কী গেরো! আমি ছোটাইকে ( বা কাউকে) ৩/৫ বা ১০০/৫ দিতে যাব ক্যান? বলছি তো কাউকেই কোন নম্বর দিইনি। আসলে আমি কানাইমাস্টার খেলার বিরোধী। মাইরি! মিথ্যে বললে পরের জন্মে কালীঘাটের কুকুর হয়ে জন্মাবো।
হয়েছে কি, আমি ছোটাইকে ফলো করতে চাই। না, মানে অনুসরণ করতে চাই। মানে, ওনার লেখাগুলোকে। তা নামের আগে ওই 'গ্রাহক' হবার বক্স খুঁজে পেলাম না । হঠাৎ চোখে পড়ল একটা 'রাইট' মারার বক্স। ব্যস, দুগগা বোলে যেইনা টিক করেছি দেখি কি আমি নাকি নম্বর দিইয়েছি? তাও ৩/৫, ৫/৫ নয় । গল্প এটাই। তাই অ্যাডমিনের শরণ নিলাম।
কার না, কার কার!
যেমন, কাল (panchamI) বোধায় ছিল সরস্বতীর পুজো, ইত্যাদি.
গাভাসকার বলেছিলেন - আমাকে বুঝতে গেলে আমার সময়কে বুঝতে হবে।
তো, বিদ্যাসাগর বুঝতে গেলে তার সময় বুঝতে হবে। তার সময় বুঝতে গেলে তার আগের সময় বুঝতে হবে । ইত্যাদি প্রভৃতি।
এমনকি তার পরের সময়টাও বুঝতে হবে!
ব্যক্তিগত অভিমত, যদ্দিন না টাইম মেশিন সহজলভ্য হচ্ছে, ইতিহাস ও গসিপের লাইন টানা মুশকিল। তার আমাদের আশু কর্তব্য হওয়া উচিত সস্তায় টাইম মেশিন বানানোর দিকে সময় দেওয়া, চাট্টি পুনোর্মুষিকো ভবঃ না লিখে! কিন্তু যুগান্তকারী ভিশান কেই বা কবে পাত্তা দিয়েছে!
'নবরাত্রি'তে কার পুজো হয়? উত্তর, পশ্চিম ভারতে একসময় থেকেও ঠিক মত জানিনা।
ভারতের অধিকাংশ অঞ্চলেই তো 'নবরাত্রি' হয়।
বিদ্যাসাগর টই জমে গিয়েছে খুব। এদিকে এখনও বিদ্যাসাগরই আসেন নি মঞ্চে। ঃ-)
আরে আমিও দেশে ফিরতে চাই, তাই নিয়ে কারুর কোন হেলদোল নাই।
রঞ্জনদা কে টেক অ্যাওয়ার্ড দেওয়া উচিত। গুরুর সবথেকে টেকি।
৫ এ ৩। মানে ৬০%। রিলেটিভ স্কেলে বি প্লাস।
২২ অক্টোবর ২০২০ ১২:৪৬ @ অরিন-দা
ভাবা যায় না , আজকাল এত কিপ্টে মাষ্টার দেখা যায় না। ছেলে মেয়েদের উৎসাহ দিতে চায় না :-)))))))))))))))))))))
'আমি মানুষের উপকার করবো, এমন কোনও দায়বদ্ধতা যেমন আমার নেই, তেমন যোগ্যতা আছে বলেও মনে হয়না'
- মানুষের উপকার যদি কেউ করতে চান, তাহলে শুধু ভারতের মানুষ কেন, যে দেশে আছেন, সেখানকার মানুষের জন্যও কাজ করতে পারেন। অথবা চাইলে বিদেশে থেকেও ভারতের মানুষের কাজে লাগতে পারেন।
তাও জাফর ইকবাল বা আমাদের পাই - এদের জন্য কোথাও একটা আলাদা ভাল লাগা থেকেই যায়।
আমার খুবই প্রিয় লেখক ও মানুষ , জাফর ইকবাল বহু বছর বিদেশ বাসের পর দেশে ফিরে আসেন। চাপাতির কোপ পড়ার পরও দেশেই আছেন, থাকবেন ।
জিজ্ঞেস করলে বলেন বাংলাদেশে বৃষ্টির যে রূপ, তা অন্য কোথাও পাই না
রঞ্জন-দার আদর্শ লেখার মান খুবই উচ্চ, ছোটাই ৫ -এ ৩ পেয়েছেন, ৬০%, ইয়ানি কি প্রথম বিভাগে উত্তীর্ণ, তাতে সমস্যা কোথায় :-)
মিসাইল কোনদিকে গুঁজবে? সামনে, নাকি পেছনে?
