106.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ১৭:০৯463700Two government officials and several federal law enforcement officials have confirmed the authenticity of the subpoena documents issued to John Paul Mac Isaac, the owner of “The Mac Shop” in Wilmington, Delaware, where Hunter dumped the mac.
One of the documents was designated as an FBI “Receipt for Property” form, which details the bureau’s interactions with Mac Isaac, who reported the laptop’s contents to authorities.
“BA” indicates the case was opened in the FBI’s Baltimore field office, sources said.
প্রিয় ছোটাই এবং অন্য সব বন্ধুরা,
মাইরি বলছি-- গুরুর পাতায় কাউকে, ছোটাই ক্যান, কাউকেই কোন নম্বর দিইনি , দিইনি, দিইনি। তিন সত্যি করলাম, বলছি তো, মিথ্যে বললে পরের জন্মে কালীঘাটের কুকুর হব, ঘেয়ো কুকুর।
আমি নম্বর সিস্টেমের বিরুদ্ধে। তাই সারেগামাতে শেষ যেদিন ভোটিং খোলে, সেদিন অন্য প্রোগ্রাম দেখি। লোকে ভাললাগা মন্দ লাগা প্রকাশ করলেই হল। কার্ডিনাল নয় , অর্ডিনাল মেজারমেন্টে বিশ্বাসী। বিলাসপুরে দশ বছর একাঙ্ক ও পথনাটিকা উৎসব এবং সম্মেলন করিয়েছি, কিন্তু প্রতিযোগিতা? কদাপি নয়।
ভুল বোতাম টিপে ছড়িয়েছি। তাইতো অ্যাডমিনকে বললাম। সত্যি নম্বর দিলে চেপে যেতাম, কেউ জানতেও পারতেন না কে ৩/৫ দিইয়েছে। আসলে কিছু লোক ছড়ানোর জন্যেই জন্মায়। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর চেম্বারে ছড়িয়েছি। শ্বশুরবাড়িতে ছড়িয়েছি। চাকরির ইন্টারভিউয়ে ছড়িয়েছি। প্রেম করতে গিয়ে ছড়িয়েছি।
বিশ্বাস হচ্ছে না? তাহলে ছড়ানোর গল্পগুলো নিয়ে একটা আলাদা টই খুলতে হয়।
এরপরও যদি আপনারা ক্রমাগত বলতে থাকেন যে আমি নম্বর দিয়েছি--তাহলে ভ্যাঁ করে কেঁদে ফেলব। (ওটা আমার ভাল আসে।)
একটা টেকো বুড়ো ফোঁৎ ফোঁৎ করে রুমাল দিয়ে মুছে চোখ লাল করে ফেলল--দেখতে ভাল লাগবে?
S | 2405:8100:8000:5ca1::1e:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৬:০৯463698আগেরবারের ঐ হিলারীর মাথায় শিং দেওয়া ফেক ছবিগুলো অনেক বেটার ছিল। এবারে স্পুতনিক যথেষ্ট টাকা খরচ করছেনা।
Amit | 120.88.***.*** | ২৩ অক্টোবর ২০২০ ১৫:১৮463696যারা ট্রাম্পকে ভোট দেবার তারা এমনিতেই দেবে। ডিবেট এ কি হলো সেসব কিচ্ছু না। যারা এখনো নিজেদের এনডিসাইডেড বলছে সেগুলো আদতে সব ট্রাম্পের সাপোর্টার .জাস্ট বলতে লজ্জা পাচ্ছে .
S | 2405:8100:8000:5ca1::1c:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৪:২১463695গোবিজী কি পনিটেল রাখছে নাকি আজকাল।
S | 2405:8100:8000:5ca1::2ea:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৪:১৮463693ডাকা। ট্রাম্পের ৭৫০ ডলার ট্যাক্স। ক্যাপিটাল মার্কেটে ফেডের ৭৫০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। প্যারিস ক্লাইমেন্ট এগ্রিমেন্ট। হায়েস্ট আনএমপ্লয়মেন্ট ইন ২০২০ আফটার গ্রেট ডিপ্রেশান।
আর কোল নিয়ে বেশি কিছু লিখোনা। ট্রাম্পের কিছু ভোট কমে যাবে।
S | 2405:8100:8000:5ca1::2ea:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৪:১৮463694ডাকা। ট্রাম্পের ৭৫০ ডলার ট্যাক্স। ক্যাপিটাল মার্কেটে ফেডের ৭৫০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। প্যারিস ক্লাইমেন্ট এগ্রিমেন্ট। হায়েস্ট আনএমপ্লয়মেন্ট ইন ২০২০ আফটার গ্রেট ডিপ্রেশান।
আর কোল নিয়ে বেশি কিছু লিখোনা। ট্রাম্পের কিছু ভোট কমে যাবে।
Truth Prevails | 2a0b:f4c0:16c:7::***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৪:১০463692A significant decline in coal consumption during Trump presidency helped drive the overall drop in US carbon emissions. Even though CO2 emissions from fossil fuel combustion rose 2.7% in 2018, it fell in 2019. The largest increase in CO2 emissions occurred in 2010 under then-President Barack Obama.
S | 2405:8100:8000:5ca1::391:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৪:০৯463691আইটি সেল কি ট্রাম্পের হয়েও কাজ করছে। তা আজ যে ইন্ডিয়াকে ফিলদি বললো তার কি হবে?
ধোরবা | 2405:8100:8000:5ca1::1e3:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৩:৫৯463690ইংরিজি কপি মারছে তাও আবার বোল্ডে। ক্যাটক্যাট করে চোখে লাগছে।
মরে না কেন এগুলো?
S | 2405:8100:8000:5ca1::1b:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৩:৫৭463689বানানগুলো ঠিক করো। তারপর আলোচনা হবে।
Truth Prevails | 2405:8100:8000:5ca1::1b:***:*** | ২৩ অক্টোবর ২০২০ ১৩:৪৪463688Immigrants were betrayed in Obama administration, lots of false hope with absolutely nothing in action for more than 6 million undocumented immigrants.