অর্জুন | 103.17.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১২:৫৩463297* আমার বাবা
S | 2405:8100:8000:5ca1::4aa:***:*** | ১৯ অক্টোবর ২০২০ ১২:৪৯463296Wave of extremist Republicans run for office, many with Trump's blessing. Rightwing Republicans who promote QAnon and conspiracy theories about Covid-19 and Black Lives Matter are increasingly entering politics.
https://www.theguardian.com/us-news/2020/aug/24/wave-rightwing-republicans-run-office-trump-blessing-extremist
কল্লোল | 122.163.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১২:৩৯463295বাংলার দূর্গা পূজা নিয়ে নানান কিস্যা চালু আছে। কোনটারই সত্যি মিথ্যা যাচাই করা বেশ মুশকিল। কারন এই নিয়ে খুব একটা লেখা পত্তর বোধহয় নেই। মঙ্গলকাব্যগুলোতে শারদীয়া দূর্গাপূজার উল্লেখ তেমন নেই। কেউ কেউ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রকে এই পূজা শুরুর কৃতিত্ব দেন। সে কথা মানলে বাংলায় দুর্গাপূজার শুরু ১৮শতকে। আবার কেউ কেউ সাবর্ণ চৌধুরীদের কথা বলেন। তাহলে মানতে হয় ১৯শতকে শুরু।
অন্য একটা কিস্যা আছে তাহেরপুরের রাজা কংসনারায়াণকে নিয়ে। তাহেরপুর জায়গাটি নিয়েও বিতর্ক আছে। কারুর মতে এটি ময়মনসিংহের তাহেরপুর, কারুর মতে নদিয়ায় রাণাঘাটে।
এই রাজা কংসনারায়ণ আকবরের সমসাময়িক। ইনি টোডরমলের সাথে বাংলার জরিপের দায়িত্বে ছিলেন। জরিপ সুশৃঙ্খলভাবে শেষ হলে কৃতিত্ব জোটে টোডরমলের। ফলে কংসনারায়ণ ক্ষুব্ধ হয়ে স্থির করেন তিনি এমন একটা কিছু করবেন,যাতে তার নাম অমর হয়ে থাকে। তার রাজসভার পন্ডিতদের পরামর্শে তিনি ৪ দিনের দূর্গাপুজা শুরু করেন। শোনা কথা তিনি নাকি সে আমলে ১৪ লক্ষ টাকা খরচ করেছিলেন।
এই কিস্যা মানলে বাংলায় দূর্গাপূজা শুরু ১৬শতকে।
বাকীটা

আন্দামানে নাম বাদ ল্পড়া প্রসঙ্গে এলেবেলে একটা আর টি আই রেসপন্স দিয়েছিলেন, ১৫২১৬ পাতায় আছে। যেখানে আর টি আইয়ের উত্তরে জানানো হয়েছে যে না কোনও নাম বাদ পড়ে নি। অহেতুক গুজব ওটা।
৷ ৷৷
৷
বাকীটা
:|: | 174.254.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১২:০৫463292অ অ ১১ -টা ৪৪: "আমার বা বলেন"-- বা মানে কী ?
lcm | 99.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১১:৫২463291বড়েস,
আইওয়া-তে বেশির ভাগই (৯০% সাদা, ৩.৫% কালো) সাদা লোক। ২০০৮ এবং ২০১২ দুবারই প্রেসিডেন্সিয়াল ইলেক্শনে ওখানে ওবামা জেতেন।
২০০৮ - ওবামা (৮২৮৯৪০ - ৫৩%), ম্যাকেইন (৬৮২৩৭৯ - ৪৪%)
২০১২ - ওবামা (৮২২৫৪৪ - ৫২%), রমনি (৭৩০৬১৭ - ৪৬%)
দুবারই সাদারা ওবামা কে ভোট দিয়েছিল।
অর্জুন | 103.17.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১১:৪৭463290*পরিচালিত
*নিউ ইয়র্ক
অর্জুন | 103.17.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১১:৪৪463289মহম্মদ আলী ও রতনবাঈয়ের মেয়ে দীনা ওয়াডিয়া পরবর্তীকালে সত্যিই হয়ে গেছিলেন a woman without a country !