ছত্তিশগড়ি চরণদাস চোরের জিজ্ঞাসা?
টেকো বুড়ো কঠিন ছড়িয়ে কি ভাবে ম্যানেজ দেবে বুঝতে পারছে না। এবার অস্ট্রেলিয়া থেকে রণতরী এসে সাউথ চায়্নাঅ সি তে যাবার পথে আপনার ছত্তিসগড়ে দেবে মিসাইল গুঁজে। :-))))))))))))))))))) বেশ হয়েছে।
আমার মাষ্টারমশাই রা এরকম ভুল করতেন, করতে চাইতেন না, কিন্তু কিছুতেই শূন্যের বেশি দিতে পারতেন না। রঞ্জনদার এই অসহয়াতাটা র মত আমার মাষ্টরমশাই দের অসহয়তা গুলি সারাজীবন জ্বালিয়ে মেরেছে। :-)))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত
সবাইকে শুভেচ্ছা।
@ অ্যাডমিন,
আবার ছড়িয়েছি। আমি নম্বর দেওয়ার পক্ষে নই । নিজেকে কীরকম কানাইমাস্টার কানাইমাস্টার লাগে। কিন্তু ইন্দ্রাণীর লেখাতে "গ্রাহক" আইকন খুঁজে না পেয়ে যেখানে রাইট আইকন দেখলাম সেখানে ক্লিক করেছি। কি কান্ড ! দেখছি আমি ৩/৫ নম্বর দিয়েছি । কীভাবে ছড়ালাম বুঝতে পারিনি। আর ওই ৩/৫ কোত্থেকে এলো? এটা ঠিক করা যাবে?
আবাপ খুললেই দশটা পপ-আপ আর হাগুমুতু অ্যাড
তফাৎ পড়েনি কি ফারাক নেহি পড়ার বাংলা?
ইদিকে
অর্জুন এর লেখাটা পড়তে গিয়ে মনে পড়ল, মাসখানেক আগে ওয়েলিংটনের ভারতীয় দূতাবাস থেকে আপিসে কি একটা চিঠি পাঠিয়ে অনলাইন আলোচনায় অংশ নেবার জন্যে লিখেছিল। তা সে গুরুচণ্ডালী নয় বলে আমিও আর গা করিনি। আজকে অর্জুনের পোস্ট দেখে গ্লানিবোধ করছি, :-)
ইন্দিরা গান্ধী ও জ্যোতি বসু না ফিরলে ভাল হত। সুভাষ বসু আদপে আর ফেরেননি।
আই জি'র বায়োগ্রাফার ক্যাথরিন ফ্রাংকের মতে ইন্দিরা,ফিরোজ গান্ধীর মৃত্যুর পরে নাকি লন্ডনে চলে যেতে চেয়েছিলেন। বাড়ি,টাড়ি কেনারও প্ল্যান হয়ে গেছিল। হঠাৎ বাবার মৃত্যু সব বদলে দিল। তবে ওই জীবনীটি বড়ই গণ্ডগেলে। কতটা সত্যি বলা মুশকিল।
'এনারা সবাই যদি দেশে নাও ফিরতেন তাহলে ও দেশ ঠিকই চলতো। হয়তো কোথাও কোথাও একটু ট্র্যাক চেঞ্জ হতো একটু অন্য পথে চলতো , এটুকুই । ' চলত।
কিন্তু এরা ফিরেছিলেন এবং এদের পাব্লিক রোল এখন একটা অ্যাবসলিউট ফ্যাক্ট।
'হয়তো কোথাও কোথাও একটু ট্র্যাক চেঞ্জ হতো একটু অন্য পথে চলতো , এটুকুই । তাতে ভালো বা খারাপ দুই ই হতে পারতো।' এটা একদম হাইপথিসিস।
ভাল না হলে খারাপ সব কিছু এত সরল সমীকরণে নির্ণয় হয়না।
'এন্ড ইন দা লং রান , অল আর ডেড।' মেক্স নো সেন্স। তাহলে সব রকম আলোচনা বন্ধ রাখতে হয়।
যে যেখানে আছেন!
আপনাদের সবাইকে, রে যেখানে আছেন, শারদীয় শুভেচ্ছা! আনন্দ করুন, পুজো কাটুক নির্বিঘ্নে, পরমানন্দে!
কীসের তক্ক সত্যি বুঝিনা। আগে ইন্টারনেট ছিলনা লোকে দেশে ফিরে দেশ উদ্ধার করত, এখন ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট এর মাধ্যমে সেটাই নিজ নিজ জিওগ্রাফিক বাসস্থান থেকে ওয়ার্ক ফ্রম হোম করে, করে ।
বরং পার্টিসিপেশন বেড়েচে!! :)))
সে তো স্বতঃসিদ্ধ। তক্কো কিসের? যাও সব নিজ নিজ কাজে।
মহাপুরুষেরা দেশে ফিরে আসেন। ইফ মহাপুরুষ , দেন দেশে ফেরা। ইফ নট দেশ ফেরা, দেন নট মহাপুরুষ।
এবারের দাবীটা কী?
এনারাই ভার্সাস স্বদেশী টপিকের রিপিট গুরুকাস্ট দেখতে দেখতে হেজে গেলুম মাইরি।
উপকার টুপকার অত বুঝি না। আমি মানুষের উপকার করবো, এমন কোনও দায়বদ্ধতা যেমন আমার নেই, তেমন যোগ্যতা আছে বলেও মনে হয়না। অবশ্য সেটা প্রফেশান টু প্রফেশান ডিপেন্ড করে। এখানেই পাই তো দিব্বি দেশে ফিরে একদম দশের মধ্যে থেকে কাজ করছেন। ঐ ক্ষমতা আমার সত্যিই নেই। সে গুরুর পাতায় যতই বিপ্লবের ঝড় ওঠাই না কেন। তবে হ্যাঁ দূরত্ব কমে গেছে। অন্যত্র থাকি মানেই দেশের খবর জানতে পারিনা এমন নয়। এনারাইরা নিয়মিত অর্নবের চেঁচানি মন দিয়ে শোনে। ফেসবুক, হোয়াট্সাপের সুচিন্তিত চাড্ডী মতামত প্রকাশ করে। বহু দেশপ্রেমিক নেতার টুইট লাইক আর রিটুইট করে গাছের আর তলার দুটোরই খাওয়ার পরিকল্পনা করে। এনিয়ে আই ডাইগ্রেস।
"লিস্টের কয়েকজন দেশে না ফিরলে দেশের ভালই হত", কথাটা লিখতে গিয়ে দেখি S লিখে দিয়েছেন , :-)
দেশ থেকে যারা বিদেশে পড়াশোনা কাজ কর্ম করতে যান, তাদের সকলে যে বিদেশে থেকে যাবেন তেমন তো নয়, অনেকেই ফিরে আসেন, ভারতে ফিরে সাফল্যের সঙ্গে জীবন যাপন করেন । কেউ কেউ ফেরেন কিন্তু ভারতের কাজের সংস্কৃতির সঙ্গে মানাতে পারেন না , দৈনন্দিন লড়াইয়ের জেরে বিরক্ত হয়ে পড়েন ,ইতিমধ্যে অন্যান্য কাজের সুযোগ আসে, আবার দেশ ছেড়ে চলে যান । কেউ কেউ আর ফেরত আসেন না । এই ডায়নামিক্স টা তো খুব জটিল, অনেক গুলো বিষয়ের ওপর নির্ভর করে । আজকাল কিন্তু আর আগের মতন নয়, এখন, বিদেশে বসবাস করেও ভারতের উপকারে লাগা যায় ।