syandi | 2a01:c23:7c6b:6a00:c016:a316:720:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:৩৬462686এটি আতজের জন্য
syandi | 2a01:c23:7c6b:6a00:c016:a316:720:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:৩৫462685এই স্বঘোষিত 'ভাই 'এর সঙ্গে এনগেজ করব না
র২হ | 73.106.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:২২462684হ্যাঁ মানে কে কাকে নাম বললো আর কে বললো না তাই নিয়ে যে এমন দীর্ঘস্থায়ী ইঁট পাটকেল চলতে পারে সেটা না দেখলে বিশ্বাস হতো না।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:১৯462683নাম গোপন রেখে নাম গোপন রাখার জন্য লোকে অনেকক্ষন ধরে লোককে উদুম গালাগাল কেন করছে বোঝা যাচ্ছে না। এটা তো এমন কোন বিষয় না রে নাম বললে বিজেপি ক্যালাবে। কি বিচিত্র পেটি মাইন্ডেড ঝগড়া ঝাটি।
:) | 43.25.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:১৮462682আবার সেই দিদিগরিমা। ওফ্ফ্!
র২হ | 73.106.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:১৫462681ওটা শাকই। মাছ ঢাকার জন্যে রাখা।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:১০462680মিঠু, গুরু কনটেক্সট টা সম্পূর্ণ ভুলে গেছি , হিমালয় আর বিন্ধ্য প্রতীম, একটু মনে করিয়ে দেবে?
আর স্যামনের পাশে যেটা শাকের মত সেটা কি?
ম | 2601:247:4280:d10:30c2:b56a:46e1:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১৯:০৬462679বোধি,সেইই যে তুমি হিমালয় আর বিন্ধ্যপ্রতিম কবির নাম না বলে চলে গেলে তবে থেকে অভিমানে হাতে হ্যারিকেন ধরেছি।ছবিটা তারই আভায় তোলা, টর্চ না।
বটেই ত | 54.38.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৮:৫২462678যার নিজের নাম বলবার ইচ্ছে নেই কিন্তু অন্যের নাম জানবার ইছছে আছে আঠারো আনা তার সেই অভদ্রতা পয়েন্ট আউট করলে আরো অভদ্র ব্যবহার করাই শান্তিনিকেতনি কালচার। ভদ্রতা কি জিনিষ কেকেদিদিকে দেখে শিখতে পার।
নিজের নাম জানাতে সমস্যা হলে অন্যের নাম জিগ্যেস করবে না সিম্পল।
b | 14.139.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৮:০৯462677কাইলকে ভগবতী বাবু ইকনমিক্সের নোবেল স্মৃতি পুরস্কার পেলে আর রক্ষে থাগবে না।
syandi | 2a01:c23:7c6b:6a00:c016:a316:720:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১৭:১৫462676আমার মনে হয় আমি নাম বললেও kk আমায় নাও চিনতে পারেন। প্রথমত অন্য ডিপার্টমেন্ট তারপর আমি কোন অর্থেই ক্যাম্পাসে খুব ওয়েলনোন ফেস ছিলাম না। আর কয়েক দিন আগে সারটিফিকেট সংক্রান্ত আলোচনায় "লোকজনের আজকাল কি খারাপ ব্যবহার " জাতীয় কিছু লিখেছিলাম। এটা একদমই ব্যান্টারিং -এর সুরে লেখা। আশা করি kk এটাকে সিরিয়াসলি নেননি
syandi | 2a01:c23:7c6b:6a00:c016:a316:720:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১৭:০০462675অমিও প্রথমে ইগনোর করার কথাই ভেবেছিলাম। কিন্তু পরে মত বদল করি এটা ভেবে যে উনি হয়ত ওনার আসভ্যতার মাত্রা বাড়িয়ে দিতে পারেন।
একক | ১১ অক্টোবর ২০২০ ১৬:০৮462674তর্কসাপেক্ষ। তবে এয়াই এর জমানায় এই কথাটা নতুন করে ভাবায়, তা ঠিক।
// | 185.22.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৫:৪৩462673Leges sine moribus vanae
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১৪:২৮462672কিন্তু রেঁধে বেড়ে খাবার টির ছবি মিঠু টরচের আলোয় তুলল ক্যানো? আমেরিকা য় কি কারেন্ট নাই?
সম্বিৎ | ১১ অক্টোবর ২০২০ ১০:৩৭462671হরিমতির গান শুনে কিছু নির্ণয় করা যাবেনা। এনারা সম্পূর্ণ খেয়ালখুশি মতন সুরে গান গাইতেন।
ম | 2601:247:4280:d10:30c2:b56a:46e1:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১০:৩১462670অভ্যু, এটা আজ দুপুরে খেলাম। ওয়াইল্ড কট স্যামনটা আপাতত ক্ষমা করে দিলাম:-)
ম | 2601:247:4280:d10:30c2:b56a:46e1:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১০:২৯462669
Abhyu | 47.39.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১০:১২462668মিঠুদি আজ কি ভালো স্যামন খেলাম। বেশি বলব না, শেষে তুমি উদো বলে প্যাঁক দেবে। তবে শুধু রেসিপিটাই খাসা না, মেটিরিয়ালও খুব ভালো ছিল। হ্যারিসা আগে কখনো কিনি নি, দেখলাম খাসা জিনিস। আর ফ্রেশ মার্কেটের ওয়াইল্ড কট স্যামন।
Atoz | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২০ ১০:০২462667আরে অভ্যু, সেই অতি প্রাচীন রেকর্ড একবার শুনে না কে বলেছিলেন, এ কার গলা? ক্লিওপ্যাট্রা না হাম্মুরাবি? ঃ-)
ম | 2601:247:4280:d10:30c2:b56a:46e1:***:*** | ১১ অক্টোবর ২০২০ ১০:০০462666ঐটি অনেক পাকা হাতের কাজ যে, বানী, ভাব সবদিক দিয়েই
ম | 2601:247:4280:d10:30c2:b56a:46e1:***:*** | ১১ অক্টোবর ২০২০ ০৯:৫৭462665অভ্যু:-)
ম | 2601:247:4280:d10:30c2:b56a:46e1:***:*** | ১১ অক্টোবর ২০২০ ০৯:৩০462663যাকগে, আচ্ছা কবিতার হিমালয় আর বিন্ধ্যটা সম্পর্কে কিছু জানা গেল? সেই কবে থেকে দমবন্ধ করে অপেক্ষা করে আছি! ভাল্লাগে না
PM | 202.74.***.*** | ১১ অক্টোবর ২০২০ ০৯:২৫462662তবে ২০০৫/৬/৭ এর ক্রান্তিকালে সালে টই অনেক বেশী ইন্টেরেস্টিং ছিলো সেটাও ঘটনা :):)
PM | 202.74.***.*** | ১১ অক্টোবর ২০২০ ০৯:২২462661ভাটিয়ালি তে সড়গড় হতে একটু সময় লাগে . আমার ২-৩ বছর লেগেছিলো !!!. একবার হয়ে গেলে এডিকশন
S | 2405:8100:8000:5ca1::12e:***:*** | ১১ অক্টোবর ২০২০ ০৮:৫২462660আজ হোয়াইট হাউসের লনে ট্রাম্প আবার র্যালি করেছে। নিজে দোতালার বারান্দা থেকে বক্তিতা দিয়েছে। একটা অ্যাজেন্ডা ছিল ব্লেক্সিটঃ ব্ল্যাকরা নাকি ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে দিচ্ছে। পরে অবশ্য জানা গেল যে সামান্য কয়েকজন ব্ল্যাকরা গেছিল, তাদের অনেকের যাতায়াতের টাকা দেওয়া হয়েছে। এবারে শুধু বিরিয়ানি সাপ্লাই করলেই ষোলোআনা পূর্ণ হয়।
যাইহোক মোদ্দা কথা ট্রাম্প বলেছে যে কোরোনা নাকি চলে যাচ্ছে। যদিও নিজে এবং হোয়াইট হাউসের একগাদা লোক এখনও কোরোনা পজিটিভ।
s | 100.36.***.*** | ১১ অক্টোবর ২০২০ ০৮:৩৬462659একজন দেখ্লাম লিখেছেন ভাটিয়ালিতে ঢুকে কনফিউজ হয়ে যান। আমার আবার ঠিক উল্টো ব্যাপার। আগে খালি টইপত্তর পড়্তাম। ভাটিয়ালি একটা চ্যাট রুম মনে হত। এখন টইপত্তরে এত বিভিন্ন রকম আর বিভিন্ন বিভাগের লেখা, পুরো কনফিউজ হয়ে যাচ্চ্ছি।
আর স্যান্ডিকে বলতে চাই যে আমিও ওপেন প্ল্যাটফর্মে নিজের নাম ধাম শেয়ার করি না। তোমাকে চিনতে পারিনি। কিন্তু ওপেন প্ল্যাটফর্মের মাধ্যমে চিনতে চাই না। আর অহেতুক মন্তব্য থামানোর সব থেকে ভাল উপায় হল স্রেফ ইগনোর করা।
KK, তোমাকে অ্যানির মাধ্যমে চিন্তাম কিন্তু তুমি আমাকে চিনবে বলে মনে হয় না। সেরকম আলাপ পরিচয় কখনো হয় নি। কিছু পরিচিত নাম দেখে বেশ মজা লাগল, এই আর কি। ভেবে দেখলাম বেশ কিছু সিনিয়ারকে এখনো মনে আছে কিন্তু দু একজন বাদে অর কোনো জুনিয়ারকে মনে নেই।
dc | 103.195.***.*** | ১১ অক্টোবর ২০২০ ০৮:১৬462658Atoz কে অনেক ধন্যবাদ প্রফ পার্থ ঘোষের লেখার লিঙ্ক দেওয়ার জন্য।
Atoz | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২০ ০৬:৩৯462657টই খুলে এক লোক আবার লেখা না দিয়ে নিজের লেখার লিংক দিয়ে গ্যাছেন। কী অবস্থা!!!! ঃ-)