আমার বা বলেন ইন্দিরা গান্ধী ওয়াডিয়া গোষ্ঠীকে ধ্বংস করতে আম্বানিকে তুলে ধরেছিল। তারপর থেকেই আম্বানিদের রমরমা।
দীনা ওয়াডিয়া, ওয়াডিয়াদের প্রিচালিত হাসপাতাল গুলোর দেখাশনার দায়িত্বে ছিলেন। অনেক সোশ্যাল ওয়ার্কও করেছেন। জিন্নাহ- কন্যা হওয়ার দরুন সারাজীবন ভারতে একটা নির্বাসন ও আড়াল তো ছিলই। এদিকে পার্সি বিয়ে করার জন্যে বাবা ত্যাজ্য করেন।
ইন্দিরা গান্ধীর আমলে ওয়াডিয়াদের ব্যবসায়িক ক্ষতিও হয়েছিল। মহিলা পরে তার জন্মস্থান ইংল্যান্ডে চলে গেলেন। তারপর অ্যামেরিকা। নিজের পুত্র ও পরিবারের থেকেও বিচ্ছিন্ন হয়ে ছিলেন। মারা গেলেন নিয় ইয়রকের একটি হোটেলের সুইটে।
অর্জুন | 103.17.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ১১:৩০463288@আতোজ না রটনা নয়। স্বাধীনতা আন্দোলনের অনেকে যারা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি জয়েন করেছিল (এঁদের অধিকাংশই বাঙালি) তাদের নাম মুছে ফেলা হয়েছে বলে শুনেছি। বিজেপি'র যে অ্যান্টি- কলোনিয়াল ইতিহাস লিখতে চাইছে তার নায়ক সাভারকর। ন্যাশনল আর্কাইভসে গত বছরই দেখে এসেছি সাভারকরের জীবনী ও তার লেখার সংকলনে বই বেরিয়ে গেছে।
S | 2405:8100:8000:5ca1::4a6:***:*** | ১৯ অক্টোবর ২০২০ ১০:২১463287হীটার।
S, বেশ ভালই ডামপ হয়েছে দেখছি। বাড়ি গরম করেন কিভাবে?
সম্বিৎ | ১৯ অক্টোবর ২০২০ ১০:১৪463285মহেন্দ্র দত্ত লিকেচেন - "বাংলাদেশে প্রচলিত যে সব দুর্গাপূজার গল্প পাওয়া যায় তাহাতে রাবণ বধার্থে রামচন্দ্র দুর্গাপূজা করিয়াছিলেন। ইহা রামায়ণ বা অন্য কোথাও নাই। কথক ও তৎশ্রেণীর লোক আধুনিক যুগে এইসব রচনা করিয়াছেন। প্রথম প্রশ্ন হইতেছে যে, চন্ডীগ্রন্থ কবে রচিত হইল? মধুকৈটভ বধের পঞ্চম শ্লোকে আছে 'ব্হূবুঃ শত্রুশে ভূপাঃ কোলাবিধ্বংসিনস্তদা।' কোলা মানে - শুকর খায়না এমন যবনরা আসিয়া আক্রমণ করিল। ইহা হইতে বোধ হইতেছে যে, মুশলমান আক্রমনের প্রারম্ভেই এই গ্রন্থ প্রণয়ন করা হয়।"
S | 2405:8100:8000:5ca1::4a6:***:*** | ১৯ অক্টোবর ২০২০ ১০:১২463284নীচের ভিডিওটা দেখলে বোঝা যায় পার্থক্যটা কোথায়। আইওয়া একটা রুরাল স্টেট, খুবই ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। সেখানকার বর্তমান রিপাব্লিকান সেনেটার এবং তার ডেমোক্র্যাট অপোনেন্ট দুজনকেই বেসিক প্রশ্ন করা হয়েছে এগ্রি প্রোডাক্টের দাম নিয়ে।
ডেম ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল কর্নের দাম। একদম ঠিক উত্তর দিলেন। এর পর রিপাব্লিকান সেনেটারকে (ইনি নিজেকে ফার্ম লেডি বলে খুব প্রোমোট করে) সয়বিনসের দাম জিজ্ঞেস করা হল। তিনি প্রথমে কয়েক মিনিট বলে গেলেন ট্রাম্প কত বড় প্রেসিডেন্ট। তারপর যখন আবার জিজ্ঞেস করা হল তখন প্রথমে বললো তুমি আমাকে কর্নের দাম জিজ্ঞেস করেছো? তারপরে ভুল দাম বললো। এবারে মডারেটার দাম বলে দিয়ে বললো যে দামটা বল। রিপাব্লিকান সেনেটার বললো যে ডেম ক্যান্ডিডেট ভুল দাম বলেছে। মডারেটার জানাল যে না তিনি ঠিকই বলেছেন। এনিওয়ে অন্য সাবজেক্টে যাওয়া যাক।
এই ভদ্রমহিলাকে তারপরেও আইওয়ার রুরাল এগ্রি কমিউনিটি ভোট দেবে। কেন? নিশ্চই তাদের খুব উপকার করবে, সেই কারণে নয়। অন্য কারণটা কি?
Amit | 121.2.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৯:৩৮463282থ্যাংকু B. এ বিষয়ে কিছু লেখাপত্তর পেলে বেশ ভালো হতো।
@ আটোজ
@ অটোজ
জিন্নার বিয়ের গল্পের টই, অনির্বাণ দত্ত চৌধুরীর লেখা - অসূর্যম্পশ্যা
এই নাও -
b | 14.139.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৮:৪৯463279দ ধন্যবাদ।
S | 2620:7:6001::***:*** | ১৯ অক্টোবর ২০২০ ০৮:৪৬463278তালিবানদের পর বিন লাদেন ফ্যামিলি এন্ডর্স করলো ট্রাম্পকে।
b | 14.139.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৮:৩৪463276অমিত, পূর্ববঙ্গের বহু পূজোয় লক্ষ্মী সরস্বতী থাকতেন না, থাকতেন জয়া বিজয়া, দুর্গার দুই সখী। সেটাই স্বাভাবিক। জয়া বিজয়া কবে থেকে লক্ষ্মী সরস্বতী হয়ে গেলেন সেটাও বেশ কৌতূহলোদ্দীপক।
অকাল বোধনের গপ্প বোধ হয় কৃত্তিবাসী রামায়ণে আছে, মূল রামায়ণে নেই।
Amit | 121.2.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৪:৩৩463275আচ্ছা - বাংলায় এই দুর্গাপুজোর ইতিহাস নিয়ে কোনো ভালো লেখা পত্তর আছে ? কিভাবে শরৎকালে শুরু হলো এটা ? মা দুগ্গা চার ছেলেমেয়ে নিয়ে চারদিনের জন্যে বাপের বাড়ি আসছেন এরকম কোনো ফর্মে পুজো তো ইন্ডিয়ার বাকি কোথাও দেখিনা . যদিও নর্থ বা গুজরাট মহারাষ্ট্রে বা সাউথে নবরাত্রি ভালোই আছে কিন্তু সেখানে ও এই বাপের বাড়ি আসার গল্প নেই , অসুর দমনটাই মেন্ হাইলাইটস। আবার এর সাথে রামের অকাল বোধন ই বা কিভাবে জুড়ে গেলো ? সেটা কি মূল রামায়ণে বা কৃত্তিবাসে ছিল ?
আজকের এই ভার্সন এ দুর্গাপুজোর টাইম লাইন টাই বা কিরকম বঙ্গদেশে ? হুতোমের গল্পে ব্রিটিশ আমলে বাবুদের পুজোর মোচ্ছবের রেফারেন্স আছে অনেক। কিন্তু শুরুটা কি তখনই ছিল ? তার আগে হলে কি ভাবে শুরু হলো বা কারা মূল প্রবক্তা ছিল ? আর মোটামুটি কোন সময় থেকে দুর্গাপুজো টাই বাঙালির মেন উৎসব হয়ে দাঁড়ালো বাকি সব তেরো পার্বন পেছনে ফেলে ?
বাবুয়ানির দেমাকে বিরক্ত হয়ে সার্বজনীন পুজো কিভাবে শুরু হলো কলকাতায় , তার একটা মোটামুটি ইতিহাস কিন্তু পাওয়া যায় ১৯ শতকের শেষের দিকে।
এলেবেলে এখন বিদ্যাসাগর নিয়ে ধারাবাহিক লিখছেন , এইটা দেখেছেন?
Atoz | 151.14.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৪:০৭463273আর সেই জিন্নার বিয়ের গল্পের টইটা? সেটা গেল কই?
Atoz | 151.14.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৪:০৪463272এলেবেলের বিদ্যাসাগর টইটা খুঁজে বেড়াই, লিস্টে পেলাম না, হয়তো পিছনের কোনো পাতায় চলে গেছে।
Atoz | 151.14.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৪:০৩463271থ্যাংকু অরিন, দেখবো।
তাহলে okja দেখতে পারেন, একেবারে শুকনো ডকু নয়, অবিশ্যি forks over knives ও নয় । okja আরেকটু ড্রামাটিক,
Atoz | 151.14.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৩:৩১463269সার্চ দিয়ে দেখ্লাম এইগুলো ডকু টাইপের মুভি। তাহলে অনুমান মিলল না। ভেবেছিলাম ম্যানারিজমকে সূক্ষ্ম ব্যঙ্গ করেছে বুঝি। :-)
Atoz | 151.14.***.*** | ১৯ অক্টোবর ২০২০ ০৩:২৭463268না অরিন, দেখিনি। কিন্তু অনুমান করতে পারি। ঃ-) আরে টাইটানিকেই তো সেই বাচ্চা একটা মেয়েকে ম্যানার্স শেখানোর সেই সাইড সীন, রুমাল ভাঁজ করা অমুক তমুক--- :-